Pages

Saturday, October 29, 2016

ফোন অতিরিক্ত গরম হওয়া ঠেকানোর কয়েকটি টিপ্স

ads
এখনকার সর্বাধুনিক স্মার্টফোনগুলোতে ক্রমাগত প্রসেসিং শক্তি বাড়ছেসেই সঙ্গে বড় ব্যাটারি আর দ্রুতগতির চার্জিং প্রযুক্তিও থাকছে
কিন্তু দেখা যাচ্ছে, কিছু কিছু ক্ষেত্রে কাজের সময় ফোন অতিরিক্ত গরম হয়ে যাচ্ছেচার্জ দেওয়ার সময়, ভিডিও চালানো বা ধারণ করার সময় কিংবা গেমিং বা ভারী কোনো অ্যাপ ব্যবহারের সময় ফোন বেশি গরম হচ্ছেঅধিকাংশ ক্ষেত্রে ফোন গরম হওয়ার বিষয়টিকে হার্ডওয়্যার সংশ্লিষ্ট বিষয় বলে ধরা হয়তবে কিছু পরামর্শ মেনে চললে ফোনকে অতিরিক্ত গরম হওয়া থেকে ঠেকানো যায়
স্মার্টফোনের কভার বা কেস সরিয়ে ফেলুন
অনেকেই অনেক সময় স্মার্টফোনের সঙ্গে অতিরিক্ত কভার বা কেস যুক্ত করে ব্যবহার করেনএ ধরনের কেস ফোন থেকে বের হওয়া গরম আটকে রেখে ফোন বেশি গরম করে তোলোফোন যদি অতিরিক্ত গরম হয় তবে এ ধরনের কেস বা কভার সরিয়ে ফেলুনএতে ফোন কম গরম হবে
চার্জ দেওয়ার সময় শক্ত স্থানে রাখুন
যখন স্মার্টফোনে চার্জ দেবেন তখন তা শক্ত কোনো পৃষ্ঠের ওপর রাখবেনতাপ শোষণ করে এমন পৃষ্ঠ যেমন সোফা বা বিছানার ওপর রেখে ফোন চার্জ দেবেন নাচার্জের সময় ফোন থেকে যে গরম বের হয় তা আটকে গিয়ে ফোন আরও বেশি গরম করে তোলে

সারা রাত চার্জার লাগিয়ে রাখবেন না
অনেকেই ফোনের সঙ্গে সারা রাত চার্জার লাগিয়ে রাখেনসারা রাত চার্জ দেওয়ার ফলে দীর্ঘ মেয়াদে ব্যাটারির সক্ষমতার ওপর প্রভাব পড়ে এবং ফোন গরম হয়অনেক সময় অতিরিক্ত গরমে ফোনে আগুন লাগার ঘটনাও ঘটতে পারে

ফোন গরম করার অ্যাপ সরান
কিছু অ্যাপস আছে যা ফোনের প্রসেসিং ক্ষমতা ও গ্রাফিকসের বারোটা বাজায়এসব অ্যাপ ফোন অতিরিক্ত গরম করে তোলার জন্যও দায়ীফোন বন্ধ থাকলেও এসব অ্যাপ ব্যাকগ্রাউন্ডে চালু থেকে ফোনের ব্যাটারি দ্রুত শেষ করেঅতিরিক্ত প্রসেসিং ক্ষমতার ব্যবহারে ফোনকে গরম করে তোলে এসব অ্যাপতাই এসব অ্যাপ সরিয়ে ফেলুন
মোবাইল অতিরিক্ত গরম কিভাবে রোধ করবেন
মোবাইল অতিরিক্ত গরম কিভাবে রোধ করবেন
 keyword:কিভাবে মোবাইল অতিরিক্ত গরম হওয়া থেকে রক্ষা করবেন,মোবাইল অতিরিক্ত গরম হলে করবেন,মোবাইল ঠান্ডা রাখবেন কিভাবে,এন্ড্রয়েড মোবাইল অতিরিক্ত গরম হয়,এন্ড্রয়েড মোবাউল ঠান্ডা রাখার উপায়

সরাসরি সূর্যের আলোতে রাখবেন না
কিছু কিছু স্মার্টফোনের পেছন দিকটা তৈরি হয় প্লাস্টিক দিয়েএসব ফোন সরাসরি সূর্যের আলোতে এলে গরম হতে শুরু করেএকদিকে প্রসেসিং ক্ষমতা চালু থাকা আর একদিকে সূর্যের আলো এই দুই মিলিয়ে ফোন দ্রুত গরম হয়ে যায়

অননুমোদিত চার্জার ও ব্যাটারি ব্যবহারে না

আসল নির্মাতার তৈরি নয় এমন কিছু চার্জার ও ব্যাটারি ব্যবহারে ফোন গরম হয়তাই ফোনে চার্জ দেওয়ার সময় আসল চার্জার ব্যবহার করা হচ্ছে কিনা তা দেখে নিতে ভুলবেন না

No comments:

আমাদের পোস্টগুলি ভালো লাগলে কমেন্ট করে আমাদের উৎসাহ দিন

copyright 2014-2023@bdtipstech DMCA.com Protection Status