Ads By Blogger

Sunday, July 22, 2018

কিভাবে ফেইসবুকে লগিন নটিফিকেশন চালু করবেন

বিডি টিপ্স টেকে আপনাদের সবাইকে স্বাগতম।আজ আমি দেখাবো কিভাবে ফেইসবুকে লগিন নটিফিকেশন চালু করবেন।এটি চালু করে আপনি আপনার ফেইসবুকের সিকিওরিটি হাই করতে পারেন।কারন এটি চালু করলে আপনার এক্যাউন্টে কেউ যদি লগিন করে তাহলে সাথে সাথে আপনার মোবাইলে/ইমেইলে মেসেজ পাবেন।
এটি চালু করতে চাইলে
প্রথমে আপনাকে যেতে হবে ফেসবুক সেটিংস অপশনে। সেখানে ক্লিক করলেই পাবেন security settings। Security settings অপশনে ক্লিক করলেই আপনি অনেকগুলো অপশন পাবেন।
সেখান থেকে login alerts option-এ যান।তাহলে নিচের চিত্রের মত দেখতে পাবেন।

এখান থেকে আপনি যেটির মাধ্যমে নটিফিকেশন পেতে চান ঐটার পাশে edit এ ক্লিক করে অন করে নিন।
এটি অন করলেই আপনার ফেসবুক অ্যাকাউন্টে কোন নতুন ডিভাইস বা অনন্য কেউ লগ ইন করতে গেলেই আপনার কাছে নোটিফিকেশন আসবে।
পোস্টটি ভাল লাগলে কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।
এরকম আরো পোস্ট পেতে প্রতিদিন ভিজিট করুন Bd Tips Tech.
Read More »
ads

technology ইর কিছু short term এর full meaning


বিডি টিপ্স টেকে আপনাদের সবাইকে স্বাগতম।আশা করি সবাই ভাল আছেন।জীবনে ব্যবহৃত কিছু শব্দের পূর্ণরূপ:-

১। HTTP এর পূর্ণরূপ — Hyper Text Transfer
Protocol.

২। HTTPS এর পূর্ণরূপ — Hyper Text Transfer
Protocol Secure.

৩। IP এর পূর্ণরূপ— Internet Protocol.
৪। URL এর পূর্ণরূপ — Uniform Resource Locator.

৫। USB এর পূর্ণরূপ — Universal Serial Bus.

৬। VIRUS এর পূর্ণরূপ — Vital Information
Resource Under Seized.

৭। SIM এর পূর্ণরূপ — Subscriber Identity
Module.

৮। 3G এর পূর্ণরূপ — 3rd Generation.

৯। GSM এর পূর্ণরূপ — Global System for Mobile
Communication.

১০। CDMA এর পূর্ণরূপ — Code Division Multiple
Access.

১১। UMTS এর পূর্ণরূপ — Universal Mobile
Telecommunication System.

১২। RTS এর পূর্ণরূপ — Real Time Streaming

১৩। AVI এর পূর্ণরূপ — Audio Video Interleave.

১৪। SIS এর পূর্ণরূপ — Symbian OS Installer File.

১৫। AMR এর পূর্ণরূপ — Adaptive Multi-Rate
Codec

১৬। JAD এর পূর্ণরূপ — Java Application
Descriptor.

১৭। JAR এর পূর্ণরূপ — Java Archive.

১৮। MP3 এর পূর্ণরূপ — MPEG player lll.

১৯। 3GPP এর পূর্ণরূপ — 3rd Generation
Partnership Project.

২০। 3GP এর পূর্ণরূপ — 3rd Generation Project.

২১। MP4 এর পূর্ণরূপ — MPEG-4 video file.

২২। AAC এর পূর্ণরূপ — Advanced Audio Coding.

২৩। GIF এর পূর্ণরূপ — Graphic Interchangeable
Format.

২৪। BMP এর পূর্ণরূপ — Bitmap.

