Ads By Blogger

Monday, September 09, 2019

কিভাবে আপনার ব্লগের post a comment message চেঞ্জ করবেন

(bd tips tech)বিডি টিপ্স টেকে আপনাদের সবাইকে স্বাগতম।যাদের ব্লগ আছে তারা একটি জিনিষ লক্ষ্য করে থাকবেন যে,যদি আপনার ব্লগের পোস্টে কোন কমেন্ট না থাকে তাহলে  post a comment
লিখা থাকে যা দেখতে খুবই বিরক্তিকর।আজ আমমি দেখাবো এটা কিভাবে চেঞ্জ করবেন।প্রথমে আপনার ব্লগের ড্যাশবোর্ড থেকে ট্যাম্পলেট এ ক্লিক করে  EDIT HTML এ ক্লিক কররুন।তারপর ctrl_f চেপে সার্চ করুন নিচের কোডটি সার্চ করুন্
<data:postCommentMsg/>
এই কোড টি খুজে পেলে নিচ থেকে পছন্দ একটি ছবির কোড নিয়ে রিপ্লেস করুন






<img src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj8jYn2JJEia3fUR5DfXn5Qe5ZhT09wKfUsb1-1G1km4H0YY0o074doylHm2X58YmjqFA14qu_S1cACmH1DZ596yaT3BgA_ZZSeLJiG_eTrWkgluVLIQYeSKgXR9dOtMyNOIhKstWFQCRU/s1600/leave+a+comment.png" />





<img src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgQ1akN7YUq179NtWewmtVxvSd_WkuT7oJYf-4ZcCX_2O2fVnRMBQKZCjZ99L0E-vKl3PIbClDYhV69psFPleW_h-ZYw30tMYXT-hHSHcp0eaIHQIWY62CFdagdlwpMVwCwe0R8_D5IO4g/s1600/Post+a+comment+blogger.png" />


<img src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjGS5tWTyjl1ZOYND4Gqxnbu4y1yQEivnU8hakWQs0tFLDHMhB_Zn_RGGTasUP7hlKIax8Lfo0SLREnOwr6qyF3yWrvjPFSSbujb1Dn7IgImzGIoDlNBrEgqDBiYmdfqVFFlR8Uq4D2d8w7/s1600/comment.gif" />

সবশেষে সেভ করে ব্লগে গিয়ে দেখুন।

বি.দ্র.: <data:postCommentMsg/> এই কোডটি দুই বার পাবেন প্রথমে দিত্বীয়টিতে ট্রাই করুন কাজ না করলে প্রথমটিতে ট্রাই করুন।আশাকরি বুঝতে পেরেছেন না বুঝলে অবশ্যই কমেন্ট করবেন।
Read More »
ads

Monday, August 19, 2019

pendrive এর space ঠিক আছে তো?

bd tips tech এ আপনাদেরকে স্বাগতম।আশাকরি সবাই ভাল আছেন।

এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে দ্রুত তথ্য আদান-প্রদানের একটি মাধ্যম পেনড্রাইভ। অনেক সময় পেনড্রাইভে থাকা জায়গার পরিমাণ সঠিক দেখায় না। অর্থাৎ পেনড্রাইভের ধারণক্ষমতা হয়তো ৮ গিগাবাইট, কিন্তু দেখাচ্ছে ৭.৭৫ বা ৭.৭৯ গিগাবাইট। অপারেটিং সিস্টেম, পেনড্রাইভ কোন ফাইল সিস্টেমে রয়েছে এবং সিস্টেম মেমোরির ওপর নির্ভর করে এমনটা হয়ে থাকে।


এটিও পড়ুন computer বন্ধ হতে বেশি time নিচ্ছে?

তবে বুটিস নামের ছোট্ট একটি প্রোগ্রাম পেনড্রাইভের পার্টিশনগুলোকে এক করে সঠিক আকার নির্ধারণ করতে সহায়তা করে। এটি

ওয়েব ঠিকানা থেকে নামিয়ে নিন।
যেভাবে কাজটি করবেন
প্রোগ্রামটি বহনযোগ্য (পোর্টেবল) হওয়ায় ইনস্টল করার ঝামেলা নেই। তাই নামিয়ে নিয়ে দুই ক্লিকে চালু করুন। কম্পিউটারের ইউএসবি পোর্টে পেনড্রাইভ লাগিয়ে নিন। পেনড্রাইভে দরকারি কোনো ফাইল থাকলে আগেই অন্য কোথাও সরিয়ে নিন। বুটিসের Physical Disk ট্যাবের Destination Disk-এর নিচের তালিকা থেকে আপনার পেনড্রাইভ দেখিয়ে দিন। কাজটি সাবধানে করুন। কারণ, ভুলে হার্ডডিস্ক সিলেক্ট হয়ে গেলে সমস্যা হতে পারে।
এবার নিচের Parts Manage বোতাম চাপুন।

