Ads By Blogger

Saturday, July 22, 2017

Any android phone Flash just 5 munite আপনার ফোনে Soffter-Flash দিবেন খুব সহজে

আছি। আমাদের মোবাইল অনেক সময় ঠিক মত কাজ করে না তখন আমরা মোবাইলের মেকানিকের কাছে জাই।অনারা বলে আপনার মোবাইলে সফট্যার দিতে হবে ৩০০-৫০০ টাকা লাগবে কিন্তু আমি আজ আপনাদের ফ্রি শিখিয়ে দিব কিভাবে এটি ঘরে বসে করতে পারবেন।


ফ্ল্যাশ দিবার জন্য নিচের স্টেপ ফলো  করুন
  • আমি এখন Symphone E78 ফোনে ফ্ল্যাশ বা সফটয়ার দিব। আমি আমার Mozila দিয়ে  Google গিয়ে লিখলাম symphone E78 Flash লিখলে প্রথমে যেটা আসবে সেখানে প্রবেশ করে (আপনার যে মোডে লের  মোবাইলকে ফ্ল্যাশ করতে চান সেই মোবাইলের মোডেল নাম flash file  লিখবেন)
  • ডাউনলোড দিবেন Flash soffter টি (সফটয়ারটি 500-600 MB হতে পারে)
  • আমি ডাউনলোড করে রেখেছি
  • My computer জান বামে  ক্লিক করুন  Manage যান
  • Device maneger ক্লিক করুন Desktop ক্লিক করুন
  • Action ক্লিক করুন Add Hardwere  ক্লিক করুন
  • Next করুন
  • Have Drisk ক্লিক করুন
  • Browes ক্লিক করুন
  • ডাউনলোড  ফাইল টি ওপেন করে  Diver ক্লিক করুন
  • Android - লেখাতে ক্লিক করুন
  • Next ক্লিক করুন
  • আবার ডাউনলোড ফাইল ওপেন করুন Sp flash tool v5 ক্লিক করুন
  • Flash Tool ক্লিক করুন
  • Scatter loading ক্লিক করুন
  • ডাউনলোড ফাইল ওপেন করে Friwere ক্লিক করুন
  • MT6572 লেখাতে ক্লিক করে ওপেন করুন
  • Friwere+ update ক্লিক করুন
  • আপনার ফোনের ব্যাটারি এবং সিম কাড এবং মেমরি খুলে ফেলুন কম্পিউটারের সাথে ডাটা কেবল লাগান
  • Download ক্লিক করুন
আপনার ফোনে ফ্ল্যাশ হয়ে গেসে আপনার ৩০০ টাকা বেচে গেল আপনার ফোন একদম নতুন হয়ে গেল।
Read More »
ads

আপনার পছন্দের এন্ড্রয়েড গেম গুলো খেলুন আপনার কম্পিউটারে

আসসালামু আলাইকুম,
আসা করি আপনারা সবাই ভালো আছেন আর যারা এন্ড্রয়েড গেমার আছেন তারা এই টিউনটি পড়ার পর আরো ভালো থাকবেন।

পোস্টটি  কাদের জন্য ঃ

* যাদের ফোনের র‍্যাম কম
* ফোনের গ্রাফিক্স ভালো না হয়ায় গেম খেলতে প্রব্লেম হয়
* এন্ড্রয়েড গেমগুলো খেলতে চান বড় স্ক্রিনে

যা প্রয়োজন ঃ

বেশি কিছু না, শুধু একটা Software প্রয়োজন যার নাম Bluestacks
Google এ Search করুন BlueStacks লিখে। Download BlueStacks Click করলেই Download সুরু হয়ে যাবে। Download হয়ে গেলে double click করে open  করুন। Picture এ দেখানো steps গুলো follow করুন এবং আপনার Gmail Id, password দিয়ে sign in করুন।


ভালোভাবে বুঝতে ভিডিওটি দেখুন













Screen Shot এর ধাপগুলো অনুসরন করুন ঃ



  
 