২৫। JPEG এর পূর্ণরূপ — Joint Photographic
Expert Group.

২৬। SWF এর পূর্ণরূপ — Shock Wave Flash.

২৭। WMV এর পূর্ণরূপ — Windows Media Video.

২৮। WMA এর পূর্ণরূপ — Windows Media Audio.

২৯। WAV এর পূর্ণরূপ — Waveform Audio.

৩০। PNG এর পূর্ণরূপ — Portable Network
Graphics.

৩১। DOC এর পূর্ণরূপ — Document (Microsoft
Corporation).

৩২। PDF এর পূর্ণরূপ — Portable Document
Format.

৩৩। M3G এর পূর্ণরূপ — Mobile 3D Graphics.

৩৪। M4A এর পূর্ণরূপ — MPEG-4 Audio File.

৩৫। NTH এর পূর্ণরূপ — Nokia Theme.

৩৬। THM এর পূর্ণরূপ — Themes (Sony
Ericsson).

৩৭। MMF এর পূর্ণরূপ — Synthetic Music Mobile
Application File.

৩৮। NRT এর পূর্ণরূপ — Nokia Ringtone.

৩৯। XMF এর পূর্ণরূপ — Extensible Music File.

৪০। WBMP এর পূর্ণরূপ — Wireless Bitmap
Image.

৪১। DVX এর পূর্ণরূপ — DivX Video.

৪২। HTML এর পূর্ণরূপ — Hyper Text Markup
Language.

৪৩। WML এর পূর্ণরূপ — Wireless Markup
Language.

৪৪। CD এর পূর্ণরূপ — Compact Disk.

৪৫। DVD এর পূর্ণরূপ — Digital Versatile Disk.

৪৬। CRT — Cathode Ray Tube.

৪৭। DAT এর পূর্ণরূপ — Digital Audio Tape.

৪৮। DOS এর পূর্ণরূপ — Disk Operating System.

৪৯। GUI এর পূর্ণরূপ — Graphical User Interface.

৫০। ISP এর পূর্ণরূপ — Internet Service Provider.

৫১। TCP এর পূর্ণরূপ — Transmission Control
Protocol.

৫২। UPS এর পূর্ণরূপ — Uninterruptible Power
Supply.

৫৩। HSDPA এর পূর্ণরূপ — High Speed Down-
link Packet Access.

৫৪। EDGE এর পূর্ণরূপ — Enhanced Data Rate for
GSM [Global System for Mobile
Communication]

৫৫। VHF এর পূর্ণরূপ — Very High Frequency.

৫৬। UHF এর পূর্ণরূপ — Ultra High Frequency.

৫৭। GPRS এর পূর্ণরূপ — General Packet Radio
Service.

৫৮। WAP এর পূর্ণরূপ — Wireless Application
Protocol.

৫৯। ARPANET এর পূর্ণরূপ — Advanced
Research Project Agency Network.

৬০। IBM এর পূর্ণরূপ —International Business
Machines.

Read More »

আসুন জেনে নিই পৃথিবীর প্রথম ব্যক্তি সমন্ধে যিনি এইচআইভি থেকে আরোগ্য লাভ করেছেন

স্বাগতম বিডি টিপস টেকে ।আজ আপনাদের সাথে একজন মানুষের সমন্ধ্যে আলোচনা করবো যে টিমোথি রে ব্রাউন পৃথিবীর প্রথম ব্যক্তি যিনি এইচআইভি থেকে আরোগ্য লাভ করেছেন তার শরীরে লিউকেমিয়া বিকশিত হওয়ার 11 বছর আগেই তিনি ভাইরাসটি বহন করেছিলেন ।যখন যখন তার অস্থিমজ্জা ট্রানন্সপ্লেন্ট করা হয় ,তখন নাটকিয় ভাবে তার শরীর থেকে এইচআইভি ভাইরাস অদৃশ্য হয়ে গেছে মেডিকেল সায়েন্সটিস্টরা কয়েক বছর ওর রক্ত  পরীক্ষার করেও এর কারন বের  করতে পারিনি .
টিমোথি রে ব্রাউন-bd tips tech
টিমোথি রে ব্রাউন-bd tips tech
 
