Pages

Wednesday, April 06, 2016

খুব সহজে এক ক্লিকে ফেইসবুকের সব ফ্রেন্ড্রদের পেইজে ইনভাইট করুন

ads


Bd tips tech এ আপনাদের সবাই স্বাগতম।সবাই কেমন আছেন আশাকরি সবাই ভাল আছেন
।আপনার হয়তো ফেইসবুক একটি পেইজ আছে।অবশ্যই এটাও  জানা আছে যে ফেসবুক পেজ একজন একজন করে ইনভাইট করা কত বিরক্তিকর আজ আমি দেখাবো কিভাবে এক ক্লিকে বন্ধুদের পেইজে ইনভাইট করবেন।এই কাজটি খুব  সহজে করতে পারবেন...।



যারা গুগল ক্রোম ব্রাউজার ইউস করেনঃ

এক ক্লিকে পেইজে সকল বন্ধুদের ইনভাইট করার জন্য একটি এডঅন্স ইউস করতে হবে।এড করার জন্য  ক্লিক করুন।

ফ্রেন্ড্রদের পেইজে ইনভাইট করুন

এখন এই এক্সটেনশনটি গুগল ক্রোমে এড করুন এবং ব্রাউজার রিস্টার্ট দিনএক্সটেনশনটি এড করার ব্রাউজারের উপরে ডান পাশে একটি টিক দেওয়া মেনু দেখতে পাবেন। ফেসবুকে লগিন করুন এবং এরপর আপনি যেই পেইজে আপনি আপনার ফ্রেন্ডদেরকে ইনভাইট করতে চান সেই পেজে গিয়ে invite friends এ ক্লিক করুনএমনটা দেখাবে 

খুব সহজে এক ক্লিকে ফেইসবুকের সব ফ্রেন্ড্রদের পেইজে ইনভাইট করুন
খুব সহজে এক ক্লিকে ফেইসবুকের সব ফ্রেন্ড্রদের পেইজে ইনভাইট করুন

 অ্যাড্রেস বারের একদম ডান পাশে টিক দেওয়া মেনুতে ক্লিক করুনএরপর স্বয়ংক্রিয়ভাবে আপনার ফ্রেন্ডসরা ইনভাইট হতে থাকবেইনভাইট করা শেষ হয়ে গেলে  close অপশন দেখতে পাবেন এরপর Close করে দিন



মজিলা ফায়ারফএক্সের জন্যঃ

যারা মজিলা ফায়ার ফক্স তারার জন্য একটি এড অন্স আছে।সেটি এড করতে হবে এর জন্য এখানে চলে যান।এড করে ব্রাউজার রিস্টার্ট দিন।করুনএরপর আপনি যেই পেজে আপনি আপনার ফ্রেন্ডদেরকে ইনভাইট করতে চান সেই পেজে যান invite friends এ ক্লিক করুন।নিচের চিত্রের মত দেখতে পাবেন

খুব সহজে এক ক্লিকে ফেইসবুকের সব ফ্রেন্ড্রদের পেইজে ইনভাইট করুন

 এবার স্ক্রুল করে নিচে যান এবং select all ক্লিক করুন।কিছুক্ষন অপেক্ষা করুন ইনভাইট হয়ে যাবে ।



মজিলা ফায়ারফক্সে এই এড অন্সটি ইউস করার ফায়ার ফক্স বেশিরভাগ সময়ই হ্যাং করে এবং মজিলা দিয়ে ইনভাইট করার সমইয় অন্য কাজ করতে পারবেন না।তাই আমি বলবো গুগল ক্রোম ইউস করার জন্য।গুগল ক্রোম অফলাইন ভার্সন ডাউনলোড google chrome করে নিতে পারেন



আশাকরি পোস্টটি আপনাদের ভাল লেগেছে।উপকৃত হলে শেয়ার এবং একটি কমেন্ট যেতে ভুলবেন না।কোন সমস্যা হলে কমেন্ট করে যানাবেন।

No comments:

আমাদের পোস্টগুলি ভালো লাগলে কমেন্ট করে আমাদের উৎসাহ দিন

copyright 2014-2023@bdtipstech DMCA.com Protection Status