Ads By Blogger

Thursday, February 06, 2020

ওয়াইজ রেজিস্ট্রি ক্লিনার

আসসালামু আলাইকুম,

আজকে আপনাদের একটা পিসি ক্লিনার দিব।

এটাকে পিসি ক্লিনার বলা যায় না, কারন 

এটা একটা রেজিস্ট্রি ক্লিনার।
এটা সম্পূর্ণ ফ্রি, কোনো ক্র্যাক দরকার নাই।

এর নাম “Wise Registry Cleaner” বা ওআইজ রেজিস্ট্রি ক্লিনার।
তৈরি করেছে Wise Cleaner Group





এতে আছে একটা রেজিস্ট্রি ক্লিনার, একটি রেজিস্ট্রি ডিফ্রাগম্যানটার এবং সিস্টেম টিউনআপ ইউটিলিটি।

রেজিস্ট্রি ডিফ্রাগম্যানটার ব্যাবহার করার পর আপনার পিসি রিবুট করবে, এতে ভয় পাওয়ার কিছু নাই।

আপনি ডাউনলোড করে নিন।



ওয়েবসাইট www.wisecleaner.com
ট্যাগঃ Wise Registry Cleaner
Read More »
ads

Saturday, September 28, 2019

zip-unzip করুন আপনার Android mobile দিয়ে

বিডি টিপ্স টেকে আপনাদের সবাইকে স্বাগতম।এখন আপনার এন্ড্রয়েড ফোন দিয়ে যেকোন ডাটা জিপ-আনজিপ করুন একটি সফটওয়্যার দিয়ে ।

এটিও পড়ুন android মোবাইলকে internet modem হিসেবে ব্যবহার করতে চান

সফটওয়্যারটির নাম b1 free archiver। এর সাহায্যে আপনারা যেকোন RAR ফাইল আনজিপ করতে পারবেন এবং যেকোন ফাইল RAR ফরম্যাটে জিপ করতে পারবেন। তাহলে, এখনি ডাউনলোড করুন ।

এটিও পড়ুন android এ যা লিখবেন তাই save হয়ে থাকবে

ডাউনলোড করুন এখানে ক্লিক করুন।ডাউনলোড করার পর ইনস্টল করুন।

কিভাবে জিপ করবেন:
সফটয়্যারটি ওপেন করার পর যে ফাইলটি জিপ করতে চান সেটির উপর ক্লিক করে ধরে রাখুন।তাহলে নিচের চিত্রের মত দেখতে পাবেন।

এখান থেকে compress এ ক্লিক করে zip নির্বাচন করুন।

আপনি চাইলে পাসওয়ার্ড দিতে পারেন।তারপর ওকে ক্লিক করুন তাহলে ফাইলটি জিপ হয়ে যাবে।

এটিও পড়ুন এন্ড্রয়েড মোবাইলে ফোল্ডার হাইড করুন কোন সফটয়্যার ছাড়া


কিভাবে আনজিপ করবেন:
সফটয়্যারটি ওপেন করে যে ফাইলটি আনজিপ করতে চান সেটির উপর ক্লিক করুন।তারপর extract here এ ক্লিক করুন তাহলে আনজিপ হয়ে যাবে।

কোন সমস্যা হলে কমেন্ট করে জানাবেন।
Read More »

Sunday, April 28, 2019

যেকোন সফটয়্যারের সিরিয়াল কি বের করুন সহজে

বিডি টিপ্স টেকে আপনাদের সবাইকে স্বাগতম।নেট থেকে ফ্রি সফটয়্যার ডাউনলোড করে অনেকেই ব্যবহার করে থাকে কিন্তু সে গুলো বেশীর ভাগ সময় ট্রায়াল ভার্শন থাকে। নিদিষ্ট সময় শেষ হবার পর ডাউনলোড করা সফটয়্যার'টি এক্টিভেট রাখার জন্য সিরিয়াল কী'র প্রয়োজন হয়। পড়তে হয় মহা জামেলায়।
এবার গুগল সার্চ ইন্জিন ব্যবহার করে আপনি সহজেই খুজে বের করতে পারবেন আপনার ব্যবহৃত মেয়াদ উত্তীর্ণ সফটয়্যার'টির crack, Serial No, Keygen, Patch.... ইত্যাদি।
গুগল ব্যবহার করে সিরিয়াল কী খুজে বের করতে প্রথমে গুগল.কম এর সার্চে যান।
তারপর সার্চ বক্সে 94fbr টাইপ করে স্পেস দিন এবং আপনি যে সফটয়্যারের সিরিয়াল কী খুজতে চান তার নাম এবং ভার্শন লিখে এন্টার দিন।
তারপর দেখতে পাবেন আপনার কাঙ্খিত সফটয়্যারের সিরিয়াল কী জন্য কিছু সাইটের সরাসরি লিঙ্ক যেখান থেকে আপনি সিরিয়াল কী সংগ্রহ করতে পারবেন।

