Ads By Blogger

Thursday, January 24, 2019

windows 10 এ যদি কোন প্রোগ্রাম না চলে


বিডি টিপ্স টেকে আপনাদের স্বাগতম। উইন্ডোজ ৭ বা ৮ অপারেটিং সিস্টেম হালনাগাদ করে কম্পিউটারে উইন্ডোজ ১০ ব্যবহার করা যাচ্ছে। উইন্ডোজ ৭ ও ৮-এর কোনো প্রোগ্রাম উইন্ডোজ ১০-এ নাও চলতে পারে। আগে ব্যবহৃত প্রোগ্রাম চালাতে গেলে This program doesn’t run on Windows 10 বার্তা দেখায় মাঝে মাঝে। আবার কখনো বলে এই সফটওয়্যারটি আপনার অপারেটিং সিস্টেমের উপযোগী নয়। ঘাবড়াবেন না ! কারণ উইন্ডোজ দশেই আছে এর সঠিক সমাধান।

এটিও পড়ুন pendrive এর space ঠিক আছে তো?

যা করবেন
আগে নিশ্চিত হতে হবে আপনার কম্পিউটারের উইন্ডোজ হালানাগাদ করা কিনা। কম্পিউটারে ব্যবহৃত সব যন্ত্রাংশের চালক সফটওয়্যার (ড্রাইভার) ইনস্টল করা আছে কি না। অবশ্যই যে প্রোগ্রাম চালাবেন সেটি হালনাগাদ কিনা দেখে নিন।
অ্যাডমিন হয়ে চালু করুন
যে প্রোগ্রাম বা সফটওয়্যার চলে না, C:\/ ড্রাইভে গিয়ে সেই প্রোগ্রামের চালক ফাইলে (*.exc) ডান ক্লিক করে Run as administrator নির্বাচন করে খুলুন। যদি সেই প্রোগ্রামের অন্য কোনো সমস্যা না থাকে, তবে সেটি চলবে। না হলে পরের ধাপ অনুসরণ করুন।

কম্প্যাটিবিলিটি মোড
আগের উইন্ডোজে ব্যবহৃত প্রোগ্রাম যাতে পরের উইন্ডোজে সাবলীলভাবে চলতে পারে, সে জন্য মাইক্রোসফট উইন্ডোজ এক্সপি থেকে পরবর্তী সব সংস্করণের জন্য কম্প্যাটিবিলিটি মোড সুবিধা রেখেছে। এখন যে প্রোগ্রাম চলে না, C:\/ ড্রাইভে গিয়ে সেই প্রোগ্রামের মূল ফাইলের *.exc ফাইলে ডান ক্লিক করুন। এখানকার কনটেক্স মেনু থেকে Properties-এ ক্লিক করুন। Compatibility ট্যাবের Compatibility mode-এ থাকা Run this program in compatibility mode-এর পাশে টিক চিহ্ন দিন। তালিকা থেকে Windows 8 বা Windows 7 নির্বাচন করুন। Apply-এ ক্লিক করে OK করে বের হয়ে আসুন। এবার সেই প্রোগ্রাম আবার দুই ক্লিক করে চালু করে দেখুন। কাজ হয়ে যাবে।

এটিও পড়ুন start menu থেকেই ওয়েবে তথ্যের খোঁজ

কম্প্যাটিবিলিটি ট্রাবলশুটার
কম্প্যাটিবিলিটি ট্রাবলশুটার ব্যবহার করেও চালু না হওয়া প্রোগ্রাম চালু করা যায়। আগের মতোই সি ড্রাইভের যেখানে প্রোগ্রাম ইনস্টল করা আছে সেই সমস্যাযুক্ত প্রোগ্রামের .exc ফাইলে ডান ক্লিক করে Troubleshoot compatibility নির্বাচন করে খুলুন। সমস্যা চিহ্নিত করার জন্য কিছুক্ষণ সময় নেবে। এরপর একে একে পরবর্তী ধাপগুলো অনুসরণ করে চালু না হওয়া প্রোগ্রামকেও চালু করা যাবে।ধন্যবাদ।শেয়ার করতে ভুলবেন না।
Read More »
ads

Monday, January 21, 2019

সফটয়্যার ছাড়াই পার্টিশন বাড়ান কম্পিউটারের

(bd tips tech)আমাদের কম্পিউটারের হার্ডডিস্কে নরমালী -৪টি পার্টিশন দেওয়া থাকে অনেক সময় আমাদের প্রয়োজনে আরও - টা এক্সট্রা পার্টিশন দিতে চাই কিন্তু অনেকে মনেকরে এর জন্য বিভিন্ন সফটয়্যার বা হার্ড সম্পুর্ণ
ফফরম্যাট দেওয়ার প্রয়োজন পড়েএবার আপনি চাইলে কোন সফটয়্যার বা হার্ডডিস্ক ফফরম্যাট ছাড়াই পার্টিশন দিতে পারবেনএর জন্য প্রথমে আপনার কম্পিউটারে থাকা My Computer  অপশনের উপর কারচার রেখে Right Click করে Manage অপশনে যান এখান থেকে Disk Management প্রবেশ করুন আপনার কম্পিউটারের টোটাল পার্টিশন দেখাবে নিচের ছবির মতো

সফটয়্যার ছাড়াই পার্টিশন বাড়ান কম্পিউটারের
সফটয়্যার ছাড়াই পার্টিশন বাড়ান কম্পিউটারের
                           laptop এর key-board কাজ না করলে

তারপর আপনার নিচের যে Drive থেকে স্পেস নিয়ে নতুন পার্টিশন Drive করতে চান-তার উপর রাইট ক্লিক করুন সেখান থেকে SHIRNK VOLUME… ক্লিক করুন।তারপর নিচের ছবির মতো Window আসবে



সফটয়্যার ছাড়াই পার্টিশন বাড়ান কম্পিউটারের
সফটয়্যার ছাড়াই পার্টিশন বাড়ান কম্পিউটারের-২
সেখান থেকে আপনার DRIVE কত স্পেস খালি আছে তাও দেখাবে এবার আপনি নতুন DRIVE ; খালি স্পেস থেকে, কত GB স্পেস নিতে চান-তার ১০২৪ MB দিয়ে গুন দিয়ে লাল চিহ্নিত জায়গায় লিখুন

যেমন, আপনি যদি ২০ MB স্পেস নতুন DRIVE দিতে চান-তাহলে ২০x১০২৪=২০৪৮০ উপরের ছবির মতো Enter The Amount of Space to Shirnk in MB  ঘরে লিখুন

তারপর SHIRNK ক্লিক করুন কিছুক্ষণ অপেক্ষা করুন, আপনার নতুন DRIVE তৈরি হয়ে যাবে 
তারপর আপনার কম্পিউটার রিস্টার্ট দিন তারপর আপনার নিজের পার্টিশন দেওয়া নতুন DRIVE আপনার মতো করে ব্যবহার করুন

ধন্যবাদ সবাইকে
Read More »

