ফ্রিল্যান্সিং
বর্তমানে একটি বহুল আলোচিত বিষয় হয়ে গিয়েছে। স্বাধীনভাবে নিজের দক্ষতা অনুযায়ী ঘরে বসে আয় করার
একটি নির্ভরযোগ্য মাধ্যম হয়ে উঠছে এই ফ্রিল্যান্সিং । বর্তমানে সরকারি চাকরি সোনার
হরিণ হয়ে উঠছে । ধীরে ধীরে তা আরো সংকুচিত হয়ে পড়বে ।
সহজ ফ্রিল্যান্সিংফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস,ফ্রিল্যান্স আউটসোর্সিং,নতুনদের জন্য ফ্রিল্যান্সিং,freelancer এর কাজ,বাংলাদেশী ফ্রিল্যান্সিং সাইট,অটোক্যাড ফ্রিল্যান্সিং,মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং
সেজন্য ঘরে বসে আয় করার জন্য
ফ্রিল্যান্সিং খুবই নির্ভরযোগ্য মাধ্যম । নিজের দক্ষতা থাকলে অনেক সুন্দর ভবিষ্যতৎ
আশা করা যায় এই সেক্টর থেকে । যে কোন একটি বিষযে নিজের দক্ষতা প্রমাণ করতে পারলে
অনেক ভাল পরিমাণ আয় করা সম্ভব এই ফ্রিল্যান্সিং থেকে । এখানে কারো বাধ্য বাধকতা
নেই । ইংরেজিতে যোগাযোগ দক্ষতা ভাল থাকা দরকার।ইংরেজিতে কথা বলা এবং লেখায় যারা
দক্ষ তাদের জন্য ফ্রীল্যান্সিং এ ক্যারিয়ার গড়া খুবই সহজ একটা ব্যপার । তা
বিশ্বায়নের যুগে পৃথিবী খুবই নিকটে চলে এসেছে । ফলে এখনই মোক্ষম সময় নিজেকে যোগ্য
করে গড়ে তোলার । তাছাড়া দেশের জন্য রেমিট্যন্স প্রবাহ বাড়ার ফলে দেশের সামগ্রিক
উন্নয়নেও অদান রাখার সুযোগ রয়ে যাচ্ছে এই ফ্রীল্যান্সিং পেশায় নিজেকে সম্পৃক্ত
করলে । ওয়েব ডিজাইন, গ্রাফিক্স ডিজাইন
, ডিজিটাল মার্কেটিং
প্রভৃতি সেক্টর থেকে যে কোন একটি সেক্টরে খুব ভাল দক্ষতার প্রয়োজন হবে । দক্ষতা
প্রমাণ করতে পারলে ধীরে ধীরে আয়ের পরিমাণ ও বাড়ানো খুব একটা কঠিন কাজ নয় । তাছাড়া
এ্যাফিলিয়েট মার্কেটিং এর কাজ জানলে আজীবন প্যাসিভ ইনকামের সুযোগ তৈরি করা যায় ।
এক কথায় বলতে গেলে বলা যায় যে , ফ্রীল্যান্সিং
অনেক সম্ভাবনাময় একটি সেক্টর অন্তত: বাংলাদেশের প্রেক্ষাপটে তো বটেই ।
যেকোনো প্রয়োজনে আমরা আছি
আমাদের ফেইসবুক গ্রুপ bd tech group
ফেইসবুক পেইজ bd tips tech
ইউটিউব চ্যানেল Youtube channel
No comments:
আমাদের পোস্টগুলি ভালো লাগলে কমেন্ট করে আমাদের উৎসাহ দিন