Ads By Blogger

Thursday, October 05, 2017

আপনার facebook profile এর ছবিটিকে চ্যাট ইমোশন হিসেবে ব্যবহার করুন

ads
বিডি টিপ্স টেকে আপনাদের সবাইকে স্বাগতম।আজ আপনাদের সামনে ফেইসবুক টিপ্স নিয়ে হাজির হয়েছি।আমরা যারা ফেইসবুক ব্যবহার করি তাদের সবারই নিশ্চয় একটি ইউজার নেম সেট করা আছে, যেমন আমার ফ্যানপেজের ইউজার নেম facebook.com/bdtipstech

এটিও পড়ুন চারটি গুরুত্বপূর্ণ ফেইসবুক টিপ্স

আপনি চ্যাট ইমোশন হিসেবে আপনার নিজের প্রফাইলের ছবিসহ, আপনার ফ্যানপেজ এমনকি অন্য বন্ধুদের এবং ফ্যানপেজের ছবিগুলিকে ইমোশন হিসেবে ব্যবহার করতে পারবেন। এর জন্য আপনাকে যে কাজটি করতে হবে সেটা হল, আপনি যার প্রফাইলের ছবিটি ইমোশন হিসেবে ব্যবহার করতে চান তার ইউজার নেমটি জানা।

এটিও পড়ুন কিভাবে whatsappএ ভিডিও,অডিও অটো ডাউনলোড করবেন

যেমন আপনি যদি আমার পেইজের ছবিটিকে ইমোশন হিসেবে ব্যবহার চান তাহলে আমার ফেইসবুক ইউজারনেমটি ব্যবহার করতে হবে, যেমনঃ [[bdtipstech]] অবশ্যই থার্ড ব্রাকেট গুলি সহ লিখতে হবে।

তাহলে এন্টার চাপুন নিচের মত দেখতে পাবেন।

ধন্যবাদ।
ads

No comments:

Leave A Comment

আমাদের পোস্টগুলি ভালো লাগলে কমেন্ট করে আমাদের উৎসাহ দিন

copyright 2014-2023@bdtipstech DMCA.com Protection Status