Ads By Blogger

Wednesday, May 01, 2019

২০১৯ সালের সেরা দশ ল্যাপটপ! -bd tips tech

প্রতি বছরের মত এবারও সেই ইলেকট্রনিক্স পণ্য নির্মাতা পণ্য প্রেমীদের নিয়ে আসর বসেছিল আমেরিকাতে। গত জানুয়ারি শুরু হয়েছিল এই আয়োজন। যেখানে একেকটি প্রতিষ্ঠান তাদের শ্রেষ্ঠত্ব জাহির করার জন্য তাদের সেরা পণ্যগুলো নিয়ে এসেছিল মিডিয়া এবং জনগণের সামনে।সে গুলো হলো,
২০১৯ সালের সেরা দশ ল্যাপটপ! bd tech blog
২০১৯ সালের সেরা দশ ল্যাপটপ! 
আসুস ল্যাপটপ দাম ২০১৮ সিঙ্গার ল্যাপটপ ২০১৮ ল্যাপটপ বাজার কোন ল্যাপটপ কিনবো কোন ব্র্যান্ডের ল্যাপটপ ভাল 2017 কিস্তিতে আসুস ল্যাপটপ পুরাতন ল্যাপটপ কিনবো কিস্তিতে ল্যাপটপ hp ২০১৯ সালের সেরা সব ল্যাপটপ থেকে বেছে নিন আপনার ল্যাপটপ ল্যাপটপ এর দাম 2018 bd tech blog tech site

/ হুয়াওয়ে মেটবুক 
/ মেটবুক এক্স প্রো 
/ স্যামসাং নোটবুক ফ্ল্যাশ 
/ লেনেভো ইয়োগা এস৯৪০ 
/ এসার সুইফট  
/ এলজি গ্রাম ১৭ 
/আসুস মাদারশীপ জিজেড৭০০ 
/এলিয়েনওয়ার এরিয়া-৫১এম 
/ ম্যকবুক প্রো 
১০/ তোশিবা স্যাটেলাইট সি৪০ 

এই সকল ল্যাপটপ সমূহ বাজারে খুব নাম করে চলেছে ২০১৯ ১ম দিক থেকে, এই ছিল এবছর ২০১৯ আসা সেরা কয়েকটি ল্যাপটপ ইচ্ছা করলে আপনি আপনার সাধ্য অনুযায়ী এখান থেকে বেছে নিতে আপনার পছন্দের ল্যাপটপ হোক সেটা আপনার পড়াশোনোর জন্য, অফিসিয়াল কাজের জন্য কিংবা গেম খেলার জন্য।
যেকোনো প্রয়োজনে আমরা আছি
আমাদের ফেইসবুক গ্রুপ bd tech group
ফেইসবুক পেইজ bd tips tech
ইউটিউব চ্যানেল Youtube channel
Read More »
ads

Sunday, October 14, 2018

ল্যাপটপের ব্যাটারি ঠিক রাখার কিছু টিপ্স যেনে জিন

bd tech blog এ আপনাদের স্বাগতম। আশা করি সবাই ভাল আছেন।
আমরা যারা ল্যাপটপ ইউস করি তারা সব সময় কিছু কমন চিন্তায় থাকি।



১। এই ব্যাটারি কি ভাল?

২। আমি যেভাবে ইউস করতেছি সেটা কি এর আয়ু কমাচ্ছে?

৩। কিভাবে আয়ু ধরে রাখবো?

৪ কিভাবে বুঝবো ব্যাটারি চেঞ্জ করার দরকার আছে কিনা

 
ল্যাপটপের ব্যাটারির যন্ত নিন-বিডি টিপ্স টেক
ল্যাপটপের ব্যাটারির যন্ত নিন-বিডি টিপ্স টেক



কিভাবে ল্যাপটপের ব্যাটারি ঠিক রাখবেন,ল্যাপটপের ব্যাটারির যত্ন রাখার উপায়,ল্যাপটপের যত্ন রাখার উপায়,ল্যাপটপ ব্যাটারি কিভাবে পরিবর্তন করা লাগে।



প্রথম কথা হল ব্যাটারী সময়ের সাথে সাথে আয়ু কমবে, এটা হবেই। কিন্তু এটা অনেক ধীরে ধীরে হয়। আবার অনেকের তারাতারিও হয়। কিন্তু এটা ইউস করার উপর অনেক টা নির্ভর করে। যা আমরা নিজেই নিয়ন্ত্রন করতে পারি। তা জন্য আমাদের কিছু জিনিস বুজতে হবে।

