Ads By Blogger

Monday, June 07, 2021

সেরা ৫টি পিসি গেইম ২০১৯- bd tips tech

পিসি গেইমের মধ্যে অনেকগুলো গেইম আছে যেগুলোর নাম আপনি ইতিমধ্যে জানেন এবং কিছু গেইম আছে যেগুলো সম্পর্কে অনেকেরই ধারনা নেই । আবার পিসি গেইম যারা বেশি ভালোবাসে , তারা নামগুলো শুনলেই বুঝতে পারবেন । তাহলে, চলুন , ২০১৮ এর সেরা ৫ টি গেইম নিয়ে আলোচনা করিঃ 
সেরা ৫টি পিসি গেইম ২০১৯- bd tips tech
সেরা ৫টি পিসি গেইম ২০১৯- bd tips tech
বিশ্বের সেরা গেম সেরা অফলাইন গেম বেস্ট এন্ড্রয়েড গেমস জনপ্রিয় এন্ড্রয়েড গেমস 2019 সেরা গেম ২০১৯ জনপ্রিয় এন্ড্রয়েড গেমস 2018 জনপ্রিয় মোবাইল গেম সবচেয়ে জনপ্রিয় গেম

1.Wreckfest Wreckfest হচ্ছে একটি Racing Game যার Graphics এবং Environment দেখে আপনি মুগ্ধ হয়ে যাবেন। এতো চমৎকার একটি গেইম ,যার কথা না বললেই নয় । এই গেইমটি আপনি Online Stream এ খেলতে পারবেন । এটির রেইট এখন 9 /10 আছে , যা দেখে হয়তো বুঝতে পারছেন যে কত High Graphics এর গেইম এটি । যারা এখনো এই গেইমটি খেলেন নি , একবার গেইমটি খেলেই দেখুন । 

2. Vampyr এই গেইমটি মূলত Fantasy এবং Suspense ভিত্তিক গেইম , যেখানে puzzle থাকবে , রহস্য উদঘাটন থাকবে এবং আপনার choice এবং move এর উপর ভিত্তি করে আপনার Ending নির্ধারিত হবে । এটির গ্রাফিক্স RPG Maker Game এর মতো । Environment টা Basic হলেও অনেক চমৎকার একটি গেইম এটি। 

3.Mutan Year Zero – Road to Eden এই গেইমটিও RPG Game এর মতো কিন্তু অনেক ভালো Concept নিয়ে এই গেইমটি তৈরি করা হয়েছে । মূলত , এই গেইমটির কল্প কাহিনী এবং চমৎকার পরিবেশের জন্য এই গেইমটি অনেক সুনাম পেয়েছে । এইখানে প্রানী এবং মানুষের মাঝে একটা কল্প কাহিনীর সামঞ্জস্য্ দেখানো হয়েছে এবং তার মাঝেও Twist এনেছে । এটির Story টাও অনেক আকর্ষনীয় ।তাই , গেইমটি অবশ্যই Recommend করব । 

4. Ghost of a Tale এই গেইমটির Main Protagonist থাকে একটি ইদুঁর । এটি Action RPG গেইম , যেটি মূলত একটি Unity Asset দিয়ে করা হয়েছে । এটির Background Music অনেকটা সহনীয় এবং Environment টাও চমৎকার । এইখানে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে – ইদুঁর টি সকল puzzle solve করবে এবং অসাধারণ কিছু move দেখাবে ।

5. Hitman 2 যারা হিট্ম্যানের ফ্যান আছেন আমার মতো , তারা অবশ্যই এই সিরিজটি খেলে দেখবেন । হিট্ম্যান ১ম সিরিজ খেলে অতি আগ্রহে আমি হিট্ম্যান ২ খেলেছি । এতো অসাধারণ Concept দিয়েছে এইটিতে । হিট্ম্যানকে এই গেইমটিতে বিভিন্ন পেশায় বিভিন্ন আঙ্গিকে দেখা যাবে । হিট্ম্যান ২ তে Character Customize তো আছেই , সাথে Action Scenes ও আছে । তাই . Hitman ফ্যানরা , গেইমটি না খেলে থাকলে এখনি খেলে দেখো ।
যেকোনো প্রয়োজনে আমরা আছি
আমাদের ফেইসবুক গ্রুপ bd tech group
ফেইসবুক পেইজ bd tips tech
ইউটিউব চ্যানেল Youtube channel
Read More »
ads