টিমোথি রে ব্রাউন একজন এমেরিকানবাসী এবং প্রথম এইচআইভি থেকে পরিত্রান পাওয়া ব্যাক্তি। 1995 সালে বার্লিনে পড়াশোনা করার সময় ব্রাউনএর শরীরে এইচআইভি ধরা পড়ে জার্মানির ডাক্তার রা তাকে বার্লিন পেশেন্ট নাম দেন।



007 সালে, ব্রাউন, যিনি এইচআইভি পজিটিভ হিসাবে নিষ্ক্রিয় ছিলেন, লিউকেমিয়া রোগের চিকিৎসার জন্য হ্যাটটোপোইটিক স্টেম সেল ট্রান্সপ্লান্টেশন নামে পরিচিত একটি চিকিৎসা গ্রহণ করেন মিউটেশনের স্বেচ্ছাসেবী দাতাদের কাছ থেকে, বার্লিনের ডাক্তাররা [CCR5] -Δ32 স্বতঃস্ফূর্ত ব্যক্তিকে একটি বিরল ধরনের দুটি জেনেটিক কপি দিয়ে নির্বাচিত করেছিলেনদাতা কোষের এই জেনেটিক বৈশিষ্ট্যটি এইচআইভি সংক্রমনএর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে প্রতিবছর এই প্রক্রিয়াটি  রিপিট করা হইয় । প্রাথমিক প্রতিস্থাপনের তিন বছর পর এবং এন্টিরেট্রোভাইরাল থেরাপির বিরতি সত্ত্বেও, গবেষকরা আবিষ্কার করেন যে ট্রান্সপ্ল্যান্ট প্রাপকের রক্তে এইচআইভি নেই এইচআইভি-নির্দিষ্ট অ্যান্টিবডিগুলির মাত্রাও হ্রাস পেয়েছে, এর ফলে ধারণা করা হয় যে রোগীর কার্যকরী এইচআইভি আরোগ্য লাভ হয়েছে যাইহোক, বিজ্ঞানীরা জোর দিয়ে বলেন যে এটি একটি অস্বাভাবিক ঘটনা যা সব সময় ঘটে না সম্ভাব্য মারাত্মক ট্রান্সপ্ল্যান্ট জটিলতাগুলি বোঝায় যে এইচআইভি সংক্রমণের অন্য কোথাও কার্যকরী হতে পারে না, এমনকি যদি যথেষ্ট সংখ্যক উপযুক্ত দাতারা পাওয়া যায়

তবে যাই হোক  টিমোথি রে ব্রাউন আরোগ্য লাভ করেছেন স্টেম সেল এর অস্বাভাবিক প্রকৃতির কারনে । টিমোথি রে ব্রাউন ছাড়াও আরো ছয়জন আছে যারা এইচআইভি থেকে মুক্তি পেয়েছেন  স্টেম সেল ট্রান্সপ্লান্টেশেন পর ।যাই এটিকে  এইচআইভি বিরুদ্ধে মেডিকেল সায়েন্সের যুগান্তকারী আবিষ্কার মনে করা  হয়।
 

যেকোনো প্রয়োজনে আমরা আছি
আমাদের ফেইসবুক গ্রুপ facebook group
ফেইসবুক পেইজ facebook page
ইউটিউব চ্যানেল Youtube
Read More »

মাছ সম্পর্কিত কিছু অজানা তথ্য-২


মাছ সম্পর্কে আমরা সবাই কমবেশি জানি। তবে চেনাজানা এই প্রাণিটি সম্পর্কে অনেক অজানা বিষয় আছে, যা জানলে আপনি অবাক হবেন। চলুন মাছ সম্পর্কিত কিছু অজানা তথ্য জেনে নেওয়া যাক 
মাছ সম্পর্কিত কিছু অজানা তথ্য
মাছ সম্পর্কিত কিছু অজানা তথ্য

