Pages

Thursday, October 10, 2019

computer এর USB পোর্ট বন্ধ/ব্লক করে দিন

ads
(bd tips tech)বিডি টিপ্স টেকে আপনাদের স্বাগতম। বন্ধুরা আজ আপনাদের ছোট একটি টিপস নিয়ে আলোচনা করার করব। । আমারা অনেকেই কম্পিউটারের USB পোর্ট বন্ধ জন্য সফট ওয়্যার ব্যবহার করে থাকি। আজ আমি দেখাবো কিভাবে উইন্ডোজ এক্সপি তে USB পোর্ট বন্ধ করে দিবেন, যাতে করে আপনার পিসি থেকে কেউ কোন ডাটা দিতে বা নিতে না পারে। তাহলে শুরু করা যাক ।

এটিও পড়ুন windows 10 এ যদি start nenu কাজ না করে

প্রথমে আপনি Start মেনু তে গিয়ে Run এ regedit লিখে Ok করুন। এবার নিচের মেনু গুলিতে ধীরে ধীরে এগিয়ে যান । নিচে ফটো দেখুন

১। HKEY_LOCAL_MACHINE
২। SYSTEM CurrentControlSet
৪। Services
৫। USBSTOR

এবারে সিলেক্ট USBSTOR করুন দেখুন ডান পাশে একটি নিচের মত উইন্ডো এসেছে

এটিও পড়ুন কিছু notepad ট্রিকস (part-3)

DWORD value 4 থেকে 3 করে দিয়ে Ok করুন। পিসি রিস্ট্রাট করুন। দেখুন এবার আপনার পিসিতে USB পোর্ট দেখা যাচ্ছেনা এবং কেউ আর আপনার পিসি থেকে ডাটা দিতে বা নিতে পারবে না ।
আপনি আবার USB পোর্ট কে পুর্বের অবস্থায় ফিরিয়ে নিতে হলে আগের মত রান থেকে DWORD value 4 করে দিন তাহলে ঠিক হয়ে যাবে ।অবশ্যই শেয়ার করতে ভুলবেন না।সমস্যা হলে কমেনন্ট করে জানাবেন।

2 comments:

  1. গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার জন্য ধন্যবাদ।

    ReplyDelete

আমাদের পোস্টগুলি ভালো লাগলে কমেন্ট করে আমাদের উৎসাহ দিন

copyright 2014-2023@bdtipstech DMCA.com Protection Status