Sunday, October 27, 2019

সেরা ৫টি এন্ড্রয়েড গেইম ২০১৯-bdtipstech

প্রতি বছরেই কিছু নতুন এন্ড্রয়েড গেইম এর দেখা মেলে ,তাদের মধ্যে কিছু গেইম TOP RATED গেইম আবার কিছু Low Rated গেইম । চলুন, High Graphics এর গেইম গুলোর মধ্যে Top Reviewed ৫ টি গেইম নিয়ে কিছু আলোচনা করিঃ 
সেরা ৫টি এন্ড্রয়েড গেইম ২০১৯-bdtipstech
সেরা ৫টি এন্ড্রয়েড গেইম ২০১৯-bdtipstech
সেরা অফলাইন গেম বেস্ট এন্ড্রয়েড গেমস জনপ্রিয় এন্ড্রয়েড গেমস 2019 সেরা এন্ড্রয়েড গেম জনপ্রিয় এন্ড্রয়েড গেমস 2018 সেরা গেম ২০১৯ বিশ্বের সেরা গেম সবচেয়ে

1.PUBG Mobile PUBG গেইম টি কেও চিনে না অথবা , কেও শুনে নি , এমনটা সম্ভবই না । PUBG Mobile ভার্সন ছোট – বড় প্রত্যেকেই খুব আগ্রহের সাথে খেলে যাচ্ছে । PUBG Mobile গেইমটিকে এবং এর গ্রাফিক্সকে এখন পর্যন্ত কেও মেরে দিতে পারে নি । এর হাই গ্রাফিক্স ,Action Scene , Sneak-peak Killing Method সব কিছুই অসাধারণ । এটি মূলত ১.৫০ গিগাবাইটের মতো স্পেস নেয় ।এটির গ্রাফিক্সের জন্য ফোন কম্পেটিবিলিটি হাই রেঞ্জের হলেই এটির অসাধারণ অভিজ্ঞতা করতে পারবেন এবং কখনোই এর অসাধারণ অভিজ্ঞতা ভুলতে পারবেন না । 

2. Shadowgun Legends এই গেইমটি সাধারনত সুটিং গেইম হিসেবে অনেক ভালো স্থানে আছে । এই গেইমটি অন্যান্য সুটিং গেইমের মতো হলেও এটির গ্রাফিক্স এবং অ্যাকশন স্কিম সত্যি অতুলনীয় । এই অ্যাপটির Storage Size ১ গিগাবাইটের মতো নিবে । এই গেইমের প্রত্যাকটি লেভেলে কিছু Story থাকবে যা আপনার প্রগ্রেসের উপর ভিত্তি করবে । এবং চাইলে আপনি আপনার মডেলকে কাস্টোমাইস করতে পারবেন । 

3. Fortnite Battle Royale এই গেইমটি PUBG এর কার্বন কপি করার চেষ্টা করলেও PUBG এর সাথে একে তুলনা করলে ভুল হবে বলে মনে করি । Fortnite আমি খেলেছি কিন্তু আমি বলব, PUBG এর মতো Resolution না হলেও এই গেইমটিও অনেক ভালো খ্যাতি পেয়েছে । মূলত, PUBG এবং Fortnite একি সাথে Release দেয়া হয়ে ছিল । এটির Game Play এর অভিজ্ঞতা আমার কাছে দারূণ লেগেছে । 

4. Asphalt 9 Legends যারা Racing গেইম পছন্দ করেন, তাদের জন্য এই গেইমটি আমি Recommend করব । এতো সুন্দর এবং চমৎকার অভিজ্ঞতা কোনো Racing গেইম থেকে আমি পাইনি । হাই গ্রাফিক্স এবং ১৯২০*১০৮০ দিয়েও গেইমটি খেলতে পারবেন । 