 জেনে নিন অজানা কিছু মজার তথ্য!!,মাছ নিয়ে কিছু মজার তথ্য,বিজ্ঞানের কিছু মজার তথ্য,জাতীয় মাছ ইলিশের মজার কিছু তথ্,গভীর সাগরের অসাধারণ ১০ তথ্য জেনে নিন,মজার তথ্য,অজানা তথ্য

মৎস্যজীবীদের দেশ বলা হয় নরওয়েকে
মাছ পৃথিবীর প্রাচীনতম ইনহিবিটর। মাছ পৃথিবীতে আছে ৪৫০ মিলিয়ন বছর আগে থেকে। পৃথিবীতে যখন ডায়নোসোর বিচরণ করতো, তার বহু আগে থেকেই মাছের অস্তিত্ব ছিল
পৃথিবীতে মাছের ২৫ হাজার প্রজাতি শনাক্ত করা হয়েছে। আরো ১৫ হাজার প্রজাতি আছে যাদের এখনো শনাক্ত করা যায়নি
মাছের প্রজাতি মধ্যে ৪০% মিঠা পানিতে বাস করে
বেশিরভাগ লিপস্টিক তৈরিতে মাছের আঁশ ব্যবহার করা হয়!
মাছের সমস্ত শরীরেই স্বাদ কুঁড়ি বা টেস্ট বাড থাকে। তাই এরা মুখ ব্যবহার করা ছাড়াও স্বাদ গ্রহণের ক্ষমতা রাখে
মাছেরা বিপরীত বর্ণবৈচিত্র্য যুক্ত। মাছকে পানির মধ্যে যেনো কম দেখা যায় এজন্যই এদের এই বৈশিষ্ট্য। এদের পৃষ্ঠ দিক গাঁঢ় বর্ণের হয়, পাশের দিক হালকা বা রূপালী বর্ণের হয় এবং পেটের দিক উজ্জ্বল হয়। তবে নানা রঙের বাহারি রঙিন মাছও আছে বিস্তর
উভচর, পাখি, সরিসৃপ স্তন্যপায়ীর চেয়ে বেশি প্রজাতি মাছের। আনুমানিক ৩২ হাজার প্রকারের মাছ আছে
মাছেদের বিশেষায়িত অনুভূতি অঙ্গ আছে, যাকে লেটেরাল লাইন বলে। অঙ্গটি রাডারের মত কাজ করে এবং অন্ধকার অস্পষ্ট পানিতেও সঠিক পথে যেতে সাহায্য করে
কিছু মাছ তাদের জীবনচক্রে লিঙ্গ পরিবর্তন করতে পারে!
কিছু মাছের অনবরত সাঁতার কাটতে হয়। হাঙ্গর কিছু মাছের বায়ু থলি নেই। এজন্য এরা অনবরত সাঁতার কাটে অথবা পানির তলদেশে বিশ্রাম নেয়
মাছের চমৎকার স্পর্শ অনুভূতি, স্বাদ অনুভূতি দৃষ্টিশক্তি আছে। আবার কিছু মাছের শোনার গন্ধ শোঁকার অনুভূতি থাকে। স্তন্যপায়ী পাখিদের মতোই মাছেরাও ব্যথা স্ট্রেস অনুভব করে
শুনে একটু আশ্চর্য হবেন যে, মাছেরাও ডুবে মরতে পারে! যদি পানিতে পর্যাপ্ত অক্সিজেন দ্রবীভূত না থাকে তাহলে মাছ সত্যিই ডুবে মারা যেতে পারে
বিশেষ ধরণের মাছ পাফার ফিশ এমন পরিমাণে বিষ থাকে যার দ্বারা ৩০ জন মানুষের মৃত্যু হতে পারে। বিষ সায়ানাইডের চেয়ে ১২০০ গুণ বেশি শক্তিশালী। #সংগ্রহে- সোহানুর শুভ,মাৎস্যবিজ্ঞান অনুষদ, হাবিপ্রবি

