১:একবার পেইজে রুপান্তরিত করে ফেললে আর আইডিতে ফেরত আনতে পারবেন না।
২:আপনার আইডির সব ছবি অটোমেটিক পেইজে চলে যাবে।
৩:আইডির নামই পেইজের নাম হবে।
৪:আইডির লিংক হবে পেইজের লিংক।
৫:আইডির ফ্রেন্ড সংখ্যা+ফলোয়ার সংখ্যা=লাইক সংখ্যা।
কিভাবে পেইজে রুপান্তরিত করবেন:
প্রথমে এখানে ক্লিক করে এ লিংকে চলে যান।তাহলে নিচের মত চিত্র দেখতে পাবেন।
এখানে আপনি যে টাইপের পেইজ তৈরি সেটি সিলেক্ট করুন।যেমন আমি সিলেক্ট করেছি artist,band & public figure. তাহলে নিচের মত চিত্র দেখতে পাবেন।
এখান থেকে সাব ক্যাটাগরি সিলেক্ট করে get started এ ক্লিক করুন তাহলে পেইজ তৈরি হয়ে যাবে।তারপর আপনার পেইজ ডিজাইন করে ফেলুন।পোস্টটি ভাল লাগলে কমেন্ট,শেয়ার এবং রেটিং করতে ভুলবেন না।
আপনার পোস্টটি পড়ে উপকৃত হলাম
ReplyDeletethank you
Delete