বিডি টিপ্স টেকে আপনাদের সবাইকে স্বাগতম।বাংলাদেশের সংগীতপ্রেমীদের জন্য গ্রামীণফোন ও সিম্ফনি এনেছে ‘মিউজিক ফোন’। গ্রামীণফোন সেন্টারগুলোতে সিম্ফনি এম ১ নামের এ ফোন পাওয়া যাবে ৭ হাজার ২৯০ টাকায়।
এটিও পড়ুন android মোবাইলকে internet modem হিসেবে ব্যবহার করতে চান
প্রথম এক হাজার গ্রাহক গ্রামীণফোন সেন্টার থেকে ফোনের সঙ্গে একটি করে হেডফোন পাবেন। এ ছাড়া ছয় মাসের কিস্তিসহ নানা সুবিধাও পেতে পারেন ক্রেতারা। নতুন এই স্মার্টফোন চলে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে। এতে আছে বিশেষ অডিও চিপসেট, মিউজিক কি এবং বড় স্পিকার। ১.৩ গিগাহার্টজ কোয়াড কোর প্রসেসর, ৪.৭ ইঞ্চি পর্দা, ৫ মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে এতে।
ফোনটি বাজারজাত করা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সিম্ফনির জ্যেষ্ঠ পরিচালক রেজওয়ানুল হক বলেন, ‘আমরা সব সময় টেকসই এবং সুলভ ফোন গ্রাহকদের হাতে দিতে চাই।
এটিও দেখুন এন্ড্রয়েড মোবাইলে ফোল্ডার হাইড করুন কোন সফটয়্যার ছাড়া
No comments:
আমাদের পোস্টগুলি ভালো লাগলে কমেন্ট করে আমাদের উৎসাহ দিন