Ads By Blogger

Monday, December 14, 2015

ব্লগ/ওয়েবসাইট আছে কিন্তু ইনকাম করত্তে পারছেন না এবার ইনকাম হবেই

ads
(bd tips tech)বিডি টিপ্স টেকে আপনাদের সবাইকে স্বাগতম।আপনার যদি একটি ব্লগ বা ওয়েবসাইট থাকে তাহলে আপনি খুব সহজে
ইনকাম করতে পারবেন।ব্লগ বা ওয়েবসাইটে এড সো করে আয় করার বিভিন্ন পদ্ধতি আছে।আজ আপনাদের সাথে মোটামুটি সবগুলি পদ্ধতি শেয়ার করবো:
keyword:ব্লগ থেকে ইনকাম করার উপায়,ব্লগে বিজ্ঞাপন দেখিয়ে ইনকাম করার উপায়,বিশ্বস্ত বিজ্ঞাপন সংস্থাগুলি,কিভাবে ব্লগের বিজ্ঞাপন থেকে ইনকাম করবেন,ওয়েবসাইট থেকে টাকা আয় করার উপায়,কিভাবে ওয়েবসাইটে থেকে ইনকাম করত হয়

BidVertiser:BidVertiserএকটি জনপ্রিয় ওয়েবসাইট।এই ওয়েবসাইটের বিজ্ঞাপন আপনার সাইটে বসিয়ে খুব সহহজে ইনকাম করতে পারেন।এরা প্রতি ক্লিকের জন্য পে করে।পর্ন সাইট ছাড়া অন্য যেকোনো সাইট তাড়া সাপোর্ট করে।মাত্র ১০ডলার হলেই পেমেন্ট পাবেন।প্রথমে এখান BidVertiser থেকে সকল তথ্য দিয়ে সাইন আপ করে নিন।আপনার মেইলে একটি ভেরিফিকেশন ইমেইল যাবে সেটি দিয়ে ভেরিফাই করে নিন।তারপর লগইন add new bidvertiser ক্লিক করে আপনার ব্লগের সব তথ্য দিয়ে এড করুন।এর পর choose templet থেকে কিরকম এড বসাতে সিলেক্ট করুন এবং preferences থেকে আপনার প্রইয়োজন গুলো রেখে বাকি গুলো থেকে চিহ্ন উঠিয়ে।সর্বশেষে get code ক্লিক করুন এবং সেখান থেকে কোড কপি করে ব্লগে বসিয়ে দিন।এখন থেকে আপনার এডে কেউ ক্লিক করলে আপনার ইনকামস শুরু হবে।


revenuehits:revenuehits এটিও আরেকটি জনপ্রিয় এড মিডিয়া।এটি থেকেও আপনি ভাল ইনকাম করতে এটি পারবেন।এটি CPM এবং CPC আর্থাৎ পেইজ ভিউ এবং ক্লিকে এপর পেমেন্ট করে।সাইন আপ করার জন্য এখানে ক্লিক করুন।এবার join now ক্লিক করুন।এবার নতুন একটি পপআপ পেইজ অপেন হবে এখানে সবকিছু ঠিক ভাবে পূরন করে next step এ ক্লিক করুন।এবার এখানে সকল তথ্য দিয়ে continue ক্লিক করুন।এবার আপনাকে  বিলিং ইনফরমেশ রিডায়েক্ট করবে।যদি আপনার পেপাল বা পেওনার থাকে তাহলে এড  করুন না থাকলে কিছু করার দরকার নেই ।এবার dashboard এ ক্লিক করুন এখান থেকে new placment এ ক্লিক করে মোবাইল অথবা ডেস্কটপ নির্বাচন করুন এবং আপনার পছন্দ মত সিলেক্ট করুন।এবার সকল তথ্য দিয়ে সেভ করুন তাহলে নিচের চিত্রের মত দেখতে পাবেন
এবার নীল টিক দেওয়া স্থানে ক্লিক করলে কোড পেয়ে যাবেন।কোড ব্লগে এড করলে আপনার ইনকাম শুরু হবে।
 

