Ads By Blogger

Monday, July 22, 2019

গুগল কিভাবে ইন্টারনেট জগৎ এ শ্রেষ্ঠ হয়ে উঠলো-bdtipstech

বর্তমান সময়ে, আমাদের দৈনন্দিন জীবনে যে কোনও তথ্য, হিসাব, উপাত্ত ও পরিকল্পনার প্রয়োজনে আমরা ইন্টারনেট ব্যাবহার করি। বিনোদন, সামাজিক যোগাযোগ ও শিক্ষা-চাকরি-ব্যাবসা ইত্যাদিও সম্পূর্ণভাবে নির্ভরশীল হয়ে পড়েছে ইন্টারনেটের উপরে।

মূলত সারা পৃথিবী থেকে তথ্যের সহজলভ্যতা ও ব্যাবস্থাপনা ইন্টারনেটকে মানুষের কাছে প্রিয় করে তুলেছে। তথ্য সংরক্ষণ ও প্রয়োজনে ব্যাবহারের সহজ উপায় নথিপত্রগত জটিলতাকেও দূর করেছে। আর যান্ত্রিক এই অভিযাত্রায় মানুষের সঙ্গী হল সার্চ ইঞ্জিন উইকিপিডিয়া ও এমন আরও সংশ্লিষ্ট তথ্যউপস্থাপনকারী সাইটের বরাতে জানা যায়, মূলত আশি ও নব্বই দশকের গোঁড়ার দিক থেকে এই সার্চ ইঞ্জিনের যাত্রা শুরু। 
গুগল কিভাবে ইন্টারনেট জগৎ এ শ্রেষ্ঠ হয়ে উঠলো-bdtipstech
গুগল কিভাবে ইন্টারনেট জগৎ এ শ্রেষ্ঠ হয়ে উঠলো-bdtipstech

গুগল কি google search গুগল বাংলা http://গুগল গুগল সার্চ ইঞ্জিন google english গুগল সার্চের নিয়ম www.google.com search video গুগল কি গুগল সার্চের নিয়ম গুগল বাংলা হাই গুগল উইকিপিডিয়া সার্চ গুগল কোন দেশের google সম্পর্কে তথ্য গুগল এর প্রতিষ্ঠাতা কে


১৯৯৩ সালে W3Catalog, Aliweb, JumpStation, আর WWW Worm ইত্যাদি সার্চ ইঞ্জিনের অস্তিত্ব ছিল। পরবর্তীতে আরও বিভিন্ন দেশে বিভিন্ন সময়ে নানা ফিচারসমৃদ্ধ অনেক অনেক সার্চ ইঞ্জিন আবিস্কার হয়, হচ্ছে ও সেবা দিয়ে যাচ্ছে। তার মধ্যে সেরা কয়েকটি হল গুগল, ইয়াহু এবং এমএসএন(বর্তমানে যাকে আমরা বিং হিসেবে জানি) ইত্যাদি। এছাড়াও আরও অনেক সার্চ ইঞ্জিন আছে যেগুলিও সফলভাবে সেবা দিয়ে যাচ্ছে। জনপ্রিয়তার দিক থেকে গুগল সেরা একটি সার্চ ইঞ্জিন, যারা মূলত সার্চ ইঞ্জিন হিসেবে কাজ করলেও ইন্টারনেট সংশ্লিষ্ট অনেক কাজেই বর্তমানে তাদের সেবা পরিলক্ষিত হয়, বিশেষ করে মোবাইল প্রযুক্তির বিকাশের সাথে সাথে গুগলের কাজের ক্ষেত্রও বৃদ্ধি পেয়েছে। Larry Page আর Sergey Brin মিলে ১৯৯৬ সালে তাঁদের রিসার্চ প্রজেক্টের অংশ হিসেবে এটি আবিষ্কার করেন, পরে তাঁরা এটিকে সার্চ ইঞ্জিন হিসেবে রূপ দিতে সক্ষম হন। ২০১০ সালে নেক্সাস সেটের মাধ্যমে গুগল তাদের প্রথম এন্ড্রয়েড ফোনসেট বাজারে নিয়ে আসে। সার্চ ইঞ্জিন ও অ্যাপের পাশাপাশি এভাবেই তারা কম্পিউটার হার্ডওয়ারের বাজারেও আধিপত্য বিস্তার করে। বর্তমানে পরিষেবা ও পণ্যের দিক থেকে গুগল বিশ্বের ১ম সারির মাল্টিন্যাশনাল কোম্পানিগুলির অন্যতম। সহজ সরল লে-আউট ও সুন্দর নির্দেশনা ব্যাবস্থাপনার জন্য গুগল ব্যাবহার করা খুব সহজ। সকল স্তরের ব্যাবহারকারিদের কথা মাথায় রাখা গুগল মানুষের তথ্যলাভের সহজতম উপায় বলে ধরা হয়। তাই সাধারন মানুষও গুগলকে তাঁদের নিজেদের সার্চ ইঞ্জিন বলে ভাবে। সেই একই সূত্রে গুগল প্রদত্ত অ্যাপ ও যন্ত্রপাতি, সেট ইত্যাদির প্রতিও মানুষের আস্থা আছে। আর এভাবেই গুগল ইন্টারনেট জগতে শ্রেষ্ঠ হয়ে উঠেছে

