Ads By Blogger

Saturday, November 11, 2017

সাবজেক্ট রিভিউ ফিশারিজ এন্ড মেরিন সায়েন্স(ফিমস)

ads

নোবিপ্রবিতে ফিমস কেমনঃ
ফিমস নোবিপ্রবির অন্যতম সয়ংসম্পূর্ণ ডিপার্টমেন্ট। নোবিপ্রবি এবং ফিমস এর যাত্রা একই সঙ্গে শুরু।সায়েন্স এর ডিপার্টমেন্ট গুলোর মধ্যে একমাত্র ফিমস ডিপার্টমেন্ট ই সম্পূর্ণ নিজেদের শিক্ষকদের দারা পরিচালিত।অন্যান্য ডিপার্টমেন্ট এর চেয়ে এই ডিপার্টমেন্ট এ শিক্ষক সংখ্যা তুলনামুলক বেশী। সেশন জট পুরোপুরি মুক্ত।নির্ধারিত সময়ের আগেই কোর্স কমপ্লিট হয়ে থাকে।এই ডিপার্টমেন্ট এ পড়লে পাবে একজন বিজ্ঞানীর(নোবিপ্রবির গর্ব দুটি নতুন প্রাণীর আবিষ্কারক ফিমস এর ড.বেলাল) ক্লাস করার সৌভাগ্য।নোবিপ্রবির ইতিহাসে ভাল রেজাল্ট করার দিক দিয়ে ফিমস ডিপার্টমেন্ট কে অন্য কোন ডিপার্টমেন্ট এখনও টপকাতে পারে নি।প্রধানমন্ত্রীর কাছে স্বর্ণপদক প্রাপ্ত স্নাতক শিক্ষার্থী ফিমস এর অর্জন। এই ডিপার্টমেন্ট থেকে বিসিএস ক্যাডার এর সংখ্যাও চোখে পরার মত।আছে উন্নত ল্যাব,নিজস্ব সেমিনার লাইব্রেরী।নোবিপ্রবির ফিসারিস ভাল হওয়ার কারন হলো এখানে মেরিন সায়েন্স কে বেশী গুরুত্ব দেওয়া হয়।উপকুলীয় অক্সফোর্ড খ্যাত নোবিপ্রবি সমুদ্রের কাছে হওয়ায় ফিমস এর স্টুডেন্ট দের রয়েছে মেরিনে যেয়ে হাতে কলমে ফিল্ড ওয়ার্ক করার সুযোগ যে সুযোগ অন্যান্য ভার্সিটির ফিসারিস স্টুডেন্ট দের কম।সবচেয়ে গৌরবের ব্যাপার হল নোবিপ্রবিতে ফিমস ডিপার্টমেন্ট এর স্টুডেন্ট দের গবেষণার জন্য উপকুল এর কাছে মেরিন সায়েনস রিসার্চ ইন্সটিটিউট এর কাজ শুরু হয়েছে।যা নোবিপ্রবির চেয়েও বড় প্রায় ৯০০ একর জায়গা জুড়ে প্রতিষ্ঠিত হবে।এটি নোবিপ্রবির ফিমস এর জন্য এক অপার সম্ভাবনার দ্বার খুলে দিবে।
. .
এখন আসা যাক সাবজেক্ট আলোচনায়।
.
যারা ফিসারিস কি জানেনা তারা ভাবে ফিসারিস মানে বুঝি শুধু মাছ আর মাছ,শুধুই মাছ নিয়ে পড়ে থাকা।তাদের জন্য ফিসারিস এর সঙগা টা জানা জরুরি। FISHERIES IS A SCIENCE OF AQUATIC AND SEMI-AQUATIC ORGANISM. অর্থাৎ শুধু জলজ নয় উভচর প্রণীরাও ফিসারিস এর অন্তর্গত। পৃথিবীর চারভাগের তিন ভাগই ফিসারিস স্টুডেন্ট দের কর্মস্থল।এই সাবজেক্ট এ পড়লে পাবা নদী-সমুদ্র-মোহনার বিশালতায় হারিয়ে যেতে।তিমি,হাঙ্গর,কুমির,অক্টোপাস,স্কুইড,সব ধরনের মাছ থেকে শুরু করে জলরাজ্যের ক্ষুদ্রাতিক্ষুদ্র প্লাঙ্কটন,হাইড্রা নিয়ে শুরু হবে তোমার নতুন ভাবনা।পৃথিবীর সকল নদী -সমুদ্রের প্রোপার ম্যানেজমেন্ট, দুষন রোধ করা হবে তোমার দায়িত্ব।বলার অপেক্ষায় রাখে না বাংলাদেশের অর্থনীতিতে ফিসারিস কতটা গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করছে।সমগ্র পৃথিবীর উন্নত দেশগুলো ফিসারিস সেক্টর ডেভলপ করার জন্য ঝুকে পড়েছে।
.
ফিসারিস গ্রাজুয়েটদের রয়েছে উচ্চশিক্ষার সুযোগ। ভাল স্কোর নিয়ে বি.এস-সি ফিশারীজ (অনার্স) ডিগ্রী অর্জনের পর একজন গ্রাজুয়েট দেশের দেশের বাইরের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে নিম্নলিখিতভাবে যোগ দিতে পারেন-
- বৃত্তিসহ পোষ্ট গ্রাজুয়েট কোর্সে (যেমন এম.এস.) অংশগ্রহণ
- বৃত্তিসহ গবেষণামূলক এমফিল/পি-এইচ.ডি. কোর্সে অংশ গ্রহণ
- ফিশারীজ অনুষদে শিক্ষক হিসেবে যোগদান
- রিসার্চ ফেলো বা গবেষণা সহকারী হিসেবে যোগদান
fisheries and marine science-bdtipstech
fisheries and marine science-bdtipstech

