Ads By Blogger

Thursday, April 25, 2019

আপনার জিমেইল আইডি তে Verification এড করুন আইডি হ্যাক থেকে রক্ষার জন্য

প্রিয় ভিসিটর আপনাকে  টিউনে আসার জন্য ধন্যবাদ, মূল কথায় আসি,আজকাল আমাদের কাছে জিমেইল আইডি অনেক গুরুত্ব পূর্ণ  আইডি হিসাবে নির্ভর করে,যেমন জিমেইল আইডি দিয়ে ফেইসবুক হতে শুরু করে ব্লগিং ওয়েব সাইড  সহ নানান ধরনের আইডি ব্যবহারিত, আজকাল প্রতিনিয়ত হ্যাক হচ্ছে ভিবিন একাউন্ড হ্যাকারেরা ভিবিন্ন কৌশল করে জেনে যাচ্ছে আপনার সখের আইডির ইমেইল ও পাসওয়াড, হাতিয়ে নিচ্ছে আইডি ফেরত দেওয়ার লোভ দেখিয়ে অনেক টাকা ,এই টিউনে আপনারা দেখবেন কিভাবে জিমেইল হ্যাক থেকে বাচাঁ যায়, এখন থেকে আপনার জিমেইল আর




পাসওয়াড যে কাউকে বলতে পারবেন,তবে আপনি ছাড়া আপনার জিমেইলে কেউ প্রবেশ করতে পারবেনা, যদি কেউ আপনার জিমেইলে লগিন করতে চাই তাহলে একটি সিকিউরিটি কোড চাইবে, যে কোড টি চাইবে সেই কোড টি চলে যাবে আপনার মোবাইলে,আপনার মোবাইলে আসা কোড টি না জানা পর্যন্ত লগিন করতে পারবেনা অন্য কেউ চলুন দেখি কিভাবে করা যায় এ কাজটি,  প্রথমে আপনার জিমেইলে প্রবেশ করে ডান পাশের উপরের Account এ ক্লিক করুন ক্লিক করলে নিচের মত একটি পেজ উইনডো হবে
উপরের ছবিতে লক্ষ্য করে 2-step Verification ক্লিক করুন ক্লিক করলে নিচের মত একটি পেজ উইনডো হবে
পরের ছবিতে লক্ষ্য করে START SETUP ক্লিক করুন ক্লিক করলে নিচের মত একটি পেজ উইনডো হবে
উপরের ছবিতে লক্ষ্য করুন একটি মোবাইল নাম্বার দেখা যাচ্ছে,আপনি যদি মনে করেন মোবাইল নাম্বার টি বদলানো দরকার,তাহলে করতে পারেন,তার পর Send code ক্লিক করুন ক্লিক করলে আপনার মোবাইলে একটি Verification কোড আসবে মেসজ দ্বারা গুগল হতে  নিচের মত একটি পেজ উইনডো হবে
যে Verification কোড মেসজ দ্বারা গুগল হতে পেয়েছেন সেটি খালি ঘরে দিয়ে Verify তে ক্লিক করলে নিচের মত একটি পেজ উইনডো হবে
উপরের ছবিতে লক্ষ্য করে Next ক্লিক করুন ক্লিক করলে নিচের মত একটি পেজ উইনডো হবে
উপরের ছবিতে লক্ষ্য করে Confirm ক্লিক করুন ক্লিক করলে নিচের মত একটি পেজ উইনডো হবে
উপরের ছবিতে লক্ষ্য করে Do this later ক্লিক করুন ক্লিক করলে নিচের মত একটি পেজ উইনডো হবে
উপরের ছবিতে লক্ষ্য করে Ok ক্লিক করুন ক্লিক করলে Verification এড এর কাজ সফল হবে। পোস্টটি আপনার ভাল লাগলে নিচ থেকে ফেসবুক আইকনে ক্লিক করে বন্ধুদের সাথে শেয়ার করুন এবং অবশ্যই কমেন্ট করুন। আপনার একটি কমেন্ট আমাকে  আরো মজাদার টিউন উপহার দেয়ার অনুপ্রেরণা যোগাবে। 
Read More »
ads

