Ads By Blogger

Monday, June 07, 2021

সেরা ৫টি পিসি গেইম ২০১৯- bd tips tech

পিসি গেইমের মধ্যে অনেকগুলো গেইম আছে যেগুলোর নাম আপনি ইতিমধ্যে জানেন এবং কিছু গেইম আছে যেগুলো সম্পর্কে অনেকেরই ধারনা নেই । আবার পিসি গেইম যারা বেশি ভালোবাসে , তারা নামগুলো শুনলেই বুঝতে পারবেন । তাহলে, চলুন , ২০১৮ এর সেরা ৫ টি গেইম নিয়ে আলোচনা করিঃ 
সেরা ৫টি পিসি গেইম ২০১৯- bd tips tech
সেরা ৫টি পিসি গেইম ২০১৯- bd tips tech
বিশ্বের সেরা গেম সেরা অফলাইন গেম বেস্ট এন্ড্রয়েড গেমস জনপ্রিয় এন্ড্রয়েড গেমস 2019 সেরা গেম ২০১৯ জনপ্রিয় এন্ড্রয়েড গেমস 2018 জনপ্রিয় মোবাইল গেম সবচেয়ে জনপ্রিয় গেম

1.Wreckfest Wreckfest হচ্ছে একটি Racing Game যার Graphics এবং Environment দেখে আপনি মুগ্ধ হয়ে যাবেন। এতো চমৎকার একটি গেইম ,যার কথা না বললেই নয় । এই গেইমটি আপনি Online Stream এ খেলতে পারবেন । এটির রেইট এখন 9 /10 আছে , যা দেখে হয়তো বুঝতে পারছেন যে কত High Graphics এর গেইম এটি । যারা এখনো এই গেইমটি খেলেন নি , একবার গেইমটি খেলেই দেখুন । 

2. Vampyr এই গেইমটি মূলত Fantasy এবং Suspense ভিত্তিক গেইম , যেখানে puzzle থাকবে , রহস্য উদঘাটন থাকবে এবং আপনার choice এবং move এর উপর ভিত্তি করে আপনার Ending নির্ধারিত হবে । এটির গ্রাফিক্স RPG Maker Game এর মতো । Environment টা Basic হলেও অনেক চমৎকার একটি গেইম এটি। 

3.Mutan Year Zero – Road to Eden এই গেইমটিও RPG Game এর মতো কিন্তু অনেক ভালো Concept নিয়ে এই গেইমটি তৈরি করা হয়েছে । মূলত , এই গেইমটির কল্প কাহিনী এবং চমৎকার পরিবেশের জন্য এই গেইমটি অনেক সুনাম পেয়েছে । এইখানে প্রানী এবং মানুষের মাঝে একটা কল্প কাহিনীর সামঞ্জস্য্ দেখানো হয়েছে এবং তার মাঝেও Twist এনেছে । এটির Story টাও অনেক আকর্ষনীয় ।তাই , গেইমটি অবশ্যই Recommend করব । 

4. Ghost of a Tale এই গেইমটির Main Protagonist থাকে একটি ইদুঁর । এটি Action RPG গেইম , যেটি মূলত একটি Unity Asset দিয়ে করা হয়েছে । এটির Background Music অনেকটা সহনীয় এবং Environment টাও চমৎকার । এইখানে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে – ইদুঁর টি সকল puzzle solve করবে এবং অসাধারণ কিছু move দেখাবে ।

5. Hitman 2 যারা হিট্ম্যানের ফ্যান আছেন আমার মতো , তারা অবশ্যই এই সিরিজটি খেলে দেখবেন । হিট্ম্যান ১ম সিরিজ খেলে অতি আগ্রহে আমি হিট্ম্যান ২ খেলেছি । এতো অসাধারণ Concept দিয়েছে এইটিতে । হিট্ম্যানকে এই গেইমটিতে বিভিন্ন পেশায় বিভিন্ন আঙ্গিকে দেখা যাবে । হিট্ম্যান ২ তে Character Customize তো আছেই , সাথে Action Scenes ও আছে । তাই . Hitman ফ্যানরা , গেইমটি না খেলে থাকলে এখনি খেলে দেখো ।
যেকোনো প্রয়োজনে আমরা আছি
আমাদের ফেইসবুক গ্রুপ bd tech group
ফেইসবুক পেইজ bd tips tech
ইউটিউব চ্যানেল Youtube channel
Read More »
ads