popcash:popcash আরেকটি জনপ্রিয় পপআপ এড মিডিয়া।এটি আয় করার জন্য আপনার ব্লগের এডে ক্লিক করা লাগবে না।আপনার ব্লগের যেকোন  লিঙ্কে ক্লিক করলেই আলাদা একটি উইন্ডোতে এড সো করবে।এছাড়া পপক্যাশের মাধ্যমে আপনি আপনার ব্লগের  এডভারটাইজিং করতে পারবেন এর জন্য এটি দেখুন  আপনার blog বা website থেকে আয় করুন খুব সহজে এবং advertising করুন ব্লগ বা ওয়েবসাইটের মাত্র ডলার হলেই উইথড্র করতে পারবেন।এখান থেকে রেজিস্ট্রেশন করে নিন।তারপর লগইন করে  add a new website ক্লিক করুন।তারপর আপনার ব্লগ/ওয়েবসাইটের সকল তথ্য দিয়ে সাবমিট করুন।কিছুক্ষনের মধ্যে আপনার ওয়েবসাইট্টি এপ্রোভ হয়ে যাবে।তারপর সেখান থেকে কোড নিয়ে আপনার ব্লগে এড করে নিবেন।এখন আপনার ব্লগ /ওয়েবসাইটে ভিজিটর প্রবেশ করলেই আপানার ইনকাম শুরু হবে

এটীও দেখুন কিভাবে ব্লগে HTML/JAVASCRIPT গেজেট যুক্ত করবেন

ad.fly:adfly আরেকটি জনপ্রিয় আর্নিং সাইট।এই সাইটে লিংক শর্ট করে আয় করতে পারবেন।প্রথমে এখান থেকে সাইন আপ করে নিন তারপর ইমেইল ভেরিফাই করে নিন।এরপর লগইন করে যেকোন লিংক শর্ট করে ব্লগে বা অন্য যেকোন যায়গায় শেয়ার করুন তবে মনে রাখবেন লিংকটি যেন জনপ্রিয় কোন ফাইল বা ওয়েবসাইটের লিংক হয় তাহললে ক্লিক পড়ার সম্ভবনা বেশি থাকে।আপনার লিংকে কেউ ক্লিক পাচ সেকেন্ডের জন্য একটি এড শো করবে এর জন্য আপনি পেমেন্ট পাবেন। মাত্র ৫ডলার হলে পেমেন্ট উইথড্র করতে পারবেন।এছাড়া এডফ্লাইকে আপনি পপক্যাশের মত ব্যবহার করতে পারবেন


এর জন্য এডফ্লাই এর টুলস অপশন থেকে website entry script ক্লিক করে  কোড গুলি আপনার ব্লগে এড করে নিন তাহলে এবার পপক্যাশের মত ইনকাম শুরু হবে
এছাড়া ব্লগ থেকে ইনকাম আরো ভিবিন্ন পদ্ধতি আছে যেমনঃ- সার্ভে এড করে,এফিলিয়েন্টের মাধ্যমে।খুব শ্রিঘ্রই এগুলো নিয়ে আলোচনা হবে প্রয়োজনে পোস্টটি বুকমার্ক করে রাখুন।ধন্যবাদ।কোন সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।

ads

17 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. ভাই দয়া করে স্প্যাম করবেন না।

    ReplyDelete
  3. wapka দিয়ে কাজ হবে

    ReplyDelete
  4. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  5. Nice post
    http://Realincomebd.com

    ReplyDelete
  6. Buy Sell Ads নিয়ে কিছু লেখেন ।

    ReplyDelete
  7. Onliner earning shiker jonno valo maner ekta post. Ami maje maje post pori.

    ReplyDelete
  8. Amar blog notun. Earn nai bolai chole. kintu post korai cholasi.

    ReplyDelete
    Replies
    1. ভিজিটর বৃদ্ধি করুন

      Delete

আমাদের পোস্টগুলি ভালো লাগলে কমেন্ট করে আমাদের উৎসাহ দিন

copyright 2014-2023@bdtipstech DMCA.com Protection Status