Wednesday, April 10, 2019

বাড়িয়ে নিন ইন্টারনেটের স্পিড সহজেই

উইন্ডোজের সকল ভার্সনেই (XP, 7, 8, 8.1) বাই ডিফল্ট স্পিড কমানো থাকে। নিচের নিয়ম অনুসরন করে আপনি নেটের সর্বোচ্চ স্পিড পেতে পারেন। প্রথমে windows Key+R চেপে Run ওপেন করুন। এখানে টাইপ করেন gpedit.msc । তারপর Enter চাপুন।


তারপর তীর চিহ্নিত স্হানে অর্থাৎ Administrative Templates এ ডাবল ক্লিক(Double Click) করুন।



এবার Network এ ডাবল ক্লিক (Double Click) করেন।


এখন QoS Packet Scheduler এ ডাবল ক্লিক করুন।



এরপর Limit Reservable Bandwith এ ডাবল ক্লিক করুন।


তাহলে নিচের মত Window open হবে। এখানে চিত্রের মত setting ঠিক করেন।




কাজ শেষ।।

এভাবে আপনি আপনার উইন্ডোজ এ নেটের সর্বোচ্চ speed ব্যবহার করতে পারেন 
Read More »

Saturday, April 06, 2019

hard drive এ ফাইল না থাকা সত্বেও মেমরি কি ফুল দেখাচ্ছে!

সবাইকে শুভেচ্ছা জানিইয়ে শুরু করছি। আশা করি সবাই ভাল আছেন। আজকে আমি আপনাদের সাথে একটা টিপস শেয়ার করবো। আমাদের কম্পিউটারের হার্ডডিস্কে যথেষ্ট পরিমাণ জায়গা থাকা সত্ত্বেও অনেক সময় দেখা যায়, হার্ডডিস্কের মেমরি পূর্ণ হয়ে আছে। অপ্রজনীয় ফাইল গিয়ে হার্ডডিস্ক ভরিয়ে ফেলে।আর তার কারন হল HARDDISK আণেক ফাইল লুকানো থাকে। এরকম হলে Folder Option এ গিয়ে Show hidden files and folders অপশনে টিক দিন এবং Hide protected operating system files (recommended) অপশন থেকে টিক চিহ্ন তুলে দিন। এবার OK করুন।

এখন যে ড্রাইভের জায়গা পূর্ণ হয়ে আছে, সেখানে গিয়ে দেখুন system volume information নামের একটি ফোল্ডার আছে। ঐ ফোল্ডারের সব ফাইল ডিলিট করে দিন। ভুলেও ফোল্ডারটি ডিলিট করবেন না।
কাজ শেষ হয়ে গেলে Folder Option এ গিয়ে আবার ফাইলগুলো হাইড করে ফেলুন।



ভাল লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন……আর সবসময় ভালো থাকবেন……bd tips blog
Read More »

Saturday, March 23, 2019

কিভাবে নিবন্ধন করবেন ডট বাংলা ডোমেইন

বিডি টিপ্স টেক এ আপনাদের স্বাগতমআশাকরি সবাই ভাল আছেন
আজ রোববার (১ জানুয়ারি) থেকে শুরু হওয়ার কথা থাকলেও অনিবার্য কারন বশত অফ আছেযাই হোক আশাকরছি আগামী দুই একদিনের মধ্যে ডোমেইন রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হবে। গতকাল প্রধানমন্ত্রী ডট বাংলা ডোমেইন এর উদ্বোধন করেনপ্রথম পর্যায়ে ডোমেইন নিতে পারবেন বাংলাদেশের সাংবিধানিক, সরকারি-আধা সরকারি বা স্বায়ত্ত শাসিত প্রতিষ্ঠান ও এর অঙ্গপ্রতিষ্ঠানসমূহদ্বিতীয় পর্যায়ের নিবন্ধন শুরু হবে ১ ফেব্রুয়ারি থেকেতখন বাংলাদেশে সবার জন্য সুযোগ উন্মুক্ত করা হবেএছাড়া প্রথম পর্যায়ের জন্য উপযুক্ত গ্রাহকরা দ্বিতীয় পর্যায়েও আবেদন করতে পারবেন
 