উদাহরন স্বরূপ :
go to google, type like this–>

94fbr kaspersky
94fbr nero
94fbr winrar
94fbr avast
94fbr adobe photoshop
etc
Read More »

Friday, April 12, 2019

কিভাবে পিসি প্রিমিয়াম এপ্সগুলি ফ্রিতে ডাউন করবেন

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু.
 আশা করি সবাই কুশলেই আছেন ?

 ব্লগে আমি নতুন তাই যদি কোন ভুল হয়ে থাকে তবে ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন ।
 আজ আমি আপনাদের সামনে এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব ।
 আমরা যারা কম্পিউটার ব্যবহার করি তাদের প্রায় সময়ই বিভিন্ন ধরনের সফটওয়্যার এর প্রয়োজন হয় অনেক সময় প্রিমিয়াম সফটওয়্যার  গুলো প্রয়োজন হয় যেমনঃ  Adobe photoshop cs6 , Adobe Illustrator cs6,
Adobe After effcets cs6 , Adobe Master collection   ইত্যাদি, ইত্যাদি  ।
এই Software গুলো  টাকা দিয়ে কিনে ইউজ করতে হয় ।
 আজ আমি আপনাদের সামনে এমন একটি সাইট সম্পর্কে বলবো যে  থেকে আমরা এ ধরনের প্রিমিয়াম সফটওয়্যার  গুলো কোন রকম ঝামেলা ছাড়াই ফ্রিতে ডাউনলোড করতে পারব ।

আরো দেখুন;

Captcha type করে আয় করুন ডলার সহজে(যারা একেবারে নতুন


ইনকাম করুন রেফার করে এবং লিংক শেয়ার করে


ফ্রিতে BITCOIN আয় নিয়ে পূর্ণাঙ্গ টিউটোরিয়াল(হয়ে যান বিটকয়েনের কিং)


আয় করুন ফেইসবুক,গুগল,টুইটার থেকে খুব সহজে
ব্লগ/ওয়েবসাইট আছে কিন্তু ইনকাম করত্তে পারছেন না এবার ইনকাম হবেই





এমনকি এই সফটওয়্যার গুলো প্রিমিয়াম এর মতই আমরা  ইউজ করতে পারবো ।
কারণ এই ওয়েবসাইট থেকে যে সফটওয়্যার গুলো আমরা ডাউনলোড করব এগুলোর সাথে Software crack ক্রাক দেওয়া আছে যা দিয়ে আমরা সফটওয়্যার টা কে ক্রাক করতে পারব।
আর আমরা  পেইড Software  হিসেবে আমাদের পিসিতে রান করে আমাদের প্রায়োজনিও কাজ সমপন্ন করতে পারবো । এই Website টা হচ্ছে I Getintopc  এতে আরো অসংখ্য সফটওয়্যার এবং ইউন্ডোজ অপারেটিং সিস্টেম এবং নানা ধরনের প্রিমিয়াম সফটওয়্যার  গুলো আমরা সহজেই ডাউনলোড করতে পারব ।

এমনকি এই সফটওয়্যার গুলো প্রিমিয়াম  ভার্সন এর মতই আমরা  ইউজ করতে পারবো ।
কারণ এই ওয়েবসাইট থেকে যে সফটওয়্যার গুলো আমরা ডাউনলোড করব এগুলোর সাথে Software crack ক্রাক দেওয়া আছে যা দিয়ে আমরা সফটওয়্যার টা কে ক্রাক করতে পারব।
আর আমরা  পেইড Software  হিসেবে আমাদের পিসিতে রান করে আমাদের প্রায়োজনিও কাজ সমপন্ন করতে পারবো ।