ল্যাপটপের চার্জঃ

আমাদের মনে রাখতে হবে ল্যাপ্টপের চার্জ নির্ভর করে mWh এর উপর, মিলি এম্পিয়ার এর উপর নয়।

আবার একটা ব্যাটারীর ধারন ক্ষমতা কতটুকু আছে তাও এর উপর নির্ভর করে। সেটা আমি এখন দেখাবো কিভাবে বুজবেন যে আপনার ল্যাপ্টপের ব্যাটারীর বর্তমান ধারন ক্ষমতা কত।

এটা মেনুয়ালি বের করা যায়। কিন্তু এই সফটওয়্যার দিয়েও দেখা যা। প্রথমে battery care সফটওয়্যার টি ডাউনলোড করে ওপেন করুন।
তাহলে নিচের চিত্রের মত আসবে।

এখানেই সব ইনফরমেশন পাবেন।

designed Capacity মানে হল এই ব্যাটারির বানানোর সময় এর ধারন ক্ষমতা এটাই ছিল

Full charged capacity মানে হল বর্তমানে চার্জ ফুল হলে কত চার্জ ধারন হয়।

current capacity value হল বর্তমান চার্জ

battery wear level হল আপনার বর্তমান ব্যাটারির ধারন ক্ষমতা কত, এটাই সবথেকে গুরুত্বপুর্ন। এটা যত বেশী আপনার ব্যাটারী তত ভাল আছে। নতুন ব্যাটারীর ক্ষেত্রে এটা ১০০% থাকে।

কিভাবে ব্যাটারী ভাল রাখবেন?

কিছু টিপস পালন করলে ব্যাটারী ভাল থাকে।

১। তাপমত্রা ঠিক রাখা, এটা করার জন্য আপনার এই সফটওয়্যার দরকার হবে। এটা দিয়ে বুঝবেন কত তাপমাত্রা আছে, বেশী উত্তপ্ত হলে এটা দেখায় দিবে, তাই বেশী কিছুর দরকার নাই শুধু ইন্সটল করলেই হবে।

২। সব সময় ফুল চার্জ রাখবেন, লিথিয়াম আয়ন ব্যাটারী সব সময় ফুল চার্জ রাখা ভাল, চার্জ ফুল থাকার পরও প্লাগ ইন করে চালান। অনেকেই চার্জ শেষ করে আবার ফুল আবার চার্জ আবার ফুল করে। এতে ব্যাটারীর ধারন ক্ষমতে কমে যায়।

৩। কিছুদিন পর পর ব্যাটারী ক্যালিবারেশন করতে হয়। একটু আগে যে সফটওয়্যার দিয়েছি তা ইনস্টল করা থাকলেই বুঝবেন কখন দেয়া লাগবে। আবার নিয়মটাও সেখানে দেয়া আছে। এতে battery waer level বাড়ে।



তো আজ এই পর্যন্তই। ভাল থাকবেন সবাই। আমার পরের টিউনে লিখবো কিভাবে ব্যাটারী ক্যালিবারেশন করার লাগে। ভাল থকবেন সবাই।
  যেকোনো প্রয়োজনে আমরা আছি
আমাদের ফেইসবুক গ্রুপ facebook group
ফেইসবুক পেইজ facebook page
ইউটিউব চ্যানেল Youtube
Read More »

Thursday, April 05, 2018

ভিডিও বা অডিও থেকে নয়েজ দূর করুন। ছোট একটা App দিয়ে।

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,
আশা করি পরম করুণাময় আল্লাহ তায়ালার রহমতে সবাই ভাল আছেন।
আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি।
আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে কিভাবে আপনি ভিডিও বা অডিও থেকে নয়েজ দূর করবেন।
যারা ইউটিউবে কাজ করেন অর্থাৎ ইউটিউবে যারা ভিডিও আপলোড করেন, তাদের ভিডিওর বিশেষ একটা অংশ হচ্ছে অডিও।