Download করুন আর খেলতে থাকুন  আপনার favorite android game গুলো। Download করেও খেলতে পারেন আবার windows থেকে import করেও খেলতে পারেন। Import করার জন্য My apps Tab এ Click করুন। Then, "+" button এ করুন। এবার আপনার game টি যে  directory তে আছে সেখানে যান। Game  টি Select করুন Then "open" click  করুন। Automatically  game install হতে থাকবে। ব্যাস, খেলতে থাকুন  আপনার favorite android game গুলো।

Read More »

Friday, July 21, 2017

শিখে নিন কিভাবে রোম পোর্ট করতে হয়, আর নিজেই হয়ে জান রোম ডেভলপার

আসসালামু আলাইকুম


কেমন আছেন সবাই, আসা করি ভালই আছেন। টাইটেল দেখে বুঝে গেছেন আজকের পোস্ট কি নিয়ে

তো চলুন সুরু করা যাক…….


আজকে আমি আপনাদের কে Mtk 6582 to Mtk 6582 রম পোর্ট করা শিখাবো।

যা যা লাগবে


1.Stock Rom of your device..
2.Port Rom [যে রোম পর্ট করতে চান]
3.7zip & zip.apk or zarchiver.apk
:
:
:

ধাপ 1:


প্রথমে sd card এ Rom নামে একটি নিউ ফোল্ডার খুলুন। Room ফোল্ডার এর ভিতরে Stock এবং port নামে আর দুটি ফোল্ডার খুলুন।
7-জিপ ব্যবহার করে port রোম এর জিপ ফাইল port ফোল্ডার এবং stock রোম এর জিপ ফাইল stock ফোল্ডারর সব ফাইল আনজিপ করুন বা এক্সট্রাক্ট করুন
:
:
:

ধাপ ২:


A) port ফোল্ডার থেকে META-INF এবং boot.img ডিলিট দিন.
খ) Stock ফোল্ডার থেকে META-INF এবং boot.img কপি করুন।
c) PORT এ META-INF এবং boot.img পেস্ট করুন।
:
:
:

ধাপ 3:


ক) Stock ফোল্ডার এর system / bin থেকে pq এবং vold ফাইল কপি করুন।
b) port ফোল্ডার এর system/bin এ pq এবং vold ফোল্ডার রিপ্লেস করুন।
:
:
:

ধাপ 4:


A) port ফোল্ডার এর system/etc থেকে bluetooth, firmware এবং wi-fi ফোল্ডার ডিলেট করুন।
খ) Stock ফোল্ডার এর system/etc থেকে bluetooth, firmware এবং wi-fi ফোল্ডার কপি করুন।
C) port ফোল্ডার এর system/etc তে পেস্ট করুন।
:
:
:

পদক্ষেপ 5:


A) port ফোল্ডার এর system/lib থেকে egl এবং hw ফোল্ডার ডিলেট করুন।
খ) Stock ফোল্ডার এর system/lib থেকে egl এবং hw ফোল্ডার কপি করুন।
C) port ফোল্ডার এর system/lib তে পেস্ট করুন।
:
:
:

ধাপ 6:


a) Stock ফোল্ডার এর system/lib থেকে libaudio দিয়ে সুরু সকল ফাইল কপি করুন।
খ) port ফোল্ডার এর system/lib এ পেস্ট করুন।
:
:
:

ধাপ 7:


a)stock ফোল্ডার এর system/ lib থেকে নিম্নলিখিত ফাইল কপি করুন।
libcamalgo.so
libcamdrv.so
libcameracustom.so
libdpframework.so
libsensorservice.so
libsync.so
libvcodecdrv.so
খ)port ফোল্ডার এর system/lib এ পেস্ট করুন।
:
:
:

ধাপ 8:


ক) stock ফোল্ডার এর system/usr/keylayout থেকে Generic.kl ফাইল কপি করুন।
b) port ফোল্ডার এর system/usr/keylayout থেকে Generic.kl ফাইল পেস্ট করুন।
:
:
:

ধাপ 9:


ক) port ফোল্ডার এর system ফোল্ডার থেকে vendor ফোল্ডার ডিলিট করুন।
b)stock ফোল্ডার এর system ফোল্ডার থেকে vendor ফোল্ডার কপি করুন।
গ) port ফোল্ডার এর system ফোল্ডারে পেস্ট করুন।
:
:
:

