Ads By Blogger

Tuesday, June 12, 2018

মাইক্রোসফট ওয়ার্ডের প্রয়োজনীয় কিছু শর্টকাট

বিডি টিপ্স টেকে আপনাদের স্বাগতম।আজ আপনাদের সাথে কিছু মাইক্রোসফট শর্টকাট কোড শেয়ার করবো।

Ctrl+A = সিলেক্ট অল।
Ctrl+B = টেক্সট বোল্ড।
Ctrl+C = কোনো কিছু কপি করা।

Ctrl+D = ফন্ট পরিবর্তনের ডায়ালগ বক্স প্রদর্শন করা।
Ctrl+E = সেন্টার এলাইনমেন্ট করা।
Ctrl+F = কোনো শব্দ খোঁজা বা প্রতিস্থাপন করা।
Ctrl+H = রিপ্লেস কমান্ড।
Ctrl+I = টেক্সট ইটালিক।
Ctrl+J = টেক্সট জাস্টিফাইড এলাইনমেন্ট করা।
Ctrl+K = হাইপারলিংক তৈরি করা।
Ctrl+L = টেক্সট লেফট এলাইনমেন্ট করা।
Ctrl+M = ইনভেন্ট দেওয়ার জন্য।
Ctrl+N = নতুন কোনো ডকুমেন্ট খোলার জন্য।
Ctrl+O = আগে তৈরি করা কোনো ফাইল খোলার জন্য।
Ctrl+P = ডকুমেন্ট প্রিন্ট।
Ctrl+Q = প্যারাগ্রাফের মাঝে স্পেসিং করার জন্য।
Ctrl+R = টেক্সটকে রাইট এলাইনমেন্ট করা।
Ctrl+S = ফাইল সেভ।
Ctrl+T = ইনডেন্ট পরিবর্তন করার জন্য।
Ctrl+U = টেক্সট আন্ডারলাইন।
Ctrl+V = টেক্সট পেষ্ট করার জন্য।
Ctrl+W = ফাইল বন্ধ করার জন্য।

এইগুলো হয়তো আনকের জানা থাকতে পারে।এই টিপস্ টি হয়তো আপনার কাজে নাও লাগতে পারে।
Read More »
ads

Thursday, June 07, 2018

কিভাবে লিখবেন bd tips tech/বিডি টিপ্স টেকে

বিডি টিপ্স টেকে আপনাদের স্বাগতম।আশাকরি সবাই ভাল আছেন।আপনাদের সুবিধার জন্যই এই পোস্ট লেখা। আজ আমি কিভাবে বিডি টিপ্স টেকে লিখবেন তা বিস্তারিত তুলে ধরবো

bd tips tech এ লিখতে চাইলে আপনার জিমেইলে একটি একাউন্ট থাকা লাগবে।আমি ধরে  নিচ্ছি জিমেইলে আপনার একাউন্ট আছে।যদি কারো জিমেইলে একাউন্ট না থাকে বা একাউন্ট খুলতে না পারেন নিচে একটি কমেন্ট করবেন তাহলে জিমেইলে একাউন্ট খোলার টিউটোরিয়াল দিয়ে দিবো। প্রথমে সাইন আপ করার পূর্বে bd tips tech এর privacy & policy  গুলি পরে নিন।তারপর sign up এ ক্লিক করে ফরমটা সঠিক ভাবে পূরণ করে sign up বাটুনে ক্লিক করুন।
sign up-bd tips tech
sign up-bd tips tech

সঠিক ভাবে ফরম পূরণ করে পাঠালে সর্বোচ ৭ দিনের মধ্যে বিডি টিপ্স টেক থেকে আপনার মেইলে যোগদানের জন্য ইনভাইটেশন যাবে।মেইলে টি অপেন করে Accept invitation এ ক্লিক করলেই বিডি টিপ্স টেকে রেজিষ্ট্রেশন কনফার্ম হয়ে যাবে।
কিভাবে লিখবেন bd tips tech এ
কিভাবে লিখবেন bd tips tech এ

কিভাবে লিখবেন bd tips tech এ-২
কিভাবে লিখবেন bd tips tech এ-২

তারপর জিমেইলে লগইন থাকা অবস্থায় blogger.com চলে যান তাহলে bd tips tech এর ড্যাশবোর্ড দেখতে পাবেন।
 