Tuesday, January 15, 2019

কম্পিউটার কেনার আগে যে বিষয়গুলি খেয়াল রাখতে হয়

বিডি টিপ্স টেকে আপনাদের স্বাগতম। একটি কম্পিউটার বর্তমান সময়ে একটি গুরুত্বপূর্ন অনুসঙ্গ । বর্তমান যুগ হলো তথ্য প্রযুক্তির যুগ । আর এ যুগের সাথে তাল মিলিয়ে চলতে গেলে তথ্য প্রযুক্তির সাথে তাল মেলানে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় । আর ক্ষেত্রে এর প্রধান এবং একমাত্র বাহক হলো কম্পিউটার । আর এ কম্পিউটার কিনতে হলে একটু যাচাই বাছাই করা প্রয়োজন , কেননা একটুখানি ভুল হলে অনেক দাম দিয়ে কেনা একটি কম্পিউটার খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবার সম্ভাবনা থাকে । তাই একটি কম্পিউটার কেনার সময়ে খেয়াল রাখতে হবে যেন— 
কম্পিউটার কেনার আগে যে বিষয়গুলি খেয়াল রাখতে হয়-বিডি টিপ্স টেক
কম্পিউটার কেনার আগে যে বিষয়গুলি খেয়াল রাখতে হয়-বিডি টিপ্স টেক
কম্পিউটারের দাম 2018 প্রসেসরের দাম ২০১৮ ডেস্কটপ কম্পিউটারের দাম ২০১৮ কম্পিউটার যন্ত্রাংশের দাম ২০১৮ কম্পিউটার কেনার টিপস কম্পিউটার যন্ত্রাংশের দাম 2018 পিসির দাম কম দামে কম্পিউটার কম্পিউটার কেনার আগে যা জানা প্রয়োজন ডেস্কটপ কম্পিউটারের দাম ২০১৮

১। পরিচিত দোকানঃ পরিচিত মানুষ সাধারণতঃ ধোকা দিতে পারে না । তাই কম্পিউটার কেনার আগে পরিচিত দোকান থেকে কিনলে ঠকার সম্ভাবনা খুব কম থাকে । পরিচিত মানুষ সাধারণতঃ ভালোটিই দিয়ে থাকে ।

 ২। কেসিং (Casing ) আগে দর্শনধারী পরে গুণাবিচারী । কোন জিনিস যদি দেখতেই ভালো না হয় , তবে সেটা ব্যবহার করতেও ভালো লাগার কথা নয় । তাই নতুন কম্পিউটার কেনার আগে ভালো মানের কেসিং আছে কি না প্রথমেই সেটা দেখে নেওয়া উচিত । 

৩। মাদার বোর্ড/ মেইন বোর্ড (Motherboard) : মাদার বোর্ড  কম্পিউটরের প্রধান চালিকা শক্তি । একটা কম্পিউটারের প্রধান নিয়ন্ত্রক বলতে আমরা এই মাদারবোর্ডকেই বুঝে থাকি । কারণ এই মাদার বোর্ডের উপরেই সকল উপাদান গুলো সন্নিবেশিত থাকে । বাজারে অনেক ধরনের মাদারবোর্ড পাওয়া যায় এর মধ্যে Intel, GigaByte, Asus খুব ভালো মানের মাদার বোর্ড ।

 ৪। মনিটর (Monitor ) মনিটর দ্বারা কম্পিউটারের সবকিছু আউটপুট পাওয়া যায়। তাই কম্পিউটারে মনিটরটি ভালো মানের হওয়া জরুরী ।

 ৫। র‍্যাম ( RAM): RAM হলো কম্পিউটারের অস্থায়ী স্মৃতি । RAM উপর একটি কম্পিউটারে মূল গতি নির্ভর করে । তাই একটি কম্পিউটারের RAM গতি যত বেশি হবে তার উপরই মুলত কম্পিউটারের সামগ্রিক গতি নির্ভর করে । বর্তমানে Corsair, G.Skill, Micron বেশ ভালো মানের RAM । 

৬। হার্ড ডিস্ক ড্রাইভ( Hard Disk Drive একটি হার্ডডিস্ক ড্রাইভের ভিতর সাধারণত চৌম্বকীয় পদ্ধতিতে ডেটা সংরক্ষিত থাকে । তাই হার্ডডিস্কের ডেটা ধারণ ক্ষমতা বেশি হলে কম্পিউটারে গতি বৃদ্ধি পায় । বাজারে সাধারণতঃ ১৬০ GB থেকে শুরু করে ৩ TB পর্যন্ত হার্ড ডিস্ক ড্রাইভ পাওয়া যায় ।

 ৭। সিডি/ ডিভিডি( CD /DVD ): সিডি/ডিভিডি প্লেয়ার সঠিকভাবে কাজ করছে কিনা সেটা দেখে নিতে হবে । তাছাড়া ভার্সনগুলোও যেন আপডেটেট ভার্সন হয় সেদেকে নজর রাখা জরুরী ।

 ৮। কী বোর্ড( Key Board ) কী বোর্ড খুব ভালো মানের না হলে কাজ করে কোন সুবিধা পাওয়া যায় না কারণ কী বোর্ড দিয়েই কম্পিটারের বেশিরভাগ কাজ সম্পন্ন করা হয় । তাই ভালো মানের কী বোর্ড কিছু ব্রান্ডের নাম হলো A4Tech, Deluxe, Mercury এছাড়াও মাউস( Mouse), স্পিকার( Speaker ), ইউপিএস( UPS) প্রভৃতি বিষয়গুলোও খুব সতর্কতার সাথে নজরে রাখতে হবে । 
যেকোনো প্রয়োজনে আমরা আছি
আমাদের ফেইসবুক গ্রুপ bd tech group
ফেইসবুক পেইজ bd tips tech
ইউটিউব চ্যানেল Youtube channel
Read More »

Sunday, January 13, 2019

ছবিকে ব্যবহার করুন password হিসেবে

(bd tips tech)বিডি টিপ্স টেকে আপনাদের সবাইকে স্বাগতম।আশাকরি সবাই ভাল আছেন। উইন্ডোজ ৮ অপারেটিং সিস্টেমে পাসওয়ার্ড হিসেবে ছবি ব্যবহার করা যায়। নিরাপত্তার জন্য আগে লিখিত পাসওয়ার্ড ব্যবহারের ব্যবহার ছিল, এখন ছবিও যুক্ত হলো।
এ ক্ষেত্রে ছবির বৃত্ত, সরলরৈখিক অবস্থান নির্ধারণ করে সেটিকে পাসওয়ার্ড হিসেবে ঘোষণা করা যাবে। এটি করতে Windows charm বা স্টার্ট মেনুতে গিয়ে settings থেকে Change PC settings থেকে Users-এ ক্লিক করুন।

এটিও পড়ুনwindows 10 এ যদি start nenu কাজ না করে

এরপর Sign-in options থেকে Create a picture password-এ ক্লিক করে ইউজার পাসওয়ার্ড দিন। এখানে কম্পিউটার থেকে এমন একটি ছবি নির্বাচন করে দিতে হবে যেটিতে অনেক লুকানো অবস্থান আছে। পিকচার পাসওয়ার্ডের উইন্ডো খুলে গেলে লুকানো অবস্থান দেখে দিতে হবে। Choose picture নির্বাচন করলে Set up your gesture উইন্ডো চালু হলে এখানে মাউসের কারসর দিয়ে যে যে অবস্থানকে পাসওয়ার্ড হিসেবে রাখতে চান, সেটি নির্বাচন করে দিন। আপনি ছবির প্রতিটি অংশকে বৃত্ত বা সরলরেখা এঁকে রেখে দিতে পারেন। তিন ধাপে এটি শেষ করে Use this picture বোতাম চাপুন।
পরের উইন্ডোতে নির্বাচন করা অবস্থান নিশ্চিত হওয়ার জন্য আবার দেখাবে। ভালো করে অবস্থান চিনে নিয়ে Finish বোতাম চাপুন। পরবর্তী সময়ে লগইনের সময় নির্বাচন করা অবস্থান দেখে দিলেই কম্পিউটারে চালু হবে।