ধাপ 10:


port ফোল্ডার এর system থেকে build.prop ফাইলটি ইডিট করে,,,,
ro.sf.hwrotation =
[বি:দ্র: যদি মূল্য 0 থেকে 180 তে এটি পরিবর্তন করুন।]
তারপর
ro.product.locale.language =
ro.product.locale.region =
এইরকম থাকলে,,
ro.product.locale.language =en
ro.product.locale.region = US
করে দিন।
:
:
:

ধাপ 11:


7-জিপ ব্যবহার করে port ফোল্ডার এর META-INF, system এবং boot.img কে জিপ ফাইলে কম্প্রেস করুন।
এখন আপনার রোম ফ্ল্যাশ করার জন্য প্রস্তুত।
প্রথম বুট 5-10 মিনিট সময় নিতে পারে।



ঘুরে আসুন আমার সাইট থেকে
Read More »

MX Player ব্যবহার কারিদের জন্য ৫টি অজানা Tricks

আসসালামু আলাইকুম



বন্ধুরা, সবাই কেমন আছেন?
আসা করছি ভালই আছেন। আজকে আমি আপনাদের MX Player এর দারুন ৫টি ট্রিক শেয়ার করব। যে ট্রিক গুলা জানলে আপনি MX Player ব্যবহারে করতে আরও সাতছন্দবদ করবেন। এবং নতুন কিছু জানতে পারবেন।
.
তো চলুন দেখি MX Player সম্পর্কে সেই দারুন ৫টি ট্রিকঃ
১। কিভাবে ভলিওম দীগুণ করবেন বা বাড়াবেন?

MX Player এর ভলিওম সর্বচ্ছ ১৫ পর্যন্ত থাকে। আপনি চাইলে ভলিওম ৩০ পর্যন্ত বাড়িয়ে নিতে পারেন। এই জন্য প্রথমে আপনাকে MX Player এ ভিডিও play করতে হবে। ভিডিও প্লে হওয়ার পর অপুরের ডানসাইডে একটা মিউজিক এর মত আইকন আছে। সেখানে ক্লিক করুন। ক্লিক করার পর আরও কিছু অপশন আসবে। এর মধ্যে সব লাস্তে একটা অপশন আছে “Use SW audio decoder” সেটা মার্ক করে দিবেন। এর পর দেখুন ভলিওম দীগুণ হয়েগেছে।


২। কিভাবে ডিসপ্লের স্টাইল/কালার change করবেন?

আপনি চাইলে MX Player এর ডিসপ্লের কালার change করে নতুন কালার বা স্টাইল দিতে পারেন। এর জন্য প্রথমে আমরা একটি ভিডিও প্লে করব। এরপর অপুরের ডান সাইডে ৩টি ডট আছে, সেখানে ক্লিক করব। ক্লিক করার পর আরও কিছু অপশন আসবে, সেখান থেকে Display অপশন এ ক্লিক করব। ক্লিক করার পর আরও কিছু অপশন আসবে, সেখান থেকে Settings এ ক্লিক করলে আপনি ইচ্ছা মত যে কালার চান সেটা change করতে পারবেন।


৩। কিভাবে ভিডিও চলা অবস্তাই Display তে ডবল ক্লিক করার মাধ্যমে Play/pause করবেন?

এইবার আমরা MX Player টি ওপেন করব। ওপেন করার পর অপুরের ডান সাইডে ৩টি ডট আছে, সেখানে ক্লিক করব। ক্লিক করার পর অপশন আসবে, সেখান থেকে Settings অপশন এ ক্লিক করব। ক্লিক করার কিছু অপশন আসবে, সেখান থেকে Player option এ ক্লিক করব। ক্লিক করার পর আমরা ৪ নাম্বার এ আর একটা অপশন দেখতে পাব Controls সেটাই ক্লিক করব। Controls এ ক্লিক করার পর আরও অনেক অপশন আসবে। সেখান থেকে “Double tap (play/pause)” মার্ক করে দিব এবং ওকে তে ক্লিক করব। এইবার আপনি ভিডিও তে ডবল ক্লিক করলে Play/pause হবে।


৪। ভিডিও গান Close করার পরও কিভাবে ব্যাকগ্রাউন্ড এ Audio গান শুনবেন?