5. Alto’s Odyssey Alto’s Odyssey হচ্ছে একটি Award Winning Game যার Developer এর নাম হচ্ছে – Noodlecake Studios এবং এই গেইমটির এখন পর্যন্ত রেট হচ্ছে 4.6 ।গেইমটি মূলত হচ্ছে – অনেকটা Jumping গেইম কিন্তু এটির Background Music এবং পারিপাশ্বিক পরিবেশ আপনাকে মুগ্ধ করবে । এই গেইমটির Storage Size ৭০ মেগাবাইটের মতো পরবে ।সুতরাং, সকল ধরনের এন্ড্রয়েড ফোন দিয়ে আপনি এই গেইমটি খেলতে পারবেন । গেইম আরো অনেক Release দিচ্ছে , অনেক হাই গ্রাফিক্সের গেইম আসছে কিন্তু আমার খেলা সবচেয়ে সেরা গেইম গুলোই হচ্ছে এগুলো । আশা করি গেইম গুলো খেলে দেখবেন এবং অন্যদেরকে Recommend করবেন ।
যেকোনো প্রয়োজনে আমরা আছি
আমাদের ফেইসবুক গ্রুপ bd tech group
ফেইসবুক পেইজ bd tips tech
ইউটিউব চ্যানেল Youtube channel
Read More »

Wednesday, August 01, 2018

সেরা ফুটবল গেমস (পিসি এবং মোবাইল ভার্সন )-bdtipstech

আর কিছুদিনের মধ্যেই পুরো বিশ্ব ফুটবল জ্বরে কাঁপবে।আর বর্তমানে ফুটবল গেমসের জনপ্রিয়তা অনেক বেড়েছে।প্রায় সকল প্লাটফর্মেই বেশ কিছু ফুটবল গেমস রয়েছে,এর মধ্যে কিছু গেমস রয়েছে যেগুলো অনেক রিয়েস্টিক এবং গেমসগুলোর গ্রাফিক্স অসাধারন মানের,খেলার সময় মনে হবে আপনি নিজেই ফুটবল খেলছেন,আর প্রতিবার গোল দেওয়ার পর অন্যরকম এক অনুভূতি পাবেন।

আর অনলাইনে মাল্টিপ্লেয়ারের মাধ্যমে যে কোন সময় আপনি আপনার বন্ধুদের সাথে গেমসগুলো খেলতে পারবেন,এছাড়া যে কোন দেশের যে কারো সাথেই গেমসগুলো খেলা যাচ্ছে।

 ৫টি অনবদ্য ফুটবল গেমস সেরা ৫টি অ্যান্ড্রয়েড ফুটবল গেম ফুটবল বিশ্বকাপ এবং ফুটবল গেমস পিসি এবং মোবাইল  ডাউনলোড করুন ফিফা ১৬ আল্টিমেট টিম ফুটবল গেম ডাউনলোড মোবাইল গেম ডাউনলোড গেমস ডাউনলোড ফিফা ১৭

আজকে জনপ্রিয় জনপ্রিয় কয়েকটি ফুটবল গেমস নিয়ে আলোচনা করবো। পিসি এবং মোবাইল গেম।

 



পিসি গেমসঃ

ফুটবল পিসি গেমসের মধ্যে ফিফা ২০১৮ এবং পিস ২০১৮ এই দুটি গেমস বর্তমানে জনপ্রিয়তার শীর্ষে রয়েছে।গেমসগুলো সিঙ্গেল এবং মাল্টিপ্লেয়ার মুডে খেলতে পারবেন।বর্তমানের গেমস কোম্পানিগুলো গ্রাফিক্সের দিকে বেশি মনোযোগ দিচ্ছে, যার কারনে গেমসগুলো খলেতে হলে ভালো কনফিগারেশনের পিসি/ল্যাপটপের প্রয়োজন হয়।

 
FIFA 18 -bdtipstech
FIFA 18 -bdtipstech


FIFA 18
মিনিমাম সিস্টেম রিকোয়ারমেন্টঃ
প্রসেসরঃ ইন্টেল কোর আই৩-২১০০ অথবা এএমডি ফেনম ২ এক্স৪-৯৬৫
গ্রাফিক্সঃ এনভিডিয়া জিটিএক্স ৪৬০ অথবা রেডিওন আর-৭ ২৬০এক্স
রেমঃ ৮জিবি
হার্ডডিস্ক স্পেসঃ ৫০জিবি
 

PES 2018 - bdtipstech
PES 2018 - bdtipstech

PES 2018
গেমটির মিনিমাম সিস্টেম রিকোয়ারমেন্টঃ
প্রসেসরঃ ইন্টেল কোর আই৫-৩৪৫০ অথবা এএমডি এফএক্স-৪১০০
গ্রাফিক্সঃ এনভিডিয়া জিটিএক্স ৬৫০ অথবা রেডিওন ৭৭৫০
রেমঃ ৮জিবি
হার্ডডিস্ক স্পেসঃ ৩০জিবি