 এই Website টা হচ্ছে I Getintopc  এতে আরো অসংখ্য সফটওয়্যার এবং ইউন্ডোজ অপারেটিং সিস্টেম এবং নানা ধরনের প্রিমিয়াম সফটওয়্যার  গুলো আমরা সহজেই ডাউনলোড করতে পারব ।
আশাকরি সবাই ভালো থাকবেন । আর আমার জন্য দোয়া করবেন যাতে আগামিতে আরো ভালো কোনো ওয়েবসাইট নিয়ে হাজির হতে পারি । সেই পর্যন্ত ভালো থাকবেন ।
আর  আপনার  মূল্যবান মতামত দিতে  ভুলবেন না কিন্তু....... ।




যেকোনো প্রয়োজনে আমরা আছি
আমাদের ফেইসবুক গ্রুপ bd tech group
ফেইসবুক পেইজ bd tips tech
ইউটিউব চ্যানেল Youtube channel
Read More »

Thursday, March 28, 2019

অনলাইনে ফ্রি মুভি দেখার সেরা সাইট

বিডি টিপ্স টেকে আপনাদের সবাইকে স্বাগতম।আমরা মুভি দেখতে সবায় খুব ভালোবাসি। আমরা সকলেই কম বেশি মুভি দেখি। বিনোদনের অন্যতম মাধ্যম এটি। মুভি দেখার বিভিন্ন সাইট থাকলেও অনেকেই কিছুদিন পর আর কাজ করে না। তাই নতুন নতুন মুভির জন্য আমাদের অনেক ঘাটাঘাটি করতে হয়। 
অনলাইনে ফ্রি মুভি দেখার সেরা সাইট -bd tips tech
অনলাইনে ফ্রি মুভি দেখার সেরা সাইট -bd tips tech

অনলাইনে হিন্দি মুভি দেখার সাইট অনলাইনে বাংলা মুভি দেখার সাইট মুভি দেখার ওয়েবসাইট অনলাইনে মুভি দেখা নতুন মুভি পাওয়ার লিংক ফ্রী মুভি দেখার সেরা ৬ অ্যাপ (অ্যান্ড্রয়েড) অনলাইনে মুভি দেখার জন্য কয়েকটি ওয়েবসাইট bdtipstec bd tech blog bd tech tips

আমিও এক সময় করতাম। তাদের মধ্যে কিছু website আমি দেখলাম অনেক ভালো print এবং খুব জলদি মুভি upload দেয়। সেগুলো আমি bookmark দিয়ে রেখেছি। আজক সেগুলো আপনাদের সাথে শেয়ার করবো। মুভি দেখতে আমরা অনেকেই সিনেমা হলে যাই। কিন্তু এতে করে সময় এবং টাকা দুটিই নষ্ট হয়। সিনেমা হলে গিয়ে লাইনে দাড়িয়ে টিকেট কাটতে অনেক সময় ভোগান্তিতেও পরতে হয়। আমরা কেউই চাই না এসব ঝামেলা পেরিয়ে আপনারা সিনেমা দেখতে যাইতে। Torrent Website গুলো থেকে অনেকেই মুভি Download করেন কিন্তু এতে করে বিভিন্ন ধরনের virus/malware নিজেদের desktop/laptop এ প্রবেশ করে। তাই, আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি কয়েকটি অনলাইনে মুভি দেখার সেরা website. এখানে আপনারা যেকোনো জায়গা থেকে Internet Connection থাকলেই মুভি ফ্রিতে streaming করে দেখতেও পারেন আবার মুভিগুলো download করে সংগ্রহ করতে পারেন। এখানে বেশিরভাগ সিনেমাই HD Print এ রয়েছে। Free Online Movie Streaming Website গুলোর কয়েকটি ঠিকানা নিচে দেওয়া হলোঃ 
  1.  https://www.mlsbd.cc/
  2.  https://tubitv.com/ 
  3.  https://www.zee5.com
  4.  https://www.freemoviescinema.com
  5.  https://www6.fmovies.to/
  6.  https://www.viki.com 

এই website গুলোর browsing speed খুবই ভালো মানের। তাছারা এইগুলোর server response চমৎকার। আপনি কয়েকটা সিনেমা দেখলে fan হয়ে যাবেন এই website গুলোর। আপনাদের যদি 2-3 Mbps এর broadband connection থাকে তাহলেই কোনো প্রকার buffering ছাড়াই দেখতে পারবেন। এছাড়াও অনেক website আছে ফ্রিতে মুভি দেখার জন্য কিন্তু এগুলো একদম ঝামেলা ছাড়া দেখতে পারবেন। আশা করছি এই website গুলো থেকে নতুন পুরাতন সকল ধরনের মুভি দেখতে পারবেন। আরো কয়েকটি website এর Link দিয়ে দিলাম যেখানে আপনি ফ্রি তে Online Movie Streaming করতে পারবেন। 
  1.  http://www.tubeplus.me 
  2.  http://hulu.tv 
  3.  http://www.icefilmstube.com
  4.  https://www.bongobd.com/
  5.  https://www.bioscopelive.com