কিভাবে নিবন্ধন করবেন ডট বাংলা ডোমেইন

keyword:কিভাবে ডোমেইন রেজিষ্ট্রেশন করতে,ডোমেইন রেজিষ্ট্রেশন করার উপায়,ফ্রি ডোমেইন নিয়ে নিন,কিভাবে ফ্রিতে ডোমেইন নিবেন,নিয়ে নিন ফ্রি ডট কম ডোমেইন,কিভাবে ডোমেইন রেজিষ্ট্রেশন করতে,বাংলাদেশ থেকে ডোমেইন কিনার উপায়,ডট বাংলা ডোমেইন নিবন্ধনের উপায় কি

এরমধ্যে কপিরাইট, ট্রেডমার্ক বা ব্র্যান্ড নামের প্রতিষ্ঠান এবং গুগল, মাইক্রোসফট, ফেসবুকসহ বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠান এ পর্যায়ে ডট বাংলা ডোমেইন নিতে পারবেডোমেইন নাম বরাদ্দের কাজটি হবে আগে আসলে আগে পাবেন ভিত্তিতেযাদের ডট বিডি ডোমেইন আছে, তারাও ডট বাংলা ডোমেইন নিতে পারবেন

সবধরনের গ্রাহক বিটিসিএল-এর ওয়েবসাইটের সার্ভিস অপশনে গিয়ে বা বিডিআইএ ডট বাংলা অথবা bdia.btcl.com.bd ওয়েব ঠিকানায় গিয়ে অনলাইনে নিবন্ধন করতে পারবেনএরপর জমা দিতে হবে ফি

টেলিটকের মাধ্যমে নিবন্ধন ফি দিয়ে পুরো নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করা যাবে ঘরে বসেইনিবন্ধন ফি এক বছরের জন্য ৫০০ টাকা; তবে প্রথমবার ডোমেইন নিতে ন্যূনতম দুই বছরের জন্য এক হাজার (৫০০ x ২) টাকা জমা দিতে হবেবিশেষ শব্দের জন্য নিবন্ধন ফি বাবদ দিতে হবে ১০ হাজার টাকাতবে কোন শব্দগুলো বিশেষ, তা এখনো নির্ধারণ হয়নিএ বিষয়ে আপাতত বিটিসিএল-এর সিদ্ধান্তই চূড়ান্ত করা হবে

সবধরনের ফিতে নির্ধারিত হারে ভ্যাট দিতে হবেনিবন্ধনের মেয়াদপূর্তির শেষদিনের মধ্যে নবায়ন করতে হবে ডোমেইন নাম; নবায়ন ফি নিবন্ধন ফির সমাননির্ধারিত সময়ে নবায়ন না করা হলে নাম স্থগিত করা হবে, তবে পরবর্তী ৯০ দিনের মধ্যে জরিমানাসহ তা নবায়ন করা যাবে৯০ দিনের মধ্যে জরিমানাসহ ডোমেইন নাম নবায়ন করা না হলে তা নতুন রেজিস্ট্রেশনের জন্য উন্মুক্ত করে দেয়া হবে

