(bd tips tech)বিডি টিপ্স টেকে আপনাদের সবাইকে স্বাগতম।আশাকরি সবাই ভাল আছেন।আজ আপনাদের সাথে কইয়েকটি
ফেইসবুক টিপ্স শেয়ার করবো আশ আশাকরি টিপ্স গুলি আপনাদের ভাল
লাগবে।অনেকে হয়তো টিপ্স গুলি জানেনে।যারা জানেন না তাদের উপকারে আসবে।
লাগবে।অনেকে হয়তো টিপ্স গুলি জানেনে।যারা জানেন না তাদের উপকারে আসবে।
প্রতিটি পোস্টের সময় নির্ধারন করুন
কোনো নির্দিষ্ট সময়ে আপনার হয়তো
কিছু পোস্ট করা জরুরী
ছিলো কিন্তু তাড়াহুড়ার কারণে
আপুনি তা পারেননি – যদি
এমনটি হয়ে থাকে, তবে
আপনি পরবর্তীতে তা পোস্ট করার
ক্ষেত্রে ইচ্ছেমতো সময়টাও সেট করে
নিতে পারেন । এর
জন্যে আপনাকে স্ট্যাটাস বক্সের
নিচে ঘড়ির আইকনটিতে ক্লিক
করুন।তারপর
আপনার টাইম সিলেক্ট করে দিন।
নির্দিষ্ট বন্ধুদের সাথে চ্যাট করুন
নির্দিষ্ট
কিছু বন্ধুর সাথে চ্যাট
করতে চান অফলাইনে থেকে
? Chat বক্স ওপেন করে ডানপাশের
Options আইকনে ক্লিক করে সেট
করে নিন কার কার
সাথে আপনি অনলাইনে থাকতে
চান কিংবা কার কার
সাথে অফলাইনে থাকতে চান ।
বিরক্তিকর অ্যাপস ইনভাইটেশন বন্ধ করুন
ফেসবুকে
এমন ইউজার খুঁজে পেতে
কষ্ট হবে যিনি কি
না তার বন্ধুদের কাছ
থেকে কখনও কোনো গেমস
কিংবা কোনো অ্যাপস এর
ইনভাইটেশন পাননি । মাঝে
মাঝে এই ব্যাপারটা বড়ই
যন্ত্রণাদায়ক হয়ে উঠে ।
এর থেকে নিস্তার পেতে
চাইলে কী করবেন ? https://www.facebook.com/settings?tab=blocking
এই ঠিকানায় চলে যান আর
ঠিক করে নিন কে
কে আপনাকে আর কখনো
ইনভাইটেশন পাঠাতে পারবে না
। আপনি চাইলে
অ্যাপসটাও ব্লক করে রাখতে
পারেন ।
চিরতরে ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করুন
মাঝে মাঝে কিছু সঙ্গত
কারণে ফেসবুক অ্যাকাউন্ট ডি-অ্যাক্টিভ করে রাখার প্রয়োজন
হয় । এর
জন্যে
https://www.facebook.com/deactivate.php এই
ঠিকানায় গিয়ে আপনার অ্যাকাউন্ট
ডি-অ্যাক্টিভ করে রাখতে পারেন
। যতোক্ষণ আপনার
অ্যাকাউন্ট ডি-অ্যাক্টিভ আছে,
ততোক্ষণ আপনাকে কেউ ফেসবুকে
খুঁজে পাবে না ।
আপনি চাইলে আবারও ইউজার
নেইম/ইমেল ও পাসওয়ার্ড
দিয়ে লগ-ইন করে
ফেসবুকে ফিরে আসতে পারেন
। আপনি যদি
চান ফেসবুক নির্দিষ্ট কিছুদিন
পর অটোম্যাটিক্যালি আপনার অ্যাকাউন্ট রি-অ্যাক্টিভ করে দিক, তাহলে
Auto reactivate বক্সে ক্লিক করে কতো
দিন পর রি-অ্যাক্টিভেশন
চান তা বাছাই করে
নিন ।
আপনি কি চাইছেন আপনার
অ্যাকাউন্টটি চিরতরে ডিলিট করে
দিতে ? চলে যান https://www.facebook.com/help/delete_account এই ঠিকানায় ।
Delete My Account বাটনে ক্লিক করুন ।
ফেসবুক আপনাকে জানিয়ে দিবে
আপনার অ্যাকাউন্ট ডিলিট হতে কতোদিন
সময় লাগবে ।
আশাকরি যারা জানেন না তাদের উপকারে আসবে।পোস্টটি ভাল লাগলে শেয়ার
করতে ভুলবেন না।
No comments:
আমাদের পোস্টগুলি ভালো লাগলে কমেন্ট করে আমাদের উৎসাহ দিন