এটিও পড়ুনstart menu থেকেই ওয়েবে তথ্যের খোঁজ

পিকচার পাসওয়ার্ড রিমুভ করতে চাইলে Sign-in options থেকে Create a picture password-এর পাশের Remove বোতাম চাপতে হবে। পোস্টটি ভাল লাগলে শেয়ার করতে ভুলবেননা।
Read More »

Wednesday, December 26, 2018

start menu থেকেই ওয়েবে তথ্যের খোঁজ


bd tips tech এ আমাদের স্বাগতম।আশাকরি সবাই ভাল আছেন। কোনো বিষয় খুঁজতে এখন ইন্টারনেট মূল ভরসা। সে ক্ষেত্রে ওয়েবসাইট দেখার সফটওয়্যার (ব্রাউজার) খুলে তারপর নির্দিষ্ট সার্চ ইঞ্জিনে গিয়ে নতুন বিষয় বা তথ্য লিখে খুঁজতে হয়। উইন্ডোজ ৭ অপারেটিং সিস্টেমে চাইলে এ কাজটি স্টার্ট মেনু থেকেই করা যায়। উইন্ডোজ ৭-এর প্রফেশনাল, আলটিমেট ও এন্টারপ্রাইজ সংস্করণের গ্রুপ পলিসি এডিটরে কিছুটা পরিবর্তন এনে স্টার্ট মেনুতেই কাঙ্ক্ষিত বিষয় লিখে তথ্য খোঁজার কাজটি করা যাবে।

এটিও পড়ুন computer বন্ধ হতে বেশি time নিচ্ছে?

সাধারণত স্টার্ট মেনুতে কিছু লিখলে সেটি ওই কম্পিউটার থেকে খুঁজে দেখায়। তাই কাজ হবে স্টার্ট মেনুতে Search the Internet নামের একটি বোতাম যোগ করা। এটি সক্রিয় করতে গ্রুপ পলিসি এডিটর চালু করতে হবে।
কাজটি করতে স্টার্ট মেনুতে গিয়ে সার্চের ঘরে gpedit.msc লিখুন। গ্রুপ পলিসি এডিটর এলে সেটিতে ক্লিক করে খুলুন। Local Policy Group Editor উইন্ডোজ চালু হলে বাঁয়ের তালিকার User Configuration থেকে Administrative Templates-এ দুবার ক্লিক করে খুলুন। Start Menu and Taskbar-এ আবার দুবার ক্লিক করুন। ডান পাশের সেটিংস থেকে Add Search Internet Link to Start Menu এন্ট্রিতে দুবার ক্লিক করে খুলুন। কনফিগারেশন মেনু চালু হলে এখানের Enabled-এ টিক চিহ্ন দিয়ে ওকে চেপে বের হয়ে আসুন।
এবার স্টার্ট মেনুতে গিয়ে কাঙ্ক্ষিত বিষয় লিখুন। লেখার ফলে স্টার্ট মেনুর সার্চের জায়গায় See more results এবং নতুন যুক্ত হওয়া Search the Internet নামের দুটি আলাদা বোতাম দেখা যাবে।

এটিও দেখুন keyboard এর shortcut গুলি দেখে নিন

এখন কাঙ্ক্ষিত বিষয় লিখে See more results-এ ক্লিক করলে লোকাল কম্পিউটার থেকে খুঁজে নিয়ে দেখাবে। আর Search the Internet-এ ক্লিক করলে উইন্ডোজের ডিফল্ট ইন্টারনেট ব্রাউজার চালু হয়ে আপনার কাঙ্ক্ষিত তথ্যকে সেখানে খুঁজে নিয়ে দেখাবে। তাই আলাদা করে ব্রাউজার খুলে সার্চ করার ঝামেলা কমে যাবে।ধন্যবাদ।
Read More »

Wednesday, December 19, 2018

ধীরগতির পেনড্রাইভের গতি বাড়বেন যেভাবে

দীর্ঘদিন নিয়মিত ব্যবহারে পেনড্রাইভের গতি কমতে থাকেগতি কমার বেশ কিছু কারণ থাকে
যে কারণে গতি কমে:
* পেনড্রাইভের নিয়মিত ব্যবহারে তথ্য স্থানান্তরের গতি কমতে থাকে
* কোন ধরনের তথ্য পাঠানো হচ্ছে সেটার বিবেচনায় গতি কমেআবার গান, ভিডিও বা ডকুমেন্টস ফাইল দ্রুত স্থানান্তরিত হয়কিন্তু এক ফোল্ডারে ছোট ছোট অনেক ফাইল থাকলে ফাইলগুলে ধীর লয়ে স্থানান্তরিত হয়
* আবার কম্পিউটারের ইউএসবি পোর্ট ও পেনড্রাইভের সংস্করণের ওপর নির্ভর করে তথ্য ধীরে নাকি দ্রুত যাবে
 
ধীরগতির পেনড্রাইভের গতি বাড়বেন যেভাবে
ধীরগতির পেনড্রাইভের গতি বাড়বেন যেভাবে
যেভাবে গতি বাড়ানো যায়
ফাইল সিস্টেম পরিবর্তন: উইন্ডোজ এক্সপি থেকে পরের সব অপারেটিং সিস্টেম ফাইল স্থানান্তরের জন্য এনটিএফএস ফাইল সিস্টেম ব্যবহার করা হয়আপনার ব্যবহৃত পেনড্রাইভের ফাইল সিস্টেম যদি আগের এফএটি হয়ে থাকে, তবে তথ্য স্থানান্তরের গতি ধীর হবেইউএসবি পোর্টে পেনড্রাইভে লাগিয়ে নিনএবার পেনড্রাইভে ডান ক্লিক করে Format-এ ক্লিক করুনFile system থেকে NTFS নির্বাচন করুনFormat option-এর Quick Format-এ থাকা টিক চিহ্ন তুলে দিনStart-এ ক্লিক করে কিছুক্ষণ অপেক্ষা করুনএভাবে পেনড্রাইভ ফরম্যাট করতে সময় বেশি নিতে পারে
ডিস্কে সমস্যা থাকলে: যদি ডিস্কের সমস্যা স্ক্যান করে নেওয়া যায় তবে তথ্য স্থানান্তর দ্রুত হবেএ জন্য পেনড্রাইভে মাউসের ডান বোতামে ক্লিক করে Properties-এ যানTools ট্যাবে ক্লিক করুনআবার Check now বোতামে ক্লিক করুনAutomatically fix file system errors এবং Scan for and attempt recovery of bad sectors-এ টিক চিহ্ন দিয়ে Start বোতাম চাপুনএই কাজটি সম্পন্ন হতেও সময় বেশি নেবে
ফরম্যাট: পেনড্রাইভের তথ্য স্থানান্তর দ্রুত করার জন্য অনেক ব্যবহারকারীই প্রতিবার ব্যবহারের আগে ফরম্যাট করে নেনএটি অনেকাংশে বেশ কাজেরকিন্তু অনেক প্রযুক্তিবিদের মতে, ঘন ঘন ফরম্যাট করার ফলে পেনড্রাইভ তার কর্মক্ষমতা হারাতে পারে


