Pages

Thursday, February 11, 2016

সিম্ফনি স্মার্টফোনের সাথে রবি দারুন অফার

ads
bd tips tech এ আপনাদের স্বাগতম।রবি দিচ্ছে সিম্ফনি স্মার্টফোনের সাথে দারুন অফার
 ক্যাম্পেইন অফার ১:
৫২৯০ টাকায় সিম্ফনি ভি৪৯ কিনে ৪৪০০ টাকার আর্কষণীয় রবি প্যাকেজ উপভোগ করুন।
হ্যান্ডসেট মডেল অফার বিবরণ ৩ মাসে মোট বোনাস
সিম্ফনি ভি৪৯ অন-নেট ৮০০ মিনিট/মাস ২৪০০ মিনিট
অফ-নেট ২০০ মিনিট/মাস ৬০০ মিনিট
ডাটা(জিবি) ) ৩ জিবি/মাস ৯ জিবি
ক্যাম্পেইন অফার ২:
৭৬৪০ টাকায় সিম্ফনি এইচ৫৮ কিনে ৭৮০০ টাকার আর্কষণীয় রবি প্যাকেজ উপভোগ করুন।
হ্যান্ডসেট মডেল অফার বিবরণ ৩ মাসে মোট বোনাস
সিম্ফনি এইচ৫৮ অন-নেট ১১৫০ মিনিট/মাস ৩৪৫০ মিনিট
অফ-নেট ৩৫০ মিনিট/মাস ১০৫০ মিনিট
ডাটা(জিবি) ৫ জিবি/মাস ১৫ জিবি

৩ মাসে বোনাস বিতরণ করা হবে।

রবি-সিম্ফনি অফার
রবি সিম অফার

এগুলি পড়ুন রবিতে ৫ টাকা ব্যবহারে ১৫ এম্বি,১০ টাকা ব্যবহারে ৪০ এম্বি এবং ১৫ টাকা ব্যবহারে ৬০ এম্বি ফ্রি 
                  রবি বন্ধ সিম অফার(1 GB 9TK ONLY) 
                   দেশজুড়ে WiFi ইন্টারনেট চালু করছে Robi
হ্যান্ডসেটের বৈশিষ্ট্য ও মূল্য:
সিম্ফনি ভি৪৯ সিম্ফনি এইচ৫৮
  • স্ক্রিন ৪.৫ ইঞ্চি
  • ডুয়েল সিম
  • ১.৩গি.হা. ডুয়েল কোর প্রসেসর
  • ক্যামেরা: ৫ এমপি + ২ এমপি
  • ৮ জিবি র‌ম
  • ইন্টারনাল: ১ জিবি র‍্যাম
  • ব্যাটরি: ১৭০০ মি.এ্যা.আওয়ার  
  • স্ক্রিন ৫ ইঞ্চি
  • ডুয়েল সিম
  • ১.৩গি.হা. ডুয়েল কোর প্রসেসর
  • ক্যামেরা: ৮ এমপি + ২ এমপি
  • ৮ জিবি র‌ম
  • ইন্টারনাল: ১ জিবি র‌্যাম
  • ব্যাটরি: ২৫০০ মি.এ্যা.আওয়ার  
মূল্য: ৫২৯০ টাকা মূল্য: ৭৬৪০ টাকা
ব্যবহার ও শর্তাদি:
  • (পিসিও বাদে) সকল বিদ্যমান ও নতুন প্রিপেইড ম্যাস, পোস্টপেইড ও এসএমই গ্রাহক এই অফারের জন্যে যোগ্য ।
  • হ্যান্ডসেট কেনার পর গ্রাহককে তার হ্যান্ডসেটের রবি নম্বর থেকে ভয়েস কল করতে হবে । বান্ডল পাওয়ার যোগ্যতা যাচাইয়ে যে কোন সচল এমএসআইএসডিএন নম্বরে এই কল প্রযোজ্য হবে।
  • ট্যাগিং এর ৭২ ঘন্টার মধ্যে এই বোনাস বিতরণ করা হবে।
  • নিবন্ধনের সময় প্রথম ট্যাগ থেকে এমএসআইএসডিএন বিবেচনা করা হবে।
  • একাধিক এমএসআইএসডিএন ও আইএমইআই বিবেচনা করা হবে না।
দ্রষ্টব্য:
  • কেবল লোকাল কলের জন্যে বান্ডল মিনিট প্রযোজ্য হবে।
  • প্রি-পেইড গ্রাহকের জন্যে অন-নেট এফএনএফ (রবি-রবি) এবং প্রিয় নম্বরের চার্জ্ বিদ্যমান ট্যারিফ প্ল্যান অনুযায়ী হবে।
  • এসএমই/প্রিপেইড সংযোগ থেকে কোন সিইউজি নম্বরে কল করলে তার চার্জ্ বিদ্যমান ট্যারিফ প্ল্যান অনুযায়ী হবে।
  • বান্ডল মিনিট ফুরিয়ে গেলে প্যাকেজ অনুযায়ী নিয়মিত ট্যারিফ প্রযোজ্য হবে।
  • ডাটা ভলিউমের মেয়াদ ফুরিয়ে গেলে গ্রাহকের চার্জ্ হবে পিপিইউ ভিত্তিতে, অর্থাৎ ১ টাকা/১ এমবি।
  • প্রিপেইড গ্রাহকের জন্যে বান্ডল মিনিটের ক্ষেত্রে ১০ সেকেন্ড পালস্ প্রযোজ্য হবে।
  • পোস্টপেইড গ্রাহকের জন্যে বান্ডল মিনিটের ক্ষেত্রে প্যাকেজ অনুযায়ী পালস্ প্রযোজ্য হবে।
  • অব্যবহৃত বান্ডল মিনিট ও ডাটা পরবর্তীতে ব্যবহার করা যাবে।
  • শর্ট্ কোডের জন্যে বান্ডল মিনিট ব্যবহার করা যাবে না।
  • আইডিডি কলের জন্যে বান্ডল মিনিট ব্যবহার করা যাবে না।
  • ব্যালান্স ট্রান্সফারের মাধ্যমে বান্ডল মিনিট ট্রান্সফার করা যাবে না।
  • নিবন্ধন সফল হলে ৭২ ঘন্টার মধ্যে বান্ডল বিতরণ করা হবে।
  • প্যাকেজ অনুযায়ী অন্য সকল ট্যারিফ ও সুবিধাদি অপরিবর্তিত থাকবে।
  • রবি ও সিম্ফনি উভয়েরই গ্রাহকের যোগ্যতা চাইয়ের অধিকার আছে।
  • (প্রিপেইড/এসএমই) রবি-রবি মিনিট চেক করতে *২২২*২#; অন্য অপারেটরের মিনিট চেক করতে *২২২*৯#, এবং ইন্টারনেট ব্যালান্স চেক করতে *৮৪৪৪*৮৮# ডায়াল করতে হবে।
  • কেবল ক্রয়কৃত সিম্ফনি স্মার্টফোনে বোনাস মিনিট ও ডাটা প্যাক ব্যবহার করা যাবে।
কী কী রঙের ফোন পাওয়া যাবে:
  • ব্ল্যাক + কফি
  • হোয়াইট + সিলভার
  • ব্ল্যাক
  • গ্রে
  • রোজ গোল্ড
কোথায় বান্ডল পাওয়া যাবে:
  • সকল রবি সেবা
  • পার্টনার চ্যানেল

No comments:

আমাদের পোস্টগুলি ভালো লাগলে কমেন্ট করে আমাদের উৎসাহ দিন

copyright 2014-2023@bdtipstech DMCA.com Protection Status