মোবাইল গেমসঃ

পিসির মত এখন মোবাইল গেমিংও বেশ জনপ্রিয়।এবং এই চাহিদা দিন দিন বেড়েই চলছে।আর এখন মোবাইল গেমসের মান আগের থেকে বেশ উন্নত হয়েছে।

বর্তমানে মোবাইল ফুটবল গেমসের মধ্যে পিস ২০১৮, ফিফা সকার এবং ড্রিম লীগ সকার ২০১৮ শীর্ষে রয়েছে।

 

PES 2018- বিডি টিপ্স টেক
PES 2018- বিডি টিপ্স টেক


PES 2018
অনলাইন
বর্তমান ভার্শন ২.৩.১
সাইজ ১.৫জিবি+
মিনিমাম এন্ড্রয়েড ভার্শনঃ ৪.১
 

Fifa soccer -সেরা ফুটবল গেইমস bdtipstech
Fifa soccer -সেরা ফুটবল গেইমস bdtipstech

Fifa soccer
অনলাইন
বর্তমান ভার্শন ১০.০.০৩
সাইজ ১.২জিবি+
মিনিমাম এন্ড্রয়েড ভার্শনঃ ৪.৪
 

Dream league soccer 2018 -বিডি টিপ্স টেক
Dream league soccer 2018 -বিডি টিপ্স টেক


Dream league soccer 2018
অফলাইন/অনলাইন
বর্তমান ভার্শন ৫.০৫৭
সাইজ ৪০০এমবি+
মিনিমাম এন্ড্রয়েড ভার্শনঃ ৪.৪

যেকোনো প্রয়োজনে আমরা আছি
আমাদের ফেইসবুক গ্রুপ bd tech group
ফেইসবুক পেইজ bd tips tech
ইউটিউব চ্যানেল Youtube channel
Read More »

Sunday, December 31, 2017

অস্থির গেমস ভালো না লাগলে MB ফেরত দিবো - Six Guns Android Games -best Tune BD

আসসালামুয়ালাইকুম , বন্ধুরা কেমন আছেন ? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি । আর প্রতিদিনের মত আজকেও একটি টিউন নিয়ে আপনাদের সামনে হাজির হলাম । আজকে টিউনে এসেছে একটি মজার গেমস । যার নাম Six Guns . গেমসটি অফলাইন । তবে কতটা ভালো গেমস তা একবার দেখলেই বুঝা যায় । চলুন দেখে আসি তাহলে ??
 
 
 
 
 
 
আসলে Android Games গুলো ইদানিং পিসি গেমস এর মত হয়ে যাচ্ছে । আর বাংলাদেশে আমি মনে করি PC User দের চেয়ে Android ইউজার বেশি । নাকি বলেন আপনারা ? আমার কাছে তাই মনে হয় । তাই Android এর জনপ্রিয়তাও অনেক বেশি । তাহলে আজকে চলুন Android এর এই গেমসটি নিয়ে আলোচনা করি । গেমসটি হল Shooting গেমস । Download Links:-   এখানে ক্লিক করুন ডাউনলোড করার জন্য উপরের লিঙ্ক এ ক্লিক করলে নিয়ে যাবে আমাদের ফেসবুক পেজে । এরপর ওইখানে আপনাকে ব্লগ লিংক দেখাবে । ব্লগ এ প্রবেশ করলেই ডাউনলোড লিংক পেয়ে যাবেন । যদি কোন সমস্যা হয় এখানে ক্লিক করে ভিডিও দেখে নিবেন ।     ইন্সটল প্রসেস যেহেতু ভিডিও তে দেখানো হয়েছে সেহেতু আমার মনে হয় না আরও কোন সমস্যা হবে এর পরেও যদি সমস্যা হয় আমি তো আছিই আমার ফেসবুক গ্রুপ + পেজ এ চোখ রাখবেন । এখানে যে কেও Technology সম্পর্কিত প্রশ্ন করলে তার উত্তর দেওয়া হয় । আর নতুন নতুন টিপস পেতে আমাদের চ্যানেল কে অবশ্যই Subscribe + bell অন করে রাখুন ।   Facebook Group Facebook Pages Youtube Channel তাহলে বন্ধুরা আজ তাহলে আসি কেমন ?? এখানেই শেষ করছি আল্লহ হাফেজ
Read More »

