(bd tips tech)বিডি টিপ্স টেকে আপনাদের স্বাগতম।অনেক সময় মাইক্রোসফটের ওয়ার্ড, এক্সেলে তৈরি ফাইল চালু করতে গিয়ে There was a problem sending the command to the program বার্তা দেখায় আর ফাইলটি খোলে না। এমন হলে বেশ ঝামেলাই পোহাতে হয়। ডাইনামিক ডেটা এক্সচেঞ্জ কমিউনিকেশন প্রটোকল ব্যবহার করে উইন্ডোজ তার সোর্স এবং টার্গেট প্রোগ্রামগুলোকে আলাদা ফাইল টাইপ আকারে খুলে থাকে।
এটিও পড়ুন keyboard এর shortcut গুলি দেখে নিন
ব্যাকগ্রাউন্ডে ফাইল চলতে থাকলে ডিডিই কমান্ড অপ্রয়োজনীয় ফাইল খুলতে কখনো বাধা প্রদান করে থাকে। আবার উইন্ডোজ এবং ডিডিইসের মাঝে অফিস অ্যাপ্লিকেশন খুলতে গিয়ে কোনো কমান্ডে বাধাগ্রস্ত হলে এমন সমস্যা দেখা দেয়। এ সমস্যাটি কয়েকটি পদ্ধতিতে সমাধান করা সম্ভব।
মাইক্রোসফট অফিস এক্সেল প্রোগ্রাম চালু করুন। অফিস ওআরবি আইকনে বা রিবনে থাকা FILE মেনুতে ক্লিক করে Options এ ক্লিক করুন। Excel Option উইন্ডো চালু হলে বাঁয়ের মেনু থেকে Advanced ট্যাবে ক্লিক করুন। এখানে মাউস স্ক্রোল করে নিচের দিকে এসে General সেকশনের Ignore other applications that use Dynamic Data Exchange (DDE) এর বাঁয়ে টিক চিহ্ন দিয়ে ওকে চেপে বের হয়ে এলে পরবর্তী সময়ে এক্সেল ফাইল খোলার সময় আর সমস্যা থাকবে না।
আগের পদ্ধতিতে কাজ না হলে যেকোনো অফিস ফাইলে ডান ক্লিক করে Open with অপশনে মাউস নিয়ে উইন্ডোজ ৭ বা তার আগের জন্য Browse বোতাম চাপুন। উইন্ডোজ আট বা তার পরের জন্য More Options এ ক্লিক করে Look for another app on this PC অপশনে ক্লিক করুন। এখন C:/Program Files/Microsoft Office/Office ফোল্ডারে চলে যান। এখন .xlsx যুক্ত এক্সেল ফাইলের জন্য excel.exe ফাইল নির্বাচন করুন। .docx যুক্ত ওয়ার্ড ফাইলের জন্য winword.exe ফাইল নির্বাচন করুন। এবার নিচের Always use this application for this file type-এ টিক চিহ্ন দিয়ে ওকে করে ফাইল চালু করলেই সমস্যা ছাড়াই সেটি চালু হবে।
এটিও পড়ুন windows কিছু টিপ্স দেখে নিন
মাইক্রোসফট অফিস সুইট রিপেয়ার করলে এমন সমস্যা দূর হয়। এ জন্য Control Panel এ গিয়ে Programs and Features আইকনে করুন। Microsoft Office-এ ক্লিক করে Change বোতামে ক্লিক করুন এখন Repair বোতামে অপশন নির্বাচন করে Continue বোতাম চাপলে অফিস রিপেয়ার হয়ে যাবতীয় সমস্যাগুলো সমাধা হবে।
পোস্টটি ভাল লাগলে শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না।
এটিও পড়ুন keyboard এর shortcut গুলি দেখে নিন
ব্যাকগ্রাউন্ডে ফাইল চলতে থাকলে ডিডিই কমান্ড অপ্রয়োজনীয় ফাইল খুলতে কখনো বাধা প্রদান করে থাকে। আবার উইন্ডোজ এবং ডিডিইসের মাঝে অফিস অ্যাপ্লিকেশন খুলতে গিয়ে কোনো কমান্ডে বাধাগ্রস্ত হলে এমন সমস্যা দেখা দেয়। এ সমস্যাটি কয়েকটি পদ্ধতিতে সমাধান করা সম্ভব।
মাইক্রোসফট অফিস এক্সেল প্রোগ্রাম চালু করুন। অফিস ওআরবি আইকনে বা রিবনে থাকা FILE মেনুতে ক্লিক করে Options এ ক্লিক করুন। Excel Option উইন্ডো চালু হলে বাঁয়ের মেনু থেকে Advanced ট্যাবে ক্লিক করুন। এখানে মাউস স্ক্রোল করে নিচের দিকে এসে General সেকশনের Ignore other applications that use Dynamic Data Exchange (DDE) এর বাঁয়ে টিক চিহ্ন দিয়ে ওকে চেপে বের হয়ে এলে পরবর্তী সময়ে এক্সেল ফাইল খোলার সময় আর সমস্যা থাকবে না।
আগের পদ্ধতিতে কাজ না হলে যেকোনো অফিস ফাইলে ডান ক্লিক করে Open with অপশনে মাউস নিয়ে উইন্ডোজ ৭ বা তার আগের জন্য Browse বোতাম চাপুন। উইন্ডোজ আট বা তার পরের জন্য More Options এ ক্লিক করে Look for another app on this PC অপশনে ক্লিক করুন। এখন C:/Program Files/Microsoft Office/Office ফোল্ডারে চলে যান। এখন .xlsx যুক্ত এক্সেল ফাইলের জন্য excel.exe ফাইল নির্বাচন করুন। .docx যুক্ত ওয়ার্ড ফাইলের জন্য winword.exe ফাইল নির্বাচন করুন। এবার নিচের Always use this application for this file type-এ টিক চিহ্ন দিয়ে ওকে করে ফাইল চালু করলেই সমস্যা ছাড়াই সেটি চালু হবে।
এটিও পড়ুন windows কিছু টিপ্স দেখে নিন
মাইক্রোসফট অফিস সুইট রিপেয়ার করলে এমন সমস্যা দূর হয়। এ জন্য Control Panel এ গিয়ে Programs and Features আইকনে করুন। Microsoft Office-এ ক্লিক করে Change বোতামে ক্লিক করুন এখন Repair বোতামে অপশন নির্বাচন করে Continue বোতাম চাপলে অফিস রিপেয়ার হয়ে যাবতীয় সমস্যাগুলো সমাধা হবে।
পোস্টটি ভাল লাগলে শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না।
No comments:
Leave A Comment
আমাদের পোস্টগুলি ভালো লাগলে কমেন্ট করে আমাদের উৎসাহ দিন