Monday, August 19, 2019

pendrive এর space ঠিক আছে তো?

bd tips tech এ আপনাদেরকে স্বাগতম।আশাকরি সবাই ভাল আছেন।

এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে দ্রুত তথ্য আদান-প্রদানের একটি মাধ্যম পেনড্রাইভ। অনেক সময় পেনড্রাইভে থাকা জায়গার পরিমাণ সঠিক দেখায় না। অর্থাৎ পেনড্রাইভের ধারণক্ষমতা হয়তো ৮ গিগাবাইট, কিন্তু দেখাচ্ছে ৭.৭৫ বা ৭.৭৯ গিগাবাইট। অপারেটিং সিস্টেম, পেনড্রাইভ কোন ফাইল সিস্টেমে রয়েছে এবং সিস্টেম মেমোরির ওপর নির্ভর করে এমনটা হয়ে থাকে।


এটিও পড়ুন computer বন্ধ হতে বেশি time নিচ্ছে?

তবে বুটিস নামের ছোট্ট একটি প্রোগ্রাম পেনড্রাইভের পার্টিশনগুলোকে এক করে সঠিক আকার নির্ধারণ করতে সহায়তা করে। এটি

ওয়েব ঠিকানা থেকে নামিয়ে নিন।
যেভাবে কাজটি করবেন
প্রোগ্রামটি বহনযোগ্য (পোর্টেবল) হওয়ায় ইনস্টল করার ঝামেলা নেই। তাই নামিয়ে নিয়ে দুই ক্লিকে চালু করুন। কম্পিউটারের ইউএসবি পোর্টে পেনড্রাইভ লাগিয়ে নিন। পেনড্রাইভে দরকারি কোনো ফাইল থাকলে আগেই অন্য কোথাও সরিয়ে নিন। বুটিসের Physical Disk ট্যাবের Destination Disk-এর নিচের তালিকা থেকে আপনার পেনড্রাইভ দেখিয়ে দিন। কাজটি সাবধানে করুন। কারণ, ভুলে হার্ডডিস্ক সিলেক্ট হয়ে গেলে সমস্যা হতে পারে।
এবার নিচের Parts Manage বোতাম চাপুন।

এখানে পেনড্রাইভের সব পার্টিশন দেখাবে। এখানে শুরুর পার্টিশন নির্বাচন করে নিচের Re-Partitioning বোতামে আবার ক্লিক করুন। Removable disk repartitioning ডায়ালগ বক্স চালু হলে এখানের Disk Mode এর USB-HDD mode (Single Partition) নির্বাচন করুন। File system এ FAT 32 নির্বাচন করুন। Vol Label এর ঘরে যেকোনো নাম দিন। Start LBA ঘরে 1 লিখে Reserved Secs ঘরে 32 লিখে এবার ওকে করুন।
এবার রি-পার্টিশন এবং সব পার্টিশনের তথ্য (ডেটা মুছে ফেলার আগে একটি সতর্কতামূলক বার্তা আসবে। এখানে OK করুন। কিছুক্ষণ পর Congratulations! Formatting was successful! বার্তা দেখিয়ে কাজটি সম্পন্ন হবে। এখানে OK চেপে কম্পিউটারে গিয়ে পেনড্রাইভের জায়গা দেখুন।

এটিও পড়ুন কিছু notepad ট্রিকস (part-3)

পেনড্রাইভের অতিরিক্ত জায়গা মুছে গিয়ে সঠিক আকার পাবেন। জায়গা না বাড়লে বুঝতে হবে এটি সিস্টেম মেমোরিতে রয়ে গেছে বা নির্মাতা এটুকু জায়গাই বরাদ্দ রেখেছে।আশাকরি পোস্টটি আপনার উপকারে আসবে। শেয়ার করতে ভুলবেন না।
Read More »

Saturday, July 20, 2019

প্রসেসর কি? কোনটি সেরা এবং কোনটি আপনার প্রয়োজন-bdtipstech

 প্রসেসর কম্পিউটারের হার্ডওয়ারের একটি গুরুত্বপূর্ণ অংশ। এটি কম্পিউটারের সিপিইউ (CPU :Central Processing Unit ) এর ভেতরে লাগানো থাকে। বেশ কিছু আইসি (IC: integrated circuit) ও কিছু কানেকশন এর সাথে সংযুক্ত থাকে যা কম্পিউটারের মূল কার্যাবলী অনেকটাই নিয়ন্ত্রণ করে থাকে। প্রসেসরের কার্যাবলীর কিছু মৌলিক অনুষঙ্গ হল control unit (CU), arithmetic logic unit (ALU) and processor registers ইত্যাদি । 