.বাংলা ডোমেইন ট্যারিফকার্যকর তারিখ: ১৬ ডিসেম্বর, ২০১৬
ক্রমিক নং বর্ণনা বার্ষিক চার্জ (টাকা)
বাংলা ভাষার ডোমেইন নেমউদাহরনঃ বিটিসিএল.বাংলা ৫০০
বিশেষ (Reserved) শব্দের ডোমেইন নেম ১০০০০
ডোমেইন নবায়নকরণ ৫০০
মালিকানা পরিবর্তন ১৫০০
মেয়াদ শেষ হওয়ার পর ৩০ দিনের মধ্যে নবায়নের জন্য জরিমানা ৫০০
মেয়াদ শেষ হওয়ার পর ৩১ থেকে ৯০ দিনের মধ্যে নবায়নের জন্য জরিমানা ১৫০০
মেয়াদ শেষ হয়ে গেলে এবং নবায়ন না করলে ডোমেইন স্থগিত করা হবে পরবর্তী ৯০ দিনের মধ্যে জরিমানাসহ চার্জ পরিশোধ না করা হলে ডোমেইনটি সিস্টেম থেকে মুছে ফেলা হবে এবং নতুন রেজিস্ট্রেশনের জন্য উন্মুক্ত করে দেয়া হবে
এককালীন পরিশোধের ক্ষেত্রে ৫(পাঁচ) বছরের সবস্ক্রিপশন কিংবা নবায়ন-এর জন্য ২০% ডিসকাউন্ট প্রযোজ্য হবে এককালীন পরিশোধের ক্ষেত্রে ১০(দশ) বছরের সবস্ক্রিপশন কিংবা নবায়ন-এর জন্য ৩০% ডিসকাউন্ট প্রযোজ্য হবে
সরকার নির্ধারিত ১৫% ভ্যাট প্রযোজ্য

কিভাবে নিবন্ধন করবেন ডট বাংলা ডোমেইন
কিভাবে নিবন্ধন করবেন ডট বাংলা ডোমেইন
 

বাংলায় নতুন ডোমেইন নাম চালু হওয়ার পর www.btcl.com.bd এর বদলে ইন্টারনেট ব্রাউজারের অ্যাড্রেস বারে বিটিসিএল.বাংলা লিখেও বিটিসিএল ওয়েবসাইটে প্রবেশ করা যাবে
আমাদের ফেইসবুক গ্রুপ facebook group
ফেইসবুক পেইজ facebook page
ইউটিউব চ্যানেল Youtube
Read More »

Sunday, March 17, 2019

আপনার পেনড্রাইভকে বানিয়ে ফেলুন পোর্টেবল কম্পিউটার

(বিডি টিপ্স টেক)আশাকরি সবাই  ভাল আছেন।আজ আপনাদের সাথে একটি টিপ্স শেয়ার করবো আপনারা চাইলে খুব সহজে আপনার পেন্ড্রাইভকে আপনার পোর্ট্যাবল কম্পিউটার হিসেবে ব্যবহার করতে পারবেন।এর ফলে আপনার সেভ করা হিস্টরি,বুকমার্ক বা সফটয়্যার যে কারো কম্পিউটারে ব্যবহার করতে পারবেন। এর জন্য দরকার হবে একটি সফটওয়্যারটিএটি মূলতঃ একটি পোর্টেবল এপ্লিকেশন লঞ্চারআপনার পেন ড্রাইভে রাখা পোর্টেবল এপ্লিকেশনগুলোকে অনেকটা উইন্ডোজের স্টার্ট মেন্যুর মত দেখাবেতবে এতে আরো কিছু গুরুত্বপূর্ন ফিচার ও রয়েছে

আপনার পেনড্রাইভকে বানিয়ে ফেলুন পোর্টেবল কম্পিউটার
আপনার পেনড্রাইভকে বানিয়ে ফেলুন পোর্টেবল কম্পিউটার

keyword: pc tips bangle,bangla help tips,it tips bangle,it tips in bangle,android tips bangle,bangla pc tips,রিংটোন ডাউনলোড,ফ্রী গেম ডাউনলোড,পেনড্রাইভকে বানান কম্পিউটার,অন্যের কম্পিউটারে ব্যবহার করুন নিজের কম্পিউটার,পেনড্রাইভকে বানান পোর্টেবল কম্পিউটার,কিভাবে নিজের কম্পিউটার অন্যের কম্পিউটারে ব্যবহার করবেন।