Saturday, December 30, 2017

এবার দারুন Adventure গেমস নিয়ে নিন PC এবং Android এর জন্য সাইজ সামান্য

আসসালামুয়ালাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই ? আমি বেশ ভালো আছি আর বেশ ভালই থাকি । আজকে অনেক সুন্দর একটি গেমস শেয়ার করবো । তবে হা ? ?? আরেকটি Surprice আছে সেটি হল এই গেমস টি আপনারা PC অথবা মোবাইলে ২ টা তেই খেলতে পারবেন । ভাইজান আরেকটা বম ফাটাবো ??? এইটা তে Google Play Games Support করে Android এর জন্য । তাইলে তো নিশ্চয় কোন চিন্তাই নেই তাই না ??? আর PC ইউজার দের জন্য তো অবশ্যই Auto Saved Option আছেই । So কোন টেনশন নেই আরামছে খেলতে থাকুন । চলুন এক নজরে দেখে আসি গেমস Screenshort নাকি ????

দেখেই বুঝতে পারতেছেন গেমস টা একদম আপনার মত গুলতুস মার্কা গেমস । তাহলে আসুন এবার Android Device এর Download + Install Proccess টা দেখে নেই ।
যা যা লাগবেঃ-
Android:-
Games File:-
Part 1 50MB
Part 2 42MB
Apk Files 24MB

তো বন্ধুরা Download Process একদম সহজ । কিরকম দেখিয়ে দিচ্ছি ।
যে কোন লিংক এ যান ধরুন Part ১ এ গেলেন । ক্লিক করার পর ৫ সেকেন্ড Wait করবেন । এরপর Skip Add এ ক্লিক করবেন । আবার আরেকটা অ্যাড আসবে ৫ সেকেন্ড ওয়েট করে স্কিপ অ্যাড এ ক্লিক করলে মেদিয়াফায়ার  পেজ ওপেন হবে । এবার ডাউনলোড এ ক্লিক করে ব্যাস ! এভাবেই ডাউনলোড করতে হবে । পিসি ফাইল গুলও এইভাবেই ডাউনলোড করতে হবে । Install Process একটি কঠিন তাই সে জন্য আমি ভিডিও বানিয়েছি । আপনারা ভিডিও দেখবেন ।

ভিডিও টি এখানে ।










PC Version:-
তো বন্ধুরা Install Process ভিডিও তে দেওয়া আছে আপনারা অবশ্যই দেখে নিবেন । আর কোন সমস্যা হলে তো আমি আছিই ।




তাহলে বন্ধুরা আজ তাহলে আশি কেমন ??
আল্লহ হাফেজ








Read More »

Thursday, December 28, 2017

ইন্টারনেট ছাড়াই বা অফালাইনে খেলা যায় জনপ্রিয় ১০ টি এন্ড্রোয়েড গেইম

বিডি টিপ্স ব্লগে আপনাদের স্বাগতম। একটু ফাঁকা সময় পেলে অনেকেই মোবাইল ফোনে গেম খেলতে শুরু করেন। এখনকার স্মার্টফোনগুলো রীতিমতো গেম খেলার যন্ত্র। কিন্তু একসময় দুর্বল ইন্টারনেটের কারণে অনেকেই জনপ্রিয় গেমগুলো খেলতে পারেননি। কিন্তু এখন ইন্টারনেট সংযোগ ছাড়াই অনেক গেম খেলা যায়। সময় কাটাতে অনেকেই এসব গেমে মজে থাকেন। জেনে নিন এ রকম কয়েকটি গেম সম্পর্কে:


কিওয়ার্ড;জনপ্রিয় এন্ডোয়েড গেইম ডাউনলোড,জনপ্রিয় এন্ড্রোয়েড গেইম হ্যাক,এন্ড্রোয়েড গেইমস ডাউনলোড,এন্ডোয়েড বিডি,মজার এন্ড্রোয়েড গেইম,২০১৭ সালের জনপ্রিয় এন্ড্রোয়েড গেইম,এন্ড্রোয়েড গেইম ডাউনলোড সাইট,android game download bangla,android bd