যেকোনো প্রয়োজনে আমরা আছি
আমাদের ফেইসবুক গ্রুপ bd tech group
ফেইসবুক পেইজ bd tips tech
ইউটিউব চ্যানেল Youtube channel

Read More »
ads

Monday, February 18, 2019

আপনার ব্লগ বা ওয়েব সাইড সহ পোষ্ট গুলো গুগলে পরিচয় করিয়ে দিন

আশা করি সবাই ভাল আছেন। যে বিষয়ে বলছিলাম বিষয় টি হল,আমারা অনেকেই ওয়েব সাইড অতবা ব্লগে অনেক পোষ্ট করার পর ও গুগলে সার্চ করে খুঁজে পাইনা,যেমন আপনি একটি পোষ্ট করলেন শিরোনাম হল (চোঁখ রাখুন ভিজিটর টিউন ডট কমে) অতচ ঐ পোষ্টের ঐ শিরোনাম দিয়ে গুগলে সার্চ করলেন কিন্তু খুঁজে পেলেন না,এমন যদি হয় তা হলে গুগলের মাধ্যমে আপনার ব্লগ বা ওয়েব সাইডে ভিজিটর পাওয়া যাবেনা,আপনি নিজেই পোষ্ট করে নিজেই পড়তে তাকবেন,এতে কি লাভ হল,কারণ ভিজিটর ছাড়া ওয়েব সাইড বা ব্লগের কোন মূল্য নেই,চলুন দেখি আপনার ওয়েব সাইড ও ব্লগে সহ এবং পোষ্ট গুলো কিভাবে গুগলে পরিচয় করবেন,সার্চ করা মাত্র যেহেতু দেখা যায়।প্রথমে এই লিস্কস এ ক্লিক করুন নিচের মত একটি পেজ উইনডো হবে
এবার উপরের ছবির মত ADD A SIDE এ ক্লিক করুন  নিচের মত একটি পেজ উইনডো হবে 
এবার উপরের ছবির মত আপনার ব্লগ বা ওয়েব সাইডের URL দিয়ে Continue এ ক্লিক করুন  নিচের মত একটি পেজ উইনডো হবে সেখানে ডন পাশে লক্ষ্য করুন
এবার উপরের ছবির মত  Crawl এ ক্লিক করুন  নিচের মত একটি পেজ উইনডো হবে
 এবার উপরের ছবির মত  Fetch as Google এ ক্লিক করুন  নিচের মত একটি পেজ উইনডো হবে সেই পেজে
আমরা আগে নিজের ব্লগ বা ওয়েব সাইড গুগলে পরিচয় করব।
এবার উপরের ছবির মত  FETCH AND RENDER এ ক্লিক করুন  নিচের মত একটি পেজ উইনডো হবে
এবার উপরের ছবির মত Submit to index এ ক্লিক করুন  নিচের মত একটি পেজ উইনডো হবে
এখন থেকে আপনার  নিজের ব্লগ বা ওয়েব সাইড গুগলে সার্চ করলে যে কেউ খুঁজে পাবে।
গুগলে পোষ্ট পরিচয় করার নিয়ম একটু মাত্র ভিন্ন তবে কাজের বৈশিষ্ট একই রকম
যেমন নিজের ব্লগ বা ওয়েব সাইড গুগলে সার্চ এ পরিচয় করার জন্য আমরা উপরের ছবির মত FETCH AND RENDER ব্যবহার করে ছিলাম,এখন যখন আমরা পোষ্ট পরিচয় করব সে জন্য শুধু FETCH  এ ক্লিক করব ক্লিক করার আগে যে পোষ্ট পরিচয় করতে চান সেই পোষ্টের লিস্কস  নিচের মত
http://www.visitortunes.com/2015/03/2995-idm.html হয় তাহলে লাল করা লিস্কস বাদ দিয়ে শুধু
2015/03/2995-idm.html লিখে FETCH এ ক্লিক করুন,অন্য ধাপ গুলো আগের মত
কোন কিছু সমস্যা হলে কমেন্ট করত ভুলবেন না। 