নিয়মগুলো সাবধানে এবং প্রতি মাসে দু-তিনবার করলে পেনড্রাইভে তথ্য স্থানান্তর দ্রুত হবে
Read More »

windows 10 এ যদি start nenu কাজ না করে


(bd tips tech)মাইক্রোসফটের উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেমে অনেক সময় স্টার্ট মেনু খোলা যায় না আবার ডিজিটাল সহকারী কর্টানা বা টাস্ক বারের সার্চকেও ব্যবহার করা যায় না। এমন সমস্যার সমাধান পাওয়া সম্ভব। এ জন্য যে কাজগুলো করা যেতে পারে—

এটিও দেখুন windows 10 এ যদি কোন প্রোগ্রাম না চলে

সিস্টেম ফাইল চেকার
উইন্ডোজের start মেনুতে ডান ক্লিক করে Command Prompt-এ ক্লিক করুন। কমান্ড প্রম্পট চালু হলে এখানে sfc/scannow লিখে এন্টার করুন। ফাইল পরীক্ষা করতে কিছুক্ষণ সময় নেবে অপারেটিং সিস্টেম। স্ক্যান করে সিস্টেম ফাইলে কোনো সমস্যা থাকলে সেটি ঠিক করবে। স্ক্যান শেষ হলে কম্পিউটারকে বন্ধ করে আবার চালু করে নিন।

উইন্ডোজ ইমেজ ফাইল মেরামত
যদি উইন্ডোজের ইমেজ অচল (আনসার্ভিসেবল) হয়ে যায়, তবে ডেপ্লয়মেন্ট ইমেজিং অ্যান্ড সার্ভিসিং ম্যানেজমেন্ট (ডিআইএসএম) টুল ব্যবহার করে এই সমস্যার সমাধান আনা যায়। এ জন্য কমান্ড লাইনে Dism/Online/Cleanup-Image/ScanHealth লিখে এন্টার করুন। কমান্ডটি চললে (রান) কয়েক মিনিট পর সিস্টেম ইমেজের কয়টি ফাইল নষ্ট হয়েছে সেটি খুঁজবে। আবার Dism/Online/Cleanup-Image/CheckHealth লিখে কমান্ড দিলে নষ্ট হওয়া ফাইলের বর্তমান অবস্থা দেখাবে। এটি সম্পন্ন হতে কিছুক্ষণ সময় নিতে পারে। এবার কমান্ড লাইনে Dism/Online/Cleanup-Image/RestoreHealth লিখে এন্টার করুন। এই কমান্ডটি উইন্ডোজ ইমেজের নষ্ট ফাইলের বদলে ভালো ফাইল বসিয়ে দেবে। স্ক্যান হতে কখনো বেশি সময় নিতে পারে, তাই শেষ হলে কম্পিউটার বন্ধ করে আবার চালু করে নিয়ে দেখুন সমস্যা দূর হয়ে যাবে।
স্টার্ট মেনু পুরো পর্দায়
উইন্ডোজ দশে স্টার্ট মেনুকে পুরো পর্দায় দেখা যায়। যদি স্টার্ট মেনু স্বাভাবিকভাবে চালু না হয়, তবে পুরো (ফুল) পর্দায় সেটিকে সেট করে চালু করা যাবে। Win + I চেপে সেটিংস অ্যাপ চালু করুন।

এটিও পড়ুন কিছু notepad ট্রিকস (part-3)

Personalization-এ ক্লিক করে আবার Start-এ ক্লিক করুন। Start behaviors-এর অধীনের Use full-screen Start when in the desktop এ ক্লিক করে On করুন। এখন স্টার্ট মেনুতে ক্লিক করলে সেটি পূর্ণ পর্দায় দেখাবে।শেয়ার করে টাইমলাইনে সেভ করে রাখতে পারেন।
বিডি টিপ্স টেক।
Read More »

Thursday, December 06, 2018

এবার নাচান কিবোর্ডের লাইটকে

বিডি টিপ্স টেকে আপনাদের সসবাইকে স্বাগতম।আজ একটি ফানি ট্রিক্স আপনাদের উপহার দিবো। আমি আজ আপনাদের দিবো কীবোর্ড
এর লিড লাইটের ডিস্কো নাচের টিপস। এই জন্য আপনাকে যা যা করতে হবে নিচে দেখে নিন।
১. প্রথমে ডেস্কটপে রাইট ক্লিক করেnotepadওপেন করুন এবংnew->text documentনিন।

২. এবার নিচের কোড টুকু হুবহু কপি করে notepadএ পেস্ট করুন।

Set wshShell =wscript.CreateObject("WScript.Shell")
do
wscript.sleep 100
wshshell.sendkeys "{CAPSLOCK}"
wshshell.sendkeys "{NUMLOCK}"
wshshell.sendkeys "{SCROLLLOCK}"
loop

৩. এবারে ফাইলটিকে সেভ করুন এই নামে disco.vbs

৪. এবারে ফাইলটিতে ডাবল ক্লিক করলেই দেখতে পাবেন কীবোর্ডের লাইট ডিস্কো নাচ শুরু করে দিয়েছে।

৫. কিভাবে এই নাচকে থামাবেন তা দেখে নেয়া যাক। টাস্কবারে ক্লিক দিয়ে task managerএ ক্লিক.


৬. এবারে wscript.exeসিলেক্ট করে End Process এ ক্লিক করলেই নাচ থেমে যাবে।
পোস্টটি ভাল লাগলে কমেন্ট শেয়ার করতে
Read More »

Sunday, September 16, 2018

কিছু notepad ট্রিকস(part-1)


বিডি টিপ্স টেকে আপনাদের সবাইকে স্বাগতম।আজ আপনাদের সাথে কিছু নোটপ্যাড টিপ্স এন্ড ট্রিক্স শেয়ার করবো।আপনারা হয়তো জানেন না নোটপ্যাড দিয়ে মজার মজার জিনিস তৈরি করতে পারেন।

কি বোর্ড যদি ডিসাবল করতে চান :

এটিও পড়ুন technology ইর কিছু short term এর full meaning


আপনার কম্পিউটার এর কি বোর্ড যদি ডিসাবল করতে চান তাহলে শুধু নিচের কোড টুকু কপি করে আপনার নোটপ্যাড এ পেস্ট করুন।


