Ads By Blogger

Wednesday, January 23, 2019

ব্লগার দিয়ে প্রফেশনাল ওয়েবসাইট তৈরি (পর্ব-১)

ads
(bd tech blog)বিডি টিপ্স টেকে আপনাদের স্বাগতম।ব্লগার দিয়ে ব্লগ তৈরির প্রথম পর্বে আপনাদের সবাইকে স্বাগতম।আশাকরি সবাই শে
্যন্ত আমাদের সাথেই থাকবেন।কয়েকটি ধারাবাহিক টিউটোরিয়ালে আমি দেখাবো কিভাবে একটি সুন্দর প্রফেশনাল মানের ওয়েবসাইট তৈরি  করতে হয়।তাহলে চলুন শুরু করা যাক।প্রথমে ব্লগ খুলতে হলে আপনাকে একটি জিমেইল এক্যাউন্ট থাকতে হবে।একটি জিমেইল এক্যাউন্ট থাকা মানেই ইতিমধ্যে আপনার একটি ব্লগ এক্যাউন্ট আছে।জিমেইল এক্যাউন্ট না থাকলে gmail.com থেকে খুলে নিন।আশাকরি সবাই জিমেইল এক্যাউন্ট খুলতে পারবেন না এখানে একটি কমেন্ট করবেন তাহলে কিভাবে জিমেল এক্যাউন্ট খুলতে সেটার টিউটোরিয়াল দিয়ে দিব।
ব্লগার নিয়ে সবগুলি টিউটোরিয়াল দেখুন ব্লগার টিউটোরিয়াল-বিডি টিপ্স টেক
আসুন গুগুল ব্লগ দিয়ে নিজের ওয়েব সাইট তৈরি করি,কিভাবে ব্লগ/ওয়েব সাইট তৈরি করবেন ও সেখান হতে আয় করবেন,ওয়েবসাইট তৈরি করার নিয়ম,ওয়েবসাইট তৈরি করুন,ফ্রি ওয়েব সাইট তৈরি,বিনা খরচে তৈরী করুন ওয়েব সাইট,বিনামূল্যে বানান নিজের ওয়েবসাইট,ফ্রীতে নিজের একটা ওয়েবসাইট তৈরি করুন
খুব সহজে তৈরি করুন ওয়েবসাইট (পর্ব-২) 
 খুব সহজে ওয়েবসাইট তৈরি(পর্ব-৩)ব্লগের জন্য সুন্দর একটি কন্ট্রোল প্যানেল 

খুব সহজে ওয়েবসাইট তৈরি(পর্ব-৪)ব্লগে যুক্ত করুন ছবি সহ related post widget
খুব সহজে তৈরি করুন ওয়েবসাইট (পর্ব-৫)ব্লগে যুক্ত করুন ছবি ছাড়া related post widget 
খুব সহজে তৈরি করুন ওয়েবসাইট (পর্ব-৬)পোস্টের মাঝখানে এড বসান সহজে 
 খুব সহজে তৈরি করুন ওয়েবসাইট(পর্ব-৭)ব্লগের পোস্টের টাইটেলের নিচে শেয়ার বাটুন যুক্ত করুন
খুব সহজে তৈরি করুন ওয়েবসাইট(পর্ব-৮)ব্লগের পোস্টের টাইটেলের নিচে এড বসান 

এখন  http://www.blogger.com যান।এখানে জিমেইল এক্যাউন্ট দিয়ে লগইন করুন।তারপর  New Blog লেখায় ক্লিক করুন।
কিভাবে ব্লগ তৈরি করবেন-১
কিভাবে ব্লগ তৈরি করবেন-১

এখানে শিরোনামে আপনার ব্লগের শিরোনাম দিন যেমন আমারটা bd tips tech, ঠিকানা যেমন bdtipstech.blogspot.com টেমপ্লেট নির্বাচন করুন।(যেকোন টেমপ্লেট নিন, পরে পরিবর্তন করতে পারবেন)।এবার Create Blog ক্লিক করুন
কিভাবে ব্লগ তৈরি করবেন-২
কিভাবে ব্লগ তৈরি করবেন-২
এটিও দেখুন কিভাবে আপনার ব্লগ বা ওয়েবসাইটকে গুগল সার্চ ইঞ্জিনে সাবমিট করবেন

