বর্তমান সময়ে, আমাদের দৈনন্দিন জীবনে যে কোনও তথ্য, হিসাব, উপাত্ত ও পরিকল্পনার প্রয়োজনে আমরা ইন্টারনেট ব্যাবহার করি। বিনোদন, সামাজিক যোগাযোগ ও শিক্ষা-চাকরি-ব্যাবসা ইত্যাদিও সম্পূর্ণভাবে নির্ভরশীল হয়ে পড়েছে ইন্টারনেটের উপরে।
মূলত সারা পৃথিবী থেকে তথ্যের সহজলভ্যতা ও ব্যাবস্থাপনা
ইন্টারনেটকে মানুষের কাছে প্রিয় করে তুলেছে। তথ্য সংরক্ষণ ও প্রয়োজনে ব্যাবহারের সহজ
উপায় নথিপত্রগত জটিলতাকেও দূর করেছে। আর যান্ত্রিক এই অভিযাত্রায় মানুষের সঙ্গী হল
সার্চ ইঞ্জিন উইকিপিডিয়া ও এমন আরও সংশ্লিষ্ট তথ্যউপস্থাপনকারী সাইটের বরাতে জানা যায়,
মূলত আশি ও নব্বই দশকের গোঁড়ার দিক থেকে এই সার্চ ইঞ্জিনের যাত্রা শুরু।
গুগল কিভাবে ইন্টারনেট জগৎ এ শ্রেষ্ঠ হয়ে উঠলো-bdtipstech |
গুগল কি google search গুগল বাংলা http://গুগল গুগল সার্চ ইঞ্জিন google english গুগল সার্চের নিয়ম www.google.com search video গুগল কি গুগল সার্চের নিয়ম গুগল বাংলা হাই গুগল উইকিপিডিয়া সার্চ গুগল কোন দেশের google সম্পর্কে তথ্য গুগল এর প্রতিষ্ঠাতা কে
১৯৯৩ সালে W3Catalog, Aliweb, JumpStation, আর WWW Worm ইত্যাদি সার্চ ইঞ্জিনের অস্তিত্ব ছিল। পরবর্তীতে আরও বিভিন্ন দেশে বিভিন্ন সময়ে নানা ফিচারসমৃদ্ধ অনেক অনেক সার্চ ইঞ্জিন আবিস্কার হয়, হচ্ছে ও সেবা দিয়ে যাচ্ছে। তার মধ্যে সেরা কয়েকটি হল গুগল, ইয়াহু এবং এমএসএন(বর্তমানে যাকে আমরা বিং হিসেবে জানি) ইত্যাদি। এছাড়াও আরও অনেক সার্চ ইঞ্জিন আছে যেগুলিও সফলভাবে সেবা দিয়ে যাচ্ছে। জনপ্রিয়তার দিক থেকে গুগল সেরা একটি সার্চ ইঞ্জিন, যারা মূলত সার্চ ইঞ্জিন হিসেবে কাজ করলেও ইন্টারনেট সংশ্লিষ্ট অনেক কাজেই বর্তমানে তাদের সেবা পরিলক্ষিত হয়, বিশেষ করে মোবাইল প্রযুক্তির বিকাশের সাথে সাথে গুগলের কাজের ক্ষেত্রও বৃদ্ধি পেয়েছে। Larry Page আর Sergey Brin মিলে ১৯৯৬ সালে তাঁদের রিসার্চ প্রজেক্টের অংশ হিসেবে এটি আবিষ্কার করেন, পরে তাঁরা এটিকে সার্চ ইঞ্জিন হিসেবে রূপ দিতে সক্ষম হন। ২০১০ সালে নেক্সাস সেটের মাধ্যমে গুগল তাদের প্রথম এন্ড্রয়েড ফোনসেট বাজারে নিয়ে আসে। সার্চ ইঞ্জিন ও অ্যাপের পাশাপাশি এভাবেই তারা কম্পিউটার হার্ডওয়ারের বাজারেও আধিপত্য বিস্তার করে। বর্তমানে পরিষেবা ও পণ্যের দিক থেকে গুগল বিশ্বের ১ম সারির মাল্টিন্যাশনাল কোম্পানিগুলির অন্যতম। সহজ সরল লে-আউট ও সুন্দর নির্দেশনা ব্যাবস্থাপনার জন্য গুগল ব্যাবহার করা খুব সহজ। সকল স্তরের ব্যাবহারকারিদের কথা মাথায় রাখা গুগল মানুষের তথ্যলাভের সহজতম উপায় বলে ধরা হয়। তাই সাধারন মানুষও গুগলকে তাঁদের নিজেদের সার্চ ইঞ্জিন বলে ভাবে। সেই একই সূত্রে গুগল প্রদত্ত অ্যাপ ও যন্ত্রপাতি, সেট ইত্যাদির প্রতিও মানুষের আস্থা আছে। আর এভাবেই গুগল ইন্টারনেট জগতে শ্রেষ্ঠ হয়ে উঠেছে
যেকোনো প্রয়োজনে আমরা আছি
আমাদের ফেইসবুক গ্রুপ bd tech group
ফেইসবুক পেইজ bd tips tech
ইউটিউব চ্যানেল Youtube channel