এইবার আমরা MX Player টি ওপেন করব। ওপেন করার পর অপুরের ডান সাইডে ৩টি ডট আছে, সেখানে ক্লিক করব। ক্লিক করার পর অপশন আসবে, সেখান থেকে Settings অপশন এ ক্লিক করব। ক্লিক করার কিছু অপশন আসবে, সেখান থেকে Player option এ ক্লিক করব। ক্লিক করার পর নিচের দিকে চলে আসব। এবং দেখতে পাব “Background Play” নামে অপশন সেটাই মার্ক করে দেব। এখন আপনি ভিডিও গান close করার পরও audio গান শুনতে পাবেন।

৫। কিভাবে Mp3/Audio গান প্লে করবেন?

এইবার আমরা MX Player টি ওপেন করব। ওপেন করার পর অপুরের ডান সাইডে ৩টি ডট আছে, সেখানে ক্লিক করব। ক্লিক করার পর অপশন আসবে, সেখান থেকে Settings অপশন এ ক্লিক করব। ক্লিক করার কিছু অপশন আসবে, সেখান থেকে Audio option এ ক্লিক করব। Audio অপশন আ ক্লিক করার পর “Audio Player” অপশন এ মার্ক করে দেব। এইবার আপনে MX Player এ Mp3/ Audio গানও প্লে করতে পারবেন।





আর ও কিছু জানতে এই ভিডিও দেখুন


                                                       আমার সাইট থেকে ঘুরে আসুন
Read More »

Thursday, July 20, 2017

Sms Bombing একসাথে ৯,৯৯৯ হাজার sms পাঠিয়ে আপনার বন্ধুর ১২টা বাজিয়ে দিন

Sms Bombing Apps দিয়ে এক ক্লিক করে এখন পাঠাতে পারবেন হাজার হাজার মেসেজ




দরকারি জিনিস সমূহ:

তারপর নিচের দেখানো স্টেপ দেখুন








১ম সফটওয়্যার ওপেন করবেন
মেসেজ লিখবেন আমি যেমন লিখলাম  i love you

কত গুলো মেসেজ দিতে চান আমি দিলাম ৫০০

Process ক্লিক করলাম

Send ক্লিক করলাম
\
এখন আপনি যাকে দিতে চান  SMS টি সেটা imo- sms box -Gmail -Messenger  যাই হক না কেন আমি ইমো তে মেসেজ দিব তাই ইমো টিক দিলাম
যাকে দিতে চাই তার নামে টিক দিলাম
চলে গেলো এক সাথে ৫০০ SMS
আশা করি সবচেয়ে ভালো সফটওয়ার এটি আর হা আমি কোন ভুয়া টিউন আমি করি না আমি আগে টেস্ট করি তার পর আপনাদের দেই। এই সফটওয়্যার ইন্সটল দিবার পর কাজ গুলো সহজেই বুঝে জানাবেন আশা করি। নিচে ভিডিও টি দেখুন না বুঝতে পারলে টিউমেন্ট করে জানাবেন।
আর  আমাকে ফলো করুন আমি আপনাদের  সামনে এরকম আরও দারুন দারুন টিউন নিয়ে হাজির হবো। বুঝতে না পারলে ভিডিওটি দেখুন। আশা করি বুঝতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ নিজে মৌলিক টিউন লিখুন এবং অন্যকে মৌলিক টিউন লিখতে উৎসাহ প্রদান করুন। bd tips tech সাথে থাকুন আর মেতে উঠুন প্রযুক্তির সুরে। ধন্যবাদ

Read More »

Monday, July 10, 2017

এন্ড্রোয়েড মোবাইল দিয়ে আয়ের যত উপায়

বিডি টিপ্স টেকে আপনাদের স্বাগতম।আশা করি সবাই ভাল আছেন।অনেকে ফেইসবুকে মেসেজ দিয়েছেন কিভাবে এন্ড্রোয়েড মোবাইল দিয়ে ইনকাম করা যায়।তাই আজকে আপনাদের এন্ড্রোয়েড মোবাইল দিয়ে ইনকামের যত উপায় আছে তা নিয়ে উপস্থিত হলাম।মোবাইলে কাজ করার জন্য puffin/chrome ইউজ করতে পারেন তাহলে এন্ড্রোয়েড মোবাইল দিয়ে পিসির মত ব্রাউজ করতে পারবেন।ব্রাউজে প্রবেশ করে মেনু থেকে  request mode এ ক্লিক করলে পিসির মত ব্রাউজিং স্টাইল চালু হয়ে যাবে। তো চলুন শুরু করা যাক
 