অডিও যদি স্পষ্ট না হয় তবে সম্পূর্ণ ভিডিওটাই ভিতা, ভিউয়ারের কাছে ভিডিওটি গ্রহণযোগ্যতা পাবে না।  এর জন্য দরকার অডিও থেকে অনাকাঙ্খিত শব্দ দূর করা। আর আমাদের মধ্যে সবার কাছে এত দামী মাইক্রোফোন নাই যে আমাদের ভিডিওতে নয়েজ হবে না।
এ জন্য আমরা বিভিন্ন সফট্ওয়্যারের মাধ্যমে নয়েজ বা গোলমাল জাতীয় শব্দ দূর করে থাকি।
আজকে আমি এমনি একটা সফট্ওয়্যারের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব যা দিয়ে আপনি অতি সহজে নয়েজ দূর করতে পারবেন।
ভিডিও থেকে নয়েজ দূর করতে ভিডিওটিকে অডিও করে নিন। তারপর অডিওটিকে ভিডিওর সাথে ভিডিও এডিটর দিয়ে যুক্ত করে দিবেন।
কিভাবে নয়েজ দূর করবেন তা নিচের ভিডিওটিতে দেখানো হয়েছে।
ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে social media তে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।

সবাই, প্রযুক্তির সাথে থাকুন।
মাতৃভাষা বাংলাই হোক প্রযুক্তির ভাষা।
সবাইকে ধন্যবান জানাচ্ছি আমার এই টিউনটি পড়ার জন্য।
কোন ভুল হলে ক্ষমার ‍দৃষ্টিতে দেখবেন।
আজকে এই পর্যন্ত,পরের টিউনে আবার দেখা হবে।
*****উপরের এই লেখাগুলি মুছে ফেলুন*****
যেকোনো প্রয়োজনে আমরা আছি
আমাদের ফেইসবুক গ্রুপ bd tech group
ফেইসবুক পেইজ bd tips tech
ইউটিউব চ্যানেল Youtube channel
Read More »

আপনার পুরাতন লাপটপ বা যেকােনা পিসিকে বানিয়ে ফেলুন ক্রোমবুক।

আজেকর দিনে আমােদর কম্পিউটিং চাহিদা শুধু একটি ইন্টারনেট ব্রাউজারই মিটিয়ে দেয়। যিদ বিল আবার িনেজর কথা, তা কিউটার অন কেরই বাস গল াম াউজার ওেপন কের ফিল আর িগং কের দয়, আর িকছুর দরকারই পেড় না বিশরভাগ সময়।

তা আপিনও যিদ এমন কান ইউজার হান, কিউটার ধু ইটারেনট, লখােলিখ, আর িকছু বিসক অািেকশেনর জ ববহার কেরন তা বিশ টাকা খরচ কের উইেডাজ লাপটপ কনার কানই েয়াজন নই। ামবুক েলা িক খুব হাই কনিফগার কিউটার হয় না, াম অপােরিটং িসেম যেকােনা নমাল বা পুরাতন কিউটার েলােতও আরােম চলেত পাের। তাহেল আপনার পুরাতন উইেডাজ কিউটার বা লাপটপ'ক ামবুেক পিরনত করেল কমন হয়?
এই িটউেন এই িবষয় িনেয়ই আেলাচনা করেবা ; কিভােব আপনার পুরাতন লাপটপ বা যেকােনা কিউটার ' ক ামবুেক পিরনত করেবন। তা করা যাক পুরাতন লাপটপ টু ক্রোমবুক।
াম ওএস উপেভাগ করার জ আপনােক াড িনউ ামবুক কনার কানই েয়াজনীয়তা নই। হেত পাের আপনার বািড়েত পুরাতন উইেডাজ লাপটপ বা কিউটার পেড় আেছ, যটােত খুব মুশিকল কের উইেডাজ এিপ চেল।
আপনার পুরাতন ল্যাপটপ বা কাম্পিউটারকে কিভাবে ক্রোমবুক করবেন তা জানতে নিচের ভিডিওটি দেখুন।




*****উপরের এই লেখাগুলি মুছে ফেলুন*****
যেকোনো প্রয়োজনে আমরা আছি
আমাদের ফেইসবুক গ্রুপ bd tech group
ফেইসবুক পেইজ bd tips tech
ইউটিউব চ্যানেল Youtube channel
Read More »

Sunday, November 13, 2016

কিভাবে বুঝবেন আপনার ল্যাপটপের ব্যাটারি পরিবর্তন করা দরকার

(বিডি টিপ্স টেক)স্ক্রিনের আলো কমিয়েছেন, সকল অ্যাপ, অব্যবহৃত অ্যান্টেনা বন্ধ করে দিয়েছেন কিন্তু তবুও আপনার ল্যাপটপের ব্যাটারি চার্জ ধরে রাখতে পারছে নাতাহলে সম্ভবত ব্যাটারিটা পরিবর্তন করার সময় হয়েছে
 
