Ads By Blogger

Tuesday, May 14, 2019

computer এ internet speed বাড়ানোর উপায়গুলো(part-3)শেষ পর্ব


computer এ internet speed বাড়ানোর উপায়গুলো(part-3)শেষ পর্বে আপনাদের স্বাগতম।গত দুইটি পর্ব যারা মিস করেছেন তারা এখান থেকে দেখে নিন।

computer এ internet speed বাড়ানোর উপায়গুলো(part-1)
computer এ internet speed বাড়ানোর উপায়গুলো(part-2)
মজিলা ফায়ারফক্সের সাহজ্যে ইন্টারনেটের গতি বৃদ্ধি ***

১) আপনার ইন্টারনেটে Page খোলার সময় কমাতে চাইলে সহজেই পারবেন ফায়ারফক্সের পাইপলাইন সুবিধাটির মাধ্যমে। এজন্য আপনি Address bar এ গিয়ে
about:config লিখে Enter করুন। কোন নোটিফিকেশন আসলে Ok করে দিন। এবার ফিল্টারে যেয়ে টাইপ করুন network.http
এখন নীচে আসা লিষ্ট থেকে ‘network.http.pipelining’ –এর উপর ডবল ক্লিক করে ‘true’ করে দিন।


এটিও দেখুন hard drive এ ফাইল না থাকা সত্বেও মেমরি কি ফুল দেখাচ্ছে!

২) একই উপায়ে ‘network.http.proxy.pipelining’ –এর উপর ডবল ক্লিক করে ‘true’ করুন।

৩)‘network.http.pipelining.maxrequests’ –এর উপর Right Click করে Modify অপশনে ক্লিক করেন এবং ভ্যালুর ঘরে মান 30 দিয়ে Ok করে দিন।
এর অর্থ হল আপনার ব্রাউজার একই সময়ে সর্বোচ্চ 30টি অনুরোধ জানাতে পারবে।

৪) এই পৃষ্ঠার ফাঁকা স্থানে Right ক্লিক করে New থেকে Integer অপশনটি সিলেক্ট করেন। এর নাম Type করেন nglayout.initialpaint.delay । এরপর Ok করে মানের ঘরে 0 লিখে পূনরায় Ok করুন।
এর অর্থ হল আপনার ব্রাউজার তথ্য পেতে 0 সময় অপেক্ষা করবে।

৫) সবসময় ব্রাউজারের Log পরিষ্কার করুন।
৬) টেম্পরারি ইন্টারনেট ফাইলগুলো এবং ‘Cookies’ -ব্রাউজের পরে পরিষ্কার করুন।

৭) Recent Browsing History কিছু সময় পরপর Tools থেকে ক্লিয়ার করে দিন।
তবে এতে আপনার ভিজিট করা সকল সাইটের ঠিকানা মুছে যাবে। আপনি Back করে আগের Page -এ সরাসরি ব্রাউজার থেকে যেতে পারবেন না। সেক্ষেত্রে সাইটে থাকা Back অপশনে Click করতে হবে।

এটিও পড়ুন কিভাবে playstore apps ছাড়া প্লে স্টোর থেকে ডাউনলোড করবেন


৮) যদি পারেন তো ব্রাউজারের Automatic Update অপশনটি নিস্ক্রিয় করে রাখুন।

৯) সম্ভ‌ব হলে ব্রাউজারের Tools > Option > Content থেকে Load Image Automatically থেকে টিক তুলে দিয়ে ইমেজ লোডকরা বন্ধ করে দিন। শুধু যখন প্রয়োজন ,তখন সুবিধাটি চালু করুন।


Idm দিয়ে ডাউনলোডের গতি বারান
প্রথমে IDM এর টাস্কবার আইকনে রাইট ক্লিক করে Speed Limiter > Turn off সিলেক্ট করুন। আবার Speed Limiter > Settings… সিলেক্ট করে Maximum download speed for one file এর বক্স এ 1316134912 দিয়ে OK করুন।
এখন www.speedtest.net ঠিকানা থেকে আপনার বর্তমান ইন্টারনেটের গতি দেখুন ।আশা করি বুঝতে পেরেছেন।ধন্যবাদ।

