Pages

Tuesday, August 25, 2015

অনলাইনে ইনকাম করুন ক্যাপচা এন্ট্রি করে

ads
এখন আপনি ইচ্ছে করলে শুধুমাত্র ক্যাপচ এন্ট্রি করেও অনলাইনে আয় করতে পারেন
অনেকে আছেন যারা বাড়িতে বসে বসে টাইপ প্যাক্টিস করেন আপনার হাতের স্পিড বাড়ানোর জন্য
তাদের জন্য অতি উত্তম এই সাইটটি
কারণ এই সাইটে আপনি কাজ করলে আপনার হাতের স্পিডও বাড়বে এবং সে সাথে আপনার একটা ভালো ইনকামও করা হবে
আপনি যে বেকার বাড়িতে একা টাইপ করছিলেন সেটার জন্য আপনাকে কেউ কোনো টাকা দেবেনা আর এই সাইটে কাজ করে আপনার দুটোই লাভ হবে কথাই আছে
" রথ দেখাও হবে এবং কলা বেচাও হবে "
এই কাজটি আপনি আপনার এ্যান্ড্রয়েড মোবাইল দিয়েও অতি সহজে করতে পারেন
এমনকি আপনি Uc Browser Mini ব্যাবহার করেও এই কাজ করতে পারেন
এর থেকে সহজ পদ্ধতি খুব কমই হয়
এটি খুব সুন্দর একটি সাইট প্রতি ১হাজার ক্যাপচা এন্ট্রি করলে আপনাকে $0.50-$1.50 পর্যন্ত দিবে এই সাইট
যখন যে রেট থাকবে তখন সেই অনুযায়ী আপনাকে টাকা দেবে
এখানে আপনাকে যতই দেক না কেন সবই আপনার লাভ হবে কারণ আপনি তো বেকার টাইপ প্যাক্টিস করছিলেন সেই জায়গায় যেটা ইনকাম হয় সেটাই লাভ
তো আর কথা কিসের আজ থেকে শুরু করে দেন আপনার ইনকাম
1) প্রথমে এখানে ক্লিক করে অ্যাকাউন্ট খুলে নিন
2) অ্যাকাউন্ট খুলতে শুধুমাত্র ইমেইল এবং পাসওয়ার্ড দিলেই হবে
3) এবার লগইন করে দেখুন উপরে start বলে লিখা আছে ওখানে ক্লিক করলেই ক্যাপচা চলে আসবে
4) ক্যাপচা তে যা লিখা আছে সেটি লিখে send button এ ক্লিক করলেই আরেক টি চলে আসবে এভাবে দেখতে হবে
5) কোন ক্যাপচা যদি আপনি না বুঝতে পারেন তাহলে skip এ ক্লিক করলেই আরেকটি চলে আসবে
6) এছাড়া আপনি যদি কোনটি ভুল লিখেন তবুও কোনো অসুবিধা নাই আপনার কোনো টাকা কাটবে না অন্য সাইটের মতো
7) যখন আপনি কাজ করা বন্ধ করবেন তখন stop এ ক্লিক করে কাজ বন্ধ করবেন
8) এছাড়া আপনি অনেক সময় টাইপ করার সময় অটো বনাস পেতে পারেন এই সাইট থেকে
9) মাত্র 1 ডলার হলেই আপনি paypal,payza,webmoney এর মাধ্যমে টাকা তুলতে পারবেন
এছাড়া এই সাইট টিতে খুব তাড়াতাড়ি ক্যাপচা দেয় এক কথায় খুব স্পিড
এই ধরনের আরো অনেক সাইট আছে যেগুলি ভুল লিখলে টাকা কেটে নেই এবং skip এর কোনো অপশন নেই
এই সাইট টি সবথেকে ভালো ,সুন্দর এবং খুবই সহজ
কিছুদিন কাজ করার পর দেখবেন আপনি মাত্র ১ ঘন্টায় ১হাজার ক্যাপচা এন্ট্রি করতে পারছেন
তখন হয়তো এই কাজটাই আপনার প্রধান কাজ হয়ে উঠবে
আশাকরি সবাই বুঝতে পেরেছেন কোনো অসুবিধা হলে নিশ্চয় আমাকে কমেন্ট করে জানাবেন
আর সময় থাকলে একবার আমার সাইট থেকে ঘুরে আসতে পারেন
Anayetsk.blogspot.com

No comments:

আমাদের পোস্টগুলি ভালো লাগলে কমেন্ট করে আমাদের উৎসাহ দিন

copyright 2014-2023@bdtipstech DMCA.com Protection Status