কিভাবে লিখবেন bd tips tech এ-৩
কিভাবে লিখবেন bd tips tech এ-৩
এখান থেকে new post এ ক্লিক করে নতুন পোস্ট প্লাবলিশড করতে পারেবন।
 ছবি অপলোড দেওয়ার জন্য নিচের ছবিটি লক্ষ করুন ।আপলোদ দেওয়ার পর ডেস্ক্রিপশন এবং প্রোপারটিস এড করে নিবেন।
ডেসক্রিপশন এবং প্রোপারটিস-বিডি টিপ্স টেক
ডেসক্রিপশন এবং প্রোপারটিস-বিডি টিপ্স টেক-৪

search description  থেকে আপনার পোস্টের সার সংক্ষেপ এড কর নিবেন।নিচের ছবিটি লক্ষ করুন
search description  থেকে আপনার পোস্টের সার সংক্ষেপ এড কর নিবেন।
search description  থেকে আপনার পোস্টের সার সংক্ষেপ এড কর নিবেন।

পোস্টের মাঝখানে পোস্টের কিওয়ার্ড রিলেটেড কিছু টেক্সট এড  করে দিবেন।নিচের লক্ষ্য করুন
পোস্টের মাঝখানে পোস্টের কিওয়ার্ড রিলেটেড কিছু টেক্সট এড  করে দিবেন
পোস্টের মাঝখানে পোস্টের কিওয়ার্ড রিলেটেড কিছু টেক্সট এড  করে দিবেন
link  থেকে আপনার পোস্টের কাস্টম লিংক দিয়ে দিবেন।নিচের ছবিটি লক্ষ্য করুন
permalink  থেকে আপনার পোস্টের কাস্টম লিংক দিয়ে দিবেন
permalink  থেকে আপনার পোস্টের কাস্টম লিংক দিয়ে দিবেন

সবশেষে আপনার পোস্টে লেবেল/ক্যাটাগরি এড করবেন।নিচের ছবিটি দেখুন
পোস্টে লেবেল/ক্যাটাগরি এড করবেন
পোস্টে লেবেল/ক্যাটাগরি এড করবেন


যেকোনো প্রয়োজনে আমরা আছি
আমাদের ফেইসবুক গ্রুপ facebook group
ফেইসবুক পেইজ facebook page
ইউটিউব চ্যানেল Youtube
Read More »

Thursday, March 29, 2018

অনলাইনে ইনভেস্ট ছাড়া টাকা আয় করতে গিয়ে কি বিফল হয়েছেন? তবে আর ১ বার শেষ চেষ্টা করে দেখুন

অনলাইনে আমরা যারা নতুন আছি প্রায় সবাই মোটামুটি ইনভেস্ট ছাড়া টাকা আয় করার জন্য কোনো না কোনো ভাবে চেষ্টা করেছি। কেউ হয়ত সফল হয়েছি আবার কেউ হয়ত বারবার হতাশ হয়েছি। যারা হতাশ হয়েছি তারা হয়ত মনে করছি আসলে ইনভেস্ট ছাড়া টাকা আয় করা সম্ভব নই। আমাদের এই ধারণা একেবারেই ভুল। সঠিক এবং কার্যকরী পন্থা অবলম্বন করে আমরা একটু ধৈর্য নিয়ে কাজ করলে নিশ্চয় পারব অনলাইনে আয় করতে। হয়ত ইনভেস্ট ছাড়া অনলাইনে প্রথম দিকে ততো বেশি আয় সম্ভব হবে না কিন্তু একবার আপনি সিদ্ধ হস্ত হয়ে গেলে আপনাকে ঠকাই কে? অনলাইনে এইসব কাজ করার প্রথমে যে বিষয়টা দেখে নেওয়া দরকার তা হল আমি যে ওয়েবসাইটে কাজ করছি সেটা আসলে পেমেন্ট করে কিনা। বর্তমানে অনলাইনে এমন ভুঁড়ি ভুঁড়ি ওয়েবসাইট পাওয়া যাবে যেগুলো আপনাকে প্রলোভন দেখিয়ে ফাঁদে ফেলবে। তাই একটু খোঁজখবর নিয়ে ওয়েবসাইটে কাজ করা উচিত।
যাই হোক, এবার আসল কথাই আসি। আজকে আমি আপনাদের সামনে অনলাইনে ইনভেস্ট ছাড়া আয় করার সবচেয়ে সহজ পন্থা গুলোর মধ্যে একটিকে নিয়ে এসেছি। আজকের এই পোস্টে আমি আপনাদের এমন একটি ওয়েবসাইটের সাথে পরিচয় করিয়ে দেব যার উপর আপনি সম্পূর্ণ আস্থা রাখতে পারেন।
এই ওয়েবসাইটটির নাম Makearn.

