Ads By Blogger

Tuesday, July 18, 2017

Unlimited Gmail খুলুন Without verification কোন নাম্বার ছাড়া Gmail খুলুন

Unlimited Gmail খুলুন  Without verification কোন নাম্বার  ছাড়া Gmail খুলুন


আসা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমি যা দেখাব তার জন্য

দরকারি জিনিস সমূহ:

১ম      https://www.emailondeck.com/    ঠিকানা তে যান
এরকম দেখাবে- আপনাকে  ২ টা স্টেপ পুরুন করতে হবে ১ম স্টেপ


২য় স্টেপ



তারপর এরকম দেখাবে -এখান থেকে copy লেখতে ক্লিক করে কপি করে নিব



তারপর   www.gmail.com    জাব -  এখানে copy  কপি লেখাটি Past করুন

কাজ শেস এখন continue  চাপ দিন - এবার পিন ছাড়া  খুলবে আশা করি

ভিডিও দেখলে আর ভালো বুজবেন একবার হলে ভিডিওটি দেখুন




আশা করি সবচেয়ে ভালো সফটওয়ার এটি আর হা আমি কোন ভুয়া টিউন আমি করি না আমি আগে টেস্ট করি তার পর আপনাদের দেই। এই সফটওয়্যার ইন্সটল দিবার পর কাজ গুলো সহজেই বুঝে জানাবেন আশা করি। নিচে ভিডিও টি দেখুন না বুঝতে পারলে টিউমেন্ট করে জানাবেন। আর আমাকে ফলো করুন আমি আপনাদের  সামনে এরকম আরও দারুন দারুন টিউন নিয়ে হাজির হবো। বুঝতে না পারলে ভিডিওটি দেখুন। আশা করি বুঝতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ
Read More »
ads

Monday, December 07, 2015

2 step security add করুন আপনার জিমেইল অ্যাকাউন্টে

(bd tips tech)বিডি টিপ্স টেকে আপনাদের সবাইকে স্বাগতম।আশাকরি সবাই ভাল আছেন।আজ আপনাদের কাছে হাজির হয়ছি কিভাবে জিমেইলে ২-স্টেপ ভেরিফিকেশন যোগ করবেন।এর ফলে জিমেইলের পাসওয়ার্ড যদি সবাই জেনে যায়, তাহলেও কেউ চাইলেও আপনার অ্যাকাউন্টে প্রবেশ করতে পারবে না। এর জন্য প্রথমে জিমেইল লগইন করে ওপরে ডানপাশে আপনার ছবির আইকনে ক্লিক করে তারপর My Account-এ ক্লিক করুন বা সরাসরি https://myaccount.google.com ঠিকানায় যান।
তারপর Sign-in & security-তে ক্লিক করুন।
নতুন পেজ এলে একটু নিচে ডানপাশে 2-step verification: off-এ ক্লিক করুন।

এটিও পড়ুনব্রাউজার ভিপিএন সেটআপ গাইড

তারপর Start Setup বাটনে ক্লিক করুন। পুনরায় আবার লগ-ইন করার পেজ এলে লগইন করুন। এখন Phone number: বক্সে আপনার মোবাইল নম্বর লিখে Send Code বাটনে ক্লিক করুন। আপনার মোবাইলে একটি কোড নম্বর আসবে। কোড নম্বরটি কোড বক্সে লিখে Verify-এ ক্লিক করুন। এখন Next-এ ক্লিক করুন। তারপর Confirm-এ ক্লিক করুন।
এখন থেকে প্রতিবার আপনার কম্পিউটার ছাড়া অন্য কোনো কম্পিউটার থেকে আপনার জিমেইল অ্যাকাউন্টে লগইন করতে চাইলে আপনার মোবাইলে একটি কোড নম্বর আসবে এবং সেই কোড নম্বরটি কোড বক্সে লিখে Verify-এ ক্লিক করলেই আপনার জিমেইল অ্যাকাউন্টে প্রবেশ করা যাবে।


আপনার ফোন নম্বর যদি হারিয়ে ফেলেন, তাহলে যেকোনো সময় আপনার কম্পিউটার থেকে জিমেইলে লগইন করে ফোন নম্বর পরিবর্তন করতে পারবেন বা এই সুবিধা বাদ দিতে পারবেন। অনেক সময় মোবাইলে এসএমএসের সাহায্যে কোড আসতে দেরি হতে পারে। এ জন্য চাইলে Google Authenticator নামের একটি অ্যাপ নামিয়ে নিতে পারেন। এসএমএসে কোডের বাইরে এ অ্যাপে ৩০ সেকেন্ড পরপর একটি কোড আসবে। সেটি দিয়েও চাইলে Verify করতে পারবেন। তবে আপনি এসএমএস কোড না অ্যাপের মাধ্যমে আসা কোড ব্যবহার করবেন, তা শুরুতে নির্বাচন করে নিতে হবে। অ্যাপটি অ্যান্ড্রয়েড এবং আইওএস দুই সংস্করণেই পাওয়া যাবে।ধন্যবাদ আশাকরি পোস্টগুলি আপনাদের কাছে ভাল লেগেছে।
Read More »
copyright 2014-2023@bdtipstech DMCA.com Protection Status