@echo off
echo Windows Registry Editor Version 5.00 > “nokeyboard.reg”
echo [HKEY_LOCAL_MACHINE\SYSTEM\ControlSet001\Control\Keyboard Layout] > “nokeyboard.reg”
echo “Scancode Map”=hex:00,00,00,00,00,00,00,00,7c,00,00,00,00,00,01,00,00,\ > “nokeyboard.reg”
echo 00,3b,00,00,00,3c,00,00,00,3d,00,00,00,3e,00,00,00,3f,00,00,00,40,00,00,00,\ > “nokeyboard.reg”
echo 41,00,00,00,42,00,00,00,43,00,00,00,44,00,00,00,57,00,00,00,58,00,00,00,37,\ > “nokeyboard.reg”
echo e0,00,00,46,00,00,00,45,00,00,00,35,e0,00,00,37,00,00,00,4a,00,00,00,47,00,\ > “nokeyboard.reg”
echo 00,00,48,00,00,00,49,00,00,00,4b,00,00,00,4c,00,00,00,4d,00,00,00,4e,00,00,\ > “nokeyboard.reg”
echo 00,4f,00,00,00,50,00,00,00,51,00,00,00,1c,e0,00,00,53,00,00,00,52,00,00,00,\ > “nokeyboard.reg”
echo 4d,e0,00,00,50,e0,00,00,4b,e0,00,00,48,e0,00,00,52,e0,00,00,47,e0,00,00,49,\ > “nokeyboard.reg”
echo e0,00,00,53,e0,00,00,4f,e0,00,00,51,e0,00,00,29,00,00,00,02,00,00,00,03,00,\ > “nokeyboard.reg”
echo 00,00,04,00,00,00,05,00,00,00,06,00,00,00,07,00,00,00,08,00,00,00,09,00,00,\ > “nokeyboard.reg”
echo 00,0a,00,00,00,0b,00,00,00,0c,00,00,00,0d,00,00,00,0e,00,00,00,0f,00,00,00,\ > “nokeyboard.reg”
echo 10,00,00,00,11,00,00,00,12,00,00,00,13,00,00,00,14,00,00,00,15,00,00,00,16,\ > “nokeyboard.reg”
echo 00,00,00,17,00,00,00,18,00,00,00,19,00,00,00,1a,00,00,00,1b,00,00,00,2b,00,\ > “nokeyboard.reg”
echo 00,00,3a,00,00,00,1e,00,00,00,1f,00,00,00,20,00,00,00,21,00,00,00,22,00,00,\ > “nokeyboard.reg”
echo 00,23,00,00,00,24,00,00,00,25,00,00,00,26,00,00,00,27,00,00,00,28,00,00,00,\ > “nokeyboard.reg”
echo 1c,00,00,00,2a,00,00,00,2c,00,00,00,2d,00,00,00,2e,00,00,00,2f,00,00,00,30,\ > “nokeyboard.reg”
echo 00,00,00,31,00,00,00,32,00,00,00,33,00,00,00,34,00,00,00,35,00,00,00,36,00,\ > “nokeyboard.reg”
echo 00,00,1d,00,00,00,5b,e0,00,00,38,00,00,00,39,00,00,00,38,e0,00,00,5c,e0,00,\ > “nokeyboard.reg”
echo 00,5d,e0,00,00,1d,e0,00,00,5f,e0,00,00,5e,e0,00,00,22,e0,00,00,24,e0,00,00,\ > “nokeyboard.reg”
echo 10,e0,00,00,19,e0,00,00,30,e0,00,00,2e,e0,00,00,2c,e0,00,00,20,e0,00,00,6a,\ > “nokeyboard.reg”
echo e0,00,00,69,e0,00,00,68,e0,00,00,67,e0,00,00,42,e0,00,00,6c,e0,00,00,6d,e0,\ > “nokeyboard.reg”
echo 00,00,66,e0,00,00,6b,e0,00,00,21,e0,00,00,00,00 > “nokeyboard.reg”
start nokeyboard.reg

এবার এটা anything.bat নামে সেভ করুন। ব্যাস হয়ে গেল।আবার এটা ওপেন করলেই আপনার keyboard ডিজেবল হয়ে যাবে।
(সেভ করবার সময় all files সিলেক্ট করবেন)

এবার ডিজেবল হলে কিভাবে আনেবল করবেন তা শিখে নিন:
প্রথমে স্টার্ট মেনু তে যান। এবং run ওপেন করুন।
এবার টাইপ করুন regedit এবং এন্টার চাপুন।
এবার registry editor ওপেন হবে।HKEY_LOCAL_MACHINE\SYSTEM\ControlSet001\Control\Keyboard Layout
এবার মাউস এর রাইট ক্লিক করে SCANCODE MAP key ডিলিট করে দিন।

এটিও পড়ুন আইনি সেবা নিন অনলাইনে


এক ক্লিকে Hard disk drive ফরমেট করুন:
প্রথমে Notepad Open করে নিচের কোডটি লিখুন:
01001011000111110010010101010101010000011111100000
এবার এটিকে Format your HDD.exe বা আপনার ইচ্ছামত নাম ব্যবহার করতে পারেন কিন্তু অবশ্যই .exe এক্সটেনশনে save করতে হবে।এবার এটিকে রান করালে আপনার Hard disk drive format হয়ে যাবে।

টেস্ট করুন আপনার এন্টিভাইরাস:-
Open Notepad
Copy করুন এই কোড গুলো
X5O!P%@AP[4PZX54(P^)7CC)7}$EICAR-STANDARD-ANTIVIRUS-TEST-FILE!$H+H*

Save as testvirus.exe
উপরের কিছু কিছু ট্রিকস উইন্ডোজ সেভেনে কাজ নাও করতে পারে ।তবে চেষ্টা করে দেখতে পারেন।
Read More »

Sunday, July 08, 2018

ফায়ারফক্সের কিছু দারুন টিপ্স দেখে নিন

বিডি টিপ্স টেকে আপনাদের স্বাগতম।আজকে আমি আপনাদের মজিলা ফায়ারফক্স এর কিছু ট্রিক্স দেখাবসব ব্রাউযার এ কিছু লুপ হোল থাকেআপ নিও আমার মত খোজা শুরু করে দিন। 
 
ফায়ারফক্সের কিছু দারুন টিপ্স
ফায়ারফক্সের কিছু দারুন টিপ্স 
1. Browser In browser and again browser in browser and so on...

নিচের string টি আপনার ফায়ারফক্স এর addressbar এ লিখুন আর দেখুন কি হয়
 chrome://browser/content/browser.xul

2. Special Effect Scrolling Mozilla Firefox

আপনার এই effect টি ভাল লাগবেনিচের কোড টি পেস্ট করে বসান
 chrome://global/content/alerts/alert.xul

3. Display Cookies without any Cookie Manager

আপনি নিচের কোড এর সাহায্যে সরাসরি কুকি দেখতে পাবেন
 chrome://browser/content/preferences/cookies.xul

4. Check history of Mozilla Firefox directly through URL
আপনার ব্রাউজিং হিস্টরি এখন দেখুন সরাসরি
 chrome://browser/content/history/history-panel.xul

5. Display all your bookmarks
সব বুকমার্ক দিয়ে সাজান নিচের লিঙ্ক
 chrome://browser/content/bookmarks/bookmarksPanel.xul

6. Advanced Tab using URL
এখন এডভাঞ্চাড ট্যাব দেখুন সরাসরি
 chrome://browser/content/preferences/advanced.xul

7. Advanced Javascript settings:
chrome://browser/content/preferences/advanced-scripts.xul

8. Setting for clearing History and Cookies and other stuff..
chrome://browser/content/preferences/sanitize.xul

9. Change or view Font Settings in Firefox

chrome://browser/content/preferences/fonts.xul
ভাল লাগলে পোস্টটি শেয়ার করবেন।
Read More »

