Ads By Blogger

Sunday, October 27, 2019

সেরা পাঁচ ডিএসএলআর ক্যামেরা

ads
ডিএসএলআর ভিডিও এবং ফটোগ্রাফির জন্য ব্যবহার করা হয়। উন্নত ফিচার এবং গুনগত মানের সেরা পছন্দ হচ্ছে ডিজিটাল ক্যামেরা । এই ক্যামেরার ব্যবহার দিন দিন বেরেই চলেছে। বিভিন্ন কারণে আমরা ডিজিটাল ক্যামেরা কিনে থাকি। বর্তমান সময়ের সেরা ৫টি ক্যামেরার বিবরণ নিচে দিলাম। 

সেরা পাঁচ ডিএসএলআর ক্যামেরা-bdtipstech
সেরা পাঁচ ডিএসএলআর ক্যামেরা-bdtipstech
ক্যামেরার গঠন ক্যামেরার বিভিন্ন অংশ ক্যামেরার কার্যপ্রণালী ক্যামেরা কিভাবে কাজ করে ক্যামেরা apps ডিএসএলআর ক্যামেরার দাম ২০১৮ ভিডিও ক্যামেরা বাজার ক্যামেরা কত প্রকার

১। ক্যানন EOS ৮০ডি বিল্ড কোয়ালিটি এবং প্রকৃতির ঝামেলা ধুলা বালি বৃষ্টি থেকে রক্ষা করবে। ৬০ এফ পি এস ভিডিও করা যাবে। ৪৫টি ডুয়েল পিক্সেলস অটো-ফোকাস যা সেরা মানের ছবি নিশ্চিত করবে। শর্ট ফিল্ম অথবা মুভি তৈরি করতে পারবেন। ২৪.২ মেগাপিক্সেল, সিমস সেন্সর। সব ধরনের লেন্স ব্যবহার করতে পারবেন। ডিজিক ৭ প্রসেসর । 

২। ক্যানন EOS ২০০ ডি এন্ট্রি লেভেলের ক্যামেরা। যারা একেবারে নতুন তাদের জন্য এই ক্যামেরাটি ভাল হবে। কাজ ভেদে ডিজিটাল এসএলআর ক্যামেরার পার্থক্য থাকে। আপনার কাজের জন্য কোনটি দরকার সেটি খুঁজে বের করতে হবে। শুধু শখের জন্য এটি হতে পারে আপনার পছন্দ। ২৪.২ মেগাপিক্সেল, সিমস সেন্সর। EF/EF-S লেন্স ব্যবহার করতে পারবেন। ডিজিক ৭ প্রসেসর । ডুয়েল পিক্সেলস অটো-ফোকাস। যারা ইউটিউব ভিডিও বানাবেন তাদের জন্য এটি বেষ্ট হবে। 

৩। নিকন ডি ৮৫০ যারা প্রফেশনাল মানের ফোঁর কে ভিডিও তৈরি করতে চান। তাদের এটিকে প্রথম পছন্দের রাখতে হবে। ৪৫.৭ মেগাপিক্সেল ফুল-ফ্রেম সেন্সর । কিমি. আলোতে ভালো ডায়নামিক রেঞ্জ পাওয়া যায় । ৭ এপিএস শুটিং, ১৫৩ ফোকাস পয়েন্ট । 120 এফপিএস ফ্রেমে ফোরকে ভিডিও ধারণ করতে পারবেন । 

৪। ক্যানন EOS ১৩০০ ডি এন্ট্রি লেভেলের ক্যামেরা। কার্যকর পিক্সেলস –১৮ মেগাপিক্সেল –প্রসেসর – ডিজিক 4। লেন্স মাউন্ট EF/EF-S। টিএফটি ডিসপ্লে পাবেন। ৩ ইঞ্চির পর্দা টাচ করতে পারবেন। এই ক্যামেরা দিয়ে প্রাথমিক পর্যায়ের ফটোগ্রাফি বেশ ভালোভাবেই সম্ভব। লাইটিং, কম্পোজিশন সম্পর্কে ভালো ধারণা থাকলে ক্যামেরাটি থেকে বেশ ভালো মানের ছবি ধারণ সম্ভব। ফটোগ্রাফিতে অভিজ্ঞতাসম্পন্ন কেউ এই ক্যামেরা দিয়ে প্রফেশনাল পর্যায়ের কাজ চালিয়ে নিতে পারবেন। 


৫ । ক্যানন রেবেল এস এল ৩ অল্প বাজেটের অন্যতম ক্যামেরা হচ্ছে রেবেল এস এল ৩।টেকসই বিল্ড এর সাথে আছে দামি ক্যামেরার কিছু গুন। ওজনে বেশ হালকা এবং কম্প্যাক্ট।ডুয়েল পিক্সেলস অটো ফোকাস। ফোরকে ভিডিও রেকর্ডিং সুবিধা । ২৪.১ মেগাপিক্সেল এপিএস-সি সেন্সর এবং ৯-পয়েন্ট অটো-ফোকাস ব্যবহার করা রয়েছে। ওয়াইফই ব্লুটুথ থাকছেই যা দিয়ে খুব সহজেই ফাইল শেয়ারিং করতে পারবেন ।
*****উপরের এই লেখাগুলি মুছে ফেলুন*****
যেকোনো প্রয়োজনে আমরা আছি
আমাদের ফেইসবুক গ্রুপ bd tech group
ফেইসবুক পেইজ bd tips tech
ইউটিউব চ্যানেল Youtube channel
ads

No comments:

Leave A Comment

আমাদের পোস্টগুলি ভালো লাগলে কমেন্ট করে আমাদের উৎসাহ দিন

copyright 2014-2023@bdtipstech DMCA.com Protection Status