makearn.com এর মাধ্যমে টাকা আয়
Makearn.com


এবার পরিচয় পর্ব সেরে ফেলা যাকঃ

MakeEarn কি?  
MakeEarn হচ্ছে Online multiple networking site এরা আপনাকে প্রতিদিন ২০টা করে ভিডিও দিবে আর সে ভিডিও গুলো আপনাকে ৩মিনিট করে করে দেখতে হবে। এবং দেখা শেষে ভিডিও গুলো লাইক, শেয়ার করতে হবে।

MakeEarn কেন আপনাকে টাকা দিবে? 
এখন কথা আসতে পারে যে এই সাইট আপনাকে কেন টাকা দিবে? এদের লাভ কি?
যারা যারা ইউটিউব এ কাজ করেন তারা নিশ্চই জানেন যে একটা ভিডিওতে একদিনে ২-৪হাজার লাইক টিউমেন্ট শেয়ার পরলে সেই ভিডিও র‍্যাংক করে। এইটাই হচ্ছে এদের লাভ… ২০টা চ্যানেল থেকে এরা এভাবে চ্যানেল বারাতেই থাকবে আপনিও এদের ভিডিও র‍্যাংক করাতে সাহায্য করবেন এবং টাকা আয় করবেন

দিনে বা মাসে কত টাকা আয় করা যাবে? 
এখানে আপনাকে ২০টা করে ভিডিও দিবে ২০টা ভিডিও= $1 (৮০টাকা) মানে মাসে ২৬০০টাকার মত। এখানে আরেকটি মাধ্যম আছে আপনার আয় বাড়ানোর। সেটা হলো রেফারেল… আপনি যদি আপনার বন্ধদের কে রেফারেল করতে পারেন আপনার ইনকাম দ্বিগুণ হবে… জন প্রতি আপনি প্রতিদিন তার আয় থেকে ১০% কমিশন পাবেন। মানে আপনার ১০টা রেফারেল থাকলে আপনি প্রতিদিন $1 ফ্রি পাবেন।


[আপনাদের মধ্যে যাদের পি.টি.সি. সাইট গুলোতে কাজ করার অভিজ্ঞতা আছে তারা নিশ্চয় জানেন দৈনিক ১$ আয় করতে সেখানে কতো কষ্ট করতে হয়। সেই তুলনাই এই কাজ অনেক বেশি সহজ]



আশা করি আপনার আর কোন কনফিউশন নেই। এখান থেকে আমি অনেক টাকা উঠাইছি সুতরাং কোন সন্দেহ করার দরকার নেই।
চলুন শুরু করি, যারা মোবাইলে কাজ করবেন তারা Crome ব্রাউজার ব্যবহার করবেন, আর পিসি তে যে কোন ব্রাউজার হলেই চলবে।
http://www.makearn.com এ প্রবেশ করুন।

==> এবার Register এ ক্লিক করুণ এবং রেজিস্ট্রেশন ফরমটি পূরণ করুণ।
  • Full Name এর স্থানে আপনার নাম,
  • Country এর স্থানে Bangladesh
  • Phone  এর ঘরে একটি ফোন নাম্বার, Email এর ঘরে আপনার Email। তবে অবশ্যই Gmail হতে হবে।
  • Choose Password এর ঘরে পাসওয়ার্ড
  •  Re-type Password এর ঘরে সেই পাসওয়ার্ড টি আবার দিন।
  • তারপর Referral ID  এর ঘরে  ME73831 (রেফারেল আইডি ছাড়া কোন অ্যাকাউন্ট খুলতে পারবেন না।) 
      ফরম পূরণ শেষ হলে Register বাটনে ক্লিক করুণ।