Read More »

Saturday, January 13, 2018

কীভাবে গুগল সার্চ লিস্ট ডিলিট করবেন জেনে নিন

বিডি টিপ্স টেকে স্বাগতাম।গোটা বিশ্বে যা কিছু তথ্য জানার প্রয়োজন রয়েছে তা জানতে সবসময় আমরা গুগল সার্চ করি। কোথায় কোন তথ্য সবচেয়ে ভালো পাওয়া যায় তার খোঁজ করতেও গুগল করেন ইজরাররা। প্রকৃতপক্ষে একজন ব্যবহারকারীর সার্চ লিস্ট দেখলেই বোঝা যায় তিনি কেমন মানুষ, কী পছন্দ করেন।
গুগল সার্চ ডিলিট করুন-বিডি টিপ্স টেক
গুগল সার্চ ডিলিট করুন-বিডি টিপ্স টেক

অনলাইনে আয়,বিডি টেক ব্লগ,টেকটিউনস বাংলা ,সহজেই গুগল 'সার্চ হিস্ট্রি' ডিলিট করবেন কীভাবে,যেভাবে ডিলিট করবেন গুগল সার্চ লিস্ট


মোটকথা, ওই সার্চ লিস্টের সূত্র ধরে কখনও কখনও গ্রাহকদের ব্যক্তিত্বও বোঝা যায়। সেজন্য অনেকেই তাদের সার্চ লিস্ট অন্যকে দেখাতে চান না, কিংবা গোপন রাখতে চান। যারা এমন কাজ করতে আগ্রহী তাদের জন্য আরও সহজ সমাধান রয়েছে। যে কেউ চাইলেই তার সার্চ লিস্ট মুছে ফেলতে পারবেন সহজে। এতে নিজের সার্চ লিস্ট অন্যদের দেখার কোনও সুযোগ থাকবে না।

আসুন দেখে নেওয়া যাক সার্চ লিস্ট ডিলিটের ধাপগুলো-

১. প্রথমেই গুগল মাই অ্যাক্টিভিটিতে প্রবেশ করুন। এজন্য মাইঅ্যাক্টিভিটিতে.গুগল.কমে https://myactivity.google.com  লগইন করতে হবে

২. এ পর্যায়ে ডিলিট অ্যাক্টিভিটি বাই অপশনটি নির্বাচন করতে হবে

৩. এখানে আপনি কোনদিনের সার্চ লিস্ট মুছতে চান তার একটি নির্দেশনা আসবে। আপনি চাইলে গত ৭ দিন, ৩০ দিন কিংবা এ সব অথবা নির্দিষ্ট দিনের সার্চ লিস্ট মুছতে পারবেন