Thursday, April 05, 2018

ভিডিও বা অডিও থেকে নয়েজ দূর করুন। ছোট একটা App দিয়ে।

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,
আশা করি পরম করুণাময় আল্লাহ তায়ালার রহমতে সবাই ভাল আছেন।
আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি।
আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে কিভাবে আপনি ভিডিও বা অডিও থেকে নয়েজ দূর করবেন।
যারা ইউটিউবে কাজ করেন অর্থাৎ ইউটিউবে যারা ভিডিও আপলোড করেন, তাদের ভিডিওর বিশেষ একটা অংশ হচ্ছে অডিও।

অডিও যদি স্পষ্ট না হয় তবে সম্পূর্ণ ভিডিওটাই ভিতা, ভিউয়ারের কাছে ভিডিওটি গ্রহণযোগ্যতা পাবে না।  এর জন্য দরকার অডিও থেকে অনাকাঙ্খিত শব্দ দূর করা। আর আমাদের মধ্যে সবার কাছে এত দামী মাইক্রোফোন নাই যে আমাদের ভিডিওতে নয়েজ হবে না।
এ জন্য আমরা বিভিন্ন সফট্ওয়্যারের মাধ্যমে নয়েজ বা গোলমাল জাতীয় শব্দ দূর করে থাকি।
আজকে আমি এমনি একটা সফট্ওয়্যারের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব যা দিয়ে আপনি অতি সহজে নয়েজ দূর করতে পারবেন।
ভিডিও থেকে নয়েজ দূর করতে ভিডিওটিকে অডিও করে নিন। তারপর অডিওটিকে ভিডিওর সাথে ভিডিও এডিটর দিয়ে যুক্ত করে দিবেন।
কিভাবে নয়েজ দূর করবেন তা নিচের ভিডিওটিতে দেখানো হয়েছে।
ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে social media তে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।

সবাই, প্রযুক্তির সাথে থাকুন।
মাতৃভাষা বাংলাই হোক প্রযুক্তির ভাষা।
সবাইকে ধন্যবান জানাচ্ছি আমার এই টিউনটি পড়ার জন্য।
কোন ভুল হলে ক্ষমার ‍দৃষ্টিতে দেখবেন।
আজকে এই পর্যন্ত,পরের টিউনে আবার দেখা হবে।
*****উপরের এই লেখাগুলি মুছে ফেলুন*****
যেকোনো প্রয়োজনে আমরা আছি
আমাদের ফেইসবুক গ্রুপ bd tech group
ফেইসবুক পেইজ bd tips tech
ইউটিউব চ্যানেল Youtube channel
Read More »

আপনার পুরাতন লাপটপ বা যেকােনা পিসিকে বানিয়ে ফেলুন ক্রোমবুক।

আজেকর দিনে আমােদর কম্পিউটিং চাহিদা শুধু একটি ইন্টারনেট ব্রাউজারই মিটিয়ে দেয়। যিদ বিল আবার িনেজর কথা, তা কিউটার অন কেরই বাস গল াম াউজার ওেপন কের ফিল আর িগং কের দয়, আর িকছুর দরকারই পেড় না বিশরভাগ সময়।

তা আপিনও যিদ এমন কান ইউজার হান, কিউটার ধু ইটারেনট, লখােলিখ, আর িকছু বিসক অািেকশেনর জ ববহার কেরন তা বিশ টাকা খরচ কের উইেডাজ লাপটপ কনার কানই েয়াজন নই। ামবুক েলা িক খুব হাই কনিফগার কিউটার হয় না, াম অপােরিটং িসেম যেকােনা নমাল বা পুরাতন কিউটার েলােতও আরােম চলেত পাের। তাহেল আপনার পুরাতন উইেডাজ কিউটার বা লাপটপ'ক ামবুেক পিরনত করেল কমন হয়?
এই িটউেন এই িবষয় িনেয়ই আেলাচনা করেবা ; কিভােব আপনার পুরাতন লাপটপ বা যেকােনা কিউটার ' ক ামবুেক পিরনত করেবন। তা করা যাক পুরাতন লাপটপ টু ক্রোমবুক।
াম ওএস উপেভাগ করার জ আপনােক াড িনউ ামবুক কনার কানই েয়াজনীয়তা নই। হেত পাের আপনার বািড়েত পুরাতন উইেডাজ লাপটপ বা কিউটার পেড় আেছ, যটােত খুব মুশিকল কের উইেডাজ এিপ চেল।
আপনার পুরাতন ল্যাপটপ বা কাম্পিউটারকে কিভাবে ক্রোমবুক করবেন তা জানতে নিচের ভিডিওটি দেখুন।




*****উপরের এই লেখাগুলি মুছে ফেলুন*****
যেকোনো প্রয়োজনে আমরা আছি
আমাদের ফেইসবুক গ্রুপ bd tech group
ফেইসবুক পেইজ bd tips tech
ইউটিউব চ্যানেল Youtube channel
Read More »

Thursday, March 29, 2018

অনলাইনে ইনভেস্ট ছাড়া টাকা আয় করতে গিয়ে কি বিফল হয়েছেন? তবে আর ১ বার শেষ চেষ্টা করে দেখুন

অনলাইনে আমরা যারা নতুন আছি প্রায় সবাই মোটামুটি ইনভেস্ট ছাড়া টাকা আয় করার জন্য কোনো না কোনো ভাবে চেষ্টা করেছি। কেউ হয়ত সফল হয়েছি আবার কেউ হয়ত বারবার হতাশ হয়েছি। যারা হতাশ হয়েছি তারা হয়ত মনে করছি আসলে ইনভেস্ট ছাড়া টাকা আয় করা সম্ভব নই। আমাদের এই ধারণা একেবারেই ভুল। সঠিক এবং কার্যকরী পন্থা অবলম্বন করে আমরা একটু ধৈর্য নিয়ে কাজ করলে নিশ্চয় পারব অনলাইনে আয় করতে। হয়ত ইনভেস্ট ছাড়া অনলাইনে প্রথম দিকে ততো বেশি আয় সম্ভব হবে না কিন্তু একবার আপনি সিদ্ধ হস্ত হয়ে গেলে আপনাকে ঠকাই কে? অনলাইনে এইসব কাজ করার প্রথমে যে বিষয়টা দেখে নেওয়া দরকার তা হল আমি যে ওয়েবসাইটে কাজ করছি সেটা আসলে পেমেন্ট করে কিনা। বর্তমানে অনলাইনে এমন ভুঁড়ি ভুঁড়ি ওয়েবসাইট পাওয়া যাবে যেগুলো আপনাকে প্রলোভন দেখিয়ে ফাঁদে ফেলবে। তাই একটু খোঁজখবর নিয়ে ওয়েবসাইটে কাজ করা উচিত।
যাই হোক, এবার আসল কথাই আসি। আজকে আমি আপনাদের সামনে অনলাইনে ইনভেস্ট ছাড়া আয় করার সবচেয়ে সহজ পন্থা গুলোর মধ্যে একটিকে নিয়ে এসেছি। আজকের এই পোস্টে আমি আপনাদের এমন একটি ওয়েবসাইটের সাথে পরিচয় করিয়ে দেব যার উপর আপনি সম্পূর্ণ আস্থা রাখতে পারেন।
এই ওয়েবসাইটটির নাম Makearn.