১।টেম্পল রান
টেম্পল রান-bdtipstech
টেম্পল রান-bdtipstech

                                                        Download Temple Run


টেম্পল রান: টেম্পল রান গেমটি উন্মুক্ত হওয়ার পর থেকে বেশ জনপ্রিয়। এই গেমে অন্তহীন দৌড়াতে হয়। এ সময় পড়ে যাওয়া বা কোনো ফাঁদে পড়া যাবে না। পেছনে লেগে থাকে ভয়ংকর শত্রু। দৌড়ানোর সময় কয়েন সংগ্রহ ও অন্যান্য উপাদান সংগ্রহ করা যায়।


২।সাবওয়ে সারফারস
সাবওয়ে সারফারস-bdtipstech
সাবওয়ে সারফারস-bdtipstech

                                                     Download subway surfurs


সাবওয়ে সারফারস: টেম্পল রানের মতোই সাবওয়ে সারফার দৌড়ানোর গেম। অ্যান্ড্রয়েডে সবচেয়ে ডাউনলোড হওয়া গেমগুলোর একটি। পুলিশের তাড়া খেয়ে দৌড়াতে হয় এতে। যেকোনো সময় পুলিশ ধরে ফেলতে পারে। পুলিশকে পেছনে ফেলে দৌড়ানোর সময় কয়েন সংগ্রহের পাশাপাশি জেটপ্যাকস ও উপহার সংগ্রহ করা যায়।

.৩।ব্যাডল্যান্ড
ব্যাডল্যান্ড-bdtipstech
ব্যাডল্যান্ড-bdtipstech

                                                          Download Badland


ব্যাডল্যান্ড: ঘন বনের পটভূমিতে অ্যাকশন রোমাঞ্চকর গেম ব্যাডল্যান্ড। বনের মধ্যে কোথায় সমস্যা হচ্ছে তা একটি প্রাণীর নিয়ন্ত্রণ নিয়ে বের করতে হয়। বিভিন্ন ফাঁদ ও বাধা ডিঙিয়ে গন্তব্যে যেতে হয়। এতে ২৩টি স্তর আছে এবং মাল্টিপ্লেয়ার মোডে খেলা যায়।


৪।ফ্রুট নিনজা
ফ্রুট নিনজা-bdtipstech
ফ্রুট নিনজা-bdtipstech

                                                         Download fruit ninja

ফ্রুট নিনজা: আঙুলের ব্যায়াম করতে চাইলে ফ্রুট নিনজা খেলতে পারেন। স্ক্রিনে আসা সব ফল দ্রুত আঙুল চালিয়ে কাটতে হবে। তবে এর মধ্যে বিস্ফোরকগুলো কিন্তু এড়াতে হবে।


৫।অ্যাসফল্ট ৮ এয়ারবোর্ন
অ্যাসফল্ট ৮ এয়ারবোর্ন-bdtipstech
অ্যাসফল্ট ৮ এয়ারবোর্ন-bdtipstech

                                                         Download asfault 8 airborn


অ্যাসফল্ট ৮ এয়ারবোর্ন: এ গেমটি ছাড়া অফলাইন মোবাইল গেমের কোনো তালিকা পূর্ণ হওয়ার নয়। অ্যান্ড্রয়েডে অন্যতম সেরা রেসিং গেম এটি। এতে চারটি নিয়ন্ত্রণ অপশন থাকে। অবশ্য গেমটি খেলতে মোবাইলে স্টোরেজ বেশি থাকা দরকার।


৬।লিম্বো
লিম্বো-bdtipstech
লিম্বো-bdtipstech

                                                                         download limbo


লিম্বো: মজার টুডি পাজল গেম। পরিবেশের নানা উপাদান ব্যবহার করে ধাঁধা মিলিয়ে সামনে এগোনো যায়।



৭।মাইনক্রাফট পকেট এডিশন
মাইনক্রাফট পকেট এডিশন-bdtipstech
মাইনক্রাফট পকেট এডিশন-bdtipstech

                                                       download minecraft:poket edition


মাইনক্রাফট পকেট এডিশন: বিশাল দুনিয়া তৈরি করে তাতে টিকে থাকার সুযোগ গেমটিতে। সৃজনশীলতা কাজে লাগানোর সুযোগ আছে এতে। ক্রিয়েটিভ ও সারভাইভাল মোড ব্যবহার করে মাইন খোঁজা ও ভবন তৈরির কাজ এগিয়ে নেওয়া যাবে।