যদি কোনো ভুল করে থাকি তাহলে দয়া করে ক্ষমা সুলভ দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ। 
যেকোনো প্রয়োজনে আমরা আছি
আমাদের ফেইসবুক গ্রুপ bd tech group
ফেইসবুক পেইজ bd tips tech
ইউটিউব চ্যানেল Youtube channel
Read More »

Wednesday, March 06, 2019

টরেন্ট থেকে কিভাবে ফাইল ডাউনলোড করতে হয়

বিডি টিপ্স টেক এ আপনাদের স্বাগতম।বর্তমানে আমাদের ইন্টারনেট ছাড়া যেন চলেই না,সারাদিন একবার এর জন্যও ইন্টারনেট এ প্রবেশ করেন না, কিংবা ইন্টারনেটের দরকার হয়না এমন মানুষ পাওয়া খুবই বিরল,প্রয়োজনীয় অফিশিয়াল কাজ থেকে শুরু করে প্রয়োজনে অপ্রয়োজনে আমরা যখন তখন ডু মারি ইন্টারনেট এ, সোসাল মিডিয়া থেকে শুরু করে মুভি,সফটওয়্যার,গেমস,বই,ডকুমেন্টারি,টিউটোরিয়াল ইত্যাদির প্রয়োজন আজ প্রায় অপরিসীম, কিন্তু বর্তমানে অনেক দরকারি ডাটা আছে যেমন বই,পিডিএফ,সফটওয়্যার, ক্রাক ইত্যাদি ডাওনলোড করতে গিয়ে নানা রকম হয়রানির সীকার হন, নানারকম এড,ভাইরাস ইত্যাদির সমস্যা, আজ আপনাদের দিব এর একটি কম্পলিট সলুশন যার মাধ্যমে আপনারা যাবতীয় বিরল ডাটা, বিরল মুভি,ডকুমেন্টারি, সফটওয়্যার বিনামূল্যে ডাউনলোড করতে পারবেন,আর পেইড এপ্স ডাউনলোড করার সুবিধা তো থাকছেই,তো চলুন শুরু করা যাক, প্রথমে ধরুন আমি একটি সফটওয়্যার ডাউনলোড করবো,যেমন এডোবি ফটোশপ

১। প্রথমে আপনার অপারেটিং সিস্টেম অনুযায়ি "utorrent" সফটওয়্যার টি ডাওনলোড করে নিন, এটা গুগল এ সার্চ করলেই পাবেন, ফ্রিওয়ার এটি অথবা এখান থেকে ডাউনলোড  করে নিতে পারেন https://www.utorrent.com/ 
utorrent সফটওয়্যার টি ডাওনলোড-bd tips tech
utorrent সফটওয়্যার টি ডাওনলোড-bd tips tech

টরেন্ট ডাউনলোড করার উপায় টরেন্ট সাইট টরেন্ট কি মোবাইলে টরেন্ট ডাউনলোড টরেন্ট দিয়ে ডাউনলোড করতে পারছেন না?  টরেন্ট কি এবং কিভাবে টরেন্ট দিয়ে ডাওনলোড করা হয় সেরা ৬টি টরেন্ট ওয়েবসাইট - মুভি, গেম ও সফট্ওয়্যার ডাউনলোডের জন্য  bdtechtunes bdtipstec

২। তারপর ইন্সটল করুন 

৩। অপেন করুন এবং মিনিমাইজ করে রাখুন 

৪। এবার একটি টরেন্ট সাইট এ যান, যেমন আমি গেলাম https://kickasstorrents.to/  

৫। এখন আমরা এডোবি সফটওয়্যার টি টরেন্ট এর সাহায্যে ডাওনলোড করে দেখাবো 

৬। সার্চ বক্স এ লিখুন " adobe photoshop"  

৭। তারপর লিংক এ যান

। আপনার পছন্দের ভার্শন টি সিলেক্ট করুন,  

৯। তারপর ম্যগনেট (magnet) বা চুম্বকের যে চিত্রটি দেওয়া আছে ওইখানে ক্লিক করবেন,আর তারপর অটোমেটিকেলি আপনার ইন্সটল করা টরেন্ট সফটওয়্যার এ চলে আসবে,স্টারট করুন Screenshot দেখুন 
ওইখানে ক্লিক করবেন-bdtipstech
ওইখানে ক্লিক করবেন-bdtipstech