এখানে পেনড্রাইভের সব পার্টিশন দেখাবে। এখানে শুরুর পার্টিশন নির্বাচন করে নিচের Re-Partitioning বোতামে আবার ক্লিক করুন। Removable disk repartitioning ডায়ালগ বক্স চালু হলে এখানের Disk Mode এর USB-HDD mode (Single Partition) নির্বাচন করুন। File system এ FAT 32 নির্বাচন করুন। Vol Label এর ঘরে যেকোনো নাম দিন। Start LBA ঘরে 1 লিখে Reserved Secs ঘরে 32 লিখে এবার ওকে করুন।
এবার রি-পার্টিশন এবং সব পার্টিশনের তথ্য (ডেটা মুছে ফেলার আগে একটি সতর্কতামূলক বার্তা আসবে। এখানে OK করুন। কিছুক্ষণ পর Congratulations! Formatting was successful! বার্তা দেখিয়ে কাজটি সম্পন্ন হবে। এখানে OK চেপে কম্পিউটারে গিয়ে পেনড্রাইভের জায়গা দেখুন।

এটিও পড়ুন কিছু notepad ট্রিকস (part-3)

পেনড্রাইভের অতিরিক্ত জায়গা মুছে গিয়ে সঠিক আকার পাবেন। জায়গা না বাড়লে বুঝতে হবে এটি সিস্টেম মেমোরিতে রয়ে গেছে বা নির্মাতা এটুকু জায়গাই বরাদ্দ রেখেছে।আশাকরি পোস্টটি আপনার উপকারে আসবে। শেয়ার করতে ভুলবেন না।
Read More »

Friday, August 09, 2019

বন্ধ করুন বিরক্তিকর Error Reporting

বিডি টিপস টেকে আপনাদের আরো একবার স্বাগতম।আজ আমি দেখাবো কিভাবে error reporting বন্ধ করবেন।আমরা অনেক ক্ষেত্রেই দেখি যে কোন প্রোগ্রাম Hang হয়ে গেলে সেটি Close করতে গেলে End Now দেখায়। তখন End Now তে Click করলে আবার Send an Error Report নামে আরেকটি

message দেখায় যা অনেকে User বা ব্যবহারকারীর কাছে বিরক্তির কারন হয়ে দাঁড়ায়। তাই এটি বন্ধ করতে হলে My Computer এর উপর Right Button Click করে Properties এ যেতে হবে। এভাবে বন্ধ করা যায়। আপনি এরপর Advanced Tab Select করে নিচের Error Reporting-এ Click করুন।
এখান থেকে আপনি Disable Error Reporting Select করে OK করুন। তাহলে বন্ধ হয়ে যাবে।পোস্টটি ভাল লাগলে কমেন্ট শেয়ার করতে ভুলবেননা।
Read More »

Monday, July 29, 2019

কৃত্তিম বুদ্ধিমত্তা (Artificial intelligence) -মানব জাতীর জন্য হুমকি নাকি আশীর্বাদ -bdtipstech

Artificial intelligence অর্থাৎ কৃত্তিম বুদ্ধিমত্তা এমন একটি প্রসঙ্গ যা গত শতাব্দীর মাঝামাঝি সময় থেকে আলোচনার কেন্দ্রে আসে, যদিও মূল বিকাশ লাভের বিষয়টা ঘটে আশি ও নব্বইয়ের দশকেই । মূলত যন্ত্রের ভেতর চিন্তা করার শক্তি সৃষ্টি করাই কৃত্তিম বুদ্ধিমত্তার মূল বিষয়, যদিও এর অনেক প্রকরণ আছে, আছে সক্ষমতার কিছু মাত্রাও। কৃত্তিম বুদ্ধিমত্তা মূলত কম্পিউটার প্রকৌশল ও যন্ত্রকৌশলের সমন্বয়, যেগুলির সাথে সংযোগ হয়েছে অনুভূতির ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতার, যার সার্বিক ফলাফল হল এই কৃত্তিম বুদ্ধিমত্তা।


 কৃত্তিম বুদ্ধিমত্তা (Artificial intelligence)  -মানব জাতীর জন্য হুমকি নাকি আশীর্বাদ
 কৃত্তিম বুদ্ধিমত্তা (Artificial intelligence)  -মানব জাতীর জন্য হুমকি নাকি আশীর্বাদ 

কৃত্রিম বুদ্ধিমত্তা কাকে বলে কৃত্রিম বুদ্ধিমত্তার জনক কে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার কৃত্রিম বুদ্ধিমত্তার বৈশিষ্ট্য কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ কৃত্রিম বুদ্ধিমত্তার ইতিবাচক ব্যবহার কৃত্রিম বুদ্ধিমত্তার ভবিষ্যৎ কৃত্রিম বুদ্ধিমত্তা কিভাবে কাজ করে  bd tech blog