৪. প্রোডাক্ট অপশনের পর সার্চ ও ইমেজ সার্চ অপশন সিলেক্ট করুন

৫. এবার ডিলিট অপশন চাপুন।

যেকোনো প্রয়োজনে আমরা আছি
আমাদের ফেইসবুক গ্রুপ bd tech group
ফেইসবুক পেইজ bd tips tech
ইউটিউব চ্যানেল Youtube channel
Read More »

Monday, January 08, 2018

কিছু গুগল ফাণি ট্রিক্স

bd tips tech আপনাদের স্বাগতমআশাকরি সবাই ভাল আছেআমরা গুগলকে সাধারনত ইন্টারনেটে কোন তথ্য খোজার
কাজে ব্যবহার করি কিন্তু আমরা বেশিরভাগ লোকই জানিনা যে গুগলের কিছু মজার ট্রিক্স আজে আজকে আমরা সে রকমই কিছু মজার ট্রিক্স দেখব তো চলুন শুরু করা যাকঃ
গুগল টিপ্স
গুগল ফাণি ট্রিক্স

Google in 1998:

এটা গুগলের বিবর্তনের সাথে সম্পর্কিত একটি ট্রিক ট্রিক্সটি দেখতে সার্চ বক্সে টাইপ করুন Google in 1998 এবং এন্টার চাপুন গুগল আপনাকে দেখাবে সে ১৯৮০ সালে কেমন ছিল





Do a Barrel Roll:

এটা গুগলের একটি অনেক মজার ট্রিক ট্রিক্সটি দেখতে সার্চ বক্সে টাইপ করুন Do a Barrel Roll এবং এন্টার চাপুন গুগলের সার্চ পেজটি রোটেট করা শুরু করবে
                                                  হার্ডডিস্কের Driv Hide হাইড সহজে কোন সফটওয়্যার ছাড়া
                                                        faecbook এ Add Friend বাটন হাইড করুন খুব সহজে
Atari Breakout:

এটা গুগলের একটি খুবই মজার ট্রিক যা DX Ball জাতীয় একটি গেমের সাথে সম্পর্কিত ট্রিক্সটি দেখতে Image সার্চ করুন atari breakout গুগল আপনাকে একটি গেম পেজে নিয়ে যাবে




Zerg Rush:

এটাও গুগলের একটি অনেক মজার ট্রিক ট্রিক্সটি দেখতে সার্চ বক্সে টাইপ করুন zerg rush এবং এন্টার চাপুন একটু অপেক্ষা করুন মজা দেখতে পাবেন



The number of Horns on a Unicorn:

এটা গুগলের একটি মজার ট্রিক যা একটি ক্যালকুলেটর দেখাবে ট্রিক্সটি দেখতে সার্চ বক্সে টাইপ করুন the number of horns on a unicorn এবং এন্টার চাপুন



Blink HTML:

ট্রিক্সটি দেখতে সার্চ বক্সে টাইপ করুন Blink HTML এবং এন্টার চাপুন গুগলের সার্চ পেজটির সকল HTML লেখা ব্লিংক করা শুরু করবে



Google Pacman:

এটা গুগলের একটি মজার ট্রিক যা Pacman গেমের সাথে সম্পর্কিত ট্রিক্সটি দেখতে সার্চ বক্সে টাইপ করুন google pacman এবং এন্টার চাপুন গুগল আপনাকে একটি গেম পেজে নিয়ে যাবে

আশাকরি গুগলের এই টিপ্স গুলি আপনাদের ভাল লেগেছেশেয়রা এমেন্ট রে জানাতে ভুলবেন না
Read More »

