Ads By Blogger

Wednesday, August 16, 2017

ডাউনলোড করে নিন দারুন একটি এডাল্ট গেম শেক টিটস

বিডি টিপস টেকে আপনাদের সবাইকে স্বাগতম।আজ আপনাদের সাথে দারুন একটি এন্ড্রয়েড গেম শেয়ার করতে চাচ্ছি।যেহুতু এটি এডাল্ট গেম তাই এটি স্বমন্ধ্যে বিস্তারিত লিখব না।


18+ Bangla - Adult Jokes & SMS APK Download,Bangla dirty jokes Android Apps Download,18+ Adult Android Apps.Non Veg (Adult) Bengali Jokes APK Download,android apps download,free bangla android apps

ডাউনলোড করে ইন্সটল করলেই বুজত পারবেন।।ফাইল গুগল  ড্রাইভে দেয়া আশাকরি ডাউনলোড করতে সমস্যা হবেনা।ভাল লাগলে আবশ্যই শেয়ার কমেন্ট করবেন। শেক টিটস এপ্সটি ডাউনলোড করতে শেয়ার অথবা লাইক করুন






Read More »
ads

Tuesday, August 04, 2015

facebook এর timeline এ অশ্লীল কিছু ঠেকাতে করণীয়


বিডি টিপ্স টেকে আপনাদের স্বাগতম।আশাকরি সবাই ভাল আছেন। ফেসবুকে আপনার কোনো বন্ধুর অ্যাকাউন্ট থেকে হঠাৎ করেই এমন ছবি, ভিডিও বা কোনো লিংক এল, যা দেখে আপনি নিজেই বিব্রত। আর ওই বন্ধুর সঙ্গে এমন অশালীন ও অরুচিকর বিষয়ও যায় না। এমনটা ইদানীং অনেকের ক্ষেত্রেই দেখা যায়। এসব আসলে এক ধরনের ম্যালওয়্যার, যা পর্নো-ট্রোজান নামে পরিচিত। অন্য কোনো বন্ধুর দেওয়া এমন লিংকে ক্লিক করলে আক্রান্ত হতে পারে আপনার ফেসবুক প্রোফাইল। আর তাৎক্ষণিকভাবে তা বন্ধুদের টাইমলাইনে ট্যাগ হওয়ার পাশাপাশি আপনি যে কম্পিউটারে ব্যবহার করছেন সেখানেও ছড়িয়ে পড়তে পারে।

এটিও পড়ুন teletalk আগামী সিমের জন্য registration করবেন যেভাবে

এ ধরনের সমস্যায় পড়লে শুরুতেই আপনার অ্যাকাউন্টের পাসওয়ার্ড বদলে নিন। এরপর যেসব পর্নো আপনার টাইমলাইনে ইতিমধ্যে শেয়ার হয়েছে সেগুলো মুছে ফেলুন এবং রিপোর্ট করুন। সম্ভব হলে ভালো অ্যান্টিভাইরাস দিয়ে আপনার কম্পিউটারটি স্ক্যান করে নিন। এ ক্ষেত্রে এফ-সিকিউর স্ক্যান, ট্রেন্ড মাইক্রো স্ক্যান, ইস্যাট স্ক্যান, মাইক্রোসফট নিরাপত্তা সফটওয়্যার প্রভৃতির যেকোনো একটি দিয়ে অনলাইনে সরাসরি স্ক্যান করুন।
যদি আপনার ব্রাউজার গুগল ক্রোম হয় তবে browser-specific scan করুন। আপনার ব্রাউজারটি সর্বশেষ সংস্করণ হালনাগাদ করে নিন এবং আপনার অ্যাকাউন্টের নিরাপত্তা শক্তিশালী (স্ট্রং) করে ট্যাগ রিভিউ দিয়ে রাখুন। কেউ যেন কোনো কিছু ট্যাগ করলে আপনার রিভিউ ছাড়া যেন টাইমলাইনে দেখানো না হয়। এটি করতে চাইলে Settings থেকে Timeline and Tagging Settings-এ গিয়ে Who can add things to my timeline?-এ Review posts that friends tag you in before they appear on your Timeline অপশনটি সক্রিয় করুন।
Suspicious অ্যাড-অনটি চালু থাকলে সেটি মুছে ফেলুন। এরপরও আবারও পর্নো শেয়ার হলে, সাত-আট ঘণ্টার জন্য আপনার অ্যাকাউন্ট নিষ্ক্রিয় বা ডিঅ্যাক্টিভেট করুন। আপনার অ্যাকাউন্টের অনাকাঙ্ক্ষিত ছবি শেয়ারের জন্য বন্ধুদের কাছে দুঃখিত লিখে একটি স্ট্যাটাস দিতে পারেন। তাতে উল্লেখ করুন যদি আপনার অ্যাকাউন্ট থেকে কোনো খারাপ পোস্ট চোখে পড়ে বা কোনো লিংক চোখে পড়ে তা যেন ক্লিক না করেন।
টাইমলাইনে যাতে করে আপনার কোনো বন্ধুর ভুলের কারণে পর্নো আসতে না পারে সে জন্য সতর্ক থাকুন। এ ধরনের কোনো লিংকে ক্লিক করবেন না এবং ফেসবুকে এ-সংক্রান্ত কোনো ভিডিওতে ক্লিক করা থেকে বিরত থাকুন।

এটিও পড়ুন youtube এর কয়েকটি মজার তথ্য জেনে নিন

ট্যাগ রিভিউ অপশনটি চালু রাখুন। কেউ যেন কোনো কিছু ট্যাগ করলে আপনার রিভিউ ছাড়া যেন টাইমলাইনে প্রদর্শন না হয়। ফেসবুক অ্যাপ বা গেমসে ক্লিক করার ব্যাপারে সতর্ক থাকুন এবং সন্দেহজনক অ্যাপ মনে হলে মুছে ফেলুন।নিরাপদ রাখুন আপনার ফেইসবুক।ধন্যবাদ।
Read More »
copyright 2014-2023@bdtipstech DMCA.com Protection Status