৮।আলটোস অ্যাডভেঞ্চার


আলটোস অ্যাডভেঞ্চার-bdtipstech
আলটোস অ্যাডভেঞ্চার-bdtipstech
                                                            download Alto's Adventure
আলটোস অ্যাডভেঞ্চার: তুষার পর্বতের পটভূমিতে রোমাঞ্চকর গেমটিতে আলটো ও তাঁর বন্ধুদের স্নোবোডিং করতে হয়। ক্রাশ হওয়া এড়িয়ে টিকে থাকতে হয় গেমারকে।


৯।ওয়ার্ল্ড অব গু
ওয়ার্ল্ড অব গু-bdtipstech
ওয়ার্ল্ড অব গু-bdtipstech
                                                           download world of goo

ওয়ার্ল্ড অব গু: এটি আরেকটি মজার পাজল গেম। গেমারকে ব্রিজ তৈরি করতে হয়। দীর্ঘ টাওয়ার তৈরিতে গেমার ফ্রিস্টাইল মোড ব্যবহার করতে পারেন।


১০।স্ম্যাশ হিট
স্ম্যাশ হিট-bdtipstech
স্ম্যাশ হিট-bdtipstech
                                                               download smash hit

স্ম্যাশ হিট: ফার্স্ট পারসন রানিং গেম। গেমারকে বল ছুড়ে পথের বাধা দূর করতে হয়। গেমটিতে ৫০টি ভিন্ন রুম আছে ও ১১ স্টাইল আছে। গেমটি খেলতে মনোযোগ ও সময় ঠিক রাখা দরকার।

যেকোনো প্রয়োজনে আমরা আছি
আমাদের ফেইসবুক গ্রুপ facebook group
ফেইসবুক পেইজ facebook page
ইউটিউব চ্যানেল Youtube
Read More »

Tuesday, September 15, 2015

Need For Speed™ Most Wanted (2005)

Need For Speed Most Wanted (2005)




----------------------

*Action/Simulation.
*Released on 2005.
*PC Requirement:       *CPU: 1.80Ghz (Single Core)
                                       *GPU:256MB (Internal)
                                       *RAM:512MB (DDR3)
                                       *DirectX verson 9 or Up.
                                       *Developer: Electronic Arts
                               *Publisher:EA
                               *Platform : PS™3,XBOX™ 360,XBOX™ 1,Microsoft™ OS.  
                     
আমার খেলা non HD simulation gameএর মধ্যে প্রিয় এটা।এটা খেলা শুরু করার পর আমি অন্য সব racing game(পুরান গুলা) বাদ দিয়ে দিসি।জাইহক,এর gameplay চমৎকার!
এখানে আপ্নি(নাম যা খুশি হইতে পারে,ঠিক নাই)একজন street racer,আমেরিকার Rockport শহরে।খুব পিচ্ছি শহর,কিন্তু গাড়ি গুলার ওজন বেশি (!)
তো আপনার খুব ইচ্ছা হবে, যাই,top blacklist গুলার শাথে হাতাহাতি কইরা আসি।প্রথম race এ পুলিশের তাড়া খাবেন আর তেল পিছলে race বরবাদ!
কএদিনপর আবার যাবেন,এবার #১ এবং #২ কে হারাবেন,বাহ!!!!
এবার #১ আপনাকে ফাঁদে ফেলবে।Pink Slip Challenge!!!!! লাও ঠ্যালা!!! Race এ হাইরা গাড়ি গেলত????কত সাধের গাড়ি!এবার carrer খেইলা গাড়ি উদ্ধার করেন!
GPU config. ভালা হইলে ভালা performance পাইবেন।
বন্ধুর সাথে খেলতে অবশ্যই LAN তার Use করবেন।

আমরা একটা Need For Speed:Most Wanted Night Edition Modification Make করেছি।
কিন্তু টেস্ট না করাতে আমরা সেটা Patch হিসাবে Release করছি।



Gameplay,in ultra mode:








































Cheats-Trainer-Keygen-Editor and Patches:





আমি শত খুজেও কোনও Cheat Code পাইনি।
তাই,No Cheats Available.
থাকলে আমাদের জানাবেন।

লিখেছেন Tawsif Torabi
Download links credits Md Zahid








Read More »
copyright 2014-2023@bdtipstech DMCA.com Protection Status