Sunday, December 31, 2017

কিছু GooGle টিপ্স জেনে নিন


(bd tips tech)আপনি একজন কম্পিউটার ব্যবহারকারী বা স্মার্টফোন ব্যবহারকারী হলে নিশ্চয়ই আপনি নেট ব্যবহার করে থাকেন। আর ইন্টারনেট ব্যবহার করেছেন কিন্তু গুগল এবং গুগলের সেবাগুলোর সাথে পরিচিত নন তাতো আর হতে পারেনা। আর অনেকেই এমন আছেন যারা গুগল ছাড়া কিছু বোঝেনও না। আর আপনিও যদি হয়ে থাকেন একজন গুগলের ডাইহার্ড ফ্যান তবে আপনার জন্য আজ নিয়ে এলাম ১০টি এমন ইউআরএল যা আপনার কাজে আসবেই আসবে! চলুন তাহলে, শুরু করা যাক।

১। আপনি গুগল ক্রোম ব্যবহার করার সময় যে সকল পাসওয়ার্ড ব্যবহার করে থাকেন সেগুলো গুগল সংরক্ষণ করে রাখে। সেই পাসওয়ার্ড এবং ইউজার নেমগুলো আপনি চাইলেই গুগল থেকে সহজেই পেয়ে যাবেন। এর জন্য আপনাকে যেতে হবে http://passwords.google.com ইউআরএলটিতে।


২। আপনি যে সকল সাইটগুলোতে ভিজিট করে থাকেন সেই সাইটগুলোর উপর ভিত্তি করে আপনার একটি প্রোফাইল তৈরি করে থাকে। সেই প্রোফাইল এবং আপনার গুগল প্লাসের প্রোফাইলের উপত ভিত্তি করে গুগল আপনার বয়স, জেন্ডার, ইন্টারেস্ট সমূহ ইত্যাদি সংরক্ষণ করে রাখে সেই প্রোফাইলটিতে। আপনার প্রোফাইলটি দেখতে ভিজিট করতে পারেন https://www.google.com/ads/preferences ঠিকানায়। এটিও পড়ুন এবার facebook চিনিয়ে দেবে লুকিয়ে থাকা friend কে

৩। আপনি চাইলেই গুগলইকোসিস্টেম থেকে আপনার সমস্ত তথ্য এক্সপোর্ট করতে পারবেন, গুগল এই সুবিধা প্রদান করে থাকে। আপনি খুব সহজেই আপনার গুগল ফটোস, কনট্যাক্ট, জিমেইল এমনকি আপনার ইউটিউবের ভিডিও (যদি থাকে) ফাইলগুলো পর্যন্ত আপনি ডাউনলোড করতে পারবেন। এর জন্য আপনাকে যেতে হবে https://www.google.com/takeout ঠিকানাটিতে।

৪। আপনার নিজস্ব কনটেন্ট যদি আপনি অন্য কোন সাইটে দেখে থাকেন তবে আপনি খুব সহজেই DMCA কমপ্লেইন করতে পারবেন। যার জন্য আপনাকে যেতে হবে https://support.google.com/legal ঠিকানাটিতে।

৫। আপনি কি জানেন আপনি যেখানেই যান আপনার ডিভাইসটির মাধ্যমে গুগল আপনার লোকেশন সংগ্রহ করে? কথাটি সত্য না মিথ্যা জানতে ভিজিট করুন https://maps.google.com/locationhistory ইউআরএলটি।

৬। নির্ধারিত গুগল অ্যাকাউন্ট করার সময় আপনার অ্যাকাউন্টে ইউজার নেমের শেষে @gmail.com ব্যবহারিত হয়। তবে আপনি যদি https://accounts.google.com/SignUpWithoutGmail ইউআরএলটি থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান তাহলে গুগল ছাড়াই আপনি আপনার অ্যাকাউন্টটি ক্রিয়েট করতে পারবেন।

