computer এ internet speed বাড়ানোর উপায়গুলো(part-3)শেষ পর্বে আপনাদের স্বাগতম।গত দুইটি পর্ব যারা মিস করেছেন তারা এখান থেকে দেখে নিন।
computer এ internet speed বাড়ানোর উপায়গুলো(part-1)
computer এ internet speed বাড়ানোর উপায়গুলো(part-2)
মজিলা ফায়ারফক্সের সাহজ্যে ইন্টারনেটের গতি বৃদ্ধি ***
১) আপনার ইন্টারনেটে Page খোলার সময় কমাতে চাইলে সহজেই পারবেন ফায়ারফক্সের পাইপলাইন সুবিধাটির মাধ্যমে। এজন্য আপনি Address bar এ গিয়ে
about:config লিখে Enter করুন। কোন নোটিফিকেশন আসলে Ok করে দিন। এবার ফিল্টারে যেয়ে টাইপ করুন network.http
এখন নীচে আসা লিষ্ট থেকে ‘network.http.pipelining’ –এর উপর ডবল ক্লিক করে ‘true’ করে দিন।
এটিও দেখুন hard drive এ ফাইল না থাকা সত্বেও মেমরি কি ফুল দেখাচ্ছে!
২) একই উপায়ে ‘network.http.proxy.pipelining’ –এর উপর ডবল ক্লিক করে ‘true’ করুন।
৩)‘network.http.pipelining.maxrequests’ –এর উপর Right Click করে Modify অপশনে ক্লিক করেন এবং ভ্যালুর ঘরে মান 30 দিয়ে Ok করে দিন।
এর অর্থ হল আপনার ব্রাউজার একই সময়ে সর্বোচ্চ 30টি অনুরোধ জানাতে পারবে।
৪) এই পৃষ্ঠার ফাঁকা স্থানে Right ক্লিক করে New থেকে Integer অপশনটি সিলেক্ট করেন। এর নাম Type করেন nglayout.initialpaint.delay । এরপর Ok করে মানের ঘরে 0 লিখে পূনরায় Ok করুন।
এর অর্থ হল আপনার ব্রাউজার তথ্য পেতে 0 সময় অপেক্ষা করবে।
৫) সবসময় ব্রাউজারের Log পরিষ্কার করুন।
৬) টেম্পরারি ইন্টারনেট ফাইলগুলো এবং ‘Cookies’ -ব্রাউজের পরে পরিষ্কার করুন।
৭) Recent Browsing History কিছু সময় পরপর Tools থেকে ক্লিয়ার করে দিন।
তবে এতে আপনার ভিজিট করা সকল সাইটের ঠিকানা মুছে যাবে। আপনি Back করে আগের Page -এ সরাসরি ব্রাউজার থেকে যেতে পারবেন না। সেক্ষেত্রে সাইটে থাকা Back অপশনে Click করতে হবে।
এটিও পড়ুন কিভাবে playstore apps ছাড়া প্লে স্টোর থেকে ডাউনলোড করবেন
৮) যদি পারেন তো ব্রাউজারের Automatic Update অপশনটি নিস্ক্রিয় করে রাখুন।
৯) সম্ভব হলে ব্রাউজারের Tools > Option > Content থেকে Load Image Automatically থেকে টিক তুলে দিয়ে ইমেজ লোডকরা বন্ধ করে দিন। শুধু যখন প্রয়োজন ,তখন সুবিধাটি চালু করুন।
Idm দিয়ে ডাউনলোডের গতি বারান
প্রথমে IDM এর টাস্কবার আইকনে রাইট ক্লিক করে Speed Limiter > Turn off সিলেক্ট করুন। আবার Speed Limiter > Settings… সিলেক্ট করে Maximum download speed for one file এর বক্স এ 1316134912 দিয়ে OK করুন।
এখন www.speedtest.net ঠিকানা থেকে আপনার বর্তমান ইন্টারনেটের গতি দেখুন ।আশা করি বুঝতে পেরেছেন।ধন্যবাদ।