এন্ড্রোয়েড মোবাইল দিয়ে টাকা আয়-বিডি টিপ্স টেক
এন্ড্রোয়েড মোবাইল দিয়ে টাকা আয়-বিডি টিপ্স টেক
জেনে নিন মোবাইল দিয়ে অনলাইনে আয় করার পদ্ধতি বা কৌশল,আপনার ফোন দিয়ে প্রতিদিন 5 থেকে 20 ডলার আয় করুন খুব সহজেই,Android মোবাইল দিয়ে টাকা উপার্জন করুন ১০০% কার্যকর,Android ফোন এর মাধ্যমে ৫০-১০০ টাকা দিনে আয় করুন কোন পরিশ্রম ছাড়া,অনলাইন থেকে খুব সহজে মোবাইল দ্বারা আয় করার কোনো উপায় আছে কি?,মোবাইলে টাকা আয় করুন,বিকাশে টাকা আয়,ফেসবুকে কিভাবে টাকা আয় করা যায়,মোবাইলে আয়,টাকা আয় করার পদ্ধতি,মোবাইল দিয়ে আয় করুন,বিকাশে আয়,টাকা জমানোর সহজ উপায়

whaff:এই এপ্সটি দিয়ে আনলিমিটেড ইনকাম করতে পারবেন।১১ডলার হলেই বিটকয়েন,পেপাল,স্ক্রিলের,প্লেস্টোর গিফট কার্ডের মাধ্যমে ঊইথড্র দিতে পারবেন।প্রথমেই WHAFF এপ্সটি ডাউনলোড করে নিন।ডাউনলোড লিংক  play.google.com/store/apps/details?id=com.whaff.whaff&hl=en এপ্সটি ওপেন করে,আপনার ফেইসবুক আইডি দিয়ে লগইন করুন।

কিভাবে ইনকাম করবেন:
এপ্সটি ইন্সটল করে সাইন আপ করলে পাবেন 0.20 এবং CH39680 কোডটি ব্যবহার করলে পাবেন ০.৩$(কোড ইনপুট করার অপশন একবারই পাবেন তাই কেয়ারফুল ভাবে ইনপুট করুন)।গুগল প্লাসে শেয়ার করলে ০.১$।বিভিন্ন এপ্স(যেমন:ekhnei.com) ইন্সটল করে ওপেন করলে ভিবিন্ন মানের ডলার পাবেন।বাকিটা ইউস করলেই বুজতে পারবেন।এছাড়া আছে premium picks যেগুলো ইন্সটল করে রাখলে ডলার পাবেন।তাছাড়া রেফারেল ইনকামতো আছেই।


এন্ড্রোয়েড মোবাইল দিয়ে বিটকয়েন আয়:

বিট কয়েন হলো অনলাইন ভার্চুয়াল মুদ্রা।বিটকয়েন আয় করতে হলে আপনাকে অবশ্যই অনেক ধৈর্য ধরতে হবে। বিটকয়েন অনেকটা শেয়ার বাজারের এর কিছুটা উঠানামা করে।বর্তমানে 1 bitcoin=2600$কিছুদিন আগে ১ বিটকয়েন মূল্য ছিল ১২০০ থেকে ১৪০০$