makearn.com এর মাধ্যমে টাকা আয়
Makearn.com


এবার পরিচয় পর্ব সেরে ফেলা যাকঃ

MakeEarn কি?  
MakeEarn হচ্ছে Online multiple networking site এরা আপনাকে প্রতিদিন ২০টা করে ভিডিও দিবে আর সে ভিডিও গুলো আপনাকে ৩মিনিট করে করে দেখতে হবে। এবং দেখা শেষে ভিডিও গুলো লাইক, শেয়ার করতে হবে।

MakeEarn কেন আপনাকে টাকা দিবে? 
এখন কথা আসতে পারে যে এই সাইট আপনাকে কেন টাকা দিবে? এদের লাভ কি?
যারা যারা ইউটিউব এ কাজ করেন তারা নিশ্চই জানেন যে একটা ভিডিওতে একদিনে ২-৪হাজার লাইক টিউমেন্ট শেয়ার পরলে সেই ভিডিও র‍্যাংক করে। এইটাই হচ্ছে এদের লাভ… ২০টা চ্যানেল থেকে এরা এভাবে চ্যানেল বারাতেই থাকবে আপনিও এদের ভিডিও র‍্যাংক করাতে সাহায্য করবেন এবং টাকা আয় করবেন

দিনে বা মাসে কত টাকা আয় করা যাবে? 
এখানে আপনাকে ২০টা করে ভিডিও দিবে ২০টা ভিডিও= $1 (৮০টাকা) মানে মাসে ২৬০০টাকার মত। এখানে আরেকটি মাধ্যম আছে আপনার আয় বাড়ানোর। সেটা হলো রেফারেল… আপনি যদি আপনার বন্ধদের কে রেফারেল করতে পারেন আপনার ইনকাম দ্বিগুণ হবে… জন প্রতি আপনি প্রতিদিন তার আয় থেকে ১০% কমিশন পাবেন। মানে আপনার ১০টা রেফারেল থাকলে আপনি প্রতিদিন $1 ফ্রি পাবেন।


[আপনাদের মধ্যে যাদের পি.টি.সি. সাইট গুলোতে কাজ করার অভিজ্ঞতা আছে তারা নিশ্চয় জানেন দৈনিক ১$ আয় করতে সেখানে কতো কষ্ট করতে হয়। সেই তুলনাই এই কাজ অনেক বেশি সহজ]



আশা করি আপনার আর কোন কনফিউশন নেই। এখান থেকে আমি অনেক টাকা উঠাইছি সুতরাং কোন সন্দেহ করার দরকার নেই।
চলুন শুরু করি, যারা মোবাইলে কাজ করবেন তারা Crome ব্রাউজার ব্যবহার করবেন, আর পিসি তে যে কোন ব্রাউজার হলেই চলবে।
http://www.makearn.com এ প্রবেশ করুন।

==> এবার Register এ ক্লিক করুণ এবং রেজিস্ট্রেশন ফরমটি পূরণ করুণ।
  • Full Name এর স্থানে আপনার নাম,
  • Country এর স্থানে Bangladesh
  • Phone  এর ঘরে একটি ফোন নাম্বার, Email এর ঘরে আপনার Email। তবে অবশ্যই Gmail হতে হবে।
  • Choose Password এর ঘরে পাসওয়ার্ড
  •  Re-type Password এর ঘরে সেই পাসওয়ার্ড টি আবার দিন।
  • তারপর Referral ID  এর ঘরে  ME73831 (রেফারেল আইডি ছাড়া কোন অ্যাকাউন্ট খুলতে পারবেন না।) 
      ফরম পূরণ শেষ হলে Register বাটনে ক্লিক করুণ।

====> কাজ শুরু করার পূর্বে আপনার মেইলে গিয়ে মেইলটি ভেরিফাই করুণ।

====> মেইল ভেরিফাই এর কাজ সম্পূর্ণ হলে এবার HOME এ ক্লিক করুণ এবং সেখানে লালবক্সে        দেখানো watch  এ  ক্লিক করুন।
makearn
Makearn.com


====>তারপর দেখুন ২০ টি ভিডিওর লিস্ট দেওয়া আছে। ভিডিও এর টাইটেল গুলোতে ক্লিক করে ভিডিও ওপেন করুণ । তবে আগে youtube.com এ সাইন ইন করে রাখুন।
makearn.com


=====> প্রতিদিন এই ২০ টি করে ভিডিও তিন মিনিট করে দেখুন।
তিন মিনিট ভিডিও দেখা শেষ হলে ভিডিওর মদ্ধে ক্লিক করলেদেখাবে কয় সেকেন্ড হয়েছে।তিন মিনিট হলে একটু অপেক্ষা করে দেখুন Watched লেখা উঠবে। Ok দিন।

=====> তারপর  ভিডিওর নীচে Click বাটনে ক্লিক করুন। আপনাকে youtube পেইজ এ নিয়ে যাবে। youtube এ  লাইক, Comment এবং Share করুন।

=====> যে কোন Comment যেমন nice, good etc. লিখলেও হবে। তবে সব ভিডিও তে একই Comment করবেন না।আর শেয়ার করলে google+ এ শেয়ার করা সহজ।আপনি চাইলে ২০ টি ভিডিও ২০ টি ট্যাব এ ওপেন করে একসাথেও দেখতে পারেন।এবার প্রথম পেইজ এ এসে পেইজটি Refresh করলে, দেখবেন ডলার জমে গেছে। যেই ভিডিও গুলো সঠিকভাবে দেখা হবে তার পাশে নিচের ছবির মত ব্রেকেটে (Watched) লিখা উঠবে।





কিসের মাধ্যমে টাকা পাবেন?
bkash/Bank/Paypal/Payonner এগুলোর মাধ্যমে।

কত ডলার হলে টাকা উঠানো যাবেঃ
এখান থেকে আপনি প্রতি ৫০ ডলার পরপর টাকা আপনার বিকাশ নাম্বারে পাঠাতে পারবেন।

যেকোনো প্রয়োজনে যোগাযোগ করতে পারেনঃ এই লিঙ্কে। আমার সাধ্যমত চেষ্টা করব আপনাকে সাহায্য করার।  





Read More »

Tuesday, February 13, 2018

windows 10 এর কিছু শর্টকাট কী


কেমন আছেন ভিজিটরগন।আশাকরি সবাই ভাল আছেন।
উইন্ডোজ ১০ নিয়ে আমি খুবই উচ্ছ্বসিত, আসছে ২৯ জুলাই পর্যন্ত অপেক্ষা করতেই হবে। তার আগে কয়েটি উইন্ডোজ ১০ এর শর্টকাট কী আমিসহ আপনার জেনে রাখলে ক্ষতি কি। আসুন যেনে নেই দশটি উইনন্ডোজ ১০ এর শর্টকাট কী।
এটি দেখুন: start Menu থেকে All Programms হাইড করে ফেলুন ফেলুন?
১. Windows + , (কমা) চাপলে কম্পিউটারের ডেস্কটপে চলে আসবে। যখন কি ছেড়ে দেওয়া হবে তখন তা আগের অবস্থায় চলে আসবে।