Read More »
ads

Tuesday, December 25, 2018

ফ্রি সেরা ভিপিএন সফটওয়্যার

বিডি টিপ্স টেকে আপনাদের স্বাগতমবর্তমানে ভিপিএন শব্দটির সাথে পরিচিত নেই এমন খুব কম সংখ্যক লোক পাওয়া যাবে,মূলত  

ইন্টারনেট নিরাপত্তা,

 আইপি হাইড  

আইপি চেঞ্জ,

 লোকেশন চেঞ্জ 

 ব্যনেড ওয়েবসাইড ব্রাউজ  

নিরাপদ তথ্য লেনদেন  

আইনি জটিলতা পরিহার ইত্যাদি সহ বিভিন্ন গুরুত্ব পূর্ন কাজের জন্য ভিপিএন এর কোন জুড়ি নেই,

 
ফ্রি সেরা ভিপিএন সফটওয়্যার-বিডি টিপ্স টেক


vpn দিয়ে ফ্রি নেট 2017 vpn কিভাবে ব্যবহার করব কিভাবে ফ্রি নেট চালানো যায় স্কাই ভিপিএন ফ্রি নেট vpn কিভাবে সেট করবো কিভাবে ফ্রি ইন্টারনেট ব্যবহার করা যায় ফ্রি ইন্টারনেট চালানোর উপায় ২০১৮ ফ্রি ইন্টারনেট টিপস

 বর্তমানে অনেকেরই ধারণা যে শুধুমাত্র পেইড ভিপিএন হয়তো ট্রাস্টেট এবং নিরাপত্তা বজায় রেখে ভাল কাজ করে, কিন্তু ধারণাটি সম্পূর্ণ ভূল,বর্তমানে এমন অনেক ফ্রী ওয়ার ভিপিএন আছে যেগুলো কিনা আপনাকে কোন পেইড ভিপিএন এর সমমানের সেবা দিবে, তবে ভিপিএন ব্যবহার করার ক্ষেত্রে যেসব সতর্কতা অবল্মন করতে হবে, তা হলো
ফ্রিওয়ার ডাওনলোড করার সময় কোন এড বা অচেনা ফাইল ডাউনলোড করা যাবে না,  
না জেনে কোন ভিপিএন কানেক্ট করা যাবেনা,এতে আপনার মূল্যবান তথ্য হ্যাক হওয়ার সম্ভাবনা আছে,

  ভিপিএন সমর্থন করেনা এমন ওয়েবসাইট ভিপিএন দিয়ে ব্রাউজ করা থেকে বিরত থাকা এবং এসব সতর্কতা মাথায় রেখে আপনাদের জন্য এই পোষ্ট, এবং এই পোস্ট বর্তমানের সেরা এবং ফ্রি ভিপিএন নিয়ে আলোচনা করবো, তাহলে চলুন জেনে নেওয়া যাক ভিপিএন টি সম্পর্কে... ভিপিএন টির নাম হলো "Hotspot Shield" (ভিপিএন শিন্ড) বর্তমানের এই যুগে হাজারো ভিপিএন এর মাঝে সর্বোচ্চ সংখ্যক রেংকিং আছে এই ভিপিএন টি,এই ভিপিএন টি আপনি পাবেন

এন্ড্রয়েড অপারেটিং সিস্টেম এর জন্য এবং 
উইন্ডোজ অপারেটিং এর জন্য, যদিও এন্ডয়েড ভার্সনের জন্য এড এনাবল তবে উইডোজ এর জন্য সম্পূর্ণ এড মুক্ত,এটি আপনি পাবেন প্লে স্টোর,আমাজন স্টোর,এপিকে মিরর,সফটনিক সহ অন্যান্য এপ স্টোর গুলোতে বিনামূল্যে, আজ পর্যন্তই, ধন্যবাদ
যেকোনো প্রয়োজনে আমরা আছি
আমাদের ফেইসবুক গ্রুপ bd tech group
ফেইসবুক পেইজ bd tips tech
ইউটিউব চ্যানেল Youtube channel
Read More »

Tuesday, June 05, 2018

মাত্র ১৪ জনকে রেফার করে জিতে নিন ব্রাজিল, আর্জেন্টিনা ও জার্মানির জার্সি। একেবারে ফ্রিতে।