যেকোনো প্রয়োজনে আমরা আছি
আমাদের ফেইসবুক গ্রুপ bd tech group
ফেইসবুক পেইজ bd tips tech
ইউটিউব চ্যানেল Youtube channel
Read More »

আসুন জেনে নিই কিছু মজার তথ্য

বিডি টিপস টেকে আপনাদের স্বাগতমআপনাদের সাথে কিছু মজার বিষয় শেয়ার করবোতথ্য গুলি ইন্টারনেট থেকে সংগ্রহ করাতাই যদি কোন ভুল থাকে তাহলে বলবেন রিভুম করে দিবো
 
মজার তথ্য-bdtipstech
মজার তথ্য-bdtipstech
Keyword:কিছু মজার তথ্য,জানুন কিছু মজার খবর,কিছু মজার তথ্য জেনে নিন,আপনাদের জন্য মজার খবর,বিস্ময়কর কিছু মজার তথ্য,কিছু বিস্ময়কর তথ্য জেনে নিন,কিছু মজার জেনে bd tricks tips থেকে,মজা তথ্য জেনে বিডি বাংলা ব্লগ থেকে,বিডি টেক ব্লগ



গুগলের সার্চ বক্সে যদি elgooG অর্থাত্ গুগল উল্টা লিখে সার্চ দেয় হয় তবে তা এমন এক গুগল ওয়েবসাইটে নিয়ে যাবে যা অরিজিনাল সাইট থেকে সম্পূর্ণ উল্টো!

সারাবিশ্বে COCA-COLA'র প্রস্তুত প্রণালী মাত্র দুজন জানে এবং তাদের একই বিমানে যাতায়াত নিষিদ্ধ!

আলেক্সান্ডার গ্রাহাম বেল কখনই তার মা অথবা বউকে ফোন করেনি, কারন তারা দুইজন বধির ছিলো

কম্পিউটারে সাথে ব্যাবহারের জন্য প্রথম মাউস আবিষ্কার করেন Douglas Englebart নামের ভদ্রলোক, ১৯৬৪ সালে সেটি বানানো হয়েছিলো কাঠ দিয়ে!

নারীদের তুলনায় পুরষেরা ছোট ছোট অক্ষর ভাল পড়তে পারেনআর নারীদের শ্রবণ শক্তি পুরুষের তুলনায় বেশী

পিক্সেল এর হিসেবে মানুষের চোখ ৫৭৬ মেগা পিক্সেল!

অংকে এক মিলিয়ন লিখতে ৭টি সংখ্যা লাগেতেমনি ইংরেজিতে মিলিয়ন শব্দটি লিখতে ৭টি অক্ষর লাগে

হাঙর এর কোনও প্রকার রোগ ব্যাধি হয় না!!

ডিমের কুসুম যাতে খোসায় লেগে যেতে না পারে , তাই মুরগি তার ডিমকে দিনে প্রায় ৫০ বার উল্টে দেয়

১০ এশিয়ার একমাত্র খ্রিস্টান রাষ্ট্র হলো ফিলিপাইন!!

১১ আপনি যদি কারো দিকে তাকিয়ে নিঃশব্দে কালারফুল শব্দটি উচ্চারন করেন, আপনার মুখভঙ্গি দেখে মনে হবে, আপনি তাকে আই লাভ ইউ বলছেন!

১২ বৈবাহিক জীবন ৫০বছর হলে সেই দম্পতিকে প্রেসিডেন্ট পদক দেয়া হয় - পোল্যান্ডে !