প্রসেসর কি কোনটি সেরা এবং কোনটি আপনার প্রয়োজন-bdtipstech
প্রসেসর কি কোনটি সেরা এবং কোনটি আপনার প্রয়োজন-bdtipstech

মোবাইলে কোন প্রসেসর ভালো মোবাইল প্রসেসর কত প্রকার snapdragon কি ভাল প্রসেসর স্ন্যাপড্রাগন কি কিরিন প্রসেসর কোন চিপসেট সবচেয়ে ভালো প্রসেসর এর দাম  মোবাইলের চিপসেট কি



প্রসেসর মূলত CPU এর Control Unit , combinational logic, main memory, register এইসব ফাংশনের মধ্যে সমন্বয় করে ইনপুটকে আউটপুটে পরিণত করে। প্রসেসরের ভেতর থাকা Arithmetic logic unit একটি বিশেষ ইউনিট যা কম্পিউটারের বিভিন্ন সাংখ্যিক ও লজিক্যাল অপারেশন সম্পাদন করে। যুগে যুগে কম্পিউটারের প্রসেসর সময়ের সাথে সাথে পরিবর্তিত হচ্ছে, উন্নত হচ্ছে। কালের বিবর্তনের সাথে পরিবর্তনকে প্রসেসরের জেনারেশন করে চলতি ভাষায় অভিহিত করা হয়। যেমন ২য় জেনারেশন, ৩য় বা ৪র্থ জেনারেশন ইত্যাদি। প্রতিটা জেনারেশন আলাদা আলাদা বৈশিষ্ট্যের জন্য স্বতন্ত্র, প্রতিটা জেনারেশন তথ্যপ্রযুক্তিকে একটু একটু করে এগিয়ে নিয়েছে উন্নয়নের দিকে। বর্তমান সময়ে মানুষের ক্রমবর্ধমান চাহিদার জন্য ডেস্কটপ ও ল্যাপটপ কম্পিউটার পেড়িয়ে মোবাইল ডিভাইসের চাহিদা বেড়ে গেছে, যার ফলে মাইক্রোপ্রসেসর নামক বিশেষ ধরনের প্রসেসরের প্রসার হয়েছে। বাজারে থাকা সব প্রসেসর উৎপাদনকারী প্রতিষ্ঠানই এখন মাইক্রোপ্রসেসর তৈরির দিকে নজর দিচ্ছে। বর্তমানে মূলত পাঁচটি কাঠামোর মাইক্রোপ্রসেসর দেখা যায়, CISC-Complex Instruction Set Microprocessors, RISC-Reduced Instruction Set Microprocessor, ASIC- Application Specific Integrated Circuit, Superscalar Processors, DSP's-Digital Signal Microprocessors. বর্তমানে বাজারে চলে আসা মূল ধারার প্রসেসর উৎপাদনকারীদের মধ্যে Intel, AMD,Qualcomm, NVIDIA,IBM,Samsung,Motorola, Hewlett-Packard (hp) ইত্যাদি বেশ ভাল মানের গ্রাহক সেবা দিচ্ছে, যারা একই সাথে মাইক্রোপ্রসেসরেরও উৎপাদনকারী। Intel এর কিছু জনপ্রিয় সিরিজ হল Celeron series,Core Series,i Series ইত্যাদি। AMD এর কিছু প্রসেসর হল Sempron,Athlon, AMD Phenom,AMD FX ইত্যাদি। এছাড়া এইচপির নতুন জেনারেশনের প্রসেসরের সাপোর্ট করা কিছু পণ্য HP Pavilion 15, HP Spectre x360 ইত্যাদি গ্রাহক চাহিদায় এগিয়ে আছে। এছাড়াও সব কোম্পানিরই নিজস্ব কিছু প্রোডাক্ট থাকে যা বিভিন্ন সময়ে জনপ্রিয় হয়েছে বা হচ্ছে । আমার দৃষ্টিতে Intel এর Core-i5 একটি অসাধারণ প্রসেসর, কম্প্যাটিবিলিটি ও সার্ভিসের সমন্বয়ে একটি দারুণ প্রসেসর এটি।
যেকোনো প্রয়োজনে আমরা আছিআমাদের ফেইসবুক গ্রুপ bd tech groupফেইসবুক পেইজ bd tips techইউটিউব চ্যানেল Youtube channel
Read More »