পঞ্চাশের দশকে মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের ঠাণ্ডাযুদ্ধের(Cold War) সময়টাতেই এই কৃত্তিম বুদ্ধিমত্তা বিকাশের গুরুত্ব বুঝতে পারে দুটি পরাশক্তিই। পরবর্তীতে ৮০র দশকে এই দ্বৈরথ একটি গুরুত্বপূর্ণ মাত্রা নেয়। ৯০এর দশকে কৃত্তিম বুদ্ধিমত্তার প্রয়োগের এক আশ্চর্য নিদর্শন পৃথিবী দেখতে পায়, যখন ডিপ ব্লু নামক কম্পিউটার প্রোগ্রাম তৎকালীন দাবার বিশ্বচ্যাম্পিয়ন গ্র্যান্ডমাস্টার গ্যারি কাসপারভকে খেলায় হারিয়ে আলোড়ন তোলে। বর্তমান সময়ে উন্নত দেশগুলোতে এমনকি দৈনন্দিন জীবনযাপনেও টুকটাক কৃত্তিম বুদ্ধিমত্তাসম্পন্ন রোবট বা সমগোত্রীয় যন্ত্রপাতি বা যন্ত্রাংশ ব্যাবহার করা হয়ে থাকে। ঘরদোর পরিস্কার পরিচ্ছন্ন রাখা, অতিথির আগমনে সারা দেয়া, গবেষণাগার ব্যাবস্থাপনা, স্বয়ংক্রিয় কাজ কিন্তু কিছুটা সিদ্ধান্ত নেয়ার প্রয়োজন আছে, এমন কাজ, এমন আরও কিছু কাজগুলিতে কৃত্তিম বুদ্ধিমত্তাসম্পন্ন যন্ত্রের ব্যাবহার কাজে লাগানো হচ্ছে অহরহ। কিছু উচ্চতর গবেষণা, মহাকাশগবেষণা, প্রতিরক্ষা ও অন্যান্য স্পর্শকাতর ক্ষেত্রগুলিতে যেখানে মানবিক ক্রুটিবিচ্যুতি গ্রহণযোগ্য ও নির্ভরযোগ্য নয় সে সমস্ত জায়গায় কৃত্তিম বুদ্ধিমত্তা ব্যাবহার করা যায়। এছাড়াও কিছু ক্ষেত্রে মানুষের জীবন ঝুঁকিতে না ফেলতেও কৃত্তিম বুদ্ধিমত্তা ব্যাবহার করা হয়ে থাকে। এখন, অন্য সকল উপকারী কিন্তু স্পর্শকাতর প্রযুক্তির মত, এই প্রশ্নটি স্বাভাবিকভাবেই উঠেছে, Artificial intelligence -মানব জাতির জন্য হুমকি নাকি আশীর্বাদ। এটা একটা এমন বিষয় যার পক্ষে বা বিপক্ষে মতামত থাকবেই। কিন্তু, আমি ব্যাক্তিগতভাবে মনে করি, কৃত্তিম বুদ্ধিমত্তাকে মানবজাতির মঙ্গলে কাজে লাগাতে পারলে এটি অবশ্যই আশীর্বাদ। নিয়ন্ত্রিত ব্যাবহার দ্বারা একে অনেক, অনেক সম্ভবনাময় কাজে সফলভাবে ব্যাবহার করা যাবে। তবে হ্যাঁ, এর বিরূপ ও ক্ষতিকর ব্যাবহার থেকে দূরে থাকা, ও কোনও স্বার্থান্বেষী চক্র যেন এত শক্তিশালী ও সম্ভবনাময় খাতকে হীন ও নোংরা স্বার্থে কাজে না লাগাতে পারে, সেদিকে অবশ্যই সচেতন দৃষ্টি রাখতে হবে। 
যেকোনো প্রয়োজনে আমরা আছি
আমাদের ফেইসবুক গ্রুপ bd tech group
ফেইসবুক পেইজ bd tips tech
ইউটিউব চ্যানেল Youtube channel
Read More »

Monday, July 22, 2019

গুগল কিভাবে ইন্টারনেট জগৎ এ শ্রেষ্ঠ হয়ে উঠলো-bdtipstech

বর্তমান সময়ে, আমাদের দৈনন্দিন জীবনে যে কোনও তথ্য, হিসাব, উপাত্ত ও পরিকল্পনার প্রয়োজনে আমরা ইন্টারনেট ব্যাবহার করি। বিনোদন, সামাজিক যোগাযোগ ও শিক্ষা-চাকরি-ব্যাবসা ইত্যাদিও সম্পূর্ণভাবে নির্ভরশীল হয়ে পড়েছে ইন্টারনেটের উপরে।

