বিডি টিপ্স টেকে আপনাদের স্বাগতম। মোবাইলে ইন্টারনেট করতে গেলেই অনেকেই স্লো ইন্টারনেট স্পিডের কথা বলেন। কিন্তু মোবাইলে ইন্টারনেট স্পিড বাড়ানোর জন্য কয়েকটি পদ্ধতি নিলে খুব সহজেই ইন্টারনেট স্পিড বাড়ানো যায়।
এটিও পড়ুনTemple Run 2 এযেভাবে আনলিমিটেড কয়েন পাবেন
স্পিড বাড়ানোর উপায় -
১৷ মোবাইলের অপ্রয়োজনীয় অ্যাপগুলো আনইনস্টল করুন।
২৷ আপনার মোবাইলের স্টোরেজের অপ্রয়োজনীয় ডেটা ডিলিট করুন৷ স্টোরেজ বাড়ার সাথে সাথে আপনার ইন্টারনেটের স্পিডও বাড়বে।
৩৷ মোবাইলের ‘ক্যাশড ডেটা’ ক্লিয়ার করুন৷ কারণ এগুলো শুধু মোবাইলের জায়গায় নস্ট করে না বরং আপনার মোবাইলের বিভিন্ন অ্যাপকেও স্লো করে দেয়।
৪৷ আপনার এসডি কার্ড এর দিকেও খেয়াল রাখুন৷পারলে হাইস্পিড এসডি কার্ড ব্যবহার করুন৷ আপনি যদি স্লো এসডি কার্ড ব্যবহার করেন তাহলে তা আপনার মোবাইলের ডাউনলোড স্পিডকেও স্লো করে দেবে।
এটিও দেখুন গুগল প্লে থেকে পেইড এপ্স ডাউনলোড করুন ফ্রিতে
৫৷ সবশেষে আপনার মোবাইলের অপ্রয়োজনীয় ফাইল ডিলিট করতে অ্যাপ ডাউনলোড করে নিতে পারেন। যা আপনার মোবাইলের স্পিডকে বাড়াবে।
উপরের কিছু পদ্ধতি অনসুরন করলে আপনার এন্ড্রয়েড মোবাইলের ইন্টারনেট স্পিড কিছুটা হলেও বৃদ্ধি পাবে।
No comments:
আমাদের পোস্টগুলি ভালো লাগলে কমেন্ট করে আমাদের উৎসাহ দিন