পিটিসি সাইটে কাজ করেন কিন্তু হয়তো জানেন না কোনটা ভালো কোনটা খারাপ মানে স্ক্যাম। আজ আপনাদের দেখাবো কিভাবে বুঝবেন।
প্রথমেই বলে রাখি, নতুন পিটিসি সাইট = স্ক্যাম (ভুলেও কাজ করবেন না) প্রথম প্রথম পেমেন্ট দিবে কারন না দিলে একজনও মেম্বার বাড়বে না। কয়েক মাস পর মেম্বাররা ইনভেষ্ট, আপগ্রেড, রেন্টে রেফারেল করলে কোম্পানির হেব্বি লাভ হয়। আর তখনি পালায়া যায়। হা হা হা
কাজ করবেন তো 6 মাস, 1 বছরেরও উপরে অনলাইনে আছে, ঠিকমত পেমেন্ট দিচ্ছে, কোন দু:নাম নাই সেই গুলোতে।
চলুন শুরু করি:
1. যে ভাবেই হোক কোন সাইটের লিংক পেলে সেটাতে প্রথমে রেজিষ্ট্রেশন করবেন (রেজিষ্ট্রেশন কিন্তু ফ্রি লুল) Forum লিংক বা ফোরামে ঢুকতে না পারলে কেটে পড়বেন রেজিস্ট্রেশনের দরকার নাই এটা 100% ভূয়া।
1. যে ভাবেই হোক কোন সাইটের লিংক পেলে সেটাতে প্রথমে রেজিষ্ট্রেশন করবেন (রেজিষ্ট্রেশন কিন্তু ফ্রি লুল) Forum লিংক বা ফোরামে ঢুকতে না পারলে কেটে পড়বেন রেজিস্ট্রেশনের দরকার নাই এটা 100% ভূয়া।
2. Forum এ ঢুকবেন যদি >> Payment proof পেজ এ যাবেন ভালো করে লক্ষ করবেন ডেটটা মানে এই টিউন কবে করা। তারপর মোট টিউন সংখ্যা। তারপর first payment proof এই গুলোতে যাবেন না। প্রথম পেমেন্ট কিছুই না। 3rd, 4th এর চেয়ে বেশি লেখা থাকলে কয়েকটা একসাথে ওপেন করে দেখবেন প্রুফ সঠিক কিনা। যার টিউন তার ইউজারনেম পেমেন্টের নামের সাথে মিল আছে কিনা। পেমেন্টের sender এই কোম্পানি কিনা। যদি মিল পান। OK
3. সাইটের নিচে বা উপরে দেখবেন payment proof পেজ আছে সেখানে এবং ফোরামে দেখবেন মিল আছে কিনা। মানে সেই ইউজারনেম এবং এই ইউজারনেম এক কিনা।
4. Forum >> Complaints and Problems পেজ এ যাবেন >> মেম্বারদের সমস্যার কথা পড়বেন এবং এডমিনের রিপ্লাই দেখবেন। যদি দেখেন অনেকেরই পেমেন্ট পেন্ডিং এডমিনের রিপ্তালাই নাই তাহলে বাবা কেটে পড়ুন।
5. এবার Cashout / withdraw অপশনে যান মিনিমাম কত দেখুন। যদি নতুন সাইট কিন্তু 4, 5 ডলার মিনিমাম দেখায় কেটে পড়ুন। সর্বোচ্চ 2 ডলারের সাইটে থাকুন।
6. এবার Upgrade পেজে যান। মিনিমাম কত হলে আপগ্রেড করা যায় এবং কতগুলো আপগ্রেড অপশন আছে দেখুন। your click value দেখুন কত percent 100% হলে করবেন আর রেফারেল বোনাসও দেখবেন কত % সেখানে অনেক তথ্য আছে ভালোকরে পড়ুন। সন্দেহ লাগলে কেটে পড়ুন।
7. এবার View adds পেজে যান। এটা দেরিতে বল্লাম কেন? আপনারাতো এই পেজে আগে যান বেশি এড ভেলু দেখলে মাথা ঠিক থাকে না। যেই সাইট 0.01 এর এড 4 টার বেশি দেয় সেটি 100% ভূয়া (ট্রাফিকমনসুন ছাড়া) আর হ্যা যদি দেখেন খুবই কম এড ভেলু তাহলেও করার দরকার নাই বাক্সভার্টাইজ এ 1 বছর লাগে 5$ হতে মিনিমাম 5$ হলে উইথড্রো হা হা হা
8. এইবার সোজা যাবেন এই সাইটে: www.statscrop.com আপনার কাঙখিত সাইটের লিংক লিখে সার্চ দিন। এবং পুরু পেজটা ভালো করে পড়ুন। বি:দ্র: Domain ইনফরমেশন বেশি জরুরি দেখুন এই সাইটের লাইসেন্স কত সাল পর্যন্ত। তবে অনেক সাইট 1 বছরের জন্য করে পরে তা রিনিউ করে। যাই হোক, ডেইলি ভিজিটর, ডেইলি রিভিনিও দেখবেন। SEO দেখবেন।
9. Google এ সার্চ দিয়ে দেখুন এটার নামে কোন বদনাম আছে কিনা। সার্চ করুন এটা লিখে: যেমন: site name + scam কয়েকটা পড়ে সিদ্ধান্ত নিবেন অনেকে পেমেন্ট না পেলে scam বলে কিন্তু পরে পেমেন্ট পেলেও সেই বদনাম থেকে যায়।
10. Support এ গিয়ে এডমিনকে ফাও প্রশ্ন করেন। যেকোন প্রশ্ন দেখুন রিপ্লাই দেয় কিনা। রিপ্লাই না দিলে কেটে পড়ুন।
সর্বপরি কাজ করে ডলার হলে ইউথড্রো দিন। সেটাই হবে মূল প্রমান। আর হ্যা অনেকে 0.01 উইথড্রো দিয়ে মাইকিং করে পেমেন্ট দিছে ভালো সাইট লুল 0.01 মানে 10 পয়সা এটা দিয়ে সে 10 ডলার নিবে আপনার কাছ থেকে।
আমার দেখা 10 টি ভালো সাইট আছে
No comments:
Leave A Comment
আমাদের পোস্টগুলি ভালো লাগলে কমেন্ট করে আমাদের উৎসাহ দিন