Ads By Blogger

Saturday, July 22, 2017

কিভাবে আপনার website এ wordpress install করে ডিজাইন করবেন পর্ব - ১

WordPress Development - 1

আসসালামু আলাইকুম,
আসা করি আপনারা সবাই ভালো আছেন। এই পোস্টটি  পড়ার পর আসা করি আরো ভালো থাকবেন।

টিউনটি কাদের জন্য ঃ

  • যারা নিজের ওয়েবসাইট wordpress install  করতে চান
  • wordpress design শিখতে চান 


চলুন শুরু করা যাক ঃ

ভালোভাবে বুঝতে ভিডিওটি দেখুন 





প্রথমত, www.000webhost.com এ ভিজিট করুন । উপরে Free Sign Up বাটনে ক্লিক করুন । একটি Form দেখটে পাবেন। এখানে আপনার Email, Password and website এর নাম লিখে Get Free Hosting এ ক্লিক করুন । CapTcha  Verify করে আপনার Mail Inbox এ যান। 000webhost থেকে আসা Mail এ ক্লিক করে ওপেন করে  Click To Verify লেখাই ক্লিক করুন । Verify হয়ে গেলে Cpanel থেকে WordPress এর Banner দেখতে পাবেন। এখানে Install Now এ ক্লিক করুন । এবার Image এর মত ফরম দেখতে পাবেন । এখানে নতুন Username  and password দিন। এটাই আপনার WordPress Login UserName And PassWord . তাই এটা অবশ্যই মনে রাখুন নাহলে problem এ পড়তে পারেন । এবার Install Button এ ক্লিক করুন। ২-৩ মিনিট সময় লাগবে wordpress install হতে । Install হয়ে গেলে Go to configuration Page এ ক্লিক করুন। এবার WordPress Login Page  আসবে ,এখানে  Username and Password  দিয়ে Login করুন। Wordpress dashboard  আসবে । আপনার Website এ Wordpress Install হয়ে গেছে। আপনার ওয়েবসাইটে ভিজিট করলে Wordpress এর Default theme দেখতে পাবেন।
Part -2 wordpress Design করে দেখাবো। আমার Youtube Channel Subscribe করে সাথে থাকুন। ধন্যবাদ।













Read More »
ads
copyright 2014-2023@bdtipstech DMCA.com Protection Status