Bitcoin জমার রাখার একাউন্ট খোলাঃ
আপনাকে প্রথমে বিটকয়েন জমা রাখার জন্য একটি বিটকয়েন অ্যাড্রেস তৈরি করা লাগবে।প্রথমে এই  coinbase.com লিঙ্কে যান।এরপর একটা পেজ আসবে । Email এর বক্সে আপনার মেইল অ্যাড্রেস এবং Password এর বক্সে আপনার পাসওয়ার্ড দিয়ে Create Bitcoin Wallet লিঙ্কে ক্লিক করুন ।এরপর আপনাকে ইমেইল অ্যাড্রেস ভেরিফাই করেত বলবে । আপনার ইমেইল অ্যাড্রেসে যান এবং Verify My Email Address-এ ক্লিক করুন ।এখান থেকে Setting থেকে Bitcoin Addresses এর উপরে ক্লিক করলে নিচের মত একটা পেজ আসবে । এরপর Create New Address করে কিছুক্ষণ অপেক্ষা করুন । নিচের মত একটা অ্যাড্রেস(1EuuJLWUNwiPyVmHDqEe2DAybH2C7DUUbf ) তৈরি হবে । এটাকে সেভ করে অথবা কপি করে রাখুন পরে কাজে লাগবে।

বিট কয়েন আয় করা সাইট:

ফ্রিতে বিটকয়েন আয়ের জন্য অনেক ওয়েবসাইট আছে কিন্তু সবগুলি ট্রাস্টেড না।আমি নিচে ধারাবাহিক ভাবে ট্রাস্টেড সাইট নিয়ে আলোচনা করছি।।

১)freebitco.inঃসবচেয়ে পুরনো তাই এক নম্বরে রাখলাম।এটি একটি বিশ্বস্ত সাইট।এখানে আপনি প্রতি ঘন্টায় ক্যাপচা এন্ট্রি করে ফ্রি বিটকয়েন পাবেন।এরা প্রতি সোমবার পেমেন্ট দেয়। প্রথমে এই লিঙ্কে যান।এখান থেকেঃ Your Bitcoin Address – এ কিছুক্ষণ আগে যে বিটকয়েন অ্যাড্রেস তৈরি করলেন সেটা দিন ।Password For Your Account – এখানে আপনার পাসওয়ার্ড দিন ।Repeat Password – এখানে পুনরায় একই পাসওয়ার্ড দিন।Your Email – এখানে আপনার ইমেইল দিন।ব্যাস এরপর SIGN UP বাটনে ক্লিক করুন । আপনার একাউন্ট হয়ে গেছে । ইমেইল ভেরিফাই করা লাগবে না ।এবার LOGIN বাটনে ক্লিক করে লগইন করে নিন ।claim your bonus now এ ক্লিক করুন তাহলে নতুন একটি পেইজে ক্যাপচা ওপেন ক্যাপচা পূরন করে roll এ ক্লিক করুন তাহলে বিটকইয়েন পেয়ে যাবেন।এভাবে প্রতি ঘণ্টায় আপনি বিটকয়েন আর্ন করতে পারবেন। আবার ১ ঘন্টা পর আসুন এবং কেপচা পূরণ করে ROLL-এ ক্লিক করুন ।দেখবেন একাউন্টে বিটকয়েন যোগ হয়েছে ।এভাবে ১ ঘণ্টা পর পর ওয়েব সাইটে যান এবং আর্ন করতে থাকুন।

২)https://adbtc.top/:এই সাইট থেকে ভাল  পরিমান বিটিসি ইনকাম করতে পারবেন শুদুমাত্র এড থেকে।এখান থেকে অটোসার্ফিং,ক্লিক এড দেখে ইনকাম করতে পারবেন।প্রতি এডে সাধারণত ১৫ থেকে ১৫০ সাতোশি পর্যন্ত পে করে।১৫০০০ সাতোশি হলেই পেমেন্ট পাঠিয়ে দেয়।সাইন আপ করুন এখান থেকে https://adbtc.top/ ঠিকমত কাজ করলে তিন থেকে চার দিন পরেই উইথড্র করতে পারবেন।

৩)http://rushbitcoin.com :এটিও পেয়িং বিটকয়েন সাইট ।এখান থেকে এড দেখে,লাইক দিয়ে,সাবস্ক্রাইব করে বিটকয়েন ইনকাম করতে পারবেন।১৫০০০ সাতোশি হলেই উইথড্র করতে পারবেন।এই সাইট প্রচুর পরিমান এড দেই।তাই দুই তিন কাজ করেই উইথড্র দিতে পারবেন।সাইন আপ  করতে ক্লিক  করুন http://rushbitcoin.com/?ap=855171