 এই লিংক (কিছুক্ষন অপেক্ষা করে skip add এ ক্লিক করুন) থেকে সফটওয়্যার ডাউনলোড করে নিনএকটি খালি পেনড্রাইভ পিসির সাথে সংযুক্ত করুনএবার ডাউনলোড করা portableApps.com_Platform_Setup_xx.x.x চালু করুনDetination Folder হিসেবে পিসিতে লাগানো পেন ড্রাইভটিকে দেখাবেনা দেখালে ব্রাউজ করে দেখিয়ে দিনএর পর ইনস্টল করে ফেলুনPortableApps.com Platform সয়ংক্রিয়ভাবে চালু হবেনা হলে মাই কম্পিউটার থেকে পেন ড্রাইভে প্রবেশ করে Start প্রোগ্রামটি চালু করুনউইন্ডোজের স্টার্ট মেন্যুর মত একটা মেন্যু দেখতে পাবেন
এই মেন্যুর ডান পাশে Apps -> Get More Apps… এ ক্লিক করুনপোর্টেবল এপ ডিরেক্টরি চালু হবেএখান থেকে আপনি ডাউনলোড ও ইনস্টল করতে পারবেন ওয়েব ব্রাউজার, ইউটিলিটি, মাল্টিমিডিয়া, শিক্ষামূলক সফটওয়্যার, গেমস সহ শতাধীক ফ্রি সফটওয়্যারএছাড়াও যে কোন পোর্টেবল প্রোগ্রাম আপনি PortableApps.com Platform এ সংযুক্ত করতে পারবেনএজন্য মাই কম্পিউটার থেকে পেন ড্রাইভে প্রবেশ করুনএখানে PortableApps নামে একটা ফোল্ডার দেখতে পাবেন PortableApps ফোল্ডারের ভেতরে সাব ফোল্ডার করে পোর্টেবল প্রোগ্রাম পেস্ট করুনযেমন- আপনি যদি Adobe Illustrator CS5 এর পোর্টেবল ভার্শন রাখতে চান তাহলে PortableApps এর ভেতর Adobe Illustrator CS5 নামে একটা ফোল্ডার তৈরী করে এর ভেতর Adobe Illustrator CS5 এর পোর্টেবল ফাইলটি রাখুনএবার PortableApps.com Platform এর মেন্যুর ডান পাশে Apps -> Refresh App Icons এ ক্লিক করুনএখন মেন্যুতে Adobe Illustrator CS5 দেখতে পাবেন এভাবে আপনি যতখুশি(পেন ড্রাইভ ফুল না হওয়া পর্যন্ত) পোর্টেবল প্রোগ্রাম এখানে সংযুক্ত করতে পারবেন
কোন প্রোগ্রামের আপডেটেড ভার্শন বের হলে PortableApps.com Platform এর বিল্টইন এপ আপডেটারের মাধ্যমে আপনি তাদের অটো আপডেট করতে পারবেনফলে সবসময় পাবেন আপডেটেড প্রোগ্রাম

আপনি পছন্দমত কোন ফন্ট দিয়ে একটা প্রেজেন্টেশন তৈরী করলেন কিন্তু অন্য পিসিতে ফাইলটি ওপেন করার পর দেখা গেল ফন্টগুলো পরিবর্তন হয়ে গেছেকারণ আপনি যে ফন্ট দিয়ে এটি তৈরী করেছিলেন তা এই পিসিতে নেইএই সমস্যা সমাধানের জন্য PortableApps.com Platform এ পোর্টেবল ফন্ট সাপোর্ট রয়েছেআপনি যদি কোন থার্ডপার্টি ফন্ট কোন ফাইলে ব্যবহার করেন, তাহলে সেই ফন্টটি পেন ড্রাইভের PortableApps -> PortableApps.com -> Data -> Fonts ফোল্ডারে রেখে দিনফন্ট সমস্যা আর হবে নাএখানে উল্লেখ্য যে, Data ফোল্ডারের ভেতর Fonts ফোল্ডারটি না ও থাকতে পারেসেক্ষেত্রে আপনাকে তৈরী করে নিতে হবেতবে মনে রাখবেন পেনড্রাইভের স্পেস যত বেশি হবে তত বেশি সুবিধা ভোগ করতে পারবেন।ভাল লাগলে একটি কমেন্ট এবং শেয়ার করে যাবেন এর চেয়ে বেশি কি আশা করতে পারি।
Brandable Domain Names
Read More »

