Ads By Blogger

Thursday, March 15, 2018

কিভাবে ফেইসবুক id কে পেইজে convert করবেন

ads
বিডি টিপ্স টেকে আপনাদের সবাইকে স্বাগতম।আশাকরি সবাই ভাল আছেন।আজকে আমার টিউটোরিয়াল কিভাবে ফেইসবুক আইডিকে পেইজে রূপান্তরিত করবেন।এটি করতে আপনাকে অবশ্যই ডেস্কটপ লাগবে।তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক।ফেইসবুক আইডি থেকে পেইজ তৈরি যে বিষয় গুলি খেয়াল রাখতে হবে
১:একবার পেইজে রুপান্তরিত করে ফেললে আর আইডিতে ফেরত আনতে পারবেন না।
২:আপনার আইডির সব ছবি অটোমেটিক পেইজে চলে যাবে।
৩:আইডির নামই পেইজের নাম হবে।
৪:আইডির লিংক হবে পেইজের লিংক।
৫:আইডির ফ্রেন্ড সংখ্যা+ফলোয়ার সংখ্যা=লাইক সংখ্যা।
কিভাবে পেইজে রুপান্তরিত করবেন:
প্রথমে এখানে ক্লিক করে এ লিংকে চলে যান।তাহলে নিচের মত চিত্র দেখতে পাবেন।

এখানে আপনি যে টাইপের পেইজ তৈরি সেটি সিলেক্ট করুন।যেমন আমি সিলেক্ট করেছি artist,band & public figure. তাহলে নিচের মত চিত্র দেখতে পাবেন।

এখান থেকে সাব ক্যাটাগরি সিলেক্ট করে get started এ ক্লিক করুন তাহলে পেইজ তৈরি হয়ে যাবে।তারপর আপনার পেইজ ডিজাইন করে ফেলুন।পোস্টটি ভাল লাগলে কমেন্ট,শেয়ার এবং রেটিং করতে ভুলবেন না।
ads

2 comments:

আমাদের পোস্টগুলি ভালো লাগলে কমেন্ট করে আমাদের উৎসাহ দিন

copyright 2014-2023@bdtipstech DMCA.com Protection Status