Pages

Thursday, January 14, 2016

কিভাবে ব্লগে HTML/JAVASCRIPT গেজেট যুক্ত করবেন

ads
(bd tips tech)বিডি টিপ্স টেকে আপনাদের সবাইকে স্বাগতম।আজ দেখাব কিভাবে ব্লগে গেজেট যুক্ত করতে হয়
তবে প্রথমে জেনে নিই গ্যাজেট কি?
গ্যাজেট হচ্ছে এমন একটি বিষয়- যেখানে ব্লগে JavaScript/HTML এর কোডিং যুক্ত করে কোন একটি বিষয়ের রুপ
দেওয়া হয়। উদাহরন হিসাবে বলা যায় যারা ওয়ার্ডপ্রেস সাইটে সৌন্দর্যর জন্য উইগেট নিয়ে কাজ করেন, ঠিক উইগেটের অনুরুপ বিষয় হচ্ছে ব্লগার গ্যাজেট। প্রথমেই বলেছি একটি ব্লগার সাইটের থীমের পাশাপাশি গ্যাজেটকে কেন্দ্র করেন একটি সাইট সফল তথা সৌন্দর্যতে পরিপূর্ণতা দেয়। এখানে এর মূল চারুকৌশল। ব্লগার সাইটে কোথায় গ্যাজেট ব্যবহার হচ্ছে তার প্রিভিউ দেখতে আমাদের ব্লগার সাইটে প্রবেশ করুন.


প্রথমে ব্লগার সাইটে লগইন করুন> বাম পাশের ড্যাশবোর্ড হতে লেআউটে ক্লিক করুন তাহলে আপনার সাইটের নিম্নরুপ এন্টারফেস আসবে

সেখানে Add the Gagazte অথবা একটি গ্যাজেটযুক্ত করুন বাটনে ক্লিক করুন> এবার যে গ্যাজেটটি যুক্ত করতে চান তার পাশের (+)চিহৃ বাটনে ক্লিক করুন




যেহেতু আমরা একটি কাষ্টম গ্যাজেট যুক্ত করব HTML/Java Script -ক্লিক করব > তাহলে নিম্নরুপ একটি বক্স আসবে
এবার সেখানে আপনার কাংখিত কোডটি পেস্ট করে কোন নাম দ্বারা সেভ করুন > এবার সাইটটি প্রভিউ করলে আপনার গ্যাজেটটি ভিটিটরদের নিকট শো করবে।সবশেষে সেভ করুন।

গেজেট রিমুভ করতে চাইলে এডিটে ক্লিক করে রিমুভ এ ক্লিক করুন।তারপর সেভ করুন।আপনি চাইলে গেজ়েট ড্রাগ করে এক জায়গায় থেকে অন্য জায়গায় রাখতে পারেন।
সুতরাং আপনি আপনার সাইটে যতগুলো গ্যাজেট যোগ করতে তা হুবহু একই পদ্ধতিতে করতে হবে।
আশা করি এবার নিজেই নিজের সাইজে গ্যাজেট নিয়ে কাজ করতে পারবেনআশাকরি সবাই বুঝতে পেরেছেন না পারলে কমেন্ট করে জানাবেন।



No comments:

আমাদের পোস্টগুলি ভালো লাগলে কমেন্ট করে আমাদের উৎসাহ দিন

copyright 2014-2023@bdtipstech DMCA.com Protection Status