Wednesday, February 27, 2019

কিভাবে অনলাইন থেকে NID ডাউনলোড করবেন

বিডি টিপ্স টেকে আপনাদের স্বাগতম।National Identity Card (NID) বা জাতীয় পরিচয়পত্র বর্তমানে বাংলাদেশী নাগরিকদের জন্য একটা অপরিহার্য জিনিষ। NID ছাড়া বর্তমানে প্রায় কিছুই করা যায় না, সিম কার্ড কেনা থেকে শুরু করে সবখানেই এর প্রয়োজন পরে। কিন্তু দুঃখজনক হলেও সত্যি যে এটা পেতে অনেকেরই অনেক দূর্ভোগ পোহাতে হয়। আজকে আমি দেখানোর চেষ্টা যে যদি রেজিস্ট্রেশন করা থাকে তাহলে কিভাবে আপনি আপনার NID হাতে না পেলেও অনলাইন থেকে ডাউনলোড করে নিজের প্রয়োজনীয় কাজ সারতে পারেন। প্রথমে www.google.com এ গিয়ে NID লিখে সার্চ দিন, নিচের ছবির ন্যায় প্রদর্শিত হবে... 
www.google.com এ গিয়ে NID লিখে সার্চ দিন-bd tips tech
www.google.com এ গিয়ে NID লিখে সার্চ দিন-bd tips tech


nid card download জাতীয় পরিচয়পত্র ডাউনলোড নতুন ভোটার নিবন্ধন ২০১৭ জাতীয় পরিচয় পত্র চেক করার নিয়ম nid পাসওয়ার্ড bangladesh national id card check online national id card bangladesh 2017 কীভাবে অনলাইন থেকে স্মার্ট কার্ড ডাউনলোড করবেন দেখুন techware আইডি কার্ড চেক করুন অনলাইনে- nid card online check national id card check bangladesh bd bdtips 

সবার উপরের রেজাল্ট অর্থাৎ “ভোটার তথ্য-NID Service” এ ক্লিক করুন। নিচের ছিবির ন্যায় আসবে... 
ভোটার তথ্য-NID Service-bd tips tech
ভোটার তথ্য-NID Service-bd tips tech 


আপনি যদি রেজিস্ট্রেশন করা কিন্তু NID হাতে না পেয়ে থাকেন তাহলে “ফর্ম নাম্বার” অপশন সিলেক্ট করুন তারপর আপনাকে রেজিস্ট্রেশন করার সময় যেই স্লীপটি দেওয়া হয়েছে সেই স্লীপ নাম্বারটি লিখুন।
স্লীপ নাম্বারটি লিখুন-bd tips tech
স্লীপ নাম্বারটি লিখুন-bd tips tech

 জন্ম তারিখ এর ঘর এ ক্লিক করে ড্রপ-ডাউন ক্যালেন্ডার থেকে আপনার জন্ম তারিখ, মাস, বছর সিলেক্ট করে দিন। 
তারিখ, মাস, বছর সিলেক্ট করে দিন-bdtipstech
তারিখ, মাস, বছর সিলেক্ট করে দিন-bdtipstech

“Enter Capcha Here” এর ঘরে ডানে প্রদর্শিত অক্ষরগুলো লিখুন, এ ক্ষেত্রে স্মল লেটারগুলো স্মল লেটারে এবং ক্যাপিটাল লেটারগুলো ক্যাপিটাল লেটারে লিখতে হবে। সবশেষে “ভোটার তথ্য দেখুন” এ ক্লিক করুন। 

ভোটার তথ্য দেখুন-bd tips tech
ভোটার তথ্য দেখুন-bd tips tech

আপনার দেওয়া সব তথ্য সঠিক হলে আপনার ভোটার তথ্য প্রদর্শিত হবে। বিঃদ্রঃ- সরকারী সার্ভারগুলো অধিকাংশ সময় ই বিজি থাকে, তাই প্রায় সমই ই তথ্য দেখা যায় না। সার্ভার ইরর ডায়লগ আসে। সে ক্ষেত্রে একাধিকবার ট্রাই করলে অনেক সময় কাজ হয়ে যায়।
যেকোনো প্রয়োজনে আমরা আছি
আমাদের ফেইসবুক গ্রুপ bd tech group
ফেইসবুক পেইজ bd tips tech
ইউটিউব চ্যানেল Youtube channel
Read More »