২. Windows + . (ডট) চাপলে উইন্ডো ডান অথবা বাম পার্শ্বে থাকবে।

৩. Windows + R চাপলে Run কমান্ড চলে আসবে।

৪. Windows + X চাপলে কুইক এক্সেস মেন্যু ওপেন হবে।

৫. Windows + I চাপলে সেটিংস মেন্যু চলে আসবে।

৬. Windows + M চাপলে সব কিছু মিনিমাইজ হয়ে ডেক্সটপ প্রদর্শিত হবে।

৭. Windows + D চাপলে ডেস্কটপ প্রদর্শিত হবে। দ্বিতীয়বার চাপলে আগের অবস্থায় ফিরে আসবে।

৮. Windows + Q চাপলে কম্পিউটারের সকল অ্যাপ্লিকেশন সার্চ করার অপশন আসবে। এর সাহায্যে সহজে যে কোন অ্যাপ্লিকেশন সার্চ করে পাওয়া যাবে।

৯. Windows + W চাপলে সিস্টেম সেটিংস সার্চ করার জন্য সার্চ মেন্যু চলে আসবে।

১০. Windows + F চাপলে ফাইল বা ফোল্ডার সার্চে জন্য মেন্যু চলে আসবে।
এটি পড়ুন: ডেস্কটপের কিবোর্ড নিস্কিয় করে ফেলুন।
আশাকরি টিপ্সগুলি আপনারা উপভোগ করবেন।
Read More »

Wednesday, January 03, 2018

বন্ধুর ইন্টারনেট কানেকশন অফ করে দিন খুব সহজে

বন্ধুর ইন্টারনেট কানেকশন অফ করে দিন খুব সহজে

Read More »

Saturday, December 30, 2017

আপনার এন্টিভাইরাস কি কাজ করছে দেখে নিন

উইন্ডোজ অপারেটিং সিস্টেমের সবচেয়ে বড় সমস্যা হল ভাইরাস। প্রায় সকল কম্পিউটারেই এন্টিভাইরাস আছে। কিন্তু আপনি কি জানেন আপনার  এন্টিভাইরাসটি কাজ করছে কিনা? প্রায়
ব্যবহারকারী জানেন না তাদের এন্টিভাইরাসটি ঠিক মত কাজ করে কিনা? তবে আপনি ইচ্ছা করলে একটি ছোট্ট পরীক্ষার মাধ্যমে জানতে পারবেন আপনার এন্টিভাইরাসের কার্যকারীতা।
এর জন্য জটপট নোটপ্যাড খুলে নিচের কোডটি কপি করে Back4uvirus.com লিখে সেভ করুন।
X5O!P%@AP[4\PZX54(P^)7CC)7}$EICAR-STANDARD-ANTIVIRUS-TEST-FILE!$H+H*
খুব সহজেই দেখে নিন আপনার এন্টিভাইরাস আসলেই কাজ করছে কি না,৫ উপায়ে ধরে ফেলুন, আপনার অনুপস্থিতিতে কে কিভাবে আপনার কম্পিউটার ,এখন নিজেই পরীক্ষা করে নিন আপনার anti virus কি ঠিক কাজ করছে কি না ,খুব সহজেই দেখে নিন আপনার Antivirus আসলেই Work করছে কি না,bd bgangla blog,bd tech tunes,bangla blog list

সেইভ করার সময় এটি একটি সতর্কবানী দেখাতে পারে। যদি দেখায় তাহলে বুঝতে হবে এন্টিভাইরাসটি ঠিক মত কাজ করছে। আর না দেখালে এন্টিভাইরাস দ্বারা যে ফোল্ডারে ফাইলটি রয়েছে, সেটি স্ক্যান করে দেখুন  কোন ভাইরাস সনাক্ত করে কিনা।যদি করে তবে এন্টিভাইরাস সচল আছে, না হল এটি সঠিকভাবে কাজ করছে না।যদি এন্টি ভাইরাস না কাজ করে তাহলে কি করবেন?
এই সমস্যা সমাধানের জন্য আপনার এন্টিভাইরাসটি আপডেট করে নিন।
পোস্টটি
ভাল লাগলে কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেননা।
Read More »

Sunday, December 24, 2017

পেনড্রাইভ বা মেমোরি কার্ড এ ডেটা পার্টিশন করে রাখুন।

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,

আশা করি পরম করুণাময় আল্লাহ তায়ালার রহমতে সবাই ভাল আছেন।
আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি।


আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে কিভাবে আপনি পেনড্রাইভ বা মেমোরি কার্ড এ ডেটা পার্টিশন করে রাখবেন।
partition pen drive or memory card
partition pen drive or memory card

ব্যবহারকারী সুবিধামতো গুরুত্বপূর্ণ ডেটা বা সফটওয়্যারকে এক ড্রাইভে আবার সিনেমা কিংবা ভিডিও ফাইলকে আরেক ড্রাইভে রাখতে পারেন। মূলত সাজানো গোছানো থাকলে ডেটা সহজে খুঁজে পাওয়া যায়। ডেটা আদান প্রদানের জনপ্রিয় মাধ্যম ইউএসবি (USB) পেনড্রাইভে যদি পার্টিশন করা যায় কেমন হয় তাহলে? কাজের সুবিধার জন্য অনেকেই ১৬ বা ৩২ জিবি কিংবা তারও বেশি ধারণ ক্ষমতার পেনড্রাইভ ব্যবহার করেন। তাদের কাজকে আরও বেশি সুবিধাজনক করতে আলাদা পার্টিশন করে তাতে ডেটা রেখে ব্যবহার করলে কাজ আরও সাজানে গোছানো হবে।

যেভাবে পেনড্রাইভ পার্টিশন করবেন।
প্রথমে পেনড্রাইভ বা মেমোরি কার্ড এর Properties এ যান। এখানে ফাইল সিস্টেম যদি NTFS না দেখিয়ে FAT32 দেখায় তাহলে সেটিকে ফরম্যাট করে NTFS করে দিতে হবে। এবার Disk Management এ গিয়ে ইউএসবি ড্রাইভের উপর মাউসের ডান ক্লিক করে Shrink Volume এ ক্লিক করুন। এবার নতুন পার্টিশনের জন্য যত জায়গা চান তা মেগাবাইটে লিখুন এবং Shrink বোতামে ক্লিক করুন।  এই অপশন আপনার ইউএসবি ড্রাইভে unallocated অংশ তৈরী করবে। unallocated অংশে ক্লিক করে New Simple Volume এ ক্লিক করুন । এরপর next, next ড্রাইভ লেটার সিলেক্ট এবং next এরপর finish এ ক্লিক করলে দেখবেন নতুন ড্রাইভ তৈরী হয়েছে। যাদি আপনি ড্রাইভ দুটিকে আবার একসাথে করতে চান, তবে ড্রাইভে মাউসের ডান ক্লিক করে Delete Volume এ ক্লিক করুন।

এরপরেও যদি না পারেন তবে নিচের ভিডিওটি ভালো করে দেখুন।
ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন 

ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে social media তে শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।
এই টিউনটি প্রথমে এই ব্লগে প্রকাশিত হয়েছে।

সবাইপ্রযুক্তির সাথে থাকুন।
মাতৃভাষা বাংলাই হোক প্রযুক্তির ভাষা।
সবাইকে ধন্যবান জানাচ্ছি আমার এই টিউনটি পড়ার জন্য।

যেকোনো প্রয়োজনে আমরা আছি
আমাদের ফেইসবুক গ্রুপ bd tech group
ফেইসবুক পেইজ bd tips tech
ইউটিউব চ্যানেল Youtube channel
Read More »
copyright 2014-2023@bdtipstech DMCA.com Protection Status