Ads By Blogger

Tuesday, March 10, 2015

ডাউনলোড করে নিন নতুন রিদ্মিক কিবোর্ড

ads
বিডি টিপ্স টেকে আপনাদের সবাইকে স্বাগতম। অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে বাংলা লেখার অ্যাপ রিদ্মিক আবার গুগল প্লে স্টোরে ফিরে এসেছে।গত ৪মার্চ এটি প্লেস্টোর থেকে সরিয়ে ফেলা হয়েছিল।কিন্তু এখন সম্পুর্ন আন্য রকমভাবে এপ্সটিকে আপডেট করা হয়েছে। তবে এখন এটি থেকে ‘ইউনিজয়’ কি-বোর্ড লে-আউট সরিয়ে ফেলা হয়েছে। কি-বোর্ড লে-আউট ‘বিজয়’য়ের কপিরাইট লঙ্ঘন করায় এ সিদ্ধান্ত নিয়েছিল গুগল। বিজয় কি-বোর্ডের স্বত্বাধিকারী এবং আনন্দ কম্পিউটার্সের প্রধান নির্বাহী মোস্তাফা জব্বারের অভিযোগের ভিত্তিতে গুগল প্লে স্টোর থেকে রিদ্মিক অপসারণ করা হয় বলে নির্মাতাদের জানিয়েছিল গুগল।

গতকাল সোমবার থেকে ‘ইউনিজয়’ লে-আউট বাদ দিয়ে রিদ্মিক ৪.০ সংস্করণ (goo.gl/ZUZCxH) আবারও প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। নতুন করে এতে যুক্ত করা হয়েছে ‘প্রভাত’ লে-আউট। রিদ্মিকের নির্মাতা শামীম হাসনাত গতকাল প্রথম আলোকে বলেন, ‘আগের প্রায় সব সুবিধাই পাওয়া যাবে রিদ্মিক ৪.০ সংস্করণে। পাশাপাশি এতে নতুন ললিপপ থিমও যুক্ত করা হয়েছে।
রিদ্মিক কি-বোর্ডের পাশাপাশি আরেক অ্যাপ ‘ইউনিবিজয় বাংলা টাইপিং’ অপসারণ করা হয় গুগল প্লে স্টোর থেকে। এ অ্যাপের নির্মাতা আরিফ রহমান গতকাল প্রথম আলোকে বলেন, ‘নতুন করে এ অ্যাপটি চালু করার কোনো চিন্তা আপাতত নেই। নতুন আরেকটি লে-আউট নিয়ে কাজ শুরু করেছি। আর ইতিমধ্যে “পার্বতী” নামের আরেকটি কিবোর্ড প্লে স্টোরে উন্মুক্ত করেছি।’
গত মাসে জনপ্রিয় বাংলা সফটওয়্যার বিজয়ের অ্যাপও প্লে স্টোরে ছাড়া হয়েছে।

ads

No comments:

Leave A Comment

আমাদের পোস্টগুলি ভালো লাগলে কমেন্ট করে আমাদের উৎসাহ দিন

copyright 2014-2023@bdtipstech DMCA.com Protection Status