Ads By Blogger

Monday, November 02, 2015

বুদ্ধি খাটিয়ে GP তে নিন 678(ভ্যাট সহ)টাকায় ৮ জিবি নিন ও 500 minute talktime(মেয়াদ আজীবন)

ads
(bd tips tech)বিডি টিপ্স টেকে আপনাদের স্বাগতম।পোস্টটির শিরোনাম দেখে কি চমকে উঠেছেন।চমকাবার কিছু নেয় এর জন্যে প্রথমে আপনার জিপি সিমে অবশ্যই কমপক্ষে ৬৮০ টাকা থাকতে হবে।

স্টেপ ১- প্রথমে আপনার ব্রউজার থেকে এই ওয়েব সাইটটিতে জান। তারপর Talk Time 500 minutes (GP-GP) সিলেক্ট করুন, এরপর Internet 8GB, Validity 1 Day, SMS 0 সিলেক্ট করুন। সাবধান মেয়াদ অবশ্যই ১ দিন এর বেশি সিলেক্ট করবেন না। ডানদিকে দেখুন 62 % savings and 664.65 Tk দেখাচ্ছে। এইবার Buy Now এ ক্লিক করুন নিচের ছবির মতো
এটিও পড়ুন কিভাবে sms এর মাধ্যমে sim number registration করবেন

স্টেপ ২- এবার একটি নতুন পেজ ওপেন হবে সেখানে Mobile number এর ঘরে যে নম্বরে আপনি প্যাকেজটি কিনতে চাচ্ছেন সেই নম্বরটি লিখুন এরপর Continue বাটনটিতে ক্লিক করুন নিচের ছবির মতো

স্টেপ ৩- এবার অরেকটি নতুন পেজ ওপেন হবে এবং আপনার যে নম্বরটি দিয়েছেন সেই নম্বরে একটি ম্যাসেজ আসবে সেখানে একটি পিন নম্বর দেওয়া থাকবে। এবার নতুন পেজটিতে Enter PIN Here এর ঘরে ম্যাসেজে দেওয়া পিনটি দিয়ে Agree & Continue বাটনটিতে ক্লিক করুন।নিচের ছবির মত

ব্যস হয়ে গেল আপনার ৮ জিবি ও ৫০০ মিনিট কেনা। কিন্তু আরেকটু কাজ বাকি আছে। কাজটি হলো মেয়াদ ১ দিন কিনেছিলেন এবার এটাকে ৩০ দিন করতে হবে। এখন কিছুক্ষন আপেক্ষা করুন। মোবাইলটা রিষ্টার্ট দিন তারপর *৫৬৬*১০# ডায়াল করে দেখুন ৮ জিবি ডাটা আসছে কিনা এবং *৫৬৬*২২# ডায়াল করে দেখুন ৫০০ মিনিট আসছে কিনা। যদি না আসে তাহলে কিছুক্ষন (১০-১৫ মিনিট) আপেক্ষা করুন। যদি আসে তবে পরের ধাপে যান।

স্টেপ ৪- আবার আপনার ব্রউজার থেকে এই ওয়েব সাইটটিতে জান। তারপর Talk Time ১০ minutes (GP-GP) সিলেক্ট করুন, এরপর Internet 4MB, Validity 30 Day, SMS 0 সিলেক্ট করুন। সাবধান মেয়াদ অবশ্যই 30 দিন সিলেক্ট করবেন। ডানদিকে দেখুন 7 % savings and 13.75 Tk দেখাচ্ছে। এইবার Buy Now এ ক্লিক করুন নিচের ছবির মতো

তারপর স্টেপ ২,৩ অনুসরন করুন।


এটিও পড়ুন grameenphone এর সকল service বন্ধ করার কোডগুলো জেনে নিন


কিভাবে আজীবন মেয়াদ করবেন:আজীবন মেয়াদ বাড়ানোর জন্য মেয়াদ শেষ হবে এক অথবা দুই দিন আগে ৪,২,৩ নাম্বার স্টেপ অনুসরন করুন।
ভালো লাগলে Comment এবং Share করতে ভুলবেন না।
ধন্যবাদ।
ads

2 comments:

  1. অবশ্যই পাবেন যতদিন পর্যন্ত গ্রামিনফোন তাদের ভুল সংশোধন না করে"!!!

    ReplyDelete

আমাদের পোস্টগুলি ভালো লাগলে কমেন্ট করে আমাদের উৎসাহ দিন

copyright 2014-2023@bdtipstech DMCA.com Protection Status