আশা করি পরম করুনাময় আল্লাহ তায়ালার রহমতে সবাই ভাল আছেন। আমি ও আল্লাহর রহমতে অনেক ভালো আছি।

MUV প্রতিষ্ঠান তাদের প্রচারের জন্য এ অফারটি দিয়েছে। এটির মাধ্যমে জার্সি ছাড়াও আরো অনেক কিছু আপনি ফ্রিতে নিতে পারবেন। এর জন্য আপনাকে পয়েন্ট জমাতে হবে।
জার্সির জন্য আপনার লাগবে ১৫০০ পয়েন্ট।
আপনি একাউন্ট খুলে এ কোডটি A3FWSU বসালে পাবেন ১০০ পয়েন্ট।
এটা আমার promotions code এর ফলে আমিও পাবো ১০০ পয়েন্ট। এরপর আপনি আপনার ১৪ জন ফেন্ডকে আপনার promotions code এর মাধ্যমে এড করলে পাবেন ১৪০০ পয়েন্ট। যা দিয়ে আপনি একটা জার্সি পেয়ে যাবেন।
১৫০০ পয়েন্ট হলে তে ক্লিক করে আপনার ঠিকানা দিবেন যে ঠিকানায় আপনার জার্সি পৌছালে আপনি পাবেন, সাথে ফোন নাম্বারও দিয়ে দিবেন।
কিভাবে একাউন্ট খুলবেন, কিভাবে জার্সি পাবেন তা নিচে Screen Shoot দিয়ে বিস্তারিত দেখানো হয়েছে।
আর জার্সি কিভাবে পাবেন তাও Screen Shoot এ লিখা আছে।
Apps টি ডাউনলোড় করতে Play store এ গিয়ে সার্চবক্স এ লিখুন MUV । অথবা নিচের লিংক এ ক্লিক করুন।
https://play.google.com/store/apps/details?id=com.muvasia.user

আমার কোডটি ব্যবহার করতে ভুলবেন না। A3FWSU



Apps টি কিছু পারমিশন চাইবে ওকে করে দিবেন। ফেনা নাম্বার দিয়ে next এ ক্লিক করুন। একটা এসএমএস আসবে কেড় ‍দিয়ে ভেরিফাই করুন।


উপরে বামে থ্রি -লাইন এ ক্লিক করুন।

Click~ Promotions

A3FWSU এ কোড টা দিয়ে ডানে ক্লিক করুন। ১০০ পয়েন্ট পাবেন।

Free Points এ ক্লিক করে বন্ধুদের invite করুন। ১৪ জনকে করলেই ১৫০০ পয়েন্ট হবে। যা ‍দিয়ে একটা জার্সি নিতে পারবেন।


যথেষ্ট পয়েন্ট হলে জার্সি বা অন্য কিছু কিনার জন্য Store এ ক্লিক করুন।
জর্সির জন্য Life Style এ ক্লিক করুন।
BUY তে ক্লিক করুন এবং আপনার ঠিকানা দিন যে ঠিকানায় আপনার জার্সি পাঠালে আপনি পাবেন সাথে ফোন নাম্বারও দিবেন।  এভার নিচের নির্দেশনা পড়ুন, কিভাবে জার্সি পাবেন তার জন্য।


আমার কোডটি ব্যবহার করতে ভুলবেন না। A3FWSU

সবাই, প্রযুক্তির সাথে থাকুন।
মাতৃভাষা বাংলাই হোক প্রযুক্তির ভাষা।
সবাইকে ধন্যবান জানাচ্ছি আমার এই টিউনটি পড়ার জন্য।
*****উপরের এই লেখাগুলি মুছে ফেলুন*****
যেকোনো প্রয়োজনে আমরা আছি
আমাদের ফেইসবুক গ্রুপ bd tech group
ফেইসবুক পেইজ bd tips tech
ইউটিউব চ্যানেল Youtube channel
Read More »