Wednesday, March 06, 2019

টরেন্ট থেকে কিভাবে ফাইল ডাউনলোড করতে হয়

বিডি টিপ্স টেক এ আপনাদের স্বাগতম।বর্তমানে আমাদের ইন্টারনেট ছাড়া যেন চলেই না,সারাদিন একবার এর জন্যও ইন্টারনেট এ প্রবেশ করেন না, কিংবা ইন্টারনেটের দরকার হয়না এমন মানুষ পাওয়া খুবই বিরল,প্রয়োজনীয় অফিশিয়াল কাজ থেকে শুরু করে প্রয়োজনে অপ্রয়োজনে আমরা যখন তখন ডু মারি ইন্টারনেট এ, সোসাল মিডিয়া থেকে শুরু করে মুভি,সফটওয়্যার,গেমস,বই,ডকুমেন্টারি,টিউটোরিয়াল ইত্যাদির প্রয়োজন আজ প্রায় অপরিসীম, কিন্তু বর্তমানে অনেক দরকারি ডাটা আছে যেমন বই,পিডিএফ,সফটওয়্যার, ক্রাক ইত্যাদি ডাওনলোড করতে গিয়ে নানা রকম হয়রানির সীকার হন, নানারকম এড,ভাইরাস ইত্যাদির সমস্যা, আজ আপনাদের দিব এর একটি কম্পলিট সলুশন যার মাধ্যমে আপনারা যাবতীয় বিরল ডাটা, বিরল মুভি,ডকুমেন্টারি, সফটওয়্যার বিনামূল্যে ডাউনলোড করতে পারবেন,আর পেইড এপ্স ডাউনলোড করার সুবিধা তো থাকছেই,তো চলুন শুরু করা যাক, প্রথমে ধরুন আমি একটি সফটওয়্যার ডাউনলোড করবো,যেমন এডোবি ফটোশপ

১। প্রথমে আপনার অপারেটিং সিস্টেম অনুযায়ি "utorrent" সফটওয়্যার টি ডাওনলোড করে নিন, এটা গুগল এ সার্চ করলেই পাবেন, ফ্রিওয়ার এটি অথবা এখান থেকে ডাউনলোড  করে নিতে পারেন https://www.utorrent.com/ 
utorrent সফটওয়্যার টি ডাওনলোড-bd tips tech
utorrent সফটওয়্যার টি ডাওনলোড-bd tips tech

টরেন্ট ডাউনলোড করার উপায় টরেন্ট সাইট টরেন্ট কি মোবাইলে টরেন্ট ডাউনলোড টরেন্ট দিয়ে ডাউনলোড করতে পারছেন না?  টরেন্ট কি এবং কিভাবে টরেন্ট দিয়ে ডাওনলোড করা হয় সেরা ৬টি টরেন্ট ওয়েবসাইট - মুভি, গেম ও সফট্ওয়্যার ডাউনলোডের জন্য  bdtechtunes bdtipstec

২। তারপর ইন্সটল করুন 

৩। অপেন করুন এবং মিনিমাইজ করে রাখুন 

৪। এবার একটি টরেন্ট সাইট এ যান, যেমন আমি গেলাম https://kickasstorrents.to/  

৫। এখন আমরা এডোবি সফটওয়্যার টি টরেন্ট এর সাহায্যে ডাওনলোড করে দেখাবো 

৬। সার্চ বক্স এ লিখুন " adobe photoshop"  

৭। তারপর লিংক এ যান

। আপনার পছন্দের ভার্শন টি সিলেক্ট করুন,  

৯। তারপর ম্যগনেট (magnet) বা চুম্বকের যে চিত্রটি দেওয়া আছে ওইখানে ক্লিক করবেন,আর তারপর অটোমেটিকেলি আপনার ইন্সটল করা টরেন্ট সফটওয়্যার এ চলে আসবে,স্টারট করুন Screenshot দেখুন 
ওইখানে ক্লিক করবেন-bdtipstech
ওইখানে ক্লিক করবেন-bdtipstech