৭। গুগল এবং ইউটিউবে আপনি যে সার্চ টার্মই ব্যবহার করেন না কেন সেগুলো গুগল এবং ইউটিউব সংরক্ষণ করে রাখে। এছাড়াও কোন ওয়েবসাইটে যদি আপনি গুগলের অ্যাডগুলোতে ক্লিক করে থাকেন তবে সেই লগও গুগল সংরক্ষণ করে রাখে। তাই কি কি করেছেন যদি দেখতে চান তবে নিচের ইউআরএলগুলো কাজে আসবে।
https://history.google.com

https://history.google.com/history/audio

https://www.youtube.com/feed/history

৮। গুগলের টার্মস এবং কন্ডিশন অনুযায়ী আপনি যদি আপনার জিমেইল অ্যাকাউন্টে প্রতি ৯ মাসে একবার করে লগইন না করে থাকেন তবে আপনার অ্যাকাউন্টটি মুছে ফেলা হবে। এটি মূলত সমস্যা করে তাদের যাদের একের অধিক জিমেইল অ্যাকাউন্ট আছে। আপনারও যদি এরকম থাকে তবে আপনার প্রাইমারী মেইল অ্যাকাউন্টটিকে সেকন্ডারি মেইল অ্যাকাউন্টগুলোর ট্রাস্টেড কনট্যাক্ট হিসেবে যুক্ত করতে পারেন। ফলে, গুগল আপনার প্রাইমারী অ্যাকাউন্টে রিমাইন্ডার পাঠাতে থাকবে।
https://www.google.com/settings/account/inactive


৯। আপনার গুগল অ্যাকাউন্টে কেউ ঢুকছে কিনা সে বিষয়ে চিন্তিত? আপনি কিন্তু খুব সহজেই https://security.google.com/settings/security/activity ইউআরএলটির সাহায্যে আপনার অ্যাকতিভিটি লগ চেক করতে পারেন যেখানে কোন কোন ডিভাইস থেকে আপনার অ্যাকাউন্টে লগইন করা হয়েছিল এবং কোন কোন আইপি ব্যবহার করেছিল ফোনগুলো সেই তথ্য আপনি খুব সহজেই জানতে পারবেন।
১০। আপনি এ পর্যন্ত কোন কোন অ্যাপলিকেশনগুলোকে আপনার আক্যাউন্টে পারমিশন দিয়েছিলেন মনে নেই? https://security.google.com/settings/security/permissions এই ইউআরএলটি খুব সহজেই আপনাকে মনে করিয়ে দিতে সক্ষম।
ভাল লাগলে শেয়ার এবং কমেন্ট করবেন
Read More »

Tuesday, October 31, 2017

যদি Google কোনদিন ৩০ মিনিট বন্ধ থাকে তবে কী হবে, ভেবে দেখেছেন কি আগে?

আমরা সবাই গুগলের উপর কম বেশি নির্ভর করি। কারণ কম্পিউটারের ব্রাউজার যখন আমরা ওপেন করি তখন প্রথমেই আমরা সার্চ শুরু করি গুগল দিয়ে। কখনও কি ভেবেছেন যদি এই গুগল কোনদিন ৩০ মিনিট বন্ধ রাখা হয় তাহলে আমাদের বাস্তব জীবনে এর কী প্রভাব পড়বে? এই বিষয়ে বলার আগে একটা ছোট্ট ইনফরমেশন শেয়ার করার লোভ সামলাতে পারছি না। আর সেটা হলো, ২০১৩ সালের আগস্টে একবার ২-৩ মিনিটের জন্য গুগল বন্ধ হয়ে গিয়েছিলো। বিস্ময়কর তথ্য হলো শুধু এই ২-৩ মিনিটের মধ্যেই সমগ্র ইন্টারনেট ট্রাফিক ৪০% কমে গিয়েছিলো। এরকম একটা ঘটনা ২০০৯ সালের মে মাসেও ঘটেছিলো। এবার ভাবুন এই ২০১৬ কিংবা এর পরবর্তী কোন সময়ে গুগল যদি অন্তত ৩০ মিনিট বন্ধ থাকে তাহলে কী হবে? আজকের টিউনটি একটি প্রযুক্তি নির্ভর টিউন হলেও এটাকে আংশিক টেক-হিউমার হিসাবে পড়ার জন্য সকলকে অনুরোধ করছি। কারণ আমার একটা টেক-হিউমার লেখার খুব শখ ছিলো। এই টিউনের মাধ্যমে সেই শখ সামান্য পূরণ করতে চাচ্ছি। তবে কথা না বাড়িয়ে চলুন দেখে নেওয়া যাক কী হবে যদি গুগল ৩০ মিনিট বন্ধ থাকে?
প্রথমে কেউ বিশ্বাসই করতে পারবে না!

