Ads By Blogger

Thursday, May 28, 2015

windows কিছু টিপ্স দেখে নিন

ads
বিডি টিপ্স টেকে আপনাদের সবাইকে স্বাগতম।আশা করি সবাই ভাল আছেন।আজ আপনাদের সাথে কিছু টিপ্স শেয়ার করবো।উইন্ডোজের কিছু লুকানো টিপ্স আছে যা হয়তো অনেকেই জানেন না।সেরকমই কিছু টিপস এখানে দেয়া হলো।

Windows Funny Speaks:

(১) প্রথমে control panel-এ যেতে হবে।

(২) “speech/ speech recognition” ওপেন করুন
(৩)”preview voice/text to spech” -এ গিয়ে টাইপ করুন SOY
(৪) “preview voice”-প্রেস করুন

Windows Error Speaks:

(১) প্রথমে control panel-এ যেতে হবে
(২) “speech/ speech recognition” ওপেন করুন
(৩)”preview voice/ text to spech” -এ টাইপ করুন Crotch
(৪) “preview voice”-প্রেস করুন
“Crotch”-এর বদলে “Crow’s nest” উচ্চারন করে

Hidden Movie(লুকানো সিনেমা):

Start /Run এ গিয়ে টাইপ করুন telnet towel.blinkenlights.nl
Star Wars মুভি ASCII কোডে দেখা যাব।
[hidden movie দেখার জন্য ইন্টারনেট সংযোগ থাকতে হবে]



কম্পিউটার হ্যাং প্রবলেম:

উইন্ডোজ এক্সপিতে কাজ করতে গিয়ে অনেক সময় কম্পিউটার হ্যাং হয়ে যায়।হ্যাং হওয়া অবস্থায় Not Responding লেখা বার্তা এলে Close বাটনে ক্লিক করতে হয়।এর ফলে সব কাজ বন্ধ হয়ে যায়। ইচ্ছে করলে এ সমস্যাটি এড়ানো যায়।
এ জন্য Start বা Run-এ গিয়ে regedit লিখে Enter চাপুন।

এখন HKEY_CURRENT_USER/Control Panel/Desktop ঠিকানায় যান। এখন ডানপাশের AutoEndTask অপশনে দুই ক্লিক দিন এবং এখানে Value data হিসাবে 0-এর পরিবর্তে 1 লিখে OK করে বের হয়ে আসুন। এখন Not Responding প্রোগ্রামটি বন্ধ হয়ে গেছে। এর ফলে পিসি হ্যাং হবে না।
পোস্টটি ভাল লাগলে কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।
ads

No comments:

Leave A Comment

আমাদের পোস্টগুলি ভালো লাগলে কমেন্ট করে আমাদের উৎসাহ দিন

copyright 2014-2023@bdtipstech DMCA.com Protection Status