১০। ডাওনলোড স্টার্ট হয়ে যাবে। 
১১। আর এঞ্জয় করুন আনলিমিটেড ডাওনলোড আজ এ পর্যন্তই,ভাল থাকবেন
যেকোনো প্রয়োজনে আমরা আছি
আমাদের ফেইসবুক গ্রুপ bd tech group
ফেইসবুক পেইজ bd tips tech
ইউটিউব চ্যানেল Youtube channel
Read More »

Thursday, January 31, 2019

মোবাইলে আসা এসএমএস অটো ফরওয়ার্ড করুন পিসিতে

আপনি যদি বেশির ভাগ সময় কম্পিউটারে খুব ব্যস্ত সময় পার করে থাকেন, তাহলে এর পাশাপাশি আরেকটি ডিভাইস ব্যবহার যেমন মোবাইলের মেসেজে নজর রাখাটা কিছুটা হলেও ঝামেলার মনে হতে পারে

কিংবা আপনি কম্পিউটারে খুব ব্যস্ত এবং আপনার মোবাইল কিছুটা দূরে চার্জে রয়েছেএমন পরিস্থিতি মেসেজে আসলে কম্পিউটার থেকে উঠে দিয়ে মোবাইলের মেসেজ দেখতে হবে

কিওয়ার্ড:এন্ড্রয়েডের এসএমএস পিসিতে,এন্ড্রয়েডের নোটিফিকেশন পিসিতে,কম্পিউটার পরিচালনা করুন এন্ডয়েড  দিয়ে,কম্পিউটারে চালান এন্ড্রয়েড,Android এর এসএমএস পিসিতে,Android এর এসএমএস কম্পিউটারে,bd techtunes, bd tech blog,bd tricks bd tech tip,bd bangla blog

সুতরাং এমন হলে কেমন হয় যে, আপনার মোবাইলে আসা এসএমএস আপনি আপনার কম্পিউটারেই দেখতে পাবেন এবং কম্পিউটার থেকেই অন্যের মোবাইলে মেসেজ পাঠাতে পারবেন! দারুন এই সুবিধাটি পাওয়া যাবে মাইটি টেক্সট অ্যাপ ব্যবহার করে

মাইটি টেক্সট ব্যবহার করলে আপনার অ্যান্ড্রয়েড মোবাইলে আসা এসএমএস বা এমএমএস কম্পিউটার বা ট্যাবলেট পিসি থেকেই দেখে নিতে পারবেনপাশাপাশি আপনার কম্পিউটার অথবা ট্যাবলেট পিসি থেকে যেকোনো মোবাইলে এসএমএস ও এমএমএস পাঠাতে পারবেনঅর্থাৎ কম্পিউটারে কাজে ব্যস্ত থাকাকালীন মোবাইলে আসা এসএমএস দেখা এবং পাঠানোর জন্য মোবাইল হাতে নেওয়ার প্রয়োজন পড়বে না

এ ছাড়া আপনার মোবাইলে কল আসলে সেই নোটিফিকেশন আসবে কম্পিউটারেমোবাইলের ব্যাটারি অ্যালার্ট নোটিকেশনসহ মোবাইলে আসা সোশ্যাল মিডিয়ার নোটিফিকেশনও জানা যাবে কম্পিউটারেই

কম্পিউটারে মোবাইলের মেসেজ দেখা ও পাঠানোর দারুণ এই সেবা পেতে স্মার্টফোন মাইটি টেক্সট অ্যান্ড্রয়েড অ্যাপ এবং কম্পিউটারে ওয়েব অ্যাপস ব্যবহার করতে হবেমাইটি টেক্সট ডাউনলোডের জন্য ভিজিট করুন mighty text    সাইটটিতে

mightytext-bdtipstech
mightytext-bdtipstech

মাইটি টেক্সট ছাড়াও এয়ারড্রয়েড অ্যাপের মাধ্যমেও এ ধরনের সুবিধা পাওয়া যাবে
ভিজিট: 
airdroid-bdtipstech
airdroid-bdtipstech

আমাদের ফেইসবুক গ্রুপ facebook group

ফেইসবুক পেইজ facebook page
ইউটিউব চ্যানেল Youtube
Read More »

Sunday, October 14, 2018

ল্যাপটপের ব্যাটারি ঠিক রাখার কিছু টিপ্স যেনে জিন

bd tech blog এ আপনাদের স্বাগতম। আশা করি সবাই ভাল আছেন।
আমরা যারা ল্যাপটপ ইউস করি তারা সব সময় কিছু কমন চিন্তায় থাকি।



১। এই ব্যাটারি কি ভাল?