Sunday, June 03, 2018

যেভাবে ব্লক করবেন Adult বা অবাঞ্ছিত ওয়েবসাইট সমূহ। কোন সফটওয়্যার ছাড়াই

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,

আশা করি পরম করুনাময় আল্লাহ তায়ালার রহমতে সবাই ভাল আছেন। আমি ও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে কিভাবে আপনি ব্লক করবেন Adult বা অবাঞ্ছিত ওয়েবসাইট সমূহ।
Block Adult or Unwanted Website

আজকাল প্রায় দেখা যায় অনেক অবাঞ্ছিত ওয়েব সাইট আমাদের ‍সামনে চলে আসে। একটা লিংকে ক্লিক করলে দুই তিনটা লিংক ওপেন হয়ে যায়। অনেক সময় অনেক Adult সাইটও ওপেন হয়ে যায়। যা অন্য কারো সামনে আমাদেরকে লজ্জায় বা আনইজি অবস্থায় পেলে দেই। এছাড়াও পর্ন আসক্তি থেকে নিজেকে মুক্ত রাখতে Adult বা অবাঞ্ছিত ওয়েবসাইট সমূহ Block করে রাখা অতিব প্রয়োজন।

নিচের ভিডিওটিতে দেখানো হয়েছে কিভাবে আপনি কোন সফটওয়্যার ছাড়া Adult বা অবাঞ্ছিত ওয়েবসাইট Block সমূহ করবেন। এটির মাধ্যমে আপনার কম্পিউটারের সকল ব্রাউজারে আপনি যে সাইট ইচ্ছা সে সাইট Block করে রাখতে পারবেন।

ভিডিওটি দেখতে নিচে ক্লিক করুন।
ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে social media তে শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।

সবাই, প্রযুক্তির সাথে থাকুন।
মাতৃভাষা বাংলাই হোক প্রযুক্তির ভাষা।
সবাইকে ধন্যবান জানাচ্ছি আমার এই টিউনটি পড়ার জন্য।
আজকে এই পর্যন্ত, পরের টিউনে আবার দেখা হবে।

আল্লাহ হাফেজ।

যেকোনো প্রয়োজনে আমরা আছি
আমাদের ফেইসবুক গ্রুপ bd tech group
ফেইসবুক পেইজ bd tips tech
ইউটিউব চ্যানেল Youtube channel
Read More »

Thursday, March 29, 2018

অনলাইনে ইনভেস্ট ছাড়া টাকা আয় করতে গিয়ে কি বিফল হয়েছেন? তবে আর ১ বার শেষ চেষ্টা করে দেখুন

অনলাইনে আমরা যারা নতুন আছি প্রায় সবাই মোটামুটি ইনভেস্ট ছাড়া টাকা আয় করার জন্য কোনো না কোনো ভাবে চেষ্টা করেছি। কেউ হয়ত সফল হয়েছি আবার কেউ হয়ত বারবার হতাশ হয়েছি। যারা হতাশ হয়েছি তারা হয়ত মনে করছি আসলে ইনভেস্ট ছাড়া টাকা আয় করা সম্ভব নই। আমাদের এই ধারণা একেবারেই ভুল। সঠিক এবং কার্যকরী পন্থা অবলম্বন করে আমরা একটু ধৈর্য নিয়ে কাজ করলে নিশ্চয় পারব অনলাইনে আয় করতে। হয়ত ইনভেস্ট ছাড়া অনলাইনে প্রথম দিকে ততো বেশি আয় সম্ভব হবে না কিন্তু একবার আপনি সিদ্ধ হস্ত হয়ে গেলে আপনাকে ঠকাই কে? অনলাইনে এইসব কাজ করার প্রথমে যে বিষয়টা দেখে নেওয়া দরকার তা হল আমি যে ওয়েবসাইটে কাজ করছি সেটা আসলে পেমেন্ট করে কিনা। বর্তমানে অনলাইনে এমন ভুঁড়ি ভুঁড়ি ওয়েবসাইট পাওয়া যাবে যেগুলো আপনাকে প্রলোভন দেখিয়ে ফাঁদে ফেলবে। তাই একটু খোঁজখবর নিয়ে ওয়েবসাইটে কাজ করা উচিত।
যাই হোক, এবার আসল কথাই আসি। আজকে আমি আপনাদের সামনে অনলাইনে ইনভেস্ট ছাড়া আয় করার সবচেয়ে সহজ পন্থা গুলোর মধ্যে একটিকে নিয়ে এসেছি। আজকের এই পোস্টে আমি আপনাদের এমন একটি ওয়েবসাইটের সাথে পরিচয় করিয়ে দেব যার উপর আপনি সম্পূর্ণ আস্থা রাখতে পারেন।
এই ওয়েবসাইটটির নাম Makearn.