Monday, February 18, 2019

আপনার ব্লগ বা ওয়েব সাইড সহ পোষ্ট গুলো গুগলে পরিচয় করিয়ে দিন

আশা করি সবাই ভাল আছেন। যে বিষয়ে বলছিলাম বিষয় টি হল,আমারা অনেকেই ওয়েব সাইড অতবা ব্লগে অনেক পোষ্ট করার পর ও গুগলে সার্চ করে খুঁজে পাইনা,যেমন আপনি একটি পোষ্ট করলেন শিরোনাম হল (চোঁখ রাখুন ভিজিটর টিউন ডট কমে) অতচ ঐ পোষ্টের ঐ শিরোনাম দিয়ে গুগলে সার্চ করলেন কিন্তু খুঁজে পেলেন না,এমন যদি হয় তা হলে গুগলের মাধ্যমে আপনার ব্লগ বা ওয়েব সাইডে ভিজিটর পাওয়া যাবেনা,আপনি নিজেই পোষ্ট করে নিজেই পড়তে তাকবেন,এতে কি লাভ হল,কারণ ভিজিটর ছাড়া ওয়েব সাইড বা ব্লগের কোন মূল্য নেই,চলুন দেখি আপনার ওয়েব সাইড ও ব্লগে সহ এবং পোষ্ট গুলো কিভাবে গুগলে পরিচয় করবেন,সার্চ করা মাত্র যেহেতু দেখা যায়।প্রথমে এই লিস্কস এ ক্লিক করুন নিচের মত একটি পেজ উইনডো হবে
এবার উপরের ছবির মত ADD A SIDE এ ক্লিক করুন  নিচের মত একটি পেজ উইনডো হবে 
এবার উপরের ছবির মত আপনার ব্লগ বা ওয়েব সাইডের URL দিয়ে Continue এ ক্লিক করুন  নিচের মত একটি পেজ উইনডো হবে সেখানে ডন পাশে লক্ষ্য করুন
এবার উপরের ছবির মত  Crawl এ ক্লিক করুন  নিচের মত একটি পেজ উইনডো হবে
 এবার উপরের ছবির মত  Fetch as Google এ ক্লিক করুন  নিচের মত একটি পেজ উইনডো হবে সেই পেজে
আমরা আগে নিজের ব্লগ বা ওয়েব সাইড গুগলে পরিচয় করব।
এবার উপরের ছবির মত  FETCH AND RENDER এ ক্লিক করুন  নিচের মত একটি পেজ উইনডো হবে
এবার উপরের ছবির মত Submit to index এ ক্লিক করুন  নিচের মত একটি পেজ উইনডো হবে
এখন থেকে আপনার  নিজের ব্লগ বা ওয়েব সাইড গুগলে সার্চ করলে যে কেউ খুঁজে পাবে।
গুগলে পোষ্ট পরিচয় করার নিয়ম একটু মাত্র ভিন্ন তবে কাজের বৈশিষ্ট একই রকম
যেমন নিজের ব্লগ বা ওয়েব সাইড গুগলে সার্চ এ পরিচয় করার জন্য আমরা উপরের ছবির মত FETCH AND RENDER ব্যবহার করে ছিলাম,এখন যখন আমরা পোষ্ট পরিচয় করব সে জন্য শুধু FETCH  এ ক্লিক করব ক্লিক করার আগে যে পোষ্ট পরিচয় করতে চান সেই পোষ্টের লিস্কস  নিচের মত
http://www.visitortunes.com/2015/03/2995-idm.html হয় তাহলে লাল করা লিস্কস বাদ দিয়ে শুধু
2015/03/2995-idm.html লিখে FETCH এ ক্লিক করুন,অন্য ধাপ গুলো আগের মত
কোন কিছু সমস্যা হলে কমেন্ট করত ভুলবেন না। 

Read More »
copyright 2014-2023@bdtipstech DMCA.com Protection Status