====> কাজ শুরু করার পূর্বে আপনার মেইলে গিয়ে মেইলটি ভেরিফাই করুণ।

====> মেইল ভেরিফাই এর কাজ সম্পূর্ণ হলে এবার HOME এ ক্লিক করুণ এবং সেখানে লালবক্সে        দেখানো watch  এ  ক্লিক করুন।
makearn
Makearn.com


====>তারপর দেখুন ২০ টি ভিডিওর লিস্ট দেওয়া আছে। ভিডিও এর টাইটেল গুলোতে ক্লিক করে ভিডিও ওপেন করুণ । তবে আগে youtube.com এ সাইন ইন করে রাখুন।
makearn.com


=====> প্রতিদিন এই ২০ টি করে ভিডিও তিন মিনিট করে দেখুন।
তিন মিনিট ভিডিও দেখা শেষ হলে ভিডিওর মদ্ধে ক্লিক করলেদেখাবে কয় সেকেন্ড হয়েছে।তিন মিনিট হলে একটু অপেক্ষা করে দেখুন Watched লেখা উঠবে। Ok দিন।

=====> তারপর  ভিডিওর নীচে Click বাটনে ক্লিক করুন। আপনাকে youtube পেইজ এ নিয়ে যাবে। youtube এ  লাইক, Comment এবং Share করুন।

=====> যে কোন Comment যেমন nice, good etc. লিখলেও হবে। তবে সব ভিডিও তে একই Comment করবেন না।আর শেয়ার করলে google+ এ শেয়ার করা সহজ।আপনি চাইলে ২০ টি ভিডিও ২০ টি ট্যাব এ ওপেন করে একসাথেও দেখতে পারেন।এবার প্রথম পেইজ এ এসে পেইজটি Refresh করলে, দেখবেন ডলার জমে গেছে। যেই ভিডিও গুলো সঠিকভাবে দেখা হবে তার পাশে নিচের ছবির মত ব্রেকেটে (Watched) লিখা উঠবে।





কিসের মাধ্যমে টাকা পাবেন?
bkash/Bank/Paypal/Payonner এগুলোর মাধ্যমে।

কত ডলার হলে টাকা উঠানো যাবেঃ
এখান থেকে আপনি প্রতি ৫০ ডলার পরপর টাকা আপনার বিকাশ নাম্বারে পাঠাতে পারবেন।

যেকোনো প্রয়োজনে যোগাযোগ করতে পারেনঃ এই লিঙ্কে। আমার সাধ্যমত চেষ্টা করব আপনাকে সাহায্য করার।  





Read More »

Thursday, March 01, 2018

Mr. bean এর জনপ্রিয়তার রহস্য!