মূলত সারা পৃথিবী থেকে তথ্যের সহজলভ্যতা ও ব্যাবস্থাপনা ইন্টারনেটকে মানুষের কাছে প্রিয় করে তুলেছে। তথ্য সংরক্ষণ ও প্রয়োজনে ব্যাবহারের সহজ উপায় নথিপত্রগত জটিলতাকেও দূর করেছে। আর যান্ত্রিক এই অভিযাত্রায় মানুষের সঙ্গী হল সার্চ ইঞ্জিন উইকিপিডিয়া ও এমন আরও সংশ্লিষ্ট তথ্যউপস্থাপনকারী সাইটের বরাতে জানা যায়, মূলত আশি ও নব্বই দশকের গোঁড়ার দিক থেকে এই সার্চ ইঞ্জিনের যাত্রা শুরু। 
গুগল কিভাবে ইন্টারনেট জগৎ এ শ্রেষ্ঠ হয়ে উঠলো-bdtipstech
গুগল কিভাবে ইন্টারনেট জগৎ এ শ্রেষ্ঠ হয়ে উঠলো-bdtipstech

গুগল কি google search গুগল বাংলা http://গুগল গুগল সার্চ ইঞ্জিন google english গুগল সার্চের নিয়ম www.google.com search video গুগল কি গুগল সার্চের নিয়ম গুগল বাংলা হাই গুগল উইকিপিডিয়া সার্চ গুগল কোন দেশের google সম্পর্কে তথ্য গুগল এর প্রতিষ্ঠাতা কে


১৯৯৩ সালে W3Catalog, Aliweb, JumpStation, আর WWW Worm ইত্যাদি সার্চ ইঞ্জিনের অস্তিত্ব ছিল। পরবর্তীতে আরও বিভিন্ন দেশে বিভিন্ন সময়ে নানা ফিচারসমৃদ্ধ অনেক অনেক সার্চ ইঞ্জিন আবিস্কার হয়, হচ্ছে ও সেবা দিয়ে যাচ্ছে। তার মধ্যে সেরা কয়েকটি হল গুগল, ইয়াহু এবং এমএসএন(বর্তমানে যাকে আমরা বিং হিসেবে জানি) ইত্যাদি। এছাড়াও আরও অনেক সার্চ ইঞ্জিন আছে যেগুলিও সফলভাবে সেবা দিয়ে যাচ্ছে। জনপ্রিয়তার দিক থেকে গুগল সেরা একটি সার্চ ইঞ্জিন, যারা মূলত সার্চ ইঞ্জিন হিসেবে কাজ করলেও ইন্টারনেট সংশ্লিষ্ট অনেক কাজেই বর্তমানে তাদের সেবা পরিলক্ষিত হয়, বিশেষ করে মোবাইল প্রযুক্তির বিকাশের সাথে সাথে গুগলের কাজের ক্ষেত্রও বৃদ্ধি পেয়েছে। Larry Page আর Sergey Brin মিলে ১৯৯৬ সালে তাঁদের রিসার্চ প্রজেক্টের অংশ হিসেবে এটি আবিষ্কার করেন, পরে তাঁরা এটিকে সার্চ ইঞ্জিন হিসেবে রূপ দিতে সক্ষম হন। ২০১০ সালে নেক্সাস সেটের মাধ্যমে গুগল তাদের প্রথম এন্ড্রয়েড ফোনসেট বাজারে নিয়ে আসে। সার্চ ইঞ্জিন ও অ্যাপের পাশাপাশি এভাবেই তারা কম্পিউটার হার্ডওয়ারের বাজারেও আধিপত্য বিস্তার করে। বর্তমানে পরিষেবা ও পণ্যের দিক থেকে গুগল বিশ্বের ১ম সারির মাল্টিন্যাশনাল কোম্পানিগুলির অন্যতম। সহজ সরল লে-আউট ও সুন্দর নির্দেশনা ব্যাবস্থাপনার জন্য গুগল ব্যাবহার করা খুব সহজ। সকল স্তরের ব্যাবহারকারিদের কথা মাথায় রাখা গুগল মানুষের তথ্যলাভের সহজতম উপায় বলে ধরা হয়। তাই সাধারন মানুষও গুগলকে তাঁদের নিজেদের সার্চ ইঞ্জিন বলে ভাবে। সেই একই সূত্রে গুগল প্রদত্ত অ্যাপ ও যন্ত্রপাতি, সেট ইত্যাদির প্রতিও মানুষের আস্থা আছে। আর এভাবেই গুগল ইন্টারনেট জগতে শ্রেষ্ঠ হয়ে উঠেছে

যেকোনো প্রয়োজনে আমরা আছি
আমাদের ফেইসবুক গ্রুপ bd tech group
ফেইসবুক পেইজ bd tips tech
ইউটিউব চ্যানেল Youtube channel

Read More »

Saturday, July 20, 2019

প্রসেসর কি? কোনটি সেরা এবং কোনটি আপনার প্রয়োজন-bdtipstech

 প্রসেসর কম্পিউটারের হার্ডওয়ারের একটি গুরুত্বপূর্ণ অংশ। এটি কম্পিউটারের সিপিইউ (CPU :Central Processing Unit ) এর ভেতরে লাগানো থাকে। বেশ কিছু আইসি (IC: integrated circuit) ও কিছু কানেকশন এর সাথে সংযুক্ত থাকে যা কম্পিউটারের মূল কার্যাবলী অনেকটাই নিয়ন্ত্রণ করে থাকে। প্রসেসরের কার্যাবলীর কিছু মৌলিক অনুষঙ্গ হল control unit (CU), arithmetic logic unit (ALU) and processor registers ইত্যাদি । 

