Pages

Wednesday, December 19, 2018

ধীরগতির পেনড্রাইভের গতি বাড়বেন যেভাবে

ads
দীর্ঘদিন নিয়মিত ব্যবহারে পেনড্রাইভের গতি কমতে থাকেগতি কমার বেশ কিছু কারণ থাকে
যে কারণে গতি কমে:
* পেনড্রাইভের নিয়মিত ব্যবহারে তথ্য স্থানান্তরের গতি কমতে থাকে
* কোন ধরনের তথ্য পাঠানো হচ্ছে সেটার বিবেচনায় গতি কমেআবার গান, ভিডিও বা ডকুমেন্টস ফাইল দ্রুত স্থানান্তরিত হয়কিন্তু এক ফোল্ডারে ছোট ছোট অনেক ফাইল থাকলে ফাইলগুলে ধীর লয়ে স্থানান্তরিত হয়
* আবার কম্পিউটারের ইউএসবি পোর্ট ও পেনড্রাইভের সংস্করণের ওপর নির্ভর করে তথ্য ধীরে নাকি দ্রুত যাবে
 
ধীরগতির পেনড্রাইভের গতি বাড়বেন যেভাবে
ধীরগতির পেনড্রাইভের গতি বাড়বেন যেভাবে
যেভাবে গতি বাড়ানো যায়
ফাইল সিস্টেম পরিবর্তন: উইন্ডোজ এক্সপি থেকে পরের সব অপারেটিং সিস্টেম ফাইল স্থানান্তরের জন্য এনটিএফএস ফাইল সিস্টেম ব্যবহার করা হয়আপনার ব্যবহৃত পেনড্রাইভের ফাইল সিস্টেম যদি আগের এফএটি হয়ে থাকে, তবে তথ্য স্থানান্তরের গতি ধীর হবেইউএসবি পোর্টে পেনড্রাইভে লাগিয়ে নিনএবার পেনড্রাইভে ডান ক্লিক করে Format-এ ক্লিক করুনFile system থেকে NTFS নির্বাচন করুনFormat option-এর Quick Format-এ থাকা টিক চিহ্ন তুলে দিনStart-এ ক্লিক করে কিছুক্ষণ অপেক্ষা করুনএভাবে পেনড্রাইভ ফরম্যাট করতে সময় বেশি নিতে পারে
ডিস্কে সমস্যা থাকলে: যদি ডিস্কের সমস্যা স্ক্যান করে নেওয়া যায় তবে তথ্য স্থানান্তর দ্রুত হবেএ জন্য পেনড্রাইভে মাউসের ডান বোতামে ক্লিক করে Properties-এ যানTools ট্যাবে ক্লিক করুনআবার Check now বোতামে ক্লিক করুনAutomatically fix file system errors এবং Scan for and attempt recovery of bad sectors-এ টিক চিহ্ন দিয়ে Start বোতাম চাপুনএই কাজটি সম্পন্ন হতেও সময় বেশি নেবে
ফরম্যাট: পেনড্রাইভের তথ্য স্থানান্তর দ্রুত করার জন্য অনেক ব্যবহারকারীই প্রতিবার ব্যবহারের আগে ফরম্যাট করে নেনএটি অনেকাংশে বেশ কাজেরকিন্তু অনেক প্রযুক্তিবিদের মতে, ঘন ঘন ফরম্যাট করার ফলে পেনড্রাইভ তার কর্মক্ষমতা হারাতে পারে


নিয়মগুলো সাবধানে এবং প্রতি মাসে দু-তিনবার করলে পেনড্রাইভে তথ্য স্থানান্তর দ্রুত হবে

2 comments:

  1. দেখুন ব্রডব্যান্ড সারাদেশে নিতে হলে কি করতে হবে।আরো বিস্তারিত দেখুন খুব গুরুত্বপূর্ণ সংবাদ।সবাইকে শেয়ার করে জানিয়ে দিন খুব গুরুত্বপূর্ণ সংবাদ।
    https://www.youtube.com/watch?v=BcJmVDnIY1g

    ReplyDelete
  2. Thanks for sharing.....it's a amazing content.

    ReplyDelete

আমাদের পোস্টগুলি ভালো লাগলে কমেন্ট করে আমাদের উৎসাহ দিন

copyright 2014-2023@bdtipstech DMCA.com Protection Status