কিভাবে বুঝবেন আপনার ল্যাপটপের ব্যাটারি পরিবর্তন করা দরকার
কিভাবে বুঝবেন আপনার ল্যাপটপের ব্যাটারি পরিবর্তন করা দরকার  

kwyword:ল্যাপটপের ব্যাটারি সমস্যা,ল্যাপটপের চার্জ থাকেনা,ল্যাপটপের ব্যাটারি নস্ট হয়ে গেছে,ল্যাপটপের ব্যাটারির ব্যাকআপ কমে গেছে,ব্যাটারির আয়ু বৃদ্ধি করার উপায়,কিভাবে বুঝবেন ল্যাপটপে আগের মত চার্জ থাকেনা,ল্যাপটপের অনেকক্ষন চার্জ ধরে রাখার উপায়,কিভাবে ল্যাপটপে অনেকক্ষন চার্জ রাখবেন,বিডি টেকনোলজি,বাংলা টেকনোলজি,বাংলা টেক সাইট

একটি ব্যাটারীর চার্জ ধারণক্ষমতা সময় গড়ানোর সাথে সাথে নিঃশেষিত হয়ব্যাটারির বয়স বাড়ার সাথে সাথে আপনার উচ্চ-সহনশীল ল্যাপটপও এক সময় ঘন্টা দুয়েক বাদে বন্ধ হয়ে যায়ফোন এবং ট্যাবলেটে এ সমস্যা হয়

আপনার ল্যাপটপের ব্যাটারি পরিবর্তন করা লাগবে কিনা তা খুব সহজেই উইন্ডোজ ব্যাটারি রিপোর্ট দেখে নির্ধারণ করতে পারবেন আপনিঅর্থাৎ, ল্যাপটপে উইন্ডোজ অপারেটিং সিস্টেম  ব্যবহারকারীরা ব্যাটারি রিপোর্ট দেখে এটি বুঝতে পারবেন

উইন্ডোজে যেভাবে ব্যাটারী রিপোর্ট পাবেন:


১. ল্যাপটপের স্ক্রিনের নিচের বামদিকে ডান মাউস ক্লিক করে কমান্ড প্রম্পট সিলেক্ট করতে হবে

২. কমান্ড প্রম্পটে গিয়ে powercfg /batteryreport টাইপ করে এন্টার বাটন চাপ দিতে হবেচাপ দেওয়ার পরপরই একটি ফাইল সেভ হচ্ছে বলে আপনাকে মেসেজের মাধ্যমে জানানো হবে

৩. ইউজার ফোল্ডারে গিয়ে ব্যাটারি রিপোর্টে ডাবল ক্লিক করে এটি খুলে পড়তে পারবেন

ব্যাটারি রিপোর্ট থেকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানা যাবেআপনার ব্যাটারির ধারণ ক্ষমতার ইতিহাস (কিভাবে এটি সময় গড়ানোর সাথে সাথে নিঃশেষ হয়েছে), বিগত তিনটি চার্জ চক্রের বিশ্লেষণ ইত্যাদি জানা যাবেতবে সবচেয়ে গুরুত্বপূর্ণ মেট্রিক হলো, ডিজাইনের ধারণক্ষমতা বনাম ফুল চার্জ ধারণক্ষমতা

ডিজাইনের ধারণ ক্ষমতা হলো চার্জ শূণ্য অবস্থায় এটি কতটুকু শক্তি সঞ্চয়ে করতে পারেআর ফুল চার্জ ধারণা ক্ষমতা হলো ব্যাটারীটি এখন কতটুকু শক্তি ধারণ করতে পারেউদাহরণস্বরূপ কারো ল্যাপটপের ডিজাইন ধারণ ক্ষমতা হলো ৪৬,০৩০ ওয়াট কিন্তু ঐ ব্যাটারীটির এখন ফুল চার্জ ধারণ ক্ষমতা ৩৯,০৩০ ওয়াট


উপরিউক্ত ব্যাটারীটি এখনও পর্যন্ত ভালো সার্ভিস দিতে সক্ষমকিন্তু যতই আপনার ল্যাপটপের ব্যাটারীর ফুল চার্জ ধারণ ক্ষমতা ডিজাইন ধারণ ক্ষমতা থেকে কমতে থাকবে ততই এটি অবনতির দিকে যাবে এবং আপনার ব্যাটারী প্রতিস্থাপন করার সম্ভাবনা বাড়তে থাকবেআশাকরি ব্যাপারটি বুঝতে পেরেছেনকোন সমস্যা হলে কমেন্ট করে জানাবেন
Read More »
copyright 2014-2023@bdtipstech DMCA.com Protection Status