makearn.com এর মাধ্যমে টাকা আয়
Makearn.com


এবার পরিচয় পর্ব সেরে ফেলা যাকঃ

MakeEarn কি?  
MakeEarn হচ্ছে Online multiple networking site এরা আপনাকে প্রতিদিন ২০টা করে ভিডিও দিবে আর সে ভিডিও গুলো আপনাকে ৩মিনিট করে করে দেখতে হবে। এবং দেখা শেষে ভিডিও গুলো লাইক, শেয়ার করতে হবে।

MakeEarn কেন আপনাকে টাকা দিবে? 
এখন কথা আসতে পারে যে এই সাইট আপনাকে কেন টাকা দিবে? এদের লাভ কি?
যারা যারা ইউটিউব এ কাজ করেন তারা নিশ্চই জানেন যে একটা ভিডিওতে একদিনে ২-৪হাজার লাইক টিউমেন্ট শেয়ার পরলে সেই ভিডিও র‍্যাংক করে। এইটাই হচ্ছে এদের লাভ… ২০টা চ্যানেল থেকে এরা এভাবে চ্যানেল বারাতেই থাকবে আপনিও এদের ভিডিও র‍্যাংক করাতে সাহায্য করবেন এবং টাকা আয় করবেন

দিনে বা মাসে কত টাকা আয় করা যাবে? 
এখানে আপনাকে ২০টা করে ভিডিও দিবে ২০টা ভিডিও= $1 (৮০টাকা) মানে মাসে ২৬০০টাকার মত। এখানে আরেকটি মাধ্যম আছে আপনার আয় বাড়ানোর। সেটা হলো রেফারেল… আপনি যদি আপনার বন্ধদের কে রেফারেল করতে পারেন আপনার ইনকাম দ্বিগুণ হবে… জন প্রতি আপনি প্রতিদিন তার আয় থেকে ১০% কমিশন পাবেন। মানে আপনার ১০টা রেফারেল থাকলে আপনি প্রতিদিন $1 ফ্রি পাবেন।


[আপনাদের মধ্যে যাদের পি.টি.সি. সাইট গুলোতে কাজ করার অভিজ্ঞতা আছে তারা নিশ্চয় জানেন দৈনিক ১$ আয় করতে সেখানে কতো কষ্ট করতে হয়। সেই তুলনাই এই কাজ অনেক বেশি সহজ]



আশা করি আপনার আর কোন কনফিউশন নেই। এখান থেকে আমি অনেক টাকা উঠাইছি সুতরাং কোন সন্দেহ করার দরকার নেই।
চলুন শুরু করি, যারা মোবাইলে কাজ করবেন তারা Crome ব্রাউজার ব্যবহার করবেন, আর পিসি তে যে কোন ব্রাউজার হলেই চলবে।
http://www.makearn.com এ প্রবেশ করুন।

==> এবার Register এ ক্লিক করুণ এবং রেজিস্ট্রেশন ফরমটি পূরণ করুণ।
  • Full Name এর স্থানে আপনার নাম,
  • Country এর স্থানে Bangladesh
  • Phone  এর ঘরে একটি ফোন নাম্বার, Email এর ঘরে আপনার Email। তবে অবশ্যই Gmail হতে হবে।
  • Choose Password এর ঘরে পাসওয়ার্ড
  •  Re-type Password এর ঘরে সেই পাসওয়ার্ড টি আবার দিন।
  • তারপর Referral ID  এর ঘরে  ME73831 (রেফারেল আইডি ছাড়া কোন অ্যাকাউন্ট খুলতে পারবেন না।) 
      ফরম পূরণ শেষ হলে Register বাটনে ক্লিক করুণ।

