Ads By Blogger

Tuesday, February 13, 2018

সফটওয়্যারের সিরিয়াল কি বের করুন সবচেয়ে সহজ উপায়ে

ads
কেমন আছেন সবাই। ভালো তো? ভাল থাকলেই ভাল লাগে। আর ভাল না থাকলে আশা করি এই টিউন পড়ার পর ভাল হয়ে যাবে।
এখন আর সমস্যা নেই আপনার সফটওয়্যার এর সিরিয়াল কি বের করার জন্যে। আমরা যখন সফটওয়্যার ব্যবহার করি তখন দেখা যায় বেশির ভাগ ডেমো ভার্সন থাকে। আর এই ডেমো ভার্সনকে অরজিনাল করার জন্যে দরকার Crack File বা Serial Key.
আর এই সিরিয়াল কি বের করার সহজ উপায় নিয়েই আমি আজ হাজির হয়েছি আপনারদের সমানে। আশা করি এর মাধ্যমে সহজেই আপনার সফটওয়্যারের সিরিয়াল কি বের করতে পারবেন।
তো চলুন দেখা যাক কিভাবে এটি করব !!!
১। প্রথমে Google এ যান
২। তারপর সার্চ বক্সে আপনার সফটওয়্যারের নাম এবং সাথে যোগ চিহ্ন দিয়ে এই কোডটি (94fbr) লিখুন। অন্যথায় নিচের ছবিটি দেখুন।

সফটওয়্যারের সিরিয়াল কি বের করুন সবচেয়ে সহজ উপায়ে -বিডি টিপ্স টেক
সফটওয়্যারের সিরিয়াল কি বের করুন সবচেয়ে সহজ উপায়ে -বিডি টিপ্স টেক
সফটওয়্যারের সিরিয়াল কি বের করুন সবচেয়ে সহজ উপায়ে,যেকোনো সফটওয়ারের সিরিয়াল নাম্বার, কিগান, প্যাচ খুজে বের করুন সবচেয়ে,বিভিন্ন সফটওয়্যার এর সিরিয়াল ফ্রি ডাউনলোড ,আরো সহজ ও দ্রুত যেকনো কিছু সার্চ করে খুজে বের করুন গুগল থেকে,online earn bangla,bangla earning tips,bangla facebook tips

ঠিক এভাবেই লিখুন তারপর দেখুন নিচের ছবির মত আসবে।
সফটওয়্যারের সিরিয়াল কি বের করুন সবচেয়ে সহজ উপায়ে -বিডি টিপ্স টেক
সফটওয়্যারের সিরিয়াল কি বের করুন সবচেয়ে সহজ উপায়ে -বিডি টিপ্স টেক
তারপর এখানে থেকেই আপনি নিয়ে নিন আপনার সফটওয়্যারের সিরিয়াল কি।

বিকল্প পদ্ধতি

আপনি যে সফটওয়্যার এর সিরিয়াল নাম্বার, কিগান, প্যাচ খুঁজছেন গুগলে সার্চ দেওয়ার সময় সেই সফটওয়্যারটি আগে লিখুন 94fbr অথবা সেই সফটওয়্যারটি (ভার্সন সহ) লিখে তার শেষে FBR94 লিখে সার্চ দিন।
দেখবেন গুগল শুধু সিরিয়াল নাম্বার, কিগান, প্যাচ এর হাজার হাজার লিঙ্ক দিচ্ছে আপনাকে।
উদাহরণঃ
94fbr Microsoft Office
94fbr Kaspersky
94fbr Adobe Photoshop
অথবা
Microsoft Office FBR94
Kaspersky FBR94
Adobe Photoshop FBR94
আজ এই পর্যন্তই থাকল।


যেকোনো প্রয়োজনে আমরা আছি
আমাদের ফেইসবুক গ্রুপ bd tech group
ফেইসবুক পেইজ bd tips tech
ইউটিউব চ্যানেল Youtube channel
ads

1 comment:

আমাদের পোস্টগুলি ভালো লাগলে কমেন্ট করে আমাদের উৎসাহ দিন

copyright 2014-2023@bdtipstech DMCA.com Protection Status