প্রসেসর কি কোনটি সেরা এবং কোনটি আপনার প্রয়োজন-bdtipstech
প্রসেসর কি কোনটি সেরা এবং কোনটি আপনার প্রয়োজন-bdtipstech

মোবাইলে কোন প্রসেসর ভালো মোবাইল প্রসেসর কত প্রকার snapdragon কি ভাল প্রসেসর স্ন্যাপড্রাগন কি কিরিন প্রসেসর কোন চিপসেট সবচেয়ে ভালো প্রসেসর এর দাম  মোবাইলের চিপসেট কি



প্রসেসর মূলত CPU এর Control Unit , combinational logic, main memory, register এইসব ফাংশনের মধ্যে সমন্বয় করে ইনপুটকে আউটপুটে পরিণত করে। প্রসেসরের ভেতর থাকা Arithmetic logic unit একটি বিশেষ ইউনিট যা কম্পিউটারের বিভিন্ন সাংখ্যিক ও লজিক্যাল অপারেশন সম্পাদন করে। যুগে যুগে কম্পিউটারের প্রসেসর সময়ের সাথে সাথে পরিবর্তিত হচ্ছে, উন্নত হচ্ছে। কালের বিবর্তনের সাথে পরিবর্তনকে প্রসেসরের জেনারেশন করে চলতি ভাষায় অভিহিত করা হয়। যেমন ২য় জেনারেশন, ৩য় বা ৪র্থ জেনারেশন ইত্যাদি। প্রতিটা জেনারেশন আলাদা আলাদা বৈশিষ্ট্যের জন্য স্বতন্ত্র, প্রতিটা জেনারেশন তথ্যপ্রযুক্তিকে একটু একটু করে এগিয়ে নিয়েছে উন্নয়নের দিকে। বর্তমান সময়ে মানুষের ক্রমবর্ধমান চাহিদার জন্য ডেস্কটপ ও ল্যাপটপ কম্পিউটার পেড়িয়ে মোবাইল ডিভাইসের চাহিদা বেড়ে গেছে, যার ফলে মাইক্রোপ্রসেসর নামক বিশেষ ধরনের প্রসেসরের প্রসার হয়েছে। বাজারে থাকা সব প্রসেসর উৎপাদনকারী প্রতিষ্ঠানই এখন মাইক্রোপ্রসেসর তৈরির দিকে নজর দিচ্ছে। বর্তমানে মূলত পাঁচটি কাঠামোর মাইক্রোপ্রসেসর দেখা যায়, CISC-Complex Instruction Set Microprocessors, RISC-Reduced Instruction Set Microprocessor, ASIC- Application Specific Integrated Circuit, Superscalar Processors, DSP's-Digital Signal Microprocessors. বর্তমানে বাজারে চলে আসা মূল ধারার প্রসেসর উৎপাদনকারীদের মধ্যে Intel, AMD,Qualcomm, NVIDIA,IBM,Samsung,Motorola, Hewlett-Packard (hp) ইত্যাদি বেশ ভাল মানের গ্রাহক সেবা দিচ্ছে, যারা একই সাথে মাইক্রোপ্রসেসরেরও উৎপাদনকারী। Intel এর কিছু জনপ্রিয় সিরিজ হল Celeron series,Core Series,i Series ইত্যাদি। AMD এর কিছু প্রসেসর হল Sempron,Athlon, AMD Phenom,AMD FX ইত্যাদি। এছাড়া এইচপির নতুন জেনারেশনের প্রসেসরের সাপোর্ট করা কিছু পণ্য HP Pavilion 15, HP Spectre x360 ইত্যাদি গ্রাহক চাহিদায় এগিয়ে আছে। এছাড়াও সব কোম্পানিরই নিজস্ব কিছু প্রোডাক্ট থাকে যা বিভিন্ন সময়ে জনপ্রিয় হয়েছে বা হচ্ছে । আমার দৃষ্টিতে Intel এর Core-i5 একটি অসাধারণ প্রসেসর, কম্প্যাটিবিলিটি ও সার্ভিসের সমন্বয়ে একটি দারুণ প্রসেসর এটি।
যেকোনো প্রয়োজনে আমরা আছিআমাদের ফেইসবুক গ্রুপ bd tech groupফেইসবুক পেইজ bd tips techইউটিউব চ্যানেল Youtube channel
Read More »

Monday, July 08, 2019

কেন GoDaddy ই ডোমেইন,হোস্টিং কেনার সাইট - bd tips tech

bd tips tech এ আপনাকে স্বাগতম।আাশাকরি সবাই ভালো আছেন। Godaddy হলো সবচে সেরা অনলাইন ডোমেইন এন্ড হোস্টিং কেনার জন্য কারণ তাদের সার্ভার এবং কোম্পানি সাপোর্ট সবার থেকে সবচে ভালো I আমরা যারা বাংলাদেশ অথবা ইন্ডিয়া থাকি আমাদের উচিত Godaddy প্রোডাক্ট গুলো কেনা কারণ তাদের ডোমেইন এন্ড হোস্টিং লোডিং খুব ভালো I 

