Ads By Blogger

Friday, January 05, 2018

ব্রাউজার ভিপিএন সেটআপ গাইড

ads
আসসালামু আলাইকুম,
কেমন আছেন? আশা করি ভালই।
ফেসবুক বন্ধ, জানেনই তো। আমরা অনেকেই ডিস্কানেক্টেড হয়ে গিয়েছি। হয়তো অনলাইনে কোনও সাইটের অ্যাডমিন অনেকজন, কিন্তু তারা কোনও বার্তা আদান প্রদান করতে পারছে না। এছাড়া অনেকেই যারা বিশ্ববিদ্যালয়ে পড়েন, তারা তো সমসসায় পরেছেনই।
ফেসবুক সহ অন্যান্য ব্যান সাইট চালানর কোন উপায় আছে কি?
আছে, এই পোস্ট দেখুন।


মোবাইলে UC Browser সরাসরি প্রক্সি ইউজ করে। তাই সেটা জাভা, সিম্বিয়ান, আন্দ্রয়েড এমনকি আইফোনেও ইউজ করতে পারেন। এছাড়া সুপার ভিপিএন, হটস্পট শিল্ড, হোলা ভিপিএন অ্যাপ ইউজ করতে পারেন।


আর কিভাবে সেটআপ করবেন এননিমক্স (annonymoX) এবং হোলা (Hola)?
আসুন দেখে নিই,




Google Chrome 


annonymoX



  • ক্রোম ওপেন করুন।
  • ক্রোম দিয়ে এই লিঙ্কে যান। 
  • একটাই রেজাল্ট আসবে। সেটার ডান পাশের [+ Add To Chrome] বাটনে ক্লিক করুন।
  • উপরে নোটিফিকেশনে কনফারমেশান চাইবে। দুটি অপশন থাকবে, 'অ্যাড এক্সটেনশন' এবং 'ক্যান্সেল'
  • 'অ্যাড এক্সটেনশন' ক্লিক করুন।
  • সেটআপ শেষ হলে ব্রাউজার রিস্টার্ট করে উপভোগ করুন।



Hola

  • ক্রোম ওপেন করুন।
  • ক্রোম দিয়ে এই লিঙ্কে যান। 
  • উপরে নোটিফিকেশনে কনফারমেশান চাইবে। দুটি অপশন থাকবে, 'অ্যাড এক্সটেনশন' এবং 'ক্যান্সেল'
  • 'অ্যাড এক্সটেনশন' ক্লিক করুন।
  • সেটআপ শেষ হলে ব্রাউজার রিস্টার্ট করে নিন।
  • ইচ্ছা মতো কান্ট্রি সিলেক্ট করে উপভোগ করুন।




Opera


Hola

  • অপেরা ওপেন করুন।
  • অপেরা দিয়ে এই লিঙ্কে যান। 
  • ডান পাশের 'অ্যাড টু অপেরা' ক্লিক করুন।
  • ব্রাউজার রিস্টার্ট করে উপভোগ করুন।








Mozilla Firefox


annonymoX

  • মোজিলা ওপেন করুন।
  • মোজিলা দিয়ে এই লিঙ্কে যান। 
  • সেটআপ করুন।
  • সেটআপ শেষ হলে ব্রাউজার রিস্টার্ট করে উপভোগ করুন।

আমার ব্লগGR+

ads

2 comments:

আমাদের পোস্টগুলি ভালো লাগলে কমেন্ট করে আমাদের উৎসাহ দিন

copyright 2014-2023@bdtipstech DMCA.com Protection Status