৪)moonbit.co.in: এটি আরেক টি জনপ্রিয় ফ্রি বিটকয়েন প্রদানকারী সাইট।এই সাইট থেকে আপনি অটো বিটকয়েন পাবেন।শুদু এক্যাউন্ট তৈরি প্রতি ২৪ ঘন্টায়  কমপক্ষ্যে একবার ক্যাপচা এন্ট্রি করলে পেমেন্ট পাবেন।এরা প্রতি শনি ও রবিবার পেমেন্ট দেয়।রেজিস্ট্রেশন করুন এখান থেকে।

বেশি বিটকয়েন আয়ের মূলমন্ত্রঃবেশি বিটকয়েন মূলমন্ত্র হচ্ছে আপনার রেফারেল বাড়াতে হবে কারন ফ্রি বিটকয়েন সাইট গুলি যে পরিমান পে করে তা খুবই অল্প তাই আপনি যদি আপনার রেফারেল সংখ্যা বাড়াতে পারেন তাহলে ভাল ইনকাম করতে পারবেন।তাছাড়া চাইল বন্ধুরা মিলে গ্রুপ হয়ে কাজ করতে পারেন।
আমার রেফারেলে সাইন আপ করলে আমার কাছে থেকে সকল ধরনের হেল্প পাবেন।

আপাতত এই তিনটি সাইটে কাজ করুন আর এই পেইজটি বুকমার্ক করে রাখুন।আমরা খুব শিঘ্রই আরো বিশ্বস্ত সাইটের তালিকা দিব।

কিভাবে উইথড্র করবেন:বিটকয়েন কিন্তু বাংলাদেশে সাপোর্ট করে না কিন্তু আপনি চাইলে বিটকয়েনে অর্জিত টাকা এই ওয়েবসাইট মাধ্যমে ফেক্সিলোড করে মোবাইলে আনতে পারবন।এছাড়া বিভিন্ন এক্সচেঞ্জ সাইটের সাহায্যে বিটকয়েন থেকে পেপাল,পেইজাতে ট্রান্সফার করতে পারবেন।তবে আমি বলবো উইথড্র না রেখে দিন পড়ে বেশি দামে বিক্রি করতে পারবেন।



Captcha type করে আয় করুন:

2captcha:এটি একটি জনপ্রিয় ক্যাপচা টাইপিং সাইট।এটি প্রতি ১০০০ক্যাপচা টাইপের জন্য 0.5-1.5$ ডলার পে করে। 1$ হলেই উইথড্র করতে পারবেন এখানে ক্লিক করে সাইন আপ করুন।যাদের টাইপিং স্পিড ভাল ইনকাম করতে পারবেন।এছাড়া এখানে কাজ আপনার টাইপিংও স্পিড বৃদ্ধি পাবে।সাইন আপ করার  পর লগইন করে start এ ক্লিক করুন তাহলে ক্যাপচা লোড হতে থাকবে।
সাধারনত রাতের বেলা কাজ করলে ভাল ইনকাম করতে পারবেন।কোন সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানবেন।

ফটোগ্রাফির মাধ্যমে টাকা আয়: আপনার তোলা প্রাকৃতিক কোন দৃশ্য বা কোন ঘটনার ফটো বিক্রি করে টাকা আয় করতে পারেন ।clashot.com বা shutterstock.com সাইটে আপনি ফটো বিক্রি করে টাকা আয় করতে পারেন ।যাদের কম্পিউটার নেই তারা এন্ড্রোয়েড মোবাইল দিয়ে কাজ চালিয়ে যেতে পারেন।প্রায় সব ওয়েবসাইটের তাদের নিজস্ব এন্ড্রোয়েড এপ্স আছে।তবে আয় করার পূর্বে আপনার পাসপোর্ট কিংবা ড্রাইভার লাইসেন্স সাবমিট করতে হবে ভেরিফিকেশনের জন্য।
যেকোনো প্রয়োজনে আমরা আছি
আমাদের ফেইসবুক গ্রুপ bd tech group
ফেইসবুক পেইজ bd tips tech
ইউটিউব চ্যানেল Youtube channel
Read More »
copyright 2014-2023@bdtipstech DMCA.com Protection Status