কেমন আছেন ভিজিটরগন।আশাকরি সবাই ভাল আছেন।
উইন্ডোজ ১০ নিয়ে আমি খুবই উচ্ছ্বসিত, আসছে ২৯ জুলাই পর্যন্ত অপেক্ষা করতেই হবে। তার আগে কয়েটি উইন্ডোজ ১০ এর শর্টকাট কী আমিসহ আপনার জেনে রাখলে ক্ষতি কি। আসুন যেনে নেই দশটি উইনন্ডোজ ১০ এর শর্টকাট কী।
এটি দেখুন: start Menu থেকে All Programms হাইড করে ফেলুন ফেলুন?
১. Windows + , (কমা) চাপলে কম্পিউটারের ডেস্কটপে চলে আসবে। যখন কি ছেড়ে দেওয়া হবে তখন তা আগের অবস্থায় চলে আসবে।
২. Windows + . (ডট) চাপলে উইন্ডো ডান অথবা বাম পার্শ্বে থাকবে।
৩. Windows + R চাপলে Run কমান্ড চলে আসবে।
৪. Windows + X চাপলে কুইক এক্সেস মেন্যু ওপেন হবে।
৫. Windows + I চাপলে সেটিংস মেন্যু চলে আসবে।
৬. Windows + M চাপলে সব কিছু মিনিমাইজ হয়ে ডেক্সটপ প্রদর্শিত হবে।
৭. Windows + D চাপলে ডেস্কটপ প্রদর্শিত হবে। দ্বিতীয়বার চাপলে আগের অবস্থায় ফিরে আসবে।
৮. Windows + Q চাপলে কম্পিউটারের সকল অ্যাপ্লিকেশন সার্চ করার অপশন আসবে। এর সাহায্যে সহজে যে কোন অ্যাপ্লিকেশন সার্চ করে পাওয়া যাবে।
৯. Windows + W চাপলে সিস্টেম সেটিংস সার্চ করার জন্য সার্চ মেন্যু চলে আসবে।
১০. Windows + F চাপলে ফাইল বা ফোল্ডার সার্চে জন্য মেন্যু চলে আসবে।
এটি পড়ুন: ডেস্কটপের কিবোর্ড নিস্কিয় করে ফেলুন।
আশাকরি টিপ্সগুলি আপনারা উপভোগ করবেন।
very nice....amader blog ti ghure dekhe aste paren....http://outsourcing.brighthost-it.com/
ReplyDeleteHome,office,resturent er design and dequretion er jonno visit korun...https://brightinteriorbd.com/
ReplyDeleteTop Trusted Some PTC Site Details
ReplyDelete