তাহলে আপনার ব্লগ তেরী হইয়ে  যাবে।এখন আপনি আপনার ব্লগ এড্রেস লিখে এন্টার চাপলে আপনার ব্লগ দেখতে পাবেন।ব্লগার থেকে আপনার ব্লগে প্রবেশ করলে নিচের মত চিত্র দেখতে পাবেন।
কিভাবে ব্লগ তৈরি করবেন-৩
কিভাবে ব্লগ তৈরি করবেন-৩

ব্লগারের প্রাথমিক ধারণাঃ-
Overview=এখানে আপনার ব্লগে কতগুলি,কমেন্ট আছে,কতটি পোস্ট আছে,পেইজভিউ ইত্যাদি জানতে পারবেন।
Post=এখানে আপনার পোস্ট সবগুলি পোস্ট দেখতে পাবেন ।
Pages=এখানে আপনার ব্লগের সকল পেইজ দেখতে পাবেন।
Comment=এখানে আপনার ব্লগের সকল কমেন্ট দেখতে পাবেন।
Stats=এখানে আপনার ব্লগের বর্তমান অবস্থা,কোথা থেকে ভিজিটর আসছে ইত্যাদি জানতে পারবেন।
Earing=আপনার ব্লগটি যদি ইংরেজি ব্লগ হয় তাহলে গুগল এডসেন্সেরে মাধ্যমে ইনকাম করতে পারবেন।
Campaigns=এটি দিয়ে আপনার প্রচার করতে পারবেন তবে অবশ্যই পে করতে হবে।
Layout=এটি দিয়ে ভিবিন্ন গেজেট যোগ বিয়োগ করতে পারবেন।
Templet=আপনার ব্লগের ডিজাইন নিজের ইচ্ছামত কাস্টমাইজ করতে পারেবন।
Settings=এখানে আপনার ব্লগের ভিবিন্ন সেটিং যেমন অথার যোগ করা,কাস্টম ডোমেইন অর্থাৎ .blogspot রিভুম করতে পারবেন।চাইলে আপনার ব্লগে অন্যকে আমন্ত্রন করতে পারবেনএছাড়া ব্লগের কিছু ইন্টারনাল এসওই এর কাজ আছে এখানে।

এগুলি হলো ব্লগের প্রাথমিক ধারনা পরবর্তিতে আরো বিস্তারিত আলোচনা করা হবো।আশাকরি এবার নিজেরে একটি ওয়েবসাইট তেরী করতে কোনো অসুবিধা থাকবেনা বা ওয়েবসাইট তেরী করে দেওয়ার জন্য কারো পিছে ঘুরাঘুরি করতে হবে না।
পরবর্তি ধারাবাহিক টিউটোরিয়াল গুলিতে আমরা দেখাবো কিভাবে ব্লগের ডিজাইন চেঞ্জ করতে হ এবং এসইও করতে হইয় ভিজিটর বৃদ্ধি করার জন্য। পোস্টটি যদি এতটুকুও আপনাদের উপকারে আসে একটি কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।
ads

1 comment:

  1. পোষ্টটি ভালো লাগলো। প্রফেশনাল মানের ব্লগ বানানো সহজ কাজ নয় তবে ধের্য ভালো থাকলে এমন একটা সাইট বানাতে পারেন সাথে আছে ২৩ ডলারের পেইড টেম্পলেট
    bangla pdf and story blog bhootgoyenda.blogspot.com

    ReplyDelete

আমাদের পোস্টগুলি ভালো লাগলে কমেন্ট করে আমাদের উৎসাহ দিন

copyright 2014-2023@bdtipstech DMCA.com Protection Status