কেন GoDaddy ই ডোমেইন,হোস্টিং কেনার সাইট - bd tips tech
কেন GoDaddy ই ডোমেইন,হোস্টিং কেনার সাইট - bd tips tech

সেরা হোস্টিং হোস্টিং কেনার আগে ডোমেইন কিনতে খরচ ওয়েব হোস্টিং দেশীয় হোস্টিং সার্ভিস কেনার আগে যা দেখা উচিত ডোমেইন কিনবেন? একটু বুঝে শুনে কিনুন, যদি প্রতারিত হতে না চান! মনোযোগ কিভাবে সেরা ডোমেইন নেইম বেছে নিবেন ডোমেইন নেম (Domain name) কি ? ডোমেইনের প্রকার এবং ব্যবহার bd tips tech bd tec blog 


তবে Name . com অথবা Namecheap তারা খারাপ না কিন্তু সাপোর্ট আমাদের এশিয়ান দেশ গুলো তা খুব একটা ভালো না I Godaddy থেকে আপনি শেয়ার হোস্টিং, ডেডিকেটেড হোস্টিং, ওয়ার্ডপ্রেস হোস্টিং, বিসনেস ওয়েবহোস্টিং, রাসেলের ওয়েব হোস্টিং, প্রো sites ,সার্ভার, ডেডিকেটেড সার্ভার, ওয়ার্ডপ্রেস প্রিমিয়াম সাপোর্ট হোস্টিং কিনতে পারবেন I ডোমেইন কিনতে সাথে আপনি পাবেন ডোমেইন নাম সার্চ, বাল্ক ডোমেইন সার্চ, নিউ ডোমেইন এক্সটেনশন, ডোমেইন ব্রোকার, ডোমেইন নাম জেনারেটার, ডোমেইন ট্রান্সফার, ডোমেইন প্রাইভেসী, ওহাশি, ডোমেইন ভ্যালু অপ্প্রাইসল, ডোমেইন অকশন্স, লিস্ট এ ডোমেইন, টুলস, ডোমেইন ইনভেস্ট টুলস, ডিসকাউন্ট ডোমেইন ক্লাব, ডোমেইন ব্যাক অর্ডার, ক্যাশ পার্কিং, ডোমেইন ইনভেস্টিং ইত্যাদিই I আপনি অবশই ওয়েব সিকিউরিটি কিনতে হবে Godaddy সব সময় এগিয়ে আছে সবার থেকে I ওয়েবসেক্যুরিটি খুবই দরকার আজকাল ডোমেইন সেফ রাখার জন্য তাই তাদের বিভিন্ন SSL সার্টিফিকেট আছে EV SSL সার্টিফিকেটস , OV SSL সার্টিফিকেটস, DV SSL সার্টিফিকেটস , SAN SSL সার্টিফিকেট, বিল্ডকার্ড SSL সার্টিফিকেটস, Code Signing সার্টিফিকেট , Website প্রটেকশন, Website সিকিউরিটি, ওয়েবসাইট ব্যাকআপ, এক্সপ্রেস Malware রিমুভাল, SSL চেকার, ব্রাউসার নোট সিকিউর, ওয়ার্ডপ্রেস SSL I Namecheap অথবা Name.com এই দুই কোম্পানি সবচে ভালো ডোমেইন সার্ভিস জন্য কিন্তু তাদের এত ইউসার ফ্রেন্ডলি ডোমেইন টুলস নাই তাই যারা একদম নতুন তাদের কাজ করতে খুব সমস্যা হয় পুরা জিনিসটি জানতে I তাই আমি জোর করে বলতে চাই Godaddy অল্টারনেটিভ আছে বলে মনে হয় না কারণ আমাদের টাকা খুবই কোস্টের যা ইনভেস্ট করবো ভালো ভাবে করবো এবং বার বার হোস্টিং ও ডোমেইন কোম্পানি চেঞ্জ করলে আমাদের অনেক খরচ বাড়বে I যারা খুবই এক্সপার্ট তারা Namecheap অথবা Name.com ওদের সাপোর্ট নিতে পারবেন কিন্তু আপনাকে অ্যাডভান্স হবেন অবশই I Godaddy অ্যাডভান্স সফটওয়্যার কারণে নতুন দেয়ার সবচে সহজ হবে I সবার উপকার হবে I

যেকোনো প্রয়োজনে আমরা আছি
আমাদের ফেইসবুক গ্রুপ bd tech group
ফেইসবুক পেইজ bd tips tech
ইউটিউব চ্যানেল Youtube channel
Read More »