(bd tips tech) আজ থেকে ২৫ বছর আগে ব্রিটেনের টিভিতে প্রথম প্রচার হয়েছিল জনপ্রিয় কমেডি মিস্টার বীনের প্রথম পর্ব।
এই মি. বীন পরিণত হয়েছিল পৃথিবীর সর্বাধিক জনপ্রিয় টিভি অনুষ্ঠানগুলোর একটিতে। দুনিয়ার কোটি কোটি মানুষকে হাসানো এই মি. বীনের চরিত্রটি কিভাবে সৃষ্টি হয়েছিল, তাই জানালেন এর স্রষ্টারা।
মি. বীনের চরিত্রে অভিনয় করেন ইংরেজ কৌতুকাভিনেতা রোয়ান এ্যাটকিনসন। এর নির্বাহী প্রযোজক ছিলেন তার বন্ধু পিটার বেনেট-জোনস।
রোয়ান এটকিনসন অনেক পরে ২০১১ সালে এক অনুষ্ঠানে বলেছিলেন, তিনি যখন ছাত্র তখন থেকেই মি. বীনের মতো একটি চরিত্রের ধারণা তার মাথায় গড়ে উঠছিল।
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে কমেডি গ্রুপের সাথে অনুষ্ঠান করতেন রোয়ান এ্যাটকিনসন। তার নাম ছিল 'দি অক্সফোর্ড রিভিউ'। আর পিটার বেনেট-জোনস ছিলেন কেম্ব্রিজ বিশ্ববিদ্যালয়ে তাদের প্রতিপক্ষ কমেডি গ্রুপের সদস্য। এর নাম ছিল 'দি ফুটলাইটস'। তাদের প্রথম পরিচয় হয় ১৯৭৬ সালে, এডিনবরা ফেস্টিভ্যালে।
স্নাতক ডিগ্রি লাভের পরে দুই বন্ধুই একসাথে কাজ করা শুরু করলেন, থিয়েটার আর টিভির জন্য। মি. বীনের যাত্রা শুরু হয়েছিল একটা মঞ্চের অনুষ্ঠান হিসেবে। আইডিয়াগুলো দানা বেঁধেছিল রিহার্সাল রুমে। এগুলো ভেবে বের করার সময়ও তারা খুব হাসতেন। মি. বীনের নাম প্রথমে ছিল মি. হোয়াইট। পরে তার নাম হলো মি. বীন।
২০০৩ সালে এক সাক্ষাতকারে রোয়ান এটকিনসন বলেছিলেন, এর একটা বড় অনুপ্রেরণা ছিল ফরাসী কমেডিয়ান জ্যাক তাতির সৃষ্ট চরিত্র মি. উলো।
কিন্তু টিভিতে যে এমন একটা অনুষ্ঠান সত্যিই চলবে তা প্রথম বুঝতে পেরেছিলেন হাওয়ার্ড ডেভিস, যিনি তখন আইটিভিতে কাজ করেন এবং তিনি ছিলেন বিবিসি কমেডি-র সাবেক প্রধান। তিনি শুরুতেই আইটিভির সবচেয়ে দামি সময়টার আধঘন্টা মি বীনের জন্য বরাদ্দ করে দিলেন। আর প্রথম প্রচারের দিন থেকেই মি বীন চরম জনপ্রিয়তা পেয়ে গেল।
মি বীনের প্রথম পর্ব প্রচারিত হয় ১৯৯০ সালের পয়লা জানুয়ারি। চরিত্রটি তার বেঢপ জ্যাকেট, মোটা ভুরু, আর উস্কোখুস্কো চুল মিলে কয়েকদিনের মধ্যেই সবার পরিচিত হয়ে উঠলো। মি. বীনকে উপস্থিতই করা হয়েছে এমনভাবে যেন সে সামাজিক রীতিনীতির বাইরের একটা কিছু। তার ট্রাউজার মাপে একটু ছোট, তার জ্যাকেট ফ্যাশনদুরস্ত নয়, তার টাইও বেমানান। সে একটু অস্বাভাবিক ধরণের, এবং আশপাশের লোকদের সাথে সে যা করছে তা একেবারেই অদ্ভূত।
পিটার বেনেট জোনস বলেন, মি. বীন যে সব বয়েসের দর্শকের কাছে এবং এতগুলো দেশে জনপ্রিয় হয়েছে তার কারণ হলো এর সার্বজনীনতা। মি. বীনের কাজ-কারবার সবাইকেই হাসাতে পারে। এর হাস্যরস বোঝার জন্য কোন শিক্ষার দরকার নেই, কোন ভাষারও দরকার নেই।
Read More »

Saturday, December 30, 2017

আপনার এন্টিভাইরাস কি কাজ করছে দেখে নিন

উইন্ডোজ অপারেটিং সিস্টেমের সবচেয়ে বড় সমস্যা হল ভাইরাস। প্রায় সকল কম্পিউটারেই এন্টিভাইরাস আছে। কিন্তু আপনি কি জানেন আপনার  এন্টিভাইরাসটি কাজ করছে কিনা? প্রায়
ব্যবহারকারী জানেন না তাদের এন্টিভাইরাসটি ঠিক মত কাজ করে কিনা? তবে আপনি ইচ্ছা করলে একটি ছোট্ট পরীক্ষার মাধ্যমে জানতে পারবেন আপনার এন্টিভাইরাসের কার্যকারীতা।
এর জন্য জটপট নোটপ্যাড খুলে নিচের কোডটি কপি করে Back4uvirus.com লিখে সেভ করুন।
X5O!P%@AP[4\PZX54(P^)7CC)7}$EICAR-STANDARD-ANTIVIRUS-TEST-FILE!$H+H*
খুব সহজেই দেখে নিন আপনার এন্টিভাইরাস আসলেই কাজ করছে কি না,৫ উপায়ে ধরে ফেলুন, আপনার অনুপস্থিতিতে কে কিভাবে আপনার কম্পিউটার ,এখন নিজেই পরীক্ষা করে নিন আপনার anti virus কি ঠিক কাজ করছে কি না ,খুব সহজেই দেখে নিন আপনার Antivirus আসলেই Work করছে কি না,bd bgangla blog,bd tech tunes,bangla blog list

