Ads By Blogger

Tuesday, March 29, 2016

কোন প্রকার সফটওয়্যার ছাড়াই ফেসবুক এবং ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করুন খুব সহজে

ads


bd tips tech আপনাদের স্বাগতমআশাকরি সবাই ভাল আছেনআজকে আপনাদের সাথে শেয়ার করবো কিভাবে খুব সহজে ফেইসবুক
এবং ইউটিউব হতে ভিডিও ডাউনলোড করবেনঅবশ্যই পোস্টের টাইটেল দেখেই বুঝতে পারছেনচলুন এবার দেখে আসি কিভাবে খুব সহজে ইউটিউব এবং ফেইসবুক ভিডিও ডাউনলোড করবেন
সফটওয়্যার ছাড়াই ফেসবুক এবং ইউটিউব ডাউনলোড

ফেইসবুক ভিডিও ডাউনলোড:

 ফেসবুকের ভিডিও ডাউনলোড চাইলে প্রথমে ফেসবুকের ভিডিওটি চালান তারপর এর ওপরে ব্রাউজারের ঠিকানার অংশে www-এর পরিবর্তে m লিখে এন্টার করুন তারপর আবার ভিডিওটি চালিয়ে ভিডিওটির ওপর মাউস রেখে ডান ক্লিক করে Save video as- ক্লিক করে ভিডিওটি আপনার কম্পিউটারে সংরক্ষণ করতে পারেন ভিডিওটি *.mp4 ফরম্যাটে সংরক্ষন করতে হবে

ইউটিউব ভিডিও ডাউনলোড:


ইউটিউব ভিডিও ডাউনলোড করতে চাইলে প্রথমে যে ভিডিওটি ডাউনলোড করতে চান সেখানে চলে যানএবার ভিডিও লিংকটি কপি করে রেখে দিন।এবার saveform.net এ চলে যান।এখানে একটি খালি বক্স দেখতে পাবেন।খালি বক্সে ইউটিউব কপি করা লিংকটি পেস্ট করে downlaod now এ ক্লিক করুন তাহলে বিভিন্ন ফরমেটে ডাউনলোড করার অপশন পাবেন।সেখানে থেকে যে ফরমেটে ডাউনলোড করতে চান সে্টিতে ক্লিক করলে শুরু ডাউনলোড শুরু হইয়ে যাবে।
এই প্রদ্ধতটি চাইলে আরও সহজভাবে করতে পারবেন এ জন্য যে ভিডিওটি ডাউনলোড করতে চান সে ভিডিওটিতে গিয়ে youtube এর আগে দুইটী ss দিয়ে এন্টার দিবেন।যেমন https://www.ssyoutube.com/watch?v=EhoPfP3LTC4।তাহলে ডাউনলোড পেইজ চলে আসবে।

আশাকরি বুঝতে পারেছেন।না বুঝলে বা কোন সমস্যা হলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানেবেন।আর বন্ধুদের সাথে শেয়ার করবেন।

ads

No comments:

Leave A Comment

আমাদের পোস্টগুলি ভালো লাগলে কমেন্ট করে আমাদের উৎসাহ দিন

copyright 2014-2023@bdtipstech DMCA.com Protection Status