Ads By Blogger

Sunday, July 22, 2018

কিভাবে ফেইসবুকে লগিন নটিফিকেশন চালু করবেন

ads
বিডি টিপ্স টেকে আপনাদের সবাইকে স্বাগতম।আজ আমি দেখাবো কিভাবে ফেইসবুকে লগিন নটিফিকেশন চালু করবেন।এটি চালু করে আপনি আপনার ফেইসবুকের সিকিওরিটি হাই করতে পারেন।কারন এটি চালু করলে আপনার এক্যাউন্টে কেউ যদি লগিন করে তাহলে সাথে সাথে আপনার মোবাইলে/ইমেইলে মেসেজ পাবেন।
এটি চালু করতে চাইলে
প্রথমে আপনাকে যেতে হবে ফেসবুক সেটিংস অপশনে। সেখানে ক্লিক করলেই পাবেন security settings। Security settings অপশনে ক্লিক করলেই আপনি অনেকগুলো অপশন পাবেন।
সেখান থেকে login alerts option-এ যান।তাহলে নিচের চিত্রের মত দেখতে পাবেন।

এখান থেকে আপনি যেটির মাধ্যমে নটিফিকেশন পেতে চান ঐটার পাশে edit এ ক্লিক করে অন করে নিন।
এটি অন করলেই আপনার ফেসবুক অ্যাকাউন্টে কোন নতুন ডিভাইস বা অনন্য কেউ লগ ইন করতে গেলেই আপনার কাছে নোটিফিকেশন আসবে।
পোস্টটি ভাল লাগলে কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।
এরকম আরো পোস্ট পেতে প্রতিদিন ভিজিট করুন Bd Tips Tech.
ads

No comments:

Leave A Comment

আমাদের পোস্টগুলি ভালো লাগলে কমেন্ট করে আমাদের উৎসাহ দিন

copyright 2014-2023@bdtipstech DMCA.com Protection Status