Ads By Blogger

Saturday, October 28, 2017

ব্লাকহোলের প্রথম ছবি!(পর্ব-২,শেষাংশ)

ads
কোয়ান্টাম মেকানিকস বলে শূন্যস্থান শূন্য নয় সেখানে প্রতি মূহুর্তে তৈরি হচ্ছে কণা আর প্রতিকণার জোড়া। কিন্ত তারা খুবই ক্ষণস্থায়ী। জন্মের সংগে সংগেই পরস্পরের সাথে সংঘর্ষ ঘটিয়ে ধ্বংস হয়ে যায়।পড়ে থাকে শক্তি।সেই শক্তিই পরক্ষণে আবার একজোড়া কণা প্রতিকণা তৈরি করে।এভাবেই প্রকৃতিতে চলছে ভার্চ্যুয়াল কণাদের ভাঙা -গড়ার খেলা।ব্লাকহোলের ঘটনা দিগন্তের খুব কাছেই তৈরি হয় সেসব ভার্চ্যুয়াল কণার জোড়া,সেগুলো পরস্পরকে ধ্বংস করার আগেই একটা পড়ে যায় ঘটনাদিগন্তের ভিতরে।অন্য কণাটা ঘটনাদিগন্তে নাও পড়তে পারে।ছুটে পালিয়ে আসতে পারে ঘটনা দিগন্ত থেকে অনেক দূরে।আসার সময় কণাটি কৃষ্ণগহ্বর থেকে শক্তির জোগান পায়।সেই শক্তিই বিকিরণ (হকিং বিকিরণ) করে উজ্জ্বল হয়ে ওঠে কণাটি ঘটনা দিগন্তের বাইরে তখন তৈরি হয় বিকিরণ বলয়।সেই বিকিরণ বলয় দেখেই হদিস মেলে কৃষ্ণগহ্বরের। ৭ হতে ১১ই এপ্রিল, পরপর পাঁচটা রাত আটটা টেলিস্কোপ একসাথে স্যাজিটেরিয়াস এ স্টার ব্লাকহোলটির ছবি তুলেছে।কিন্ত ছবি আদৌ উঠেছে কিনা,তা নিশ্চিত করে বলতে পারছেন না বিজ্ঞানীরা।কারণ,ডেটা বিশ্লেষণ করতে সময় লাগবে।তবে বিজ্ঞানীরা আশাবাদী যে ২০১৮ সালের মার্চ মাস নাগাদ প্রকাশ করতে পারবেন অতি ভরের ব্লাকহোলটির প্রথম ছবি!!
(আশা করি আমরা এরুপটি দেখতে পারবো,কোনো ভুল-ত্রুটি হলে মার্জনীয়. ধন্যবাদ।)
ব্লাকহোল-bd tips tech
ব্লাকহোল-2

মহাবিশ্ব কি,মহাবিশ্ব সৃষ্টির রহস্য,মহাবিশ্ব কত বড়,মহাবিশ্ব ভিডিও,মহাবিশ্ব সৃষ্টির ইতিহাস,মহাবিশ্বের পথে পথে,মহাবিশ্ব কাকে বলে,মহাবিশ্বের গঠন,bd tech blog,bd tech tunes,trick bd bangla  ,bangla btechnology tips,bigganer add,cosmos bangla
যেকোনো প্রয়োজনে আমরা আছি
আমাদের ফেইসবুক গ্রুপ bd tech group
ফেইসবুক পেইজ bd tips tech
ইউটিউব চ্যানেল Youtube channel
ads

No comments:

Leave A Comment

আমাদের পোস্টগুলি ভালো লাগলে কমেন্ট করে আমাদের উৎসাহ দিন

copyright 2014-2023@bdtipstech DMCA.com Protection Status