সেইভ করার সময় এটি একটি সতর্কবানী দেখাতে পারে। যদি দেখায় তাহলে বুঝতে হবে এন্টিভাইরাসটি ঠিক মত কাজ করছে। আর না দেখালে এন্টিভাইরাস দ্বারা যে ফোল্ডারে ফাইলটি রয়েছে, সেটি স্ক্যান করে দেখুন  কোন ভাইরাস সনাক্ত করে কিনা।যদি করে তবে এন্টিভাইরাস সচল আছে, না হল এটি সঠিকভাবে কাজ করছে না।যদি এন্টি ভাইরাস না কাজ করে তাহলে কি করবেন?
এই সমস্যা সমাধানের জন্য আপনার এন্টিভাইরাসটি আপডেট করে নিন।
পোস্টটি
ভাল লাগলে কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেননা।
Read More »

Sunday, September 17, 2017

বাংলাদেশের প্রয়োজনীয় সব ওয়েবসাইটের তালিকা

bd tips tech এ আপনাদের স্বাগতম।আজ আপনাদের সাথে যে বিষয় টি নিয়ে এসেছে তা হল আমাদের প্রয়োজনীয় সকল বাংলা ওয়েব  সাইটের লিস্ট মূলত আমরা সবাই বাংলা ভাল বুঝি তাই
আপনাদের জন্য এই পোস্ট তো দেখে নিই সব বাংলা ওয়েবের তালিকা আপনি এই লিস্ট টি কপি করে রাখতে পারেন
 
বাংলাদেশী প্রয়োজনীয় ওয়েবসাইট
বাংলাদেশী প্রয়োজনীয় ওয়েবসাইট
২৪ ঘন্টার অনলাই  নিউজ

দৈনিক সংবাদপত্র

বিয়ে

বাংলা ভাষায় কম্পিউটার শিক্ষার ওয়েব সাইট

অনলাইন বিদ্যালয়

খেলা

চাকুরী

শেয়ার মার্কেট


সরকার

রেডিও

বাংলা নাটক ছিনেমা

টিভি

কৃষি

গান

বিমান

ব্যাংক


হসপিটাল

হোটেল এবং গেস্ট হাউজ

ইন্সুরেন্স

বাংলাদেশী মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠান

মেডিকেল কলেজ
আপনাদের কেমন লাগল তা জানাতে বুলবেন না কারণ আপনি কমেন্ট করলে আরও ভাল কিছু পোস্ট করতে চেষ্টা করবো

Read More »

Thursday, August 31, 2017

আপনি কি আপনার সিমের নাম্বার ভুলে গেছেন তাহলে এই পোস্ট আপনার জন্য

বিডি টিপ্স টেকে আপনাদের স্বাগতম।আমরা সাধারন ভিবিন্ন অফার পাওয়ার জন্য অনেকগুলো সিম ইউস করি।আমারো নিজের আটটি সিম আছে।কিন্তু আপনার পক্ষে হয়তো এতগুলি নাম্বার মুখস্ত রাখা সম্ভব নয়।আজ আমি আপনাদের সাথে সব অপেরেটেরের কোড গুলি শেয়ার করবো

জিপি সিম থেকে:-*​111*8*2# অথবা *২#

রবি ইউসারা ডায়াল করুন:-*140*​2*4# *
বাংলালিংক ইউসারা:-*511*2#​
এয়ারটেল ইউসারা:-*121*​6*3#
টেলিটক ইউসারা:-tar লিখে ২২২ নাম্বারে(চার্জ কাটবে)
সিটিসেল ইউসারা:-MDN লিখে ৭৬৭৮নাম্বারে।

পোস্টটি ভাললাগলে শেয়ার কমেন্ট করতে ভুলবেননা।
Read More »
copyright 2014-2023@bdtipstech DMCA.com Protection Status