১০। ডাওনলোড স্টার্ট হয়ে যাবে। 
১১। আর এঞ্জয় করুন আনলিমিটেড ডাওনলোড আজ এ পর্যন্তই,ভাল থাকবেন
যেকোনো প্রয়োজনে আমরা আছি
আমাদের ফেইসবুক গ্রুপ bd tech group
ফেইসবুক পেইজ bd tips tech
ইউটিউব চ্যানেল Youtube channel
Read More »

Thursday, January 31, 2019

মোবাইলে আসা এসএমএস অটো ফরওয়ার্ড করুন পিসিতে

আপনি যদি বেশির ভাগ সময় কম্পিউটারে খুব ব্যস্ত সময় পার করে থাকেন, তাহলে এর পাশাপাশি আরেকটি ডিভাইস ব্যবহার যেমন মোবাইলের মেসেজে নজর রাখাটা কিছুটা হলেও ঝামেলার মনে হতে পারে

কিংবা আপনি কম্পিউটারে খুব ব্যস্ত এবং আপনার মোবাইল কিছুটা দূরে চার্জে রয়েছেএমন পরিস্থিতি মেসেজে আসলে কম্পিউটার থেকে উঠে দিয়ে মোবাইলের মেসেজ দেখতে হবে

কিওয়ার্ড:এন্ড্রয়েডের এসএমএস পিসিতে,এন্ড্রয়েডের নোটিফিকেশন পিসিতে,কম্পিউটার পরিচালনা করুন এন্ডয়েড  দিয়ে,কম্পিউটারে চালান এন্ড্রয়েড,Android এর এসএমএস পিসিতে,Android এর এসএমএস কম্পিউটারে,bd techtunes, bd tech blog,bd tricks bd tech tip,bd bangla blog

সুতরাং এমন হলে কেমন হয় যে, আপনার মোবাইলে আসা এসএমএস আপনি আপনার কম্পিউটারেই দেখতে পাবেন এবং কম্পিউটার থেকেই অন্যের মোবাইলে মেসেজ পাঠাতে পারবেন! দারুন এই সুবিধাটি পাওয়া যাবে মাইটি টেক্সট অ্যাপ ব্যবহার করে

মাইটি টেক্সট ব্যবহার করলে আপনার অ্যান্ড্রয়েড মোবাইলে আসা এসএমএস বা এমএমএস কম্পিউটার বা ট্যাবলেট পিসি থেকেই দেখে নিতে পারবেনপাশাপাশি আপনার কম্পিউটার অথবা ট্যাবলেট পিসি থেকে যেকোনো মোবাইলে এসএমএস ও এমএমএস পাঠাতে পারবেনঅর্থাৎ কম্পিউটারে কাজে ব্যস্ত থাকাকালীন মোবাইলে আসা এসএমএস দেখা এবং পাঠানোর জন্য মোবাইল হাতে নেওয়ার প্রয়োজন পড়বে না

এ ছাড়া আপনার মোবাইলে কল আসলে সেই নোটিফিকেশন আসবে কম্পিউটারেমোবাইলের ব্যাটারি অ্যালার্ট নোটিকেশনসহ মোবাইলে আসা সোশ্যাল মিডিয়ার নোটিফিকেশনও জানা যাবে কম্পিউটারেই

কম্পিউটারে মোবাইলের মেসেজ দেখা ও পাঠানোর দারুণ এই সেবা পেতে স্মার্টফোন মাইটি টেক্সট অ্যান্ড্রয়েড অ্যাপ এবং কম্পিউটারে ওয়েব অ্যাপস ব্যবহার করতে হবেমাইটি টেক্সট ডাউনলোডের জন্য ভিজিট করুন mighty text    সাইটটিতে

mightytext-bdtipstech
mightytext-bdtipstech

মাইটি টেক্সট ছাড়াও এয়ারড্রয়েড অ্যাপের মাধ্যমেও এ ধরনের সুবিধা পাওয়া যাবে
ভিজিট: 
airdroid-bdtipstech
airdroid-bdtipstech

আমাদের ফেইসবুক গ্রুপ facebook group

ফেইসবুক পেইজ facebook page
ইউটিউব চ্যানেল Youtube
Read More »
copyright 2014-2023@bdtipstech DMCA.com Protection Status