.
.
এবার আসা যাক জব সেক্টর এ.....
.
সারা বিশ্বের সাথে প্রতিযোগিতা করে বাংলাদেশ ফিসারিস সেক্টর এ ৫ম স্থান অধিকার করেছে।তাই এই প্রতিযোগিতায় টিকে থাকার জন্য বাংলাদেশ সহ সারা বিশ্ব ফিসারিস গ্রাজুয়েট দের চাহিদা বেড়েই চলেছে।সম্প্রতি বাংলাদেশ যে বিশাল সমুদ্রসীমা অর্জন করেছে তা ফিসারিস স্টুডেন্ট দেরকে জবের জন্য আরও একধাপ এগিয়ে নিয়ে গেছে।ফিসারিস গ্রাজুয়েড দের দেশ এবং বিদেশে অনেক জব সেক্টর এর মধ্যে কয়েকটি তুলে ধরলাম.....
.
.
★মৎস অধিদপ্তর
★দেশ বিদেশের রিচার্চ ইনস্টিটিউশন এ প্রথম শ্রেণীর গবেষক।
★বিভিন্ন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন।
★এগ্রো বেইজড ইন্ডাস্ট্রিতে কনসালটেন্ট অফিসার।
★ফিস প্রসেসিং ইন্ডাস্ট্রি
★ফিস এক্সপোর্টিং এ্যাসোসিয়েশন।
★বিসিএস এ সতন্ত্র কোটা থাকায় জব এ অপার সম্ভাবনা।
★উপজেলা,জেলা মৎস অফিসার।
★ফিসারিস এক্সটেনশন অফিসার।
★বিভিন্ন ব্যাংকের ফিশারীজ বিষয়ক ঋণপ্রদানের
সেকশনে কাজ করার সুযোগ রয়েছে। যেমন-
--বাংলাদেশ কৃষি ব্যাংক
--রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক
--সোনালী ব্যাংক
--অগ্রণী ব্যাংক
--রূপালী ব্যাংক
--জনতা ব্যাংক
--সমবায় ব্যাংক
--কর্মসংস্থান ব্যাংক ইত্যাদি।
★আন্তর্জাতিক সংস্থাসমূহ:
বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা পৃথিবীর বিভিন্ন দেশের
মতো আমাদের দেশেও ফিশারীজ বিষয়ক কার্যক্রম
পরিচালনা করে থাকে যেখানে ফিশারীজ গ্রাজুয়েটের
জবের সুযগ রয়েছে। যেমন-
--ওয়ার্ল্ড ফিস সেন্টার
--ডিপার্টমেন্ট ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট(ডিএফআইডি)
--CARE INTERNATIONAL,
--FAO
--UNDP
--কারিতাস বাংলাদেশ
--নেচার কনজারভেসন মুভমেন্ট
--এশিয়ান ওয়েটল্যান্ড ব্যুরো
--DANIDA
--সোসাইটি ফর কনসারভেসন অব নেচার এন্ড এনভায়রনমেন্ট(এসসিওএনই)
--ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনসারভেসন অব নেচার এন্ড
--ন্যাচারাল রিসোর্স (আইইউসিএন)
--সাউথ এশিয়া পার্টনারশিপ বাংলাদেশ।
★Ministry of Water Resources
★Scraps Institution of Marine Science
★Alfred Weznar Marine Institution
★NOAA
★NIO
★মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়
★বাংলাদেশ মৎস্য সম্পদ গবেষণা কেন্দ্র (বিএফআরআই) ও
এর শাখা ও উপকেন্দ্রসমূহ
★বাংলাদেশ মৎস্য সম্পদ উন্নয়ন কেন্দ্র (বিএফডিসি) ও
এর শাখা কেন্দ্রসমূহ
★ফিশারীজ ও ফিশারীজ সংশ্লিষ্ট একাডেমী ও
প্রশিক্ষণ কেন্দ্রে।
★শিপিং মন্ত্রণালয়
★BSTI
★অ্যাকুরিয়াম ইন্ডাস্ট্রি
★মেরিন রিলেটেট বিভিন্ন জব
★বাংলাদেশ কৃষি গবেষণা কেন্দ্র (বিএআরসি বা বার্ক)
.
এছাড়াও ফিসারিস গ্রাজুয়েড রা উদ্যোক্তা হওয়ার মাধ্যমে নিজের ও অপরের জবের সুযোগ করে দিতে পারে।
এ তো গেল ফিশারিজ রিলেটেড ফিল্ড। এর বাইরেও অনেক ফিল্ড এ ফিশারিজ গ্রাজুয়েট দের জবের সুযোগ আছে।
.
১৩ তম ব্যাচকে অভিনন্দন নোবিপ্রবির সবুজ প্রান্তরে।
অভ্র,
ফিমস ১১ তম ব্যাচ ,NSTU.

যেকোনো প্রয়োজনে আমরা আছি
আমাদের ফেইসবুক গ্রুপ bd tech group
ফেইসবুক পেইজ bd tips tech
ইউটিউব চ্যানেল Youtube channel
ads

No comments:

Leave A Comment

আমাদের পোস্টগুলি ভালো লাগলে কমেন্ট করে আমাদের উৎসাহ দিন

copyright 2014-2023@bdtipstech DMCA.com Protection Status