১৩ সাগর মহাসাহরের তলদেশে যত সোনা পড়ে আছে তা যদি উত্তোলন করে পৃথিবীর সব মানুষের মধ্যে বিলিয়ে দেয়া হয় তাহলে প্রতিটি মানুষের ভাগে পড়বে ২০ কেজি করে সোনা

১৪ তুলনামূলক পৃথিবীর সবচেয়ে শক্তিশালী প্রাণী হল পিঁপড়া যে নিজের ওজনের ০৯ গুণ ওজন বহন করতে পারে

১৫ এক বক্স তাসের ৪টি রাজা ইতিহাসের ৪জন বিখ্যাত রাজার প্রতীকতারা হলেনঃ রাজা দাউদ, আলেকজান্ডা র, জুলিয়াস সিজার এবং শার্লিম্যান

১৬ মধ্যযুগে আলকেমিরা বিভিন্ন ধাতুকে স্বর্ণে রূপান্তর করার ব্যর্থ প্রয়াস চালিয়ে চাঞ্চল্য সৃষ্টি করেছিলেনতাদের দ্বারা অনুপ্রাণিত হয়েই কিনা জানা যায়নি, তবে স্যার আইজাক নিউটনও সময় ব্যয় করেছিলেন স্বর্ণ তৈরির আশায়

১৭ ডায়েট কোকাকোলা পানির ভিতরে ঢাললে পানির উপরে ভেসে থাকবেকিন্ত সাধারণ যে কোকাকোলা আছে তা পানিতে ঢাললে পানির সাথে মিশে যাবে

১৮ হিটলারের প্রথম ভালোবাসা ছিল একজন ইহুদী তরুণীকিন্তু সাহসের অভাবে হিটলার তার ভালোবাসার কথা সেই তরুণীকে জানাতেই পারেন নি! অথচ এ ব্যক্তিই পরবর্তী জীবনে হত্যা করেছেন বহু ইহুদীকে

১৯ অধিক মেয়েদের সাথে বসার সুযোগের জন্য বিল গেটস তাঁর স্কুলে আসনবিন্যাসের প্রোগ্রাম কোড পরিবর্তন করে দিয়েছিলেন

২০ সিঙ্গাপুরকে বলা হয় সিংহের শহর বা লায়ন সিটিঅথচ বাস্তবে গোটা সিঙ্গাপুরে একটাও সিংহ নেই

২১ বিল ক্লিনটন তার প্রেসিডেন্সির ৮ বছরে মাত্র দুটি ই-মেইল সেন্ট করেছিলেন নিজে

২২*কচ্ছপ /কাছিম যতই দূরেই থাকুক ব্রিডিং করার জন্য সে তার জন্মস্থানে ফিরে আসে।

২৩*তিমি কিন্তু মাছ নয়,স্তনপায়ী প্রাণী,সেও তার বাচ্ছাদের দুধ খাওয়াই।

২৪*মানুষের চরিত্রের জন্য জিণ দায়ী,যা মা বাবা থেকে সন্তানের দেহে স্থানানস্তরিত হয়।সে হিসেবে বলা যায়,কেউ যদি বদ মেজাজী হয়,তার পূর্বপুরুষ কেউ না কেউ বদমেজাজী ছিল।

তথ্য গুলি যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার এবং কমেন্ট করে জানাবেন।
আর হে আপনি যদি কোন মজার তথ্য জানেন,তাহলে কমেন্ট করুন এড করে আপনার ক্রেডিট সহ।
ধন্যবাদ।আমরা আছি
আমাদের ফেইসবুক গ্রুপ facebook group

ফেইসবুক পেইজ facebook page
ইউটিউব চ্যানেল Youtube
Read More »

