ফেসবুকে স্ট্যাটাস আপডেটে কী লিখবেন ভেবে পাচ্ছেন না? সাহায্য নিতে পারবেন ফেসবুক থেকেই। ফেসবুক ব্যবহারকারীরা ঘন ঘন স্ট্যাটাস পরিবর্তন করুক বা হালনাগাদ করুক সেটাই চাইছে ফেসবুক কর্তৃপক্ষ। খবর আইএএনএসের।
এটিও পড়ুন technology ইর কিছু short term এর full meaning
যাঁরা ফেসবুক স্ট্যাটাসে কী লিখবেন সেটা ভাবতে পারছেন না তাঁদের সেই দুশ্চিন্তার সমাধান হিসেবে নির্দিষ্ট কিছু বিষয়ে পরামর্শ দেওয়ার একটি ফিচার উন্মুক্ত করেছে ফেসবুক। ফেসবুকের এই ফিচারটির নাম ‘সাজেস্টেড টপিকস’ যা স্ট্যাটাস আপডেট বক্সে দেখা যাবে।
এটিও পড়ুন চারটি গুরুত্বপূর্ণ ফেইসবুক টিপ্স
এটি আপাতত প্রাথমিক পরীক্ষার পর্যায়ে রয়েছে। ফিচারটি মূলত নিয়মিত বিরতিতে বিভিন্ন উপলক্ষ সামনে রেখে ফেসবুক ব্যবহারকারীদের তাদের ‘স্ট্যাটাস আপডেট’ বক্সে টপিক দেখাবে। তবে এ ক্ষেত্রে ব্যবহারকারীর আগ্রহ ঘেঁটে স্ট্যাটাস দেওয়ার বিষয় দেখাবে ফেসবুক। আগ্রহ জানার জন্য ইতিমধ্যে ব্যবহারকারীদের পোস্ট ও কমেন্ট শনাক্ত করার উপযোগী অ্যালগরিদম জুড়ে দিয়েছে ফেসবুক।
nc
ReplyDelete