Ads By Blogger

Saturday, January 21, 2017

যেকোনো আইনি জটিলতায় সাথে রাখুন দুইটি এড্রয়েড এপ্স

ads
বিডি টিপ্স টেকে আপনাদের স্বাগতম।আশাকরি সবাই ভাল আছেন।আজ আপনাদের সাথে দুইটি এন্ড্রয়েড এপ্স শেয়ার করবো।এই দুইটি এপ্স হচ্ছে-রিপোর্ট টু র‍্যাব এবং বিডি পুলিশ হেল্প লাইন।
এই দুইটি এপ্সের মাধ্যমে পুলিশ এবং র‍্যাবের কাছে রিপোর্ট করতে পারবেন।

keyword:এন্ড্রয়েড এপ্স ডাউনলোড,পুলিশের এপ্স,র‍্যাবের এপ্স,report 2 rab এপ্স,bd police helpline এপ্স,download report 2 rab,download bd police helpline

রিপোর্ট টু র‍্যাবঃ

report 2 rab-bdtipstech
report 2 rab-bdtipstech

র‍্যাব বাংলাদেশ তাদের এন্ড্রুয়েড এপস লান্স করেছে
গত ২১ জুলাই প্লে স্টোরে আপলোড করা হয়এর মাঝে ব্যাপক সাড়া পেয়েছে এপসটির‍্যাব অনেক দিন আগে বলেছে এপসটি লান্স করার কথাঅবশেষে করেছেএপসটির মাধ্যমে র‍্যাবকে তথ্য দিয়ে সহযোগিতা করা যায় সহযের‍্যাবকে তথ্য দিয়ে সহযোগিতা করুনদেশকে অপরাধ মুক্ত রাখুন

প্লে স্টোর থেকে ডাওনলোড করুনপ্লে স্টোর লিংকঃ

র‍্যাবের এন্ড্রুয়েড এপস অথবা র‍্যাবের ওয়েব সাইট থেকে ডাওনলোড করুনর‍্যাবের ওয়েবসাইটঃ http://www.rab.gov.bd/


বিডি পুলিশ হেল্প লাইনঃ
বিডি পুলিশ হেল্প লাইন এপ্স ডাউনলোড করে নিন
তথ্য-প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে জনগণকে দ্রুত সেবা দিতে বিডি পুলিশ হেল্প লাইন নামে একটি মোবাইল অ্যাপ চালু করেছে বাংল‍াদেশ পুলিশ

বৃহস্পতিবার (১৩ অক্টোবর-২০১৬) দুপুর ১২টায় পুলিশ সদর দফতরের সম্মেলন কক্ষে মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক মোবাইল অ্যাপটি উদ্ধোধন করেন

উদ্বোধনী অনুষ্ঠানে আইজিপি বলেন, নতুন এই এপ্সটি ব্যবহার করে অপরাধ ও অপরাধী সম্পর্কিত যেকোনো তথ্য সরাসরি সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কাছে পাঠানো যাবেএতে দ্রুততম সময়ে পুলিশি সেবা নিশ্চিত হবেকেবল তথ্যই নয়, ঘটনার ছবি, ভিডিও এবং ভয়েজও পাঠানো যাবে

তথ্য দেওয়ার সঙ্গে সঙ্গে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার পাশাপাশি মহানগর পুলিশের ক্ষেত্রে এসি, ডিসি, পুলিশ কমিশনার এবং জেলার ক্ষেত্রে সার্কেল সহকারী পুলিশ সুপার, পুলিশ সুপার, রেঞ্জ পুলিশ স্বয়ংক্রিয়ভাবে জেনে যাবেনআর পুরো বিষয়টি পুলিশ সদর দফতর থেকে পর্যবেক্ষণ করা হবে, বলেন শহীদুল হক


bd police helpline-bdtipstech
bd police helpline-bdtipstech

বিডি পুলিশ হেল্প লাইন অ্যাপ ডাউনলোড করে নিন
এপ্সটি প্লে স্টোর থেকে ডাউনলোড করতে এখানে ক্লিক করুন 

তিনি বলেন, জনগণ ও পুলিশের মধ্যে আন্তঃযোগাযোগ বাড়াতে এই উদ্যোগতথ্যদাতা তার দেওয়া অভিযোগের প্রেক্ষিতে নেওয়া পদক্ষেপ দেখতে পারবেন
আমাদের ফেইসবুক গ্রুপ facebook group
ফেইসবুক পেইজ facebook page
ইউটিউব চ্যানেল Youtube
ads

No comments:

Leave A Comment

আমাদের পোস্টগুলি ভালো লাগলে কমেন্ট করে আমাদের উৎসাহ দিন

copyright 2014-2023@bdtipstech DMCA.com Protection Status