২। আমি যেভাবে ইউস করতেছি সেটা কি এর আয়ু কমাচ্ছে?

৩। কিভাবে আয়ু ধরে রাখবো?

৪ কিভাবে বুঝবো ব্যাটারি চেঞ্জ করার দরকার আছে কিনা

 
ল্যাপটপের ব্যাটারির যন্ত নিন-বিডি টিপ্স টেক
ল্যাপটপের ব্যাটারির যন্ত নিন-বিডি টিপ্স টেক



কিভাবে ল্যাপটপের ব্যাটারি ঠিক রাখবেন,ল্যাপটপের ব্যাটারির যত্ন রাখার উপায়,ল্যাপটপের যত্ন রাখার উপায়,ল্যাপটপ ব্যাটারি কিভাবে পরিবর্তন করা লাগে।



প্রথম কথা হল ব্যাটারী সময়ের সাথে সাথে আয়ু কমবে, এটা হবেই। কিন্তু এটা অনেক ধীরে ধীরে হয়। আবার অনেকের তারাতারিও হয়। কিন্তু এটা ইউস করার উপর অনেক টা নির্ভর করে। যা আমরা নিজেই নিয়ন্ত্রন করতে পারি। তা জন্য আমাদের কিছু জিনিস বুজতে হবে।

ল্যাপটপের চার্জঃ

আমাদের মনে রাখতে হবে ল্যাপ্টপের চার্জ নির্ভর করে mWh এর উপর, মিলি এম্পিয়ার এর উপর নয়।

আবার একটা ব্যাটারীর ধারন ক্ষমতা কতটুকু আছে তাও এর উপর নির্ভর করে। সেটা আমি এখন দেখাবো কিভাবে বুজবেন যে আপনার ল্যাপ্টপের ব্যাটারীর বর্তমান ধারন ক্ষমতা কত।

এটা মেনুয়ালি বের করা যায়। কিন্তু এই সফটওয়্যার দিয়েও দেখা যা। প্রথমে battery care সফটওয়্যার টি ডাউনলোড করে ওপেন করুন।
তাহলে নিচের চিত্রের মত আসবে।

এখানেই সব ইনফরমেশন পাবেন।

designed Capacity মানে হল এই ব্যাটারির বানানোর সময় এর ধারন ক্ষমতা এটাই ছিল

Full charged capacity মানে হল বর্তমানে চার্জ ফুল হলে কত চার্জ ধারন হয়।

current capacity value হল বর্তমান চার্জ

battery wear level হল আপনার বর্তমান ব্যাটারির ধারন ক্ষমতা কত, এটাই সবথেকে গুরুত্বপুর্ন। এটা যত বেশী আপনার ব্যাটারী তত ভাল আছে। নতুন ব্যাটারীর ক্ষেত্রে এটা ১০০% থাকে।

কিভাবে ব্যাটারী ভাল রাখবেন?

কিছু টিপস পালন করলে ব্যাটারী ভাল থাকে।

১। তাপমত্রা ঠিক রাখা, এটা করার জন্য আপনার এই সফটওয়্যার দরকার হবে। এটা দিয়ে বুঝবেন কত তাপমাত্রা আছে, বেশী উত্তপ্ত হলে এটা দেখায় দিবে, তাই বেশী কিছুর দরকার নাই শুধু ইন্সটল করলেই হবে।

২। সব সময় ফুল চার্জ রাখবেন, লিথিয়াম আয়ন ব্যাটারী সব সময় ফুল চার্জ রাখা ভাল, চার্জ ফুল থাকার পরও প্লাগ ইন করে চালান। অনেকেই চার্জ শেষ করে আবার ফুল আবার চার্জ আবার ফুল করে। এতে ব্যাটারীর ধারন ক্ষমতে কমে যায়।

৩। কিছুদিন পর পর ব্যাটারী ক্যালিবারেশন করতে হয়। একটু আগে যে সফটওয়্যার দিয়েছি তা ইনস্টল করা থাকলেই বুঝবেন কখন দেয়া লাগবে। আবার নিয়মটাও সেখানে দেয়া আছে। এতে battery waer level বাড়ে।