====> কাজ শুরু করার পূর্বে আপনার মেইলে গিয়ে মেইলটি ভেরিফাই করুণ।

====> মেইল ভেরিফাই এর কাজ সম্পূর্ণ হলে এবার HOME এ ক্লিক করুণ এবং সেখানে লালবক্সে        দেখানো watch  এ  ক্লিক করুন।
makearn
Makearn.com


====>তারপর দেখুন ২০ টি ভিডিওর লিস্ট দেওয়া আছে। ভিডিও এর টাইটেল গুলোতে ক্লিক করে ভিডিও ওপেন করুণ । তবে আগে youtube.com এ সাইন ইন করে রাখুন।
makearn.com


=====> প্রতিদিন এই ২০ টি করে ভিডিও তিন মিনিট করে দেখুন।
তিন মিনিট ভিডিও দেখা শেষ হলে ভিডিওর মদ্ধে ক্লিক করলেদেখাবে কয় সেকেন্ড হয়েছে।তিন মিনিট হলে একটু অপেক্ষা করে দেখুন Watched লেখা উঠবে। Ok দিন।

=====> তারপর  ভিডিওর নীচে Click বাটনে ক্লিক করুন। আপনাকে youtube পেইজ এ নিয়ে যাবে। youtube এ  লাইক, Comment এবং Share করুন।

=====> যে কোন Comment যেমন nice, good etc. লিখলেও হবে। তবে সব ভিডিও তে একই Comment করবেন না।আর শেয়ার করলে google+ এ শেয়ার করা সহজ।আপনি চাইলে ২০ টি ভিডিও ২০ টি ট্যাব এ ওপেন করে একসাথেও দেখতে পারেন।এবার প্রথম পেইজ এ এসে পেইজটি Refresh করলে, দেখবেন ডলার জমে গেছে। যেই ভিডিও গুলো সঠিকভাবে দেখা হবে তার পাশে নিচের ছবির মত ব্রেকেটে (Watched) লিখা উঠবে।





কিসের মাধ্যমে টাকা পাবেন?
bkash/Bank/Paypal/Payonner এগুলোর মাধ্যমে।

কত ডলার হলে টাকা উঠানো যাবেঃ
এখান থেকে আপনি প্রতি ৫০ ডলার পরপর টাকা আপনার বিকাশ নাম্বারে পাঠাতে পারবেন।

যেকোনো প্রয়োজনে যোগাযোগ করতে পারেনঃ এই লিঙ্কে। আমার সাধ্যমত চেষ্টা করব আপনাকে সাহায্য করার।  





Read More »

Saturday, February 10, 2018

অপেরা মিনিতে বাংলা সঠিক ভাবে না আসলে

বিডি টিপ্স টেকে আপনাদের স্বাগতম।আশাকরি সবাই ভাল আছেন।আজ আপনাদের সাথে অপেরা মিনি নিয়ে একটি টিপ্স শেয়ার করতে যাচ্ছি।অনেক সমইয় দেখা যায় অপেরা মিনিতে বাংলা  সঠিকভাবে আসে না এলোমেলো ভাবে আসে।এর জন্য প্রথমে অপেরা মিনির সর্বশেষ ভার্সন ডাউনলোড করে নিনমোবাইল থেকে ডাউনলোড করতে যান m.opera.com আর যদি পিসি থেকে ডাউনলোড করেন তাহলে http://operamini.com এ যানতারপর আপনার মোবাইলে ইন্সটল করে নিন
 
অপেরা মিনিতে বাংলা সঠিক ভাবে না আসলে
অপেরা মিনিতে বাংলা সঠিক ভাবে না আসলে

 ইন্সটল হয়ে গেলে অপেরা মিনি ওপেন করে এর আড্রেস বার এ লিখুন about:config অথবা opera:config তাহলে এখন কিছু অপশন আসবেএর ৩ নম্বর যে অপশন আসবে (use bitmap fonts for complex scripts) এখানে yes করে দিনব্যস এবার দেখুন, মোবাইলে বাংলা সাইট গুলো সঠিকভাবে আসে কি নাআশাকরি সঠিকভাবে আসবে।পোস্টটি ভাল লাগলে কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করবেন।
Read More »
copyright 2014-2023@bdtipstech DMCA.com Protection Status