Ads By Blogger

Monday, February 18, 2019

আপনার ব্লগ বা ওয়েব সাইড সহ পোষ্ট গুলো গুগলে পরিচয় করিয়ে দিন

ads
আশা করি সবাই ভাল আছেন। যে বিষয়ে বলছিলাম বিষয় টি হল,আমারা অনেকেই ওয়েব সাইড অতবা ব্লগে অনেক পোষ্ট করার পর ও গুগলে সার্চ করে খুঁজে পাইনা,যেমন আপনি একটি পোষ্ট করলেন শিরোনাম হল (চোঁখ রাখুন ভিজিটর টিউন ডট কমে) অতচ ঐ পোষ্টের ঐ শিরোনাম দিয়ে গুগলে সার্চ করলেন কিন্তু খুঁজে পেলেন না,এমন যদি হয় তা হলে গুগলের মাধ্যমে আপনার ব্লগ বা ওয়েব সাইডে ভিজিটর পাওয়া যাবেনা,আপনি নিজেই পোষ্ট করে নিজেই পড়তে তাকবেন,এতে কি লাভ হল,কারণ ভিজিটর ছাড়া ওয়েব সাইড বা ব্লগের কোন মূল্য নেই,চলুন দেখি আপনার ওয়েব সাইড ও ব্লগে সহ এবং পোষ্ট গুলো কিভাবে গুগলে পরিচয় করবেন,সার্চ করা মাত্র যেহেতু দেখা যায়।প্রথমে এই লিস্কস এ ক্লিক করুন নিচের মত একটি পেজ উইনডো হবে
এবার উপরের ছবির মত ADD A SIDE এ ক্লিক করুন  নিচের মত একটি পেজ উইনডো হবে 
এবার উপরের ছবির মত আপনার ব্লগ বা ওয়েব সাইডের URL দিয়ে Continue এ ক্লিক করুন  নিচের মত একটি পেজ উইনডো হবে সেখানে ডন পাশে লক্ষ্য করুন
এবার উপরের ছবির মত  Crawl এ ক্লিক করুন  নিচের মত একটি পেজ উইনডো হবে
 এবার উপরের ছবির মত  Fetch as Google এ ক্লিক করুন  নিচের মত একটি পেজ উইনডো হবে সেই পেজে
আমরা আগে নিজের ব্লগ বা ওয়েব সাইড গুগলে পরিচয় করব।
এবার উপরের ছবির মত  FETCH AND RENDER এ ক্লিক করুন  নিচের মত একটি পেজ উইনডো হবে
এবার উপরের ছবির মত Submit to index এ ক্লিক করুন  নিচের মত একটি পেজ উইনডো হবে
এখন থেকে আপনার  নিজের ব্লগ বা ওয়েব সাইড গুগলে সার্চ করলে যে কেউ খুঁজে পাবে।
গুগলে পোষ্ট পরিচয় করার নিয়ম একটু মাত্র ভিন্ন তবে কাজের বৈশিষ্ট একই রকম
যেমন নিজের ব্লগ বা ওয়েব সাইড গুগলে সার্চ এ পরিচয় করার জন্য আমরা উপরের ছবির মত FETCH AND RENDER ব্যবহার করে ছিলাম,এখন যখন আমরা পোষ্ট পরিচয় করব সে জন্য শুধু FETCH  এ ক্লিক করব ক্লিক করার আগে যে পোষ্ট পরিচয় করতে চান সেই পোষ্টের লিস্কস  নিচের মত
http://www.visitortunes.com/2015/03/2995-idm.html হয় তাহলে লাল করা লিস্কস বাদ দিয়ে শুধু
2015/03/2995-idm.html লিখে FETCH এ ক্লিক করুন,অন্য ধাপ গুলো আগের মত
কোন কিছু সমস্যা হলে কমেন্ট করত ভুলবেন না। 

ads

3 comments:

  1. কাজের পোস্ট শেয়ার করার জন্য ধন্যবাদ।

    ReplyDelete
  2. বাংলা অনুবাদ pdf, গল্প, কবিতা সহ যেকোন pdf book download করতে ঘুরে আসুন http://bhootgoyenda.blogspot.com

    ReplyDelete

আমাদের পোস্টগুলি ভালো লাগলে কমেন্ট করে আমাদের উৎসাহ দিন

copyright 2014-2023@bdtipstech DMCA.com Protection Status