তো আজ এই পর্যন্তই। ভাল থাকবেন সবাই। আমার পরের টিউনে লিখবো কিভাবে ব্যাটারী ক্যালিবারেশন করার লাগে। ভাল থকবেন সবাই।
  যেকোনো প্রয়োজনে আমরা আছি
আমাদের ফেইসবুক গ্রুপ facebook group
ফেইসবুক পেইজ facebook page
ইউটিউব চ্যানেল Youtube
Read More »

Friday, October 05, 2018

কিভাবে ফায়ারফক্স বা ক্রোম ব্রাউজারের বুকমার্ক গুলি ব্যাকআপ রাখবেন এবং রিস্টোর করবেন

bd bangla blog এ আপনাদের স্বাগতম।আশাকরি সবাই ভাল আছেন। বুকমার্ক ব্যাকআপের জন্য ভাল একটি এক্সটেনশন- এভারসিঙ্ক (EverSync)।গুগল ক্রোমেও এটি কাজ করে।  যেকোন কম্পিউটারে বসে বুকমার্কগুলো ব্যবহার করা যাবে। প্রথমেই এডঅন্স ম্যানেজারে গিয়ে এডঅন্সটি ইনস্টল করতে হবে।  

কিওয়ার্ড:কিভাবে বুকমার্ক ব্যাকআপ রাখতে হয়,কিভাবে মজিলা ফায়ারফক্সের বুকমার্ক ব্যাকআপ রাখবেন,কিবাবে গুগল ক্রোমের বুকমার্ক ব্যাকআপ রাখবেন,কিভাবে বুকমার্ক ব্যাকআপ রাখবেন,how to keep bookmark backup bangla,bangla tips tech,tricks bd bangla,bangla tech blog,bd tech tunes,bd tech blog,online tips bangla,online earning tipa bangla,bangla online earn tips 

ক্রোম থেকে ইনস্টল করতে এখানে ক্লিক করুন eversync for chrome

মজিলার জন্য এখানে ক্লিক করুন eversync for mozila

এডঅন্সটি ইনস্টল করার পর এড্রেসবারের ডানে একটি
আইকন আসবে ছবিটার মত


মজিলা বুকমার্ক ব্যাকআপ-বিডি টিপ্স টেক
মজিলা বুকমার্ক ব্যাকআপ-বিডি টিপ্স টেক


ক্লিক করে Option-এ গিয়ে যেকোন একটি ই-মেইল আই.ডি দিয়ে সাইনআপ করতে হবে। জিমেইল আইডি হলে গুগল+ -এ লগইন করলেই হবে। সাইনআপ/লগইন শেষ করার পর এইখানে যেতে হবে -
মজিলা বুকমার্ক ব্যাকআপ-বিডি টিপ্স টেক
মজিলা বুকমার্ক ব্যাকআপ-বিডি টিপ্স টেক


এই তিনটা অপশন ব্যবহার করেই বুকমার্ক ব্যাকআপ রাখা, রিস্টোর করা যাবে।

Merge Local and Server Data - ফায়ারফক্সের বর্তমান বুকমার্ক আর একাউন্টে রাখা বুকমার্কগুলো মার্জ হবে।

Overwrite Server Data - একাউন্টে থাকা বুকমার্কগুলো ফায়ারফক্সের বর্তমান বুকমার্কগুলো দ্বারা রিপ্লেস হবে (একাউন্টের বুকমার্কগুলো/ব্যাকআপ চলে যাবে, নতুন ব্যাকআপ তৈরী হবে)
Overwrite Local Data - ফায়ারফক্সের বর্তমান বুকমার্কগুলো মুছে একাউন্টের বুকমার্কগুলো চলে আসবে।

বুঝতে সমস্যা হলে শুধু Merge Local and Server Data করলেই হবে।
একবার বুকমার্কের ব্যাকআপ রাখার পর যেকোন কম্পিউটারের ফায়ারফক্সে  EverSync ইনস্টল করে লগইন করে Merge Local and Server Data ক্লিক করলেই সব বুকমার্ক চলে আসবে।

যেকোনো প্রয়োজনে আমরা আছি
আমাদের ফেইসবুক গ্রুপ facebook group
ফেইসবুক পেইজ facebook page
ইউটিউব চ্যানেল Youtube
Read More »
copyright 2014-2023@bdtipstech DMCA.com Protection Status