google drop-bd tips tech
Google down-bd tips tech

গুগল সার্চ,গুগল এর প্রতিষ্ঠাতা কে,গুগল কি,গুগল এর জনক কে,গুগল ট্রান্সলেট,গুগল প্লে স্টোর,গুগল একাউন্ট খোলার নিয়ম,গুগল ম্যাপ,bdtipstech,bd tech blog,bd bangla blog

 
প্রথমে কেউ বিশ্বাসই করতে পারবে না যে গুগল কাজ করছে না। ফলে প্রথম কয়েক মিনিট সবাই নিজেদের ইন্টারনেট কানেকশন চেক করতে ব্যস্ত হয়ে পড়বে। কেউ কেউ তাদের ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারদের কল দিবে সমস্যার কথা জানিয়ে। আবার কেউ কেউ তাদের কম্পিউটারের হার্ডওয়্যার ত্রুটি নিয়ে ঘাটাঘাটি শুরু করে দিবে। ভাবুনতো আপনিই কি সহজে বিশ্বাস করতে পারবেন এই ঘটনা?


যখন বিশ্বাস হবে তখন যা হবে

কিছু কিছু মানুষ তখন বুঝতে পারবে গুগল বন্ধ হয়ে গেছে। আবার কিছু মানুষ তখন বিশ্বাস ও অবিশ্বাসের মাঝে অবস্থান করবে। তারা মরিয়া হয়ে গুগলের হোম পেইজ রিলোড দিতে থাকবে কখন এটা কাজ করবে। কারণ যখন কোন জিনিস থাকে না তখনই তার প্রয়োজনীয়তা বেশি অনুভব করে মানুষ। আর যখন তারা বুঝতে পারবে যেগুগল বন্ধ তখন তারা যে কাজগুলো করবে-
  • সারা পৃথিবীর মানুষ গুগল সার্ভার এররের স্ক্রিনশট শেয়ার করতে ব্যস্ত হয়ে পড়বে। যেমন- Error 500!
  •  ফেইসবুক নিউজ ফিডে একটা ঝড় উঠে যাবে গুগলের বন্ধ হওয়া নিয়ে। বাংলাদেশের যতো ইস্যু আছে, যেমন জঙ্গিবাদ, ভারতীয় হাতি, ধর্ষণ, দুর্নীতি সবকিছুই গুগলের নিচে হারিয়ে যাবে।
  • মানুষজন বিকল্প সার্চ ইঞ্জিন খুঁজা শুরু করবে। কিন্তু খুঁজবে কী দিয়ে? কারণ অধিকাংশ মানুষই তো জানে না গুগল ছাড়া আরও সার্চ ইঞ্জিন আছে। নিজে একবার ভাবুন তো আপনি কয়টা সার্চ ইঞ্জিন চিনেন?
  •  মাইক্রোসফট Bing এবং Yahoo সার্চ ইঞ্জিনগুলোতে ট্রাফিক উপচে পড়বে। কারণ আসল ঘটনা জানতে এগুলোর উপরই তখন শেষ ভরসা।
  • DuckDuckGo (একটা সার্চ ইঞ্জিন, যেটা কখনও ট্র্যাক করে না) এর মতো সার্চ ইঞ্জিনগুলো নিজেদের প্রচারণায় ব্যস্ত হয়ে পড়বে। কিছু মানুষ মনে করবে গুগল বন্ধ হয়ে ভালোই হয়েছে, আপাততো মানুষকে এখন আর ট্র্যাক করা হবে না।
  • অনেকগুলো ইন্টারনেট অ্যাপ্লিকেশন যেগুলো গুগল সার্ভিস ব্যবহার করে চলে সেগুলো কাজ করা বন্ধ করে দিবে। আর শুধুমাত্র জিমেইল বন্ধ থাকার কারণেই পুরো বিশ্বের ট্রেড এন্ড কমার্সে ধ্বস নামবে।
  • শুধু গুগল নয়, বিশ্বের যে কোম্পানিগুলো গুগল নির্ভর তাদের অধিকাংশের ব্যাপক ব্যবসায়ী ক্ষতি হয়ে যাবে।
  • যারা গুগল ম্যাপ ব্যবহার করেন করেন তারা পথের মাঝখানে রাস্তা হারিয়ে ফেলতে পারেন।
  • ইউটিউব প্রেমীরা মুখ গোমড়া করে বসে থাকবেন এবং গুগলের প্রতিদ্বন্দ্বীরা এ সময় আনন্দের গান গাইতে থাকবে। কেউ কেউ বিভিন্ন ট্রল বানাতে ব্যস্ত হয়ে যাবে।
  • কিন্তু এতো কিছুর পরেও চাইনাতে কোন সমস্যা হবে না। বলুন তো কারণটা কী?
    যখন গুগল আবার স্বরূপে ফিরে আসবে তখন যা হবে
    গুগল যখন সব সমস্যা সমাধান করে ফিরে আসবে তখন প্রথমেই তারা এই সমস্যা বিশ্লেষণ করে একটা প্রেস ব্রিফিং দিবে। বিশ্বের প্রযুক্তি প্রেমীরা এর বিভিন্ন ধরনের কারণ উদঘাটনের চেষ্টা করবে। সত্য মিথ্যা না জেনেই তারা বিভিন্ন টিউমেন্ট করবে। সেই সাথে কিছু হ্যাকার যারা পরিচিতি পাওয়ার জন্য গল্প ছড়াতে থাকবে যে এই ঘটনার পেছনে তাদের হাত রয়েছে। বাংলাদেশি হ্যাকার গ্রুপও এই কৃতিত্বের দাবি করতে পারে। অবাক হওয়ার কিছু নেই।

