(bd tips tech)বিডি টেকে আপনাদের স্বাগতম।কম্পিউটারের যন্ত্রাংশের মধ্যে মাউস খুব দরকারি এবং অনেক কাজের কাজি। কিন্তু এই মাউসের বোতাম যদি কখনো কাজ না করে তাহলে বেশ ঝামেলাই পোহাতে হয়। সাধারণত মাউসের প্রধান দুই বোতামের মধ্যে লেফট বা বাম বোতাম চেপে কোনো প্রোগ্রাম খোলা যায় বা কোনো কাজ করা যায়। আর ডান বা রাইট বোতাম চেপে কোনো প্রোগ্রামের মেনু আনা যায়। এই ডান-বামের ব্যবহার ডান হাতি ও বাম হাতিদের জন্য দরকারমতো ঠিক করে নেওয়া যায়।
এটিও পড়ুনcomputer বন্ধ হতে বেশি time নিচ্ছে?
কখনো মাউসের একটি বোতাম কাজ না করলে বাম বোতামকে ডান বোতাম বানিয়ে নিয়েও দরকারি কাজ সারা যাবে। সাধারণত মাউস প্রোপার্টিজ থেকে প্রাইমারি বোতামকে সেকেন্ডারি বোতাম হিসেবে কাজ করানো যাবে। এ জন্য উইন্ডোজ-৭-এর পরবর্তী সব সংস্করণের জন্য স্টার্ট মেনুতে গিয়ে Mouse লিখুন। মাউস প্রোপার্টি এলে সেটি খুলুন। Button Configurations-এর মধ্যে থাকা Switch primary and secondary buttons-এর পাশে টিক চিহ্ন দিয়ে ওকে করুন।
এটিও পড়ুন কিছু notepad ট্রিকস (part-3)
এখন থেকে ডান বোতামের কাজগুলো বাম বোতাম করবে আর বাম বোতামের কাজ ডান বোতাম করবে।
পোস্টটি ভাল লাগলে শেয়ার করতে ভুলবেন না।
এটিও পড়ুনcomputer বন্ধ হতে বেশি time নিচ্ছে?
কখনো মাউসের একটি বোতাম কাজ না করলে বাম বোতামকে ডান বোতাম বানিয়ে নিয়েও দরকারি কাজ সারা যাবে। সাধারণত মাউস প্রোপার্টিজ থেকে প্রাইমারি বোতামকে সেকেন্ডারি বোতাম হিসেবে কাজ করানো যাবে। এ জন্য উইন্ডোজ-৭-এর পরবর্তী সব সংস্করণের জন্য স্টার্ট মেনুতে গিয়ে Mouse লিখুন। মাউস প্রোপার্টি এলে সেটি খুলুন। Button Configurations-এর মধ্যে থাকা Switch primary and secondary buttons-এর পাশে টিক চিহ্ন দিয়ে ওকে করুন।
এটিও পড়ুন কিছু notepad ট্রিকস (part-3)
এখন থেকে ডান বোতামের কাজগুলো বাম বোতাম করবে আর বাম বোতামের কাজ ডান বোতাম করবে।
পোস্টটি ভাল লাগলে শেয়ার করতে ভুলবেন না।
No comments:
Leave A Comment
আমাদের পোস্টগুলি ভালো লাগলে কমেন্ট করে আমাদের উৎসাহ দিন