(BDTT)বিডি টিপ্স
টেকে আপনাদের সবাইকে স্বাগতম।আশাকরি আপনারা সাবাই ভাল আচেন।আনেকে ক্যাবল ইন্টারনেট
ব্যবহার কত্রেন।আপনারা চাইলে ল্যাপটপ
কম্পিউটারের একটি ইন্টারনেট সংযোগকে
ভাগাভাগি করে আরও কয়েকটি
যন্ত্রে সেই সংযোগ ব্যবহার
করা যায়। অর্থাৎ
আপনার ল্যাপটপটাই হয়ে উঠবে ওয়াই-ফাই হটস্পট।
এর জন্য প্রথমে এখান
ঠিকানা থেকে ৮০০ কিলোবাইটের
mHotspot সফটওয়্যারটি নামিয়ে ইনস্টল করে
নিন। তারপর
mHotspot সফটওয়্যারটি খুলে Hotspot Name-এ কোনো নাম
এবং Password-এ কোনো পাসওয়ার্ড
দিয়ে এবং Internet Source-এ আপনার ল্যাপটপের
ইন্টারনেট সংযোগ নির্বাচন করে
দিন।
এটিও দেখুন Computer বন্ধ হবে নিদির্ষট সময় পর automatically
এরপর Start Hotspot-এ ক্লিক করুন। তাহলে
আপনার ল্যাপটপটি ওয়াই-ফাই হটস্পট
হয়ে যাবে। Max Clients-এ
আপনি কতটি যন্ত্রে ওয়াই-ফাই ইন্টারনেট দিতে
চান তা ঠিক করে
দিতে পারবেন।
এখন অন্য কোনো মোবাইল
ফোন বা ল্যাপটপের ওয়াই-ফাই চালু করলেই
নেটওয়ার্কে আপনি যে নামে
হটস্পট তৈরি করেছেন, সেটির
নাম দেখা যাবে।
সেই নামে ক্লিক করে
হটস্পটের পাসওয়ার্ড দিয়ে OK করলেই অন্য মোবাইল
বা ল্যাপটপে ইন্টারনেট সংযোগ পাওয়া যাবে। একই
ভাবে Stop Hotspot বাটনে ক্লিক করে
যেকোনো সময় ওয়াই-ফাই
হটস্পট বন্ধও করে দিতে
পারেন।
No comments:
Leave A Comment
আমাদের পোস্টগুলি ভালো লাগলে কমেন্ট করে আমাদের উৎসাহ দিন