Saturday, June 29, 2019

ফ্রি ইন্টারেনেটের আদ্যোপান্ত - bd tips tech

ফ্রি ইন্টারনেটেরে আদ্যোপান্ত আপনি কি বিনামূল্যে ইন্টারনেট ব্যবহার করতে চান? তাহলে আপনি সঠিক জায়গায় এসেছেন। বর্তমান বিশ্ব ইন্টারনেট ছাড়া কল্পনাও করা যায় না। কিন্তু ইন্টারনেট ব্যবহারের জন্য টাকাও খরচ করতে হয়। কিন্তু বিনামূল্যেও যে ইন্টারনেট ব্যবহার করা যায় তা অনেকে বিশ্বাসই করবেন না। 
ফ্রি ইন্টারেনেটের আদ্যোপান্ত - bd tips tech
ফ্রি ইন্টারেনেটের আদ্যোপান্ত- bd tips tech


বিনামূল্যে ইন্টারনেট পাওয়ার কয়েকটি উপায় নিচে দেয়া হল- বিনামূল্যে ইন্টারনেট পেতে সর্ব প্রথম শর্ত হচ্ছে আপনাকে আপনার মোবাইলের wi-fi অন রাখতে হবে। বিভিন্ন ধরনের জায়গা রয়েছে যেখানে আপনি প্রায়শই বিনামূল্যে ইন্টারনেট সংযোগ খুঁজে পেতে পারেন। এমনকি ফাস্ট ফুড রেস্টুরেন্ট, মুদি দোকান, এবং gyms মত জায়গায় বিনামূল্যে ওয়াই ফাই আছে। সর্বাধিক কফিশপগুলিতে বিনামূল্যে ওয়াইফাই পাওয়া যায়। এ কফি শপগুলোতে বসে আপনি নির্দিষ্ট সময়ের জন্য বিনামূল্যে ওয়াইফাই ব্যবহার করতে পারবেন। যদিও সেখানে আপনাকে একটি কফি ক্রয় করে খেতে হবে। তা না হলে বিষয়টি দৃষ্টিকটু দেখাবে। ২৪ ঘন্টা ফ্রি ওয়াই-ফাই যে জায়গাগুলি- কফিশপগুলি দুর্দান্ত হলেও বেশিরভাগ কফিশপগুলি ২৪ ঘন্টা খোলা থাকে না। কিন্তু এমন কিছু জায়গা রয়েছে যেখানে আপনি ২৪ ঘন্টা ফ্রি ওয়াই-ফাই এর মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন একদম ফ্রি। যেমন- বিমান বন্দর । বেশির ভাগ মানুষ বিমান বন্দরের কথা মাথায়ই রাখে না। কিন্তু আপনি যদি বিনামূল্যে ওয়াইফাই পেতে চান তবে আপনি এয়ারপোর্টে যাওয়ার কথা বিবেচনা করতে পারেন। বিমানবন্দর সাধারনত ফ্রি ইন্টারনেট ব্যবহার করতে দেয় যাতে যাত্রীদের তাদের ফ্লাইটটির জন্য অপেক্ষা করার সময় তাদের সেলফোন ডেটা ব্যবহার করতে না হয়। বিমানবন্দরে ফ্রি ইন্টারনেট ব্যবহারের জন্য আপনাকে টিকিট কাটতে হবে না। বিমানবন্দরে নির্ধারিত ওয়াই-ফাই এরিয়ার মধ্যে থেকেই আপনি ফ্রি ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। ২৪ ঘন্টা খোলা এমন ক্যাফে,রেস্তোরা এবং ফাস্টফুডের দোকানগুলিতে ফ্রি ওয়াইফাই পেতে পারেন যা আপনি যে কোন সময় ব্যবহার করতে পারবেন। স্থানীয় কলেজ ক্যাম্পাসগুলি বিনামূল্যে ওয়াই-ফাই অনুসন্ধানের জন্য একটি ভাল জায়গা হতে পারে। তবে অনেকগুলি পাসওয়ার্ড সুরক্ষিত থাকবে তাই শুধুমাত্র বর্তমান শিক্ষার্থিরা এটি ব্যবহার করতে পারবে। এছাড়াও বিভিন্ন ব্যাংক বা অন্যান্য অফিস আদালতেও আপনি ফ্রি ওয়াই-ফাই সুবিধা পেতে পারেন। তাছাড়া আপনার ওয়াইফাই চালু থাকলে আপনার আশেপাশে অনেক জায়গায় ওয়াই-ফাই পেতে পারেন। তাদের মধ্যে অধিকাংশই পাসওয়ার্ড সুরক্ষিত থাকবে। 
যেকোনো প্রয়োজনে আমরা আছি
আমাদের ফেইসবুক গ্রুপ bd tech group
ফেইসবুক পেইজ bd tips tech
ইউটিউব চ্যানেল Youtube channel
Read More »

এখন নিউ আপডেটেড RingID app হ্যাক!! করে ইনকাম করুন হাজার হাজার টাকা এবং টাকা নিন বিকাশে/রকেটে

ফ্রি ইনকাম!!!!
প্রতিদিন রিং আইডি (আপডেটেড অ্যাপ) দিয়ে ফ্রি ইনকাম করুন হাজার হাজার টাকা এবং টাকা নিন বিকাশে বা রকেট ও

সাথে রয়েছে হ্যাকিং ট্রিক!!!!!!!!!!