     
যেকোনো প্রয়োজনে আমরা আছি
আমাদের ফেইসবুক গ্রুপ bd tech group
ফেইসবুক পেইজ bd tips tech
ইউটিউব চ্যানেল Youtube channel
Read More »

Thursday, July 27, 2017

ম্যাশমেলোর দিন এবার শেষ!!! দেখে নিন সর্বাধুনিক অ্যান্ডয়েড ভার্সন Android 7.0 (Nougat)'র অসাধারণ ট্রেইলার!!!

Android "Nougat" (codenamed Android N during development) is the seventh major version of the Android operating system. First released as an alpha test version on March 9, 2016, it was officially released on August 22, 2016, with Nexus devices being the first to receive the update. The LG V20 was the first new smartphone released with Nougat.
Nougat introduces notable changes to the operating system and its development platform, including the ability to display multiple apps on-screen at once in a split-screen view, support for inline replies to notifications, and an expanded "Doze" power-saving mode that restricts device functionality once the screen has been off for a period of time. Additionally, the platform switched to an OpenJDK-based Java environment and received support for the Vulkan graphics rendering API, and "seamless" system updates on supported devices.
Nougat received positive reviews. The new app notification format received particular praise, while the multitasking interface was seen as a positive change, but reviewers experienced incompatible apps. Critics had mixed experiences with the Doze power-saving mode, but faster app installs and "tweaks" to the user interface were also reviewed positively.
As of 5 June 2017, 9.5% of devices that access Google Play run Nougat, with 8.9% on Android 7.0 and 0.6% on Android 7.1.
Let's watch the trailer!!!


Read More »
copyright 2014-2023@bdtipstech DMCA.com Protection Status