Thursday, June 07, 2018

কিভাবে লিখবেন bd tips tech/বিডি টিপ্স টেকে

বিডি টিপ্স টেকে আপনাদের স্বাগতম।আশাকরি সবাই ভাল আছেন।আপনাদের সুবিধার জন্যই এই পোস্ট লেখা। আজ আমি কিভাবে বিডি টিপ্স টেকে লিখবেন তা বিস্তারিত তুলে ধরবো

bd tips tech এ লিখতে চাইলে আপনার জিমেইলে একটি একাউন্ট থাকা লাগবে।আমি ধরে  নিচ্ছি জিমেইলে আপনার একাউন্ট আছে।যদি কারো জিমেইলে একাউন্ট না থাকে বা একাউন্ট খুলতে না পারেন নিচে একটি কমেন্ট করবেন তাহলে জিমেইলে একাউন্ট খোলার টিউটোরিয়াল দিয়ে দিবো। প্রথমে সাইন আপ করার পূর্বে bd tips tech এর privacy & policy  গুলি পরে নিন।তারপর sign up এ ক্লিক করে ফরমটা সঠিক ভাবে পূরণ করে sign up বাটুনে ক্লিক করুন।
sign up-bd tips tech
sign up-bd tips tech

সঠিক ভাবে ফরম পূরণ করে পাঠালে সর্বোচ ৭ দিনের মধ্যে বিডি টিপ্স টেক থেকে আপনার মেইলে যোগদানের জন্য ইনভাইটেশন যাবে।মেইলে টি অপেন করে Accept invitation এ ক্লিক করলেই বিডি টিপ্স টেকে রেজিষ্ট্রেশন কনফার্ম হয়ে যাবে।
কিভাবে লিখবেন bd tips tech এ
কিভাবে লিখবেন bd tips tech এ

কিভাবে লিখবেন bd tips tech এ-২
কিভাবে লিখবেন bd tips tech এ-২

তারপর জিমেইলে লগইন থাকা অবস্থায় blogger.com চলে যান তাহলে bd tips tech এর ড্যাশবোর্ড দেখতে পাবেন।
 
কিভাবে লিখবেন bd tips tech এ-৩
কিভাবে লিখবেন bd tips tech এ-৩
এখান থেকে new post এ ক্লিক করে নতুন পোস্ট প্লাবলিশড করতে পারেবন।
 ছবি অপলোড দেওয়ার জন্য নিচের ছবিটি লক্ষ করুন ।আপলোদ দেওয়ার পর ডেস্ক্রিপশন এবং প্রোপারটিস এড করে নিবেন।
ডেসক্রিপশন এবং প্রোপারটিস-বিডি টিপ্স টেক
ডেসক্রিপশন এবং প্রোপারটিস-বিডি টিপ্স টেক-৪

search description  থেকে আপনার পোস্টের সার সংক্ষেপ এড কর নিবেন।নিচের ছবিটি লক্ষ করুন
search description  থেকে আপনার পোস্টের সার সংক্ষেপ এড কর নিবেন।
search description  থেকে আপনার পোস্টের সার সংক্ষেপ এড কর নিবেন।

পোস্টের মাঝখানে পোস্টের কিওয়ার্ড রিলেটেড কিছু টেক্সট এড  করে দিবেন।নিচের লক্ষ্য করুন
পোস্টের মাঝখানে পোস্টের কিওয়ার্ড রিলেটেড কিছু টেক্সট এড  করে দিবেন
পোস্টের মাঝখানে পোস্টের কিওয়ার্ড রিলেটেড কিছু টেক্সট এড  করে দিবেন
link  থেকে আপনার পোস্টের কাস্টম লিংক দিয়ে দিবেন।নিচের ছবিটি লক্ষ্য করুন
permalink  থেকে আপনার পোস্টের কাস্টম লিংক দিয়ে দিবেন
permalink  থেকে আপনার পোস্টের কাস্টম লিংক দিয়ে দিবেন

সবশেষে আপনার পোস্টে লেবেল/ক্যাটাগরি এড করবেন।নিচের ছবিটি দেখুন
পোস্টে লেবেল/ক্যাটাগরি এড করবেন
পোস্টে লেবেল/ক্যাটাগরি এড করবেন


যেকোনো প্রয়োজনে আমরা আছি
আমাদের ফেইসবুক গ্রুপ facebook group
ফেইসবুক পেইজ facebook page
ইউটিউব চ্যানেল Youtube
Read More »
copyright 2014-2023@bdtipstech DMCA.com Protection Status