Ring ID এর নতুন আপডেট ভার্সন এর এপ্স টি ডাউনলোড করে নতুন একাউন্ট খুললেই পাচ্ছেন ২০ টাকা ফ্রি,(সাথে হ্যাক করে নিন হাহাজার হাজার টাকা)
এবার কাজের কথায় আসি আপনাকে প্লে স্টোর থেকে আপডেট ভার্সন টি ডাউনলোড করতে হবে, ডাউনলোড লিংক: https://play.google.com/store/apps/details?id=com.ringid.ring
ডাউনলোড করার পর এপ্স টা ওপেন করুন
#এপ্স ওপেন করার পর আপনার মোবাইল নাম্বার দেন box তে তারপর Send Code ক্লিক করুন.
#তার পর আপনার মোবাইলে কোড আসবে এবং অটোমেটিক ভেরিফাই হবে।
OK দেন।
তারপর আপনাকে একটা নাম দিতে বলবে আপনি box তে আপনার নাম দিন তারপর Done তে ক্লিক করুন
#তারপর_আসল_কাজ
এবার Add Referrer নাম এর একটা box আসবে Box তে 16596780 এটা দিয়ে Refer Now তে ক্লিক করুন।সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন ২০ টাকা।
(বি. দ্র:রেফার কোড: 16596780 না দিলে আপনি ২০ টাকা পাবেন না এবং পরে ইনকাম ও হবে না)।
এরপর প্রত্যেক রেফারে পাবেন ২০ টাকা করে । মাত্র ২৫ জন রেফার করেই ৫০০ টাকা হওয়ার পর ছবির মত নিয়ম অনুসরণ করে বিকাশ/রকেট এ টাকা তুলতে পারবেন।


(বি. দ্র:১/অ্যাপ  টি অবশ্যই প্লে স্টোর থেকে ডাউনলড করতে হবে।ব্লুটুথ বা shareit দিয়ে নিলে টাকা আসবে না।)

ভুল হলে ক্ষমা করবেন
সমস্যা হলে বলবেন



Read More »

Tuesday, June 25, 2019

পেজ ভিউ কমেন্ট ভিউ পোষ্ট ভিউ gadget লাগিয়ে নিন ব্লগে

প্রথমে ধন্যবাদ জানাই আপনাকে VisitorTunes | Technology Exchange Bengali Blog এ ভিসিট করার জন্য,আসলে অনেক দিন যাবত্‍ এমন একটি gadget খুঁজতেছিলাম ভিবিন্ন সার্চ টুলবারে কিন্তু পেলাম না,আসলে অনেক gadget পেয়েছিলাম তবে ঐ গুলোতে শুধু মাত্র পেজ ভিউ কত কেবল তাহা দেখা যেত,আমি এমন একটি gadget কোড খুঁজতেছিলাম যাহাতে টুটাল কমেন্ট  সংখ্যা কত হয়েছে,এবং টুটাল পোষ্ট সংখ্যা ও টুটাল পেজ ভিউ কত হয়েছে দেখতে পারি,ইনশা আল্লাহ্ গুগল মামার সহযোগিতায় এবং আপনাদের দোয়ায় বিভিন্ন ভাবে কোডিং করে তৈরী করেছি,আমি যেমন টি চেয়েছিলাম ঠিক তেমন ভাবে,চলুন এবার কিভাবে এড করবেন,দেখে নিন, প্রথমে ব্লগে Login করে dashboard হতে Template এ ক্লিক করে Edit HTML এ গিয়ে নিচের যে কোন একটি কোড টি খুঁজ করুন,
<b:section class='sidebar section' id='sidebar' preferred='yes'>
অতবা
<b:section class='sidebar section' id='sidebar1' preferred='yes'>
অতবা
<b:section class='sidebar section' id='sidebar2' preferred='yes'>
অতবা
<b:section class='sidebar section' id='sidebar3' preferred='yes'>
হয়ত এতক্ষণ এ কোন একটি খুঁজে পেয়েছেন,এবার আপনি যে কোড টি খুঁজে পেলেন ঠিক তার নিচে এখান হতে ডাউনলোড করে কোড গুলো বসান
এবার ]]></b:skin> কোড টি খুঁজ করুন   
খুঁজে পেলে ঠিক তার আগে এখান হতে ডাউনলোড করে কোড গুলো বসান এবার Template সেভ করে দেখুন হয়েছে কিনা
 কোন সমস্যা হলে কমেন্ট করতে ভুলবেন না
সূত্রঃ VisitorTunes.com
Read More »
copyright 2014-2023@bdtipstech DMCA.com Protection Status