(bd tips tech) বিডি টিপ্স টেকে আপনাদের স্বাগতম।আপনি হয়তো আর সবার মতো নিয়মিত WhatsApp ব্যবহার করেন? কোন কারনে যদি আপনার এন্ড্রয়েড মোবাইল থেকে হোয়্যাটসএপ্স ডিলিট হয়ে যায় তাহলে থেকে তথ্য গুলি ফেরত পেতে পারেন।আজকে আপনাদের সাথে শেয়ার করবো কি করে WhatsApp এর সকল তথ্য আপনি গুগল ড্রাইভে সিঙ্ক্রনাইজ করে রাখবেন।
তো চলুন শুরু করা যাক-
* শুরুতে আপনার WhatsApp অ্যাপটি ওপেন করুন, এবার Menu Button থেকে Settings অপশনে তারপর Chats and calls যেয়ে Chat backup অপশনে ক্লিক কররুন।
এটিও পড়ুন কিভাবে sms এর মাধ্যমে sim number registration করবেন
* ঠিক কখন কখন ব্যাকআপ রাখতে চান সেটি নির্বাচন করুন এবং ব্যাকআপ টু গুগল ড্রাইভ সিলেক্ট করুন।
* ঠিক তারপরেই আপনাকে জিমেইল সিলেক্ট করার জন্য জিজ্ঞেসা করা হবে, সেটি করুন।
* এবার নেট কানেকশন নির্বাচন করে ব্যাকআপ করে নিন। এবং আপনার দেয়া সময় মতো গুগল নিজেই তারপর থেকে অটো ব্যাকআপ রাখবে।
*** এখন কথা হল আপনার ব্যাকআপ করা ফাইল বা ডাটা গুলা গুগল থেকে রিস্টোর করবেন কিভাবে?-
* আপনার ব্যবহৃত সেই একই ইমেইল আইডি পুরনায় অ্যাড করুন যেটা ব্যাকআপ রাখার সময় ব্যবহার করেছিলেন।
* এবার পুনরায় WhatsApp রিইন্সটল করুন। আপনার ফোন নাম্বার সঠিক ভাবে ভেরিফাই হবার পর তারা আপনার কাছে জিজ্ঞাসা করবে যে, আপনি পুনরায় ব্যাকআপ রিস্টোর করতে চান কিনা।
এটিও দেখুন কিছু GooGle টিপ্স জেনে নিন
* যদি করেন তবে তারপর কিছু সময় দিন। এবার দেখুন আপনার সকল ছবি, চ্যাট ম্যাসেজ, ইত্যাদি ডাটা রিস্টোর হয়ে গেছে।
নোটঃ বর্তমানে নতুন এই ফিচারটি শুধুমাত্র 2.12.303 তম ভার্সনে কাজ করছে। যাদের কাছে এই ভার্শনটি নেই তারা চাইলে গুগল প্লেস্টোর থেকে ডাউনলোড করে নিতে পারবেন।
তো চলুন শুরু করা যাক-
* শুরুতে আপনার WhatsApp অ্যাপটি ওপেন করুন, এবার Menu Button থেকে Settings অপশনে তারপর Chats and calls যেয়ে Chat backup অপশনে ক্লিক কররুন।
এটিও পড়ুন কিভাবে sms এর মাধ্যমে sim number registration করবেন
* ঠিক কখন কখন ব্যাকআপ রাখতে চান সেটি নির্বাচন করুন এবং ব্যাকআপ টু গুগল ড্রাইভ সিলেক্ট করুন।
* ঠিক তারপরেই আপনাকে জিমেইল সিলেক্ট করার জন্য জিজ্ঞেসা করা হবে, সেটি করুন।
* এবার নেট কানেকশন নির্বাচন করে ব্যাকআপ করে নিন। এবং আপনার দেয়া সময় মতো গুগল নিজেই তারপর থেকে অটো ব্যাকআপ রাখবে।
*** এখন কথা হল আপনার ব্যাকআপ করা ফাইল বা ডাটা গুলা গুগল থেকে রিস্টোর করবেন কিভাবে?-
* আপনার ব্যবহৃত সেই একই ইমেইল আইডি পুরনায় অ্যাড করুন যেটা ব্যাকআপ রাখার সময় ব্যবহার করেছিলেন।
* এবার পুনরায় WhatsApp রিইন্সটল করুন। আপনার ফোন নাম্বার সঠিক ভাবে ভেরিফাই হবার পর তারা আপনার কাছে জিজ্ঞাসা করবে যে, আপনি পুনরায় ব্যাকআপ রিস্টোর করতে চান কিনা।
এটিও দেখুন কিছু GooGle টিপ্স জেনে নিন
* যদি করেন তবে তারপর কিছু সময় দিন। এবার দেখুন আপনার সকল ছবি, চ্যাট ম্যাসেজ, ইত্যাদি ডাটা রিস্টোর হয়ে গেছে।
নোটঃ বর্তমানে নতুন এই ফিচারটি শুধুমাত্র 2.12.303 তম ভার্সনে কাজ করছে। যাদের কাছে এই ভার্শনটি নেই তারা চাইলে গুগল প্লেস্টোর থেকে ডাউনলোড করে নিতে পারবেন।
No comments:
আমাদের পোস্টগুলি